রংপুর : ডাব খাইয়ে অনশন ভাঙান বেরোবির উপাচার্য অধ্যাপক ডক্টর শওকত আলী -সংবাদ
অবশেষে ছাত্র সংসদ নির্বাচনের লিখিত অঙ্গীকারনামা পেয়ে রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ৩ দিন ধরে চলা অনশন গতকাল মঙ্গলবার রাতে প্রত্যাহার করেছে শিক্ষার্থীরা।
বেরোবির উপাচার্য অধ্যাপক ডক্টর শওকত আলী মঙ্গলবার রাত ১১টার দিকে আমরন অনশনরত শিক্ষার্থীদের ডাব পান করিয়ে অনশন প্রত্যাহার করান।
এ সময় বিশ্ববিদ্যালয়ের রেজিস্টার ডক্টর হারুন অর রশিদসহ অন্যান্যর উপস্থিত ছিলেন।
উপাচার্য জানান, শিক্ষার্থীদের দাবির পরিপ্রেক্ষিতে রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচনের জন্য ইউজিসিসহ শিক্ষা মন্ত্রণালয়ে সার্বক্ষণিক যোগাযোগ করা হয়েছে। তিনি বলেন, আমি শিক্ষার্থীদের নিশ্চয়তা দিয়েছি আগামী ৩০শে অক্টোবর এর মধ্যে ছাত্র সংসদ নির্বাচনের কার্যক্রম সম্পন্ন করা হবে। ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে ২৬ থেকে ৩০ অক্টোবর এর মধ্যে যে কোনো একদিন। তিনি বললেন, সরকার কর্তৃক গেজেট হওয়া মাত্রই এই রোড ম্যাপ বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা সম্পূর্ণ করা হবে। সেই সাথে বিস্তারিত তফসিল ঘোষণা করা হবে।
উপরোক্ত ঘোষণা উপাচার্য দেয়ার পর লিখিতভাবে অনশনরত শিক্ষার্থীর মাঝে অঙ্গীকারনামা প্রদান করা হয়।
সেই অঙ্গীকার নামায় উপাচার্যের পক্ষে স্বাক্ষর করেছেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্টার ডক্টর হারুনর রশিদ।
অনশন প্রত্যাহার করার পর উপাচার্য বলেন আমি দায়িত্ব নেবার পরেই শহীদ আবু সাঈদের বিশ্ববিদ্যালয় বেরোবি শহীদ আবু সাঈদ হত্যার বিচারসহ সকল সমস্যার সমাধান ছাত্র সংসদের নির্বাচন করার উদ্দেশ্য গ্রহণ করি।
সেজন্য ছাত্র সংসদ নির্বাচনের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহন করেছি। তিনি শিক্ষার্থীদের দাবির সাথে একাত্মতা ঘোষণা করে বললেন অবশ্যই আগামী অক্টোবর মাসের ৩০ তারিখের মধ্যে ছাত্র সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে।
অনশন কারী শিক্ষার্থীরা বলেন উপাচার্যের লিখিত অঙ্গিকার নামার পরিপ্রেক্ষিতে আশ্বস্ত হয়ে আমরা আমরন অনশন প্রত্যাহার করলাম । আশা করি ৩০ অক্টোবর এর মধ্যে ছাত্রসংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে।
রংপুর : ডাব খাইয়ে অনশন ভাঙান বেরোবির উপাচার্য অধ্যাপক ডক্টর শওকত আলী -সংবাদ
বুধবার, ২০ আগস্ট ২০২৫
অবশেষে ছাত্র সংসদ নির্বাচনের লিখিত অঙ্গীকারনামা পেয়ে রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ৩ দিন ধরে চলা অনশন গতকাল মঙ্গলবার রাতে প্রত্যাহার করেছে শিক্ষার্থীরা।
বেরোবির উপাচার্য অধ্যাপক ডক্টর শওকত আলী মঙ্গলবার রাত ১১টার দিকে আমরন অনশনরত শিক্ষার্থীদের ডাব পান করিয়ে অনশন প্রত্যাহার করান।
এ সময় বিশ্ববিদ্যালয়ের রেজিস্টার ডক্টর হারুন অর রশিদসহ অন্যান্যর উপস্থিত ছিলেন।
উপাচার্য জানান, শিক্ষার্থীদের দাবির পরিপ্রেক্ষিতে রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচনের জন্য ইউজিসিসহ শিক্ষা মন্ত্রণালয়ে সার্বক্ষণিক যোগাযোগ করা হয়েছে। তিনি বলেন, আমি শিক্ষার্থীদের নিশ্চয়তা দিয়েছি আগামী ৩০শে অক্টোবর এর মধ্যে ছাত্র সংসদ নির্বাচনের কার্যক্রম সম্পন্ন করা হবে। ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে ২৬ থেকে ৩০ অক্টোবর এর মধ্যে যে কোনো একদিন। তিনি বললেন, সরকার কর্তৃক গেজেট হওয়া মাত্রই এই রোড ম্যাপ বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা সম্পূর্ণ করা হবে। সেই সাথে বিস্তারিত তফসিল ঘোষণা করা হবে।
উপরোক্ত ঘোষণা উপাচার্য দেয়ার পর লিখিতভাবে অনশনরত শিক্ষার্থীর মাঝে অঙ্গীকারনামা প্রদান করা হয়।
সেই অঙ্গীকার নামায় উপাচার্যের পক্ষে স্বাক্ষর করেছেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্টার ডক্টর হারুনর রশিদ।
অনশন প্রত্যাহার করার পর উপাচার্য বলেন আমি দায়িত্ব নেবার পরেই শহীদ আবু সাঈদের বিশ্ববিদ্যালয় বেরোবি শহীদ আবু সাঈদ হত্যার বিচারসহ সকল সমস্যার সমাধান ছাত্র সংসদের নির্বাচন করার উদ্দেশ্য গ্রহণ করি।
সেজন্য ছাত্র সংসদ নির্বাচনের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহন করেছি। তিনি শিক্ষার্থীদের দাবির সাথে একাত্মতা ঘোষণা করে বললেন অবশ্যই আগামী অক্টোবর মাসের ৩০ তারিখের মধ্যে ছাত্র সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে।
অনশন কারী শিক্ষার্থীরা বলেন উপাচার্যের লিখিত অঙ্গিকার নামার পরিপ্রেক্ষিতে আশ্বস্ত হয়ে আমরা আমরন অনশন প্রত্যাহার করলাম । আশা করি ৩০ অক্টোবর এর মধ্যে ছাত্রসংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে।