ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত
বগুড়ার শাজাহানপুর উপজেলার ডেইরি ফার্মে ডাকাতির ঘটনায় পুলিশ আন্তঃজেলা ডাকাতদলের ৫ সদস্যকে ঢাকা থেকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃতরা হলো-দিদার (৩৪), আব্দুল মান্নান মুন্ন (২৩) সোহেল (২৮), মো. জিয়াউর রহমান (৩৫) ও মো. জাফর হোসেন (৪৫)। তাদের বাড়ি ভোলা ও আশুলিয়া। ডিবি পুলিশ তাদের গত রোববার রাতে গ্রেপ্তার ও গরু বিক্রির ১ লাখ ৫ হাজার টাকা এবং ডাকাতির কাজে ব্যবহৃত ২টি ট্রাক উদ্ধার করে।
পুলিশ জানায়, গত ৮ আগস্ট রাতে বগুড়ার শাজাহানপুর উপজেলার পারটেকুর এলাকায় একটি ডেইরি ফার্মে দুষর্ধ ডাকাতি হয়। ডাকাতরা ৮টি ফ্রিজিয়ান জাতের গরুসহ ফার্মের বিভিন্ন যন্ত্রাংশ খুলে নিয়ে যায়। এই মামলা ডিবি পুলিশ রোববার রাতে ঢাকার আশুলিয়া, বাইপাইল নিশ্চিন্তপুর বাজার ও ধোলাইখাল এলাকায় অভিযান চালায়। এ সময় অভিযুক্তদের গ্রেপ্তার করা হয়। পুলিশ জানায় গ্রেপ্তারকৃতরা আন্তঃজেলা ডাকাত দলের সদস্য এবং তারা বিভিন্ন এলাকায় ডাকাতি চুরিসহ নানা অপরাধমূলক কর্মকা- চালিয়ে আসছিলো। ডাকাতির সঙ্গে জড়িত অন্যদের গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানিয়েছেন বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া ও ট্রাফিক) আতোয়ার রহমান।
ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত
বুধবার, ২০ আগস্ট ২০২৫
বগুড়ার শাজাহানপুর উপজেলার ডেইরি ফার্মে ডাকাতির ঘটনায় পুলিশ আন্তঃজেলা ডাকাতদলের ৫ সদস্যকে ঢাকা থেকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃতরা হলো-দিদার (৩৪), আব্দুল মান্নান মুন্ন (২৩) সোহেল (২৮), মো. জিয়াউর রহমান (৩৫) ও মো. জাফর হোসেন (৪৫)। তাদের বাড়ি ভোলা ও আশুলিয়া। ডিবি পুলিশ তাদের গত রোববার রাতে গ্রেপ্তার ও গরু বিক্রির ১ লাখ ৫ হাজার টাকা এবং ডাকাতির কাজে ব্যবহৃত ২টি ট্রাক উদ্ধার করে।
পুলিশ জানায়, গত ৮ আগস্ট রাতে বগুড়ার শাজাহানপুর উপজেলার পারটেকুর এলাকায় একটি ডেইরি ফার্মে দুষর্ধ ডাকাতি হয়। ডাকাতরা ৮টি ফ্রিজিয়ান জাতের গরুসহ ফার্মের বিভিন্ন যন্ত্রাংশ খুলে নিয়ে যায়। এই মামলা ডিবি পুলিশ রোববার রাতে ঢাকার আশুলিয়া, বাইপাইল নিশ্চিন্তপুর বাজার ও ধোলাইখাল এলাকায় অভিযান চালায়। এ সময় অভিযুক্তদের গ্রেপ্তার করা হয়। পুলিশ জানায় গ্রেপ্তারকৃতরা আন্তঃজেলা ডাকাত দলের সদস্য এবং তারা বিভিন্ন এলাকায় ডাকাতি চুরিসহ নানা অপরাধমূলক কর্মকা- চালিয়ে আসছিলো। ডাকাতির সঙ্গে জড়িত অন্যদের গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানিয়েছেন বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া ও ট্রাফিক) আতোয়ার রহমান।