জেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন স্থগিতের দাবিতে জামালপুরে আধাবেলা হরতালের ডাক দিয়েছে দলের একাংশ। হরতালের সমর্থনে মঙ্গলবার সন্ধ্যায় বকুলতলা চত্বর থেকে মশাল মিছিল বের করা হয়, যা দয়াময়ী চত্বরে গিয়ে শেষ হয়। পথে মেডিকেল রোডে মিছিল পৌঁছালে কয়েকটি হাতবোমা বিস্ফোরণের ঘটনাও ঘটে।
অন্যদিকে, জেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের আরেকটি অংশ সম্মেলন সফল করার প্রত্যয় ব্যক্ত করে হরতাল বর্জনের আহ্বান জানিয়ে শহরে পাল্টা মিছিল বের করে।
বিএনপির জেলা সদস্য শামীম আহমেদ অভিযোগ করেন, “প্রহসনমূলক সম্মেলনের আয়োজন করা হচ্ছে, যা তৃণমূল নেতাকর্মীরা চান না। অবিলম্বে বর্তমান কমিটি ভেঙে প্রস্তুতি কমিটি গঠন করতে হবে।”
এ প্রসঙ্গে জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ওয়ারেছ আলী মামুন বলেন, “ওরা সব সময় বিরোধিতার জন্য বিরোধিতা করে। ২০১৬ সালের সম্মেলনেও বিরোধিতা করেছে। যাদের সঙ্গে শামীম আহমেদ আছেন, তারা দলের বহিষ্কৃত নেতা।”
জামালপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ইয়াহিয়া আল মামুন জানিয়েছেন, মিছিলের ভিডিও ফুটেজ বিশ্লেষণ করা হচ্ছে। সদর থানার ওসি আবু ফয়সল মো. আতিক দাবি করেন, পুলিশ নিরপেক্ষ ভূমিকা পালন করছে।
প্রসঙ্গত, প্রায় ৯ বছর পর আগামী ২৩ আগস্ট জামালপুর জেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ভিডিও কলে যুক্ত হওয়ার কথা রয়েছে।
বুধবার, ২০ আগস্ট ২০২৫
জেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন স্থগিতের দাবিতে জামালপুরে আধাবেলা হরতালের ডাক দিয়েছে দলের একাংশ। হরতালের সমর্থনে মঙ্গলবার সন্ধ্যায় বকুলতলা চত্বর থেকে মশাল মিছিল বের করা হয়, যা দয়াময়ী চত্বরে গিয়ে শেষ হয়। পথে মেডিকেল রোডে মিছিল পৌঁছালে কয়েকটি হাতবোমা বিস্ফোরণের ঘটনাও ঘটে।
অন্যদিকে, জেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের আরেকটি অংশ সম্মেলন সফল করার প্রত্যয় ব্যক্ত করে হরতাল বর্জনের আহ্বান জানিয়ে শহরে পাল্টা মিছিল বের করে।
বিএনপির জেলা সদস্য শামীম আহমেদ অভিযোগ করেন, “প্রহসনমূলক সম্মেলনের আয়োজন করা হচ্ছে, যা তৃণমূল নেতাকর্মীরা চান না। অবিলম্বে বর্তমান কমিটি ভেঙে প্রস্তুতি কমিটি গঠন করতে হবে।”
এ প্রসঙ্গে জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ওয়ারেছ আলী মামুন বলেন, “ওরা সব সময় বিরোধিতার জন্য বিরোধিতা করে। ২০১৬ সালের সম্মেলনেও বিরোধিতা করেছে। যাদের সঙ্গে শামীম আহমেদ আছেন, তারা দলের বহিষ্কৃত নেতা।”
জামালপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ইয়াহিয়া আল মামুন জানিয়েছেন, মিছিলের ভিডিও ফুটেজ বিশ্লেষণ করা হচ্ছে। সদর থানার ওসি আবু ফয়সল মো. আতিক দাবি করেন, পুলিশ নিরপেক্ষ ভূমিকা পালন করছে।
প্রসঙ্গত, প্রায় ৯ বছর পর আগামী ২৩ আগস্ট জামালপুর জেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ভিডিও কলে যুক্ত হওয়ার কথা রয়েছে।