ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত
সিরাজগঞ্জের শাহজাদপুরে রবীন্দ্র বিশ্ববিদ্যালয় বাংলাদেশের স্থায়ী ক্যাম্পাস নির্মাণে ডিপিপি জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় অনুমোদন হওয়ায় শাহজাদপুরে আনন্দ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার শাহজাদপুর সচেতন নাগরিক ফোরাম এই আনন্দ মিছিলের আয়োজন করে। এদিন সকাল ১১টায় পৌর এলাকার বিসিক বাসস্ট্যান্ড থেকে বাদ্যযন্ত্রসহ বিশাল মিছিল বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। মিছিলে শাহজাদপুর মহিলা ডিগ্রি কলেজ, করোতোয়া কলেজ, শাহজাদপুর ইব্রাহিম পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়, ইউনিক মডেল স্কুল, শাহজাদপুর রেসিডেন্সিয়াল স্কুল, সিরাজ মডেল স্কুল ও বায়তুল হিকমা মডেল মাদ্রাসার শিক্ষক- শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণীপেশার শত শত মানুষ অংশ নেন। মিছিল শেষে শাহজাদপুর প্রেসক্লাব চত্বরে আনন্দ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তব্য রাখেন, শাহজাদপুর সচেতন নাগরিক ফোরামের আহ্বায়ক সাংবাদিক মির্জা হুমায়ুন, মহিলা কলেজের অধ্যক্ষ রুহুল আমিন, সহকারী অধ্যাপক মমতাজ মহল খুকু, করতোয়া কলেজের সহকারী অধ্যাপক নাছিমা জমান, সহকারি প্রধান শিক্ষক দুলাল চন্দ্র ঘোষ, নাগরিক ফোরামের উপদেষ্টা মাওলানা আবু জাফর, ফরহাদ হোসেন, আব্দুল মোমিন, রাসেল রানা, মাওলানা হাসান আলী প্রমুখ। বক্তারা শাহজাদপুর উপজেলার বুড়িপোতাজিয়া মৌজার ১শ একর জমিতে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস নির্মাণে ডেভেলপমেন্ট প্রজেক্ট প্রপোজাল (ডিপিপি) ৫১৯ কোটি ১৫ লাখ টাকার প্রকল্প অনুমোদন হওয়ায় গভীর সন্তোষ প্রকাশ করেন এবং অন্তর্র্বতীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসসহ সংশ্লিষ্ট সবকে অভিনন্দন ও কৃতজ্ঞতা জানান। পাশাপাশি নির্ধারিত স্থানে বিশ্ববিদ্যালয় স্থায়ী ক্যাম্পাস নির্মাণকাজ দ্রুত শুরু করার আহ্বান জানান।
ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত
বুধবার, ২০ আগস্ট ২০২৫
সিরাজগঞ্জের শাহজাদপুরে রবীন্দ্র বিশ্ববিদ্যালয় বাংলাদেশের স্থায়ী ক্যাম্পাস নির্মাণে ডিপিপি জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় অনুমোদন হওয়ায় শাহজাদপুরে আনন্দ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার শাহজাদপুর সচেতন নাগরিক ফোরাম এই আনন্দ মিছিলের আয়োজন করে। এদিন সকাল ১১টায় পৌর এলাকার বিসিক বাসস্ট্যান্ড থেকে বাদ্যযন্ত্রসহ বিশাল মিছিল বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। মিছিলে শাহজাদপুর মহিলা ডিগ্রি কলেজ, করোতোয়া কলেজ, শাহজাদপুর ইব্রাহিম পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়, ইউনিক মডেল স্কুল, শাহজাদপুর রেসিডেন্সিয়াল স্কুল, সিরাজ মডেল স্কুল ও বায়তুল হিকমা মডেল মাদ্রাসার শিক্ষক- শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণীপেশার শত শত মানুষ অংশ নেন। মিছিল শেষে শাহজাদপুর প্রেসক্লাব চত্বরে আনন্দ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তব্য রাখেন, শাহজাদপুর সচেতন নাগরিক ফোরামের আহ্বায়ক সাংবাদিক মির্জা হুমায়ুন, মহিলা কলেজের অধ্যক্ষ রুহুল আমিন, সহকারী অধ্যাপক মমতাজ মহল খুকু, করতোয়া কলেজের সহকারী অধ্যাপক নাছিমা জমান, সহকারি প্রধান শিক্ষক দুলাল চন্দ্র ঘোষ, নাগরিক ফোরামের উপদেষ্টা মাওলানা আবু জাফর, ফরহাদ হোসেন, আব্দুল মোমিন, রাসেল রানা, মাওলানা হাসান আলী প্রমুখ। বক্তারা শাহজাদপুর উপজেলার বুড়িপোতাজিয়া মৌজার ১শ একর জমিতে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস নির্মাণে ডেভেলপমেন্ট প্রজেক্ট প্রপোজাল (ডিপিপি) ৫১৯ কোটি ১৫ লাখ টাকার প্রকল্প অনুমোদন হওয়ায় গভীর সন্তোষ প্রকাশ করেন এবং অন্তর্র্বতীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসসহ সংশ্লিষ্ট সবকে অভিনন্দন ও কৃতজ্ঞতা জানান। পাশাপাশি নির্ধারিত স্থানে বিশ্ববিদ্যালয় স্থায়ী ক্যাম্পাস নির্মাণকাজ দ্রুত শুরু করার আহ্বান জানান।