ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত
ঢাকার সাভার থেকে বিল্লাল ওরফে অগ্নি বিল্লাল ওরফে ভাগনে বিল্লাল নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে।
যে যুবককে মোহাম্মদপুরের ছিনতাই চক্রের ‘প্রধান’ বলে দাবি করেছে পুলিশ।
সাভারের শামলাপুর এলাকা থেকে গতকাল সোমবার রাত একটার দিকে ডিএমপির কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের একটি টিম তাকে গ্রেপ্তার করেছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
২৯ বয়সী বিল্লালের নামে মোহাম্মদপুর ও আদাবর থানায় সাতটি গ্রেপ্তারি পরোয়ানাসহ বিভিন্ন অপরাধের ছয়টি মামলা রয়েছে বলেও জানিয়েছে পুলিশ। ডিএমপি বলছে, মোহাম্মদপুর ও আদাবর এলাকার ‘কুখ্যাত ছিনতাইকারী’ বিল্লাল সাভারের শামলাপুর এলাকায় অবস্থান করছে, এমন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয়। বিল্লাল মোহাম্মদপুর ও আদাবরসহ বিভিন্ন এলাকায় চাপাতি ও বিভিন্ন ধারালো অস্ত্রের মুখে সাধারণ মানুষকে জিম্মি করে ছিনতাই করত বলেও সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।
ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত
মঙ্গলবার, ১৯ আগস্ট ২০২৫
ঢাকার সাভার থেকে বিল্লাল ওরফে অগ্নি বিল্লাল ওরফে ভাগনে বিল্লাল নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে।
যে যুবককে মোহাম্মদপুরের ছিনতাই চক্রের ‘প্রধান’ বলে দাবি করেছে পুলিশ।
সাভারের শামলাপুর এলাকা থেকে গতকাল সোমবার রাত একটার দিকে ডিএমপির কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের একটি টিম তাকে গ্রেপ্তার করেছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
২৯ বয়সী বিল্লালের নামে মোহাম্মদপুর ও আদাবর থানায় সাতটি গ্রেপ্তারি পরোয়ানাসহ বিভিন্ন অপরাধের ছয়টি মামলা রয়েছে বলেও জানিয়েছে পুলিশ। ডিএমপি বলছে, মোহাম্মদপুর ও আদাবর এলাকার ‘কুখ্যাত ছিনতাইকারী’ বিল্লাল সাভারের শামলাপুর এলাকায় অবস্থান করছে, এমন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয়। বিল্লাল মোহাম্মদপুর ও আদাবরসহ বিভিন্ন এলাকায় চাপাতি ও বিভিন্ন ধারালো অস্ত্রের মুখে সাধারণ মানুষকে জিম্মি করে ছিনতাই করত বলেও সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।