ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত
রাজশাহী নগরীতে মাদকসহ ৪ জনকে আটক করেছে রাজশাহী মেট্রোপলিটনপুলিশ। আরএমপির উপপুলিশ কমিশনার সিটিটিসি (চলতি দায়িত্বে) ও এডিসি (মিডিয়া) মো. গাজিউর রহমান পিপিএম জানান, গত ২৪ ঘণ্টায় কাটাখালী, পবা ও রাজপাড়া থানা পুলিশ নগরীতে পৃথক পৃথক অভিযান চালিয়ে ৩শ পিস ইয়াবা, ১৪৪ বোতল অ্যালকোহল ও ৭৬ লিটার চোলাইমদসহ এদের আটক করেছে। আটককৃতরা হলেন কাটাখালী থানা কর্তৃক আটক গাজিপুর জেলার কাশিমপুর থানার সুবাবাড়ী এলাকার মো. শাহজাহানের ছেলে মো. নাজিম মামুন ওরফে আরহাম (২৮), চাঁদপুর জেলার বালদিয়া গ্রামের মিজান গাইনের ছেলে মো. নিশান গাইন (৩১), পবা থানা পুলিশ কর্তৃক আটক মোহনপুর থানার খয়রা গ্রামের মৃত মাওলানা আ. গফুরের ছেলে মো. এান্না (৩৭) ও রাজপাড়া থানা পুলিশ কর্তৃক আটক রাজপাড়া থানার আইডি বাগানপাড়ার মৃত আ. মজিদের মেয়ে বুলবুলি (৫৪)। আটককৃতদের কাটাখালী, পবা ও রাজপাড়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে পৃথক পৃথক ৩টি মামলা দায়ের করা হয়েছে।
ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত
মঙ্গলবার, ১৯ আগস্ট ২০২৫
রাজশাহী নগরীতে মাদকসহ ৪ জনকে আটক করেছে রাজশাহী মেট্রোপলিটনপুলিশ। আরএমপির উপপুলিশ কমিশনার সিটিটিসি (চলতি দায়িত্বে) ও এডিসি (মিডিয়া) মো. গাজিউর রহমান পিপিএম জানান, গত ২৪ ঘণ্টায় কাটাখালী, পবা ও রাজপাড়া থানা পুলিশ নগরীতে পৃথক পৃথক অভিযান চালিয়ে ৩শ পিস ইয়াবা, ১৪৪ বোতল অ্যালকোহল ও ৭৬ লিটার চোলাইমদসহ এদের আটক করেছে। আটককৃতরা হলেন কাটাখালী থানা কর্তৃক আটক গাজিপুর জেলার কাশিমপুর থানার সুবাবাড়ী এলাকার মো. শাহজাহানের ছেলে মো. নাজিম মামুন ওরফে আরহাম (২৮), চাঁদপুর জেলার বালদিয়া গ্রামের মিজান গাইনের ছেলে মো. নিশান গাইন (৩১), পবা থানা পুলিশ কর্তৃক আটক মোহনপুর থানার খয়রা গ্রামের মৃত মাওলানা আ. গফুরের ছেলে মো. এান্না (৩৭) ও রাজপাড়া থানা পুলিশ কর্তৃক আটক রাজপাড়া থানার আইডি বাগানপাড়ার মৃত আ. মজিদের মেয়ে বুলবুলি (৫৪)। আটককৃতদের কাটাখালী, পবা ও রাজপাড়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে পৃথক পৃথক ৩টি মামলা দায়ের করা হয়েছে।