alt

সারাদেশ

ডাকসু: মনোনয়ন জমা, এবার লড়াইয়ের পালা

প্রতিনিধি, ঢাকা বিশ্ববিদ্যালয় : বুধবার, ২০ আগস্ট ২০২৫

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে মনোনয়নপত্র জমা দেয়ার সময় শেষ হয়েছে। বুধবার,(২০ আগস্ট ২০২৫) ছিল মনোনয়নপত্র জমার শেষ দিন। কতজন কোন পদে লড়াই করবেন সে তথ্য আনুষ্ঠানিকভাবে জানা না গেলেও শুধু ভিপি পদে দশজন প্রতিদ্বন্দ্বিতার কথা জানা যায়। এদের মধ্যে ছাত্রদল থেকে আবিদুল ইসলাম, ছাত্রশিবিরে থেকে সাদিক কাইয়ুম, বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদ থেকে আব্দুল কাদের, বাম ছাত্রসংগঠনগুলো জোট প্যানেল থেকে তাসনিম আফরোজ ইমি, ছাত্র অধিকার পরিষদ থেকে বিন ইয়ামিন মোল্লা, ইসলামী ছাত্র আন্দোলন থেকে ইয়াছিন আরাফাত প্রার্থিতা ঘোষণা করেছেন। এছাড়া স্বতন্ত্র প্যানেল থেকে উমামা ফাতেমা, জামাল উদ্দীন খালিদ, জুলিয়াস সিজার এবং শামীম হোসেন প্রতিদ্বন্দ্বিতা করবেন বলে জানা যায়।

আলোচনায় সানজিদা তন্বী

ভিপি ও জিএস কে হবে- সে আলোচনা ছাপিয়ে আগ্রহের কেন্দ্রবিন্দুতে যার নাম ভাসছে তিনি সানজিদা আহমেদ তন্বী। চব্বিশের জুলাই আন্দোলনে ছাত্রলীগ যেদিন ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের ওপর অতর্কিত হামলা চালায় ওই দিন গুরুতর আহন হন তিনি। ছাত্রলীগের হামলা অবস্থায় হাতে লাঠি নিয়ে নুইয়ে পড়া তন্বীর সে ছবি ছাত্র-শিক্ষক থেকে এদেশের আপামর জনগণের হৃদয়ে নাড়া দেয়। অভ্যুত্থান-পরবর্তী সময়ে কোনো দলের সঙ্গে যুক্ত না হলেও হঠাৎ ছাত্রসংসদ নির্বাচনের গবেষণা ও প্রকাশনা সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দিয়ে ফেইসবুকে পোস্ট দেন তিনি। মুহূর্তের মধ্যে ছড়িয়ে পড়ে তা। তবে সবচেয়ে বড় শ্রদ্ধার স্বাক্ষর রাখে তিনটি ছাত্রসংগঠন। প্রথম সংগঠন হিসেবে নিজেদের প্যানেলে এ পদ ফাঁকা রাখার কথা জানায় গণতান্ত্রিক ছাত্রসংসদ। এর পর তন্বীর প্রতি সম্মান জানিয়ে ছাত্রদলও তাদের প্যানেলে গবেষণা ও প্রকাশনা সম্পাদক পদটি ফাঁকা রাখে। এছাড়াও তিনটি বামপন্থি ছাত্রসংগঠনের ‘অপরাজেয় ৭১-অদম্য ২৪’ নামক যৌথ প্যানেলেও তন্বীর সম্মানার্থে এ পদে কাউকে মনোনয়ন দেয়নি তারা। বিভিন্ন সংগঠনের এমন ঘোষণায় কৃতজ্ঞতাও জানিয়েছে সেই তন্বী। বুধবার,(২০ আগস্ট ২০২৫) এক ফেইসবুক পোস্টে তিনি লিখেন, ডাকসুতে ‘গবেষণা ও প্রকাশনা সম্পাদক’ পদে প্রার্থী না রেখে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদ, ছাত্রদলসহ যেসব সংগঠন আমাকে সম্মান জানিয়েছে, আমাকে এই পদের জন্য যোগ্য মনে করেছে ও আমার ওপরে বিশ্বাস রেখেছে যে, আমি এই পদে নির্বাচিত হলে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের আকাক্সক্ষা পূরণ করতে পারব, তাদের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি। আমি শিক্ষার্থীদের ভোটে জিততে চাই। তাদের হয়ে কাজ করতে চাই।

‘আমি নিজেকে এই পদে যোগ্য মনে করছি, কারণ গবেষণায় আমার তীব্র আগ্রহ ও অভিজ্ঞতা রয়েছে। আমার স্নাতক পর্যায়ের একটি রিসার্চ পেপার এরই মধ্যে নামকরা একটি আন্তর্জাতিক জার্নালে পাবলিকেশনের অপেক্ষায়। মাস্টার্সেও বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্য নিয়ে আমার গবেষণার কাজ চলমান। এরই মধ্যে এই রিসার্চটি জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি ফেলোশিপের জন্য সংক্ষিপ্ত তালিকাভুক্ত হয়েছে। এসব অভিজ্ঞতা কাজে লাগিয়ে আমি শিক্ষার্থীদের জন্য কাজ করতে চাই। আপনাদের সবার সহযোগিতা পেলে আমি আমার লক্ষ্য

পূরণ করতে পারব।’ ভিপি পদে লড়বেন মাদ্রাসা ৬ ছাত্র

আসন্ন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে আলোচনার শীর্ষে থাকা দলীয় এবং স্বতন্ত্র প্যানেল থেকে শুধু সহ-সভাপতি (ভিপি) পদে লড়তে দেখা যাবে ছয় মাদ্রাসা শিক্ষার্থীকে। এদের মধ্যে ছাত্রদলের প্যানেলের ভিপি পদপ্রত্যাশী আবিদুল ইসলাম খান, ছাত্রশিবির সমর্থিত প্যানেল থেকে ভিপি পদে সাদিক কাইয়ুম, গণতান্ত্রিক ছাত্রসংসদের প্যানেল থেকে আব্দুল কাদের, ইসলামী ছাত্র আন্দোলনের প্যানেল থেকে ইয়াছিন আরাফাত এবং বিপ্লবী ছাত্র পরিষদের প্যানেল থেকে আব্দুল ওয়াহেদ। এছাড়া স্বতন্ত্র প্যানেল থেকে এ পদে লড়বেন ক্যাম্পাসভিত্তিক সংগঠন স্বাধীন বাংলাদেশ ছাত্রসংসদের আহ্বায়ক জামালুদ্দীন মুহাম্মাদ খালিদ।

জানা যায়, কেন্দ্রীয় সংসদে ছাত্রদলের পক্ষ থেকে ঘোষিত প্যানেলের ভিপি পদপ্রার্থী আবিদুল ইসলাম খান তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসা, টঙ্গী শাখার ছাত্র ছিলেন। শিবিরের প্যানেলে ভিপি পদপ্রার্থী সাদিক কাইয়ুম খাগড়াছড়ি বায়তুশ শরফ জব্বারিয়া আদর্শ মাদ্রাসা থেকে দাখিল এবং পরবর্তীতে চট্টগ্রামের বায়তুশ শরফ থেকে আলিম পাস করেন বলে জানা যায়। এছাড়া গণতান্ত্রিক ছাত্রসংসদের প্যানেলের ভিপি প্রার্থী আব্দুল কাদের উচ্চ মাধ্যমিক ঢাকা কলেজ থেকে করলেও মাধ্যমিক পর্যন্ত নিজ জেলা লক্ষ্মীপুরের স্থানীয় যাদৈয়া ইসলামিয়া ফাজিল মাদ্রাসার ছাত্র ছিলেন। এছাড়া ইসলামী ছাত্র আন্দোলনের প্যানেলের ইয়াছিন আরাফাত, বিপ্লবী ছাত্র পরিষদের প্যানেলের আব্দুল ওয়াহেদ এবং স্বতন্ত্র প্রার্থী জামালুদ্দীন মুহাম্মাদ খালিদও মাদ্রাসার শিক্ষার্থী বলে জানা যায়।আবিদ-হামিমের নেতৃত্বে লড়বে ছাত্রদল

ডাকসু নির্বাচনে পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। সংগঠনটি ভিপি হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক ও ইসলামিক স্টাডিজ বিভাগের ২০১৫-১৬ সেশনের শিক্ষার্থী আবিদুল ইসলাম খান এবং জিএস পদে কবি জসীমউদ্দীন হল ছাত্রদলের আহ্বায়ক ও উইমেন অ্যান্ড জেন্ডার স্টাডিজ বিভাগের ২০১৮-১৯ সেশনের তানভীর বারী হামিমকে মনোনয়ন দিয়ে প্রার্থিতা ঘোষণা করে। এছাড়াও সহকারী সাধারণ সম্পাদক (এজিএস) তানভীর আল হাদি মায়েদকে মনোয়ন দেয়া হয়েছে। বুধবার বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশে সংবাদ সম্মেলন এ প্যানেল ঘোষণা করেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব। এছাড়াও মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলনবিষয়ক সম্পাদক আরিফুল ইসলাম, বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক এহসানুল ইসলাম, কমনরুম, পাঠকক্ষ ও ক্যাফেটেরিয়াবিষয়ক সম্পাদক চেমন ফারিয়া ইসলাম মেঘলা, আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক মো. মেহেদী হাসান, সাহিত্য ও সংস্কৃতিবিষয়ক সম্পাদক আবু হায়াত মো. জুলফিকার জিসান। ক্রীড়াবিষয়ক সম্পাদক চিম চিম্যা চাকমা, ছাত্র পরিবহনবিষয়ক সম্পাদক মো. সাইফ উল্লাহ্ (সাইফ), সমাজসেবা সম্পাদক সৈয়দ ইমাম হাসান অনিক, ক্যারিয়ার উন্নয়নবিষয়ক সম্পাদক মো. আরকানুল ইসলাম রূপক, স্বাস্থ্য ও পরিবেশবিষয়ক সম্পাদক, আনোয়ার হোসাইন, মানবাধিকার ও আইনবিষয়ক সম্পাদক মো মেহেদী হাসান মুন্না। আর সদস্য পদে রয়েছেন, সদস্য মো. জারিফ রহমান, সদস্য মাহমুদুল হাসান, সদস্য নাহিদ হাসান, সদস্য মো. হাসিবুর রহমান সাকিব, সদস্য মো. শামীম রানা, সদস্য ইয়াসিন আরাফাত আলিফ, সদস্য মুনইম হাসান অরূপ, সদস্য রঞ্জন রায়, সদস্য সোয়াইব ইসলাম ওমি, সদস্য মেহেরুন্নেসা কেয়া, সদস্য ইবনু আহমেদ, সদস্য সামসুল হক আনান, সদস্য নিত্যানন্দ পাল।

একমাত্র দল হিসেবে ১৮ হলে ছাত্রদলের প্যানেল

ছাত্রসংসদ, ছাত্রশিবিরসহ কোনো সংগঠনই হল পর্যায়ে দলীয় প্যানেল না দেয়ার সিদ্ধান্ত নিয়েছে। তবে এর মধ্যে ব্যতিক্রম ছাত্রদল। কেন্দ্রীয় সংসদের প্যানেল ঘোষণার দিনই একযোগে ঢাবির ১৮ হলে ২০৫ সদস্য বিশিষ্ট প্যানেল ঘোষণা করেছে তারা। তবে ছাত্রশিবির এবং ছাত্রসংসদ আনুষ্ঠানিকভাবে প্যানেল ঘোষণা না করলেও এসব সংগঠনের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের সমন্বয় করে বিভিন্ন পদে দাঁড়ানোর কথা জানা যায়।

এদিকে ছাত্রদলের কবি জসীমউদ্দীন হল সংসদে ১৩ সদস্য বিশিষ্ট প্যানেলে আছেন- সহ-সভাপতি পদে মো. আব্দুল ওহেদ, সাধারণ সম্পাদক পদে সিফাত ইবনে আমিন। মাস্টারদা সূর্যসেন হল সংসদে রয়েছেন সহ-সভাপতি: মনোয়ার হোসেন প্রান্ত, সাধারণ সম্পাদক : লিয়ন মোল্যা। বিজয় একাত্তর হল সংসদে রয়েছেন- সহ-সভাপতি: মো. সাজ্জাদ হোসেন, সাধারণ সম্পাদক: মো. সাকিব বিশ্বাস। হাজী মুহম্মদ মুহসীন হল সংসদে রয়েছেন- সহ-সভাপতি: মো. আবুজার গিফারী ইফাত, সাধারণ সম্পাদক : মহিবুল ইসলাম আকন্দ। শেখ মুজিবুর রহমান হল সংসদে রয়েছেন সহ-সভাপতি: সাইফ আল ইসলাম দীপ, সাধারণ সম্পাদক : রিনভী মোশাররফ। সলিমুল্লাহ মুসলিম হল সংসদে ১৩ সদস্য বিশিষ্ট প্যানেলে আছেন- সহ-সভাপতি: মো. ইমন মিয়া, সাধারণ সম্পাদক: তাওহিদুল ইসলাম তাইমুন। শহীদ সার্জেন্ট জহুরুল হক হল সংসদে রয়েছেন- সহ-সভাপতি: হাসিবুর রহমান আসিফ, সাধারণ সম্পাদক পদে নাজমুস সাকিব। স্যার এ এফ রহমান হল সংসদে রয়েছেন- সহ-সভাপতি: রাকিবুল হাসান, সাধারণ সম্পাদক: কাওসার হামিদ। জগন্নাথ হল সংসদে রয়েছেন- সহ-সভাপতি: পল্লব চন্দ্র বর্মণ, সাধারণ সম্পাদক: সত্যজিৎ দাস। ফজলুল হক মুসলিম হল সংসদে রয়েছেন- সহ-সভাপতি: শেখ রমজান আলী রকি, সাধারণ সম্পাদক: হারুন খান সোহেল।ড. মুহম্মদ শহীদুল্লাহ হল সংসদে রয়েছেন- সহ-সভাপতি: আশিকুর রহমান, সাধারণ সম্পাদক: রবিউল ইসলাম নাহিদ। অমর একুশে হল সংসদে বিভিন্ন পদে রয়েছেন- সহ-সভাপতি: মো. আসাদুল হক আসাদ, সাধারণ সম্পাদক : শাহনোমান জিওন। শামসুন নাহার হল সংসদে ৫ সদস্য বিশিষ্ট প্যানেলে আছেন- সহ-সভাপতি: তায়েবা হাসান বিথী, সাধারণ সম্পাদক: রাবেয়া খানম জেরিন। শেখ ফজিলাতুন্নেছা মুজিব হল সংসদের ৬ সদস্য বিশিষ্ট প্যানেলে আছেন- সহ-সভাপতি: সাদিয়া রশিদ (চাঁদনী), সাধারণ সম্পাদক: মালিহা বিনতে খান (অবন্তী)। বাংলাদেশ-কুয়েত মৈত্রী হল সংসদের ৩ সদস্য বিশিষ্ট প্যানেলে আছেন- সহ-সভাপতি: শারমিন খান, সাধারণ সম্পাদক: জান্নাতুল ফেরদৌস পুতুল। কবি সুফিয়া কামাল হল সংসদের ৯ সদস্য বিশিষ্ট কমিটিতে প্যানেলে আছেন- সহ-সভাপতি: তাসনিয়া জান্নাত চৌধুরী, সাধারণ সম্পাদক: তাওহিদা সুলতানা। রোকেয়া হল সংসদের ১২ সদস্যের প্যানেলে আছেন- সহ-সভাপতি: মোছা. শ্রাবণী আক্তার, সাধারণ সম্পাদক: আনিকা বিনতে আশরাফ।সবার শেষে ছাত্রসংসদের প্যানেল ঘোষণা

ছাত্রসংগঠন হিসেবে সর্বশেষ ডাকসুর প্যানেল ঘোষণা করেছে গণতান্ত্রিক ছাত্রসংসদ। তাদের প্যানেলের নাম ‘বৈষম্যবিরোধী শিক্ষার্থী সংসদ’। এই প্যানেল থেকে ডাকসুর ভিপি পদে আবদুল কাদের, জিএস পদে মো. আবু বাকের মজুমদার ও এজিএস পদে আশরেফা খাতুন প্রতিদ্বন্দ্বিতা করবেন। তারা তিনজনই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক। নানা নাটকীয়তার পর বুধবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে নিজেদের প্যানেল ঘোষণা করে সংগঠনটি। এ সময় জুলাই অভ্যুত্থানের শহীদ ফারহান ফাইয়াজের বাবা শহীদুল ইসলাম ভূঁইয়া প্যানেলের প্রার্থীদের নামগুলো পড়ে শোনান- বৈষম্যবিরোধী শিক্ষার্থী সংসদ প্যানেল থেকে মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন সম্পাদক পদে মো. হাসিবুল ইসলাম, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক পদে আহাদ বিন ইসলাম শোয়েব, কমনরুম-পাঠকক্ষ ও ক্যাফেটরিয়া সম্পাদক পদে মিতু আক্তার, আন্তর্জাতিক সম্পাদক পদে মোহাম্মদ সাকিব, সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক পদে নাহিয়ান ফারুক, ক্রীড়া সম্পাদক পদে আল আমিন সরকার, ছাত্র পরিবহন সম্পাদক পদে মো. ঈসমাইল হোসেন রুদ্র, সমাজসেবা সম্পাদক পদে মহির আলম, ক্যারিয়ার উন্নয়ন সম্পাদক পদে রেজওয়ান আহম্মেদ রিফাত, স্বাস্থ্য ও পরিবেশ সম্পাদক পদে সাব্বির আহমেদ এবং মানবাধিকার ও আইন সম্পাদক পদে আনিকা তাহসিনা প্রতিদ্বন্দ্বিতা করবেন। এ প্যানেল থেকে সদস্য পদে প্রার্থী হয়েছেন মো. মাসউদুজ্জামান, ফেরদৌস আইয়াম, ইসমাঈল, তাপসী রাবেয়া, মো. আরমানুল ইসলাম, আবদুল্লাহ আল মাহমুদ, রিফতি আল জাবেদ, আশরাফ অনিক, রওনক জাহান, মাহফুজা নওয়ার নওরীন, নুরুল ইসলাম নাহিদ, আরিফুর রহমান ও ফেরদৌস আলম।

এ ছাড়া গবেষণা ও প্রকাশনা সম্পাদক পদে জুলাই গণঅভ্যুত্থানে আহত সানজিদা আহমেদ তন্বীর প্রতি সমর্থন জানিয়েছে এই প্যানেল। তার প্রতি সমর্থন জানিয়ে ছাত্রদলও এই পদে কোনো প্রার্থী দেয়নি।

ছবি

লঘুচাপে উত্তাল বঙ্গোপসাগর, উপকুলে আশ্রয় নিয়েছে শত শত ট্রলার, বন্ধ ইলিশ আহরণ

ছবি

রিকশাচালক আজিজুরে ‘আশা’ পলকের

ছবি

নরসিংদীতে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

ছবি

খুলনায় বেড়িবাঁধে ভাঙন, ঝুঁকিতে ১৩ গ্রামের মানুষ

ছবি

আসন পুনর্বিন্যাসের প্রতিবাদে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ

ছবি

পায়নি চাঁদা, তাই মোটরসাইকেলে এসে ব্যবসায়ীর বাড়িতে গুলি

ছবি

সাদা পাথর লুটপাট: জেলা প্রশাসনের তদন্ত প্রতিবেদনে ১০ সুপারিশ, জড়িতদের তালিকায় ১৩৭ নাম

ছবি

ঝিনাইদহ-যশোর ৬ লেন প্রকল্প: অগ্রগতি নেই, জমির মূল্য নির্ধারণে আপত্তি

ছবি

জাকসু নির্বাচনে প্যানেল দিতে দেরি: অভ্যন্তরীণ কোন্দল ও জোটের জটিলতা

ছবি

দোহারে হেরোইন ও ইয়াবাসহ গ্রেপ্তার ৩

ছবি

রবীন্দ্র বিশ্ববিদ্যালয় স্থাপন প্রকল্প অনুমোদন হওয়ায় আনন্দ মিছিল

ছবি

সিরাজগঞ্জে হত্যা মামলায় বাবা-ছেলের কারাদণ্ড

ছবি

কোম্পানীগঞ্জে ১১ বছর পর আলোচিত সাত খুন মামলার আসামি গ্রেপ্তার

ছবি

সিরাজগঞ্জের কাজিপুরে ভাসমান পাটের হাটে কেনাবেচা শুরু

ছবি

আন্তঃজেলা ডাকাত চক্রের ৫ সদস্য গ্রেপ্তার

ছবি

কুষ্টিয়ায় বৈষম্যবিরোধী সাবেক নেতার ওপর ছাত্রদলের হামলা

ছবি

পোরশায় পানিবন্দীদের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ

ছবি

পীরগাছার প্রভাবশালী থেকে কৃষকের জমি দখলমুক্ত করতে মানববন্ধন

ছবি

বগুড়ায় নিষিদ্ধ পলিথিনসহ আটক ১

ছবি

শিবগঞ্জে উচ্ছেদ হলো হাটের অবৈধ স্থাপনা

ছবি

রাকসু নির্বাচন ঘিরে সাংস্কৃতিক সংগঠনগুলোর ১০ দফা প্রস্তাবনা

ছবি

ভৈরবে মেঘনার ভাঙনে বিলীন বাড়িঘরসহ গুরুত্বপূর্ণ স্থাপনা শহররক্ষা বাঁধ নির্মাণের দাবি

ছবি

কুমির আতঙ্কে মাগুরার গড়াই মধুমতি নদী তীরের মানুষ

ছবি

কুয়াকাটা সৈকতে ভেসে এলো মৃত ইরাবতী ডলফিন

ছবি

চাঁদপুরে মেঘনার পাড় ঘেঁষে অবৈধভাবে ফের ড্রেজারে অবাধে চলছে বালু উত্তোলন

ছবি

বাংলাদেশি স্ত্রীর পরিবারের বিরুদ্ধে মার্কিন স্বামীকে ‘মারধর’র মামলায় পুনর্তদন্ত

ছবি

১৮তম নিবন্ধন : ৪১ হাজার শিক্ষক নিয়োগের সুপারিশ

ছবি

মোহাম্মদপুরে শাহ আলম হত্যায় গ্রেপ্তার ২৬

ছবি

কুড়িগ্রামে বৃষ্টি ও বন্যায় পটোল চাষিদের ব্যাপক ক্ষতি

ছবি

বনানীতে রাব্বি হত্যায় ৪ জন ৩ দিনের রিমান্ডে

ছবি

মুন্সীগঞ্জে ধলেশ্বরীতে পড়ে শিশুর মৃত্যু

ছবি

গোমস্তাপুরে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার

ছবি

বাগেরহাটের দুই মাদক বিক্রেতা গ্রেপ্তার

ছবি

অনুমোদনবিহীন বেকারিকে অর্থদণ্ড

ছবি

ভালুকা সড়ক দুর্ঘটনায় দুই ভাই নিহত

ছবি

মুক্তিযোদ্ধা সংসদের প্রতিবাদ

tab

সারাদেশ

ডাকসু: মনোনয়ন জমা, এবার লড়াইয়ের পালা

প্রতিনিধি, ঢাকা বিশ্ববিদ্যালয়

বুধবার, ২০ আগস্ট ২০২৫

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে মনোনয়নপত্র জমা দেয়ার সময় শেষ হয়েছে। বুধবার,(২০ আগস্ট ২০২৫) ছিল মনোনয়নপত্র জমার শেষ দিন। কতজন কোন পদে লড়াই করবেন সে তথ্য আনুষ্ঠানিকভাবে জানা না গেলেও শুধু ভিপি পদে দশজন প্রতিদ্বন্দ্বিতার কথা জানা যায়। এদের মধ্যে ছাত্রদল থেকে আবিদুল ইসলাম, ছাত্রশিবিরে থেকে সাদিক কাইয়ুম, বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদ থেকে আব্দুল কাদের, বাম ছাত্রসংগঠনগুলো জোট প্যানেল থেকে তাসনিম আফরোজ ইমি, ছাত্র অধিকার পরিষদ থেকে বিন ইয়ামিন মোল্লা, ইসলামী ছাত্র আন্দোলন থেকে ইয়াছিন আরাফাত প্রার্থিতা ঘোষণা করেছেন। এছাড়া স্বতন্ত্র প্যানেল থেকে উমামা ফাতেমা, জামাল উদ্দীন খালিদ, জুলিয়াস সিজার এবং শামীম হোসেন প্রতিদ্বন্দ্বিতা করবেন বলে জানা যায়।

আলোচনায় সানজিদা তন্বী

ভিপি ও জিএস কে হবে- সে আলোচনা ছাপিয়ে আগ্রহের কেন্দ্রবিন্দুতে যার নাম ভাসছে তিনি সানজিদা আহমেদ তন্বী। চব্বিশের জুলাই আন্দোলনে ছাত্রলীগ যেদিন ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের ওপর অতর্কিত হামলা চালায় ওই দিন গুরুতর আহন হন তিনি। ছাত্রলীগের হামলা অবস্থায় হাতে লাঠি নিয়ে নুইয়ে পড়া তন্বীর সে ছবি ছাত্র-শিক্ষক থেকে এদেশের আপামর জনগণের হৃদয়ে নাড়া দেয়। অভ্যুত্থান-পরবর্তী সময়ে কোনো দলের সঙ্গে যুক্ত না হলেও হঠাৎ ছাত্রসংসদ নির্বাচনের গবেষণা ও প্রকাশনা সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দিয়ে ফেইসবুকে পোস্ট দেন তিনি। মুহূর্তের মধ্যে ছড়িয়ে পড়ে তা। তবে সবচেয়ে বড় শ্রদ্ধার স্বাক্ষর রাখে তিনটি ছাত্রসংগঠন। প্রথম সংগঠন হিসেবে নিজেদের প্যানেলে এ পদ ফাঁকা রাখার কথা জানায় গণতান্ত্রিক ছাত্রসংসদ। এর পর তন্বীর প্রতি সম্মান জানিয়ে ছাত্রদলও তাদের প্যানেলে গবেষণা ও প্রকাশনা সম্পাদক পদটি ফাঁকা রাখে। এছাড়াও তিনটি বামপন্থি ছাত্রসংগঠনের ‘অপরাজেয় ৭১-অদম্য ২৪’ নামক যৌথ প্যানেলেও তন্বীর সম্মানার্থে এ পদে কাউকে মনোনয়ন দেয়নি তারা। বিভিন্ন সংগঠনের এমন ঘোষণায় কৃতজ্ঞতাও জানিয়েছে সেই তন্বী। বুধবার,(২০ আগস্ট ২০২৫) এক ফেইসবুক পোস্টে তিনি লিখেন, ডাকসুতে ‘গবেষণা ও প্রকাশনা সম্পাদক’ পদে প্রার্থী না রেখে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদ, ছাত্রদলসহ যেসব সংগঠন আমাকে সম্মান জানিয়েছে, আমাকে এই পদের জন্য যোগ্য মনে করেছে ও আমার ওপরে বিশ্বাস রেখেছে যে, আমি এই পদে নির্বাচিত হলে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের আকাক্সক্ষা পূরণ করতে পারব, তাদের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি। আমি শিক্ষার্থীদের ভোটে জিততে চাই। তাদের হয়ে কাজ করতে চাই।

‘আমি নিজেকে এই পদে যোগ্য মনে করছি, কারণ গবেষণায় আমার তীব্র আগ্রহ ও অভিজ্ঞতা রয়েছে। আমার স্নাতক পর্যায়ের একটি রিসার্চ পেপার এরই মধ্যে নামকরা একটি আন্তর্জাতিক জার্নালে পাবলিকেশনের অপেক্ষায়। মাস্টার্সেও বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্য নিয়ে আমার গবেষণার কাজ চলমান। এরই মধ্যে এই রিসার্চটি জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি ফেলোশিপের জন্য সংক্ষিপ্ত তালিকাভুক্ত হয়েছে। এসব অভিজ্ঞতা কাজে লাগিয়ে আমি শিক্ষার্থীদের জন্য কাজ করতে চাই। আপনাদের সবার সহযোগিতা পেলে আমি আমার লক্ষ্য

পূরণ করতে পারব।’ ভিপি পদে লড়বেন মাদ্রাসা ৬ ছাত্র

আসন্ন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে আলোচনার শীর্ষে থাকা দলীয় এবং স্বতন্ত্র প্যানেল থেকে শুধু সহ-সভাপতি (ভিপি) পদে লড়তে দেখা যাবে ছয় মাদ্রাসা শিক্ষার্থীকে। এদের মধ্যে ছাত্রদলের প্যানেলের ভিপি পদপ্রত্যাশী আবিদুল ইসলাম খান, ছাত্রশিবির সমর্থিত প্যানেল থেকে ভিপি পদে সাদিক কাইয়ুম, গণতান্ত্রিক ছাত্রসংসদের প্যানেল থেকে আব্দুল কাদের, ইসলামী ছাত্র আন্দোলনের প্যানেল থেকে ইয়াছিন আরাফাত এবং বিপ্লবী ছাত্র পরিষদের প্যানেল থেকে আব্দুল ওয়াহেদ। এছাড়া স্বতন্ত্র প্যানেল থেকে এ পদে লড়বেন ক্যাম্পাসভিত্তিক সংগঠন স্বাধীন বাংলাদেশ ছাত্রসংসদের আহ্বায়ক জামালুদ্দীন মুহাম্মাদ খালিদ।

জানা যায়, কেন্দ্রীয় সংসদে ছাত্রদলের পক্ষ থেকে ঘোষিত প্যানেলের ভিপি পদপ্রার্থী আবিদুল ইসলাম খান তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসা, টঙ্গী শাখার ছাত্র ছিলেন। শিবিরের প্যানেলে ভিপি পদপ্রার্থী সাদিক কাইয়ুম খাগড়াছড়ি বায়তুশ শরফ জব্বারিয়া আদর্শ মাদ্রাসা থেকে দাখিল এবং পরবর্তীতে চট্টগ্রামের বায়তুশ শরফ থেকে আলিম পাস করেন বলে জানা যায়। এছাড়া গণতান্ত্রিক ছাত্রসংসদের প্যানেলের ভিপি প্রার্থী আব্দুল কাদের উচ্চ মাধ্যমিক ঢাকা কলেজ থেকে করলেও মাধ্যমিক পর্যন্ত নিজ জেলা লক্ষ্মীপুরের স্থানীয় যাদৈয়া ইসলামিয়া ফাজিল মাদ্রাসার ছাত্র ছিলেন। এছাড়া ইসলামী ছাত্র আন্দোলনের প্যানেলের ইয়াছিন আরাফাত, বিপ্লবী ছাত্র পরিষদের প্যানেলের আব্দুল ওয়াহেদ এবং স্বতন্ত্র প্রার্থী জামালুদ্দীন মুহাম্মাদ খালিদও মাদ্রাসার শিক্ষার্থী বলে জানা যায়।আবিদ-হামিমের নেতৃত্বে লড়বে ছাত্রদল

ডাকসু নির্বাচনে পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। সংগঠনটি ভিপি হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক ও ইসলামিক স্টাডিজ বিভাগের ২০১৫-১৬ সেশনের শিক্ষার্থী আবিদুল ইসলাম খান এবং জিএস পদে কবি জসীমউদ্দীন হল ছাত্রদলের আহ্বায়ক ও উইমেন অ্যান্ড জেন্ডার স্টাডিজ বিভাগের ২০১৮-১৯ সেশনের তানভীর বারী হামিমকে মনোনয়ন দিয়ে প্রার্থিতা ঘোষণা করে। এছাড়াও সহকারী সাধারণ সম্পাদক (এজিএস) তানভীর আল হাদি মায়েদকে মনোয়ন দেয়া হয়েছে। বুধবার বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশে সংবাদ সম্মেলন এ প্যানেল ঘোষণা করেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব। এছাড়াও মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলনবিষয়ক সম্পাদক আরিফুল ইসলাম, বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক এহসানুল ইসলাম, কমনরুম, পাঠকক্ষ ও ক্যাফেটেরিয়াবিষয়ক সম্পাদক চেমন ফারিয়া ইসলাম মেঘলা, আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক মো. মেহেদী হাসান, সাহিত্য ও সংস্কৃতিবিষয়ক সম্পাদক আবু হায়াত মো. জুলফিকার জিসান। ক্রীড়াবিষয়ক সম্পাদক চিম চিম্যা চাকমা, ছাত্র পরিবহনবিষয়ক সম্পাদক মো. সাইফ উল্লাহ্ (সাইফ), সমাজসেবা সম্পাদক সৈয়দ ইমাম হাসান অনিক, ক্যারিয়ার উন্নয়নবিষয়ক সম্পাদক মো. আরকানুল ইসলাম রূপক, স্বাস্থ্য ও পরিবেশবিষয়ক সম্পাদক, আনোয়ার হোসাইন, মানবাধিকার ও আইনবিষয়ক সম্পাদক মো মেহেদী হাসান মুন্না। আর সদস্য পদে রয়েছেন, সদস্য মো. জারিফ রহমান, সদস্য মাহমুদুল হাসান, সদস্য নাহিদ হাসান, সদস্য মো. হাসিবুর রহমান সাকিব, সদস্য মো. শামীম রানা, সদস্য ইয়াসিন আরাফাত আলিফ, সদস্য মুনইম হাসান অরূপ, সদস্য রঞ্জন রায়, সদস্য সোয়াইব ইসলাম ওমি, সদস্য মেহেরুন্নেসা কেয়া, সদস্য ইবনু আহমেদ, সদস্য সামসুল হক আনান, সদস্য নিত্যানন্দ পাল।

একমাত্র দল হিসেবে ১৮ হলে ছাত্রদলের প্যানেল

ছাত্রসংসদ, ছাত্রশিবিরসহ কোনো সংগঠনই হল পর্যায়ে দলীয় প্যানেল না দেয়ার সিদ্ধান্ত নিয়েছে। তবে এর মধ্যে ব্যতিক্রম ছাত্রদল। কেন্দ্রীয় সংসদের প্যানেল ঘোষণার দিনই একযোগে ঢাবির ১৮ হলে ২০৫ সদস্য বিশিষ্ট প্যানেল ঘোষণা করেছে তারা। তবে ছাত্রশিবির এবং ছাত্রসংসদ আনুষ্ঠানিকভাবে প্যানেল ঘোষণা না করলেও এসব সংগঠনের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের সমন্বয় করে বিভিন্ন পদে দাঁড়ানোর কথা জানা যায়।

এদিকে ছাত্রদলের কবি জসীমউদ্দীন হল সংসদে ১৩ সদস্য বিশিষ্ট প্যানেলে আছেন- সহ-সভাপতি পদে মো. আব্দুল ওহেদ, সাধারণ সম্পাদক পদে সিফাত ইবনে আমিন। মাস্টারদা সূর্যসেন হল সংসদে রয়েছেন সহ-সভাপতি: মনোয়ার হোসেন প্রান্ত, সাধারণ সম্পাদক : লিয়ন মোল্যা। বিজয় একাত্তর হল সংসদে রয়েছেন- সহ-সভাপতি: মো. সাজ্জাদ হোসেন, সাধারণ সম্পাদক: মো. সাকিব বিশ্বাস। হাজী মুহম্মদ মুহসীন হল সংসদে রয়েছেন- সহ-সভাপতি: মো. আবুজার গিফারী ইফাত, সাধারণ সম্পাদক : মহিবুল ইসলাম আকন্দ। শেখ মুজিবুর রহমান হল সংসদে রয়েছেন সহ-সভাপতি: সাইফ আল ইসলাম দীপ, সাধারণ সম্পাদক : রিনভী মোশাররফ। সলিমুল্লাহ মুসলিম হল সংসদে ১৩ সদস্য বিশিষ্ট প্যানেলে আছেন- সহ-সভাপতি: মো. ইমন মিয়া, সাধারণ সম্পাদক: তাওহিদুল ইসলাম তাইমুন। শহীদ সার্জেন্ট জহুরুল হক হল সংসদে রয়েছেন- সহ-সভাপতি: হাসিবুর রহমান আসিফ, সাধারণ সম্পাদক পদে নাজমুস সাকিব। স্যার এ এফ রহমান হল সংসদে রয়েছেন- সহ-সভাপতি: রাকিবুল হাসান, সাধারণ সম্পাদক: কাওসার হামিদ। জগন্নাথ হল সংসদে রয়েছেন- সহ-সভাপতি: পল্লব চন্দ্র বর্মণ, সাধারণ সম্পাদক: সত্যজিৎ দাস। ফজলুল হক মুসলিম হল সংসদে রয়েছেন- সহ-সভাপতি: শেখ রমজান আলী রকি, সাধারণ সম্পাদক: হারুন খান সোহেল।ড. মুহম্মদ শহীদুল্লাহ হল সংসদে রয়েছেন- সহ-সভাপতি: আশিকুর রহমান, সাধারণ সম্পাদক: রবিউল ইসলাম নাহিদ। অমর একুশে হল সংসদে বিভিন্ন পদে রয়েছেন- সহ-সভাপতি: মো. আসাদুল হক আসাদ, সাধারণ সম্পাদক : শাহনোমান জিওন। শামসুন নাহার হল সংসদে ৫ সদস্য বিশিষ্ট প্যানেলে আছেন- সহ-সভাপতি: তায়েবা হাসান বিথী, সাধারণ সম্পাদক: রাবেয়া খানম জেরিন। শেখ ফজিলাতুন্নেছা মুজিব হল সংসদের ৬ সদস্য বিশিষ্ট প্যানেলে আছেন- সহ-সভাপতি: সাদিয়া রশিদ (চাঁদনী), সাধারণ সম্পাদক: মালিহা বিনতে খান (অবন্তী)। বাংলাদেশ-কুয়েত মৈত্রী হল সংসদের ৩ সদস্য বিশিষ্ট প্যানেলে আছেন- সহ-সভাপতি: শারমিন খান, সাধারণ সম্পাদক: জান্নাতুল ফেরদৌস পুতুল। কবি সুফিয়া কামাল হল সংসদের ৯ সদস্য বিশিষ্ট কমিটিতে প্যানেলে আছেন- সহ-সভাপতি: তাসনিয়া জান্নাত চৌধুরী, সাধারণ সম্পাদক: তাওহিদা সুলতানা। রোকেয়া হল সংসদের ১২ সদস্যের প্যানেলে আছেন- সহ-সভাপতি: মোছা. শ্রাবণী আক্তার, সাধারণ সম্পাদক: আনিকা বিনতে আশরাফ।সবার শেষে ছাত্রসংসদের প্যানেল ঘোষণা

ছাত্রসংগঠন হিসেবে সর্বশেষ ডাকসুর প্যানেল ঘোষণা করেছে গণতান্ত্রিক ছাত্রসংসদ। তাদের প্যানেলের নাম ‘বৈষম্যবিরোধী শিক্ষার্থী সংসদ’। এই প্যানেল থেকে ডাকসুর ভিপি পদে আবদুল কাদের, জিএস পদে মো. আবু বাকের মজুমদার ও এজিএস পদে আশরেফা খাতুন প্রতিদ্বন্দ্বিতা করবেন। তারা তিনজনই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক। নানা নাটকীয়তার পর বুধবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে নিজেদের প্যানেল ঘোষণা করে সংগঠনটি। এ সময় জুলাই অভ্যুত্থানের শহীদ ফারহান ফাইয়াজের বাবা শহীদুল ইসলাম ভূঁইয়া প্যানেলের প্রার্থীদের নামগুলো পড়ে শোনান- বৈষম্যবিরোধী শিক্ষার্থী সংসদ প্যানেল থেকে মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন সম্পাদক পদে মো. হাসিবুল ইসলাম, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক পদে আহাদ বিন ইসলাম শোয়েব, কমনরুম-পাঠকক্ষ ও ক্যাফেটরিয়া সম্পাদক পদে মিতু আক্তার, আন্তর্জাতিক সম্পাদক পদে মোহাম্মদ সাকিব, সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক পদে নাহিয়ান ফারুক, ক্রীড়া সম্পাদক পদে আল আমিন সরকার, ছাত্র পরিবহন সম্পাদক পদে মো. ঈসমাইল হোসেন রুদ্র, সমাজসেবা সম্পাদক পদে মহির আলম, ক্যারিয়ার উন্নয়ন সম্পাদক পদে রেজওয়ান আহম্মেদ রিফাত, স্বাস্থ্য ও পরিবেশ সম্পাদক পদে সাব্বির আহমেদ এবং মানবাধিকার ও আইন সম্পাদক পদে আনিকা তাহসিনা প্রতিদ্বন্দ্বিতা করবেন। এ প্যানেল থেকে সদস্য পদে প্রার্থী হয়েছেন মো. মাসউদুজ্জামান, ফেরদৌস আইয়াম, ইসমাঈল, তাপসী রাবেয়া, মো. আরমানুল ইসলাম, আবদুল্লাহ আল মাহমুদ, রিফতি আল জাবেদ, আশরাফ অনিক, রওনক জাহান, মাহফুজা নওয়ার নওরীন, নুরুল ইসলাম নাহিদ, আরিফুর রহমান ও ফেরদৌস আলম।

এ ছাড়া গবেষণা ও প্রকাশনা সম্পাদক পদে জুলাই গণঅভ্যুত্থানে আহত সানজিদা আহমেদ তন্বীর প্রতি সমর্থন জানিয়েছে এই প্যানেল। তার প্রতি সমর্থন জানিয়ে ছাত্রদলও এই পদে কোনো প্রার্থী দেয়নি।

back to top