alt

সারাদেশ

ঝিনাইদহ-যশোর ৬ লেন প্রকল্প: অগ্রগতি নেই, জমির মূল্য নির্ধারণে আপত্তি

এস আই মল্লিক (ঝিনাইদহ) : বুধবার, ২০ আগস্ট ২০২৫

ধীরগতিতে ও অগোছালো চলছে সড়কের নির্মাণকাজ, পাশেই চরে বেড়াচ্ছে ছাগল -সংবাদ

মংলা নদীবন্দরের সঙ্গে দেশের উত্তরাঞ্চলের প্রবেশদ্বার যশোর-ঝিনাইদহ। বন্দরের সঙ্গে উত্তরাঞ্চলসহ সারাদেশের যোগাযোগ ব্যবস্থা উন্নয়নের লক্ষ্যে বিশ্বব্যাংকের অর্থয়ানে ২০২০ সালের ২৪ নভেম্বরে একনেক সভায় ঝিনাইদহ কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকে যশোরের চাচড়া পর্যন্ত ৪৭.৪৮ কিলোমিটার সড়ক ৬ লেনে উন্নীতকরণের প্রকল্প পাস হয়। সে সময় উইকেয়ার ফেজ-১: ঝিনাইদহ-যশোর মহাসড়ক (এন-৭) উন্নয়ন প্রকল্পের প্রাক্কলিত ব্যয় মূল্য ধরা হয় ৪১৮৭.৭০১৭ কোটি টাকা। যার মেয়াদ নির্ধারিত হয় ২০২১ সালের পহেলা জানুয়ারি হতে ২০২৩ সালের ৩১ ডিসেম্বর। ভূমি অধিগ্রহণ ও পুনর্বাসন বাবদ ব্যয় ধরা হয় ৮৮৬.৮৯ কোটি টাকা।

৫ বছরে কাজের অগ্রগতি ৩.৫০%

সরানো হয়নি

বিদ্যুতের খুঁটি

সড়কে কোটি কোটি টাকার ক্ষুদ্র সংস্কার করছে সড়ক ও জনপথ

কিন্তু ভূমি অধিগ্রহণ জটিলতায় বাড়ানো হয়েছে প্রকল্পের মেয়াদ ও মূল্য। পরবর্তীতে প্রকল্পের মেয়াদ বৃদ্ধি করা হয়েছে ২০২৬ সালের ৩১ ডিসেম্বর। ব্যয় বৃদ্ধি করে ধরা হয় ৬৬২৬.৭৩ কোটি টাকা। যেখানে বর্ধিত ব্যয়ে ভূমি অধিগ্রহণ ও পুনর্বাসন বাবদ ধরা হয় ২৬৫০.২৭ কোটি টাকা।

সর্বশেষ চলতি বছরের ১১ আগস্ট পর্যন্ত কোনো জমি অধিগ্রহণ করতে পারেনি ঝিনাইদহ ও যশোর জেলা প্রশাসন। তবে, সর্বশেষ চলতি মাসের ৮ আগস্ট ভূমির দাম নির্ধারণ করে নোটিশ দেয়া হয়েছে। তবে জমির মালিকরা তা প্রত্যাখ্যান করে মানববন্ধন, সড়ক অবরোধ ও স্বারকলিপি দেয়ার মতো কর্মসূচি পালন করেছে। জমির সঠিক মূল্য দাবিসহ ঝিনাইদহ জেলা প্রশাসকের কার্যালয়ের ভূমি অধিগ্রহণ শাখার সার্ভেয়ার রিয়াজুল ইসলামের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ তোলা হয়। জমির মালিকরা বলছেন, জমির বাজারমূল্য বর্তমানে ২০-৩০ লাখ সেখানে তাদের ৭-৮ লাখ টাকা নির্ধারণ করা হয়েছে। জমিতে থাকা স্থাপত্যের সঠিক মূল্য নির্ধারণ করা হয়নি। সার্ভেয়ার রিয়াজুল ইসলাম যাদের কাছ থেকে অনৈতিক সুবিধা পেয়েছেন তাদের জমি ও ভবনের সঠিক শ্রেণীতে দাম নির্ধারণ করা হয়েছে বলে অভিযোগ করা হচ্ছে।

সব মিলিয়ে কাজের গতি ও ভূমি অধিগ্রহণসহ নানা জটিলতায় ২০২৬ সালের ডিসেম্বরেও ৬ লেনের এ সড়কটির কাজ শেষ না হওয়ার শঙ্কা দেখা দিয়েছে।

এদিকে এ সময়ে সড়কে খানাখন্দে ভরে গেছে। সড়ক ও জনপথ বিভাগ পিচের ওপর দায়সারা ইটের ফ্ল্যাট সলিং দিয়ে দুই বছরে প্রায় ৪ কোটি টাকার ক্ষুদ্র সংস্কার কাজ করেছে। কিন্তু তাতেও সড়কে চলাচল উপযোগী করা যাচ্ছে না। ফলে এ সড়কটি এখন চলাচলকারীদের জন্য গলার কাঁটা হয়ে দাঁড়িয়েছে।

এ প্রকল্পে মোট ভূমি অধিগ্রহণ করা হবে ৩৭৩.১৩ একর। প্রকল্পটি বাস্তবায়ন করছে সড়ক ও জনপথ বিভাগ ও ওয়েস্টার্ন ইকোনমিক করিডোর (উইকেয়ার)। ঝিনাইদহ কেন্দ্রীয় বাসটার্মিনাল থেকে যশোরের চাচড়া পর্যন্ত ৪৭.৪৮ কিলোমিটার সড়কটি ৩ লটে ভাগ করা হয়েছে। ঝিনাইদহ কেন্দ্রীয় বাসটার্মিনাল থেকে কালীগঞ্জ মাহতাব উদ্দিন সরকারি ডিগ্রি কলেজ গেইট পর্যন্ত লট-১ (১৫.৯ কিমি), কালীগঞ্জ মাহতাব উদ্দিন সরকারি কলেজ গেইট থেকে যশোরের মান্দারতলা পর্যন্ত লট-২ (১৫.৮ কিমি) এবং মান্দারতলা থেকে চাচড়া পর্যন্ত লট-৩ (১৫.৮ কিমি)।

নির্মিতব্য এ সড়কে থাকবে একটি ফ্লাইওভার, চারটি সেতু, ৫৫ কালভার্ট, পাঁচটি ভেহিকুলার ওভারপাস, আটটি পেডিস্ট্রিয়ান ওভারপাস ও একটি রেলওয়ে ওভারপাস।

এছাড়াও প্রকল্প করিডোরকে স্মার্ট হাইওয়েতে রূপান্তর করার লক্ষ্যে ইন্টেলিজেন্ট ট্রান্সপোর্টেশন সিস্টেম ও অপটিক্যাল ফাইবার ক্যাবল ডিজাইন করা হবে। পৌর এলাকার মধ্যে ৪ লেন ও পৌর এলাকার বাইরে ৬ লেনে উন্নীত করা হবে রাস্তাটি।

ঝিনাইদহ অংশে প্রায় ৩০ কিলোমিটার এলাকায় ভূমি মালিকদের শতশত অভিযোগ ও আপত্তি থাকলেও সেগুলো আমলে না নিয়ে নিজেদের খেয়াল খুশি মতো কাজ করছেন অভিযোগ রয়েছে।

লট-১ অঞ্চলে ব্যক্তি মালিকানা জমি রয়েছে ৯১.৮৬ একর, সরকারি সংস্থার ১.৫২ একর, লট-২ অঞ্চলে ব্যক্তি মালিকানা জমি রয়েছে ১৩২.২২ একর এবং লট-৩ অঞ্চলে ব্যক্তিমালিকানা জমি রয়েছে ৭১.৫৭ একর এবং সেনানিবাসের ৮.০৮ একর জমি রয়েছে। ঝিনাইদহ জেলার মধ্যে জেলা পরিষদের জমি রয়েছে ১৪৫.৪৬ একর। মোবারকগঞ্জ সুগার মিলের জমির মধ্যে মিল এলাকায় ১.৬৬ শতক, সদর উপজেলার বিষয়খালী মৌজায় ১৩ শতক, কালীগঞ্জের বারোবাজারে ৪৩ শতক, সাত মাইলে ৬৩ শতক জমি অধিগ্রহণ হচ্ছে। তবে ৩.১৫ শতক জমির মোট ১৬ লাখ ৭০ হাজার টাকা গ্রহণের জন্য গত শনিবার সুগার মিলে নোটিশ পাঠিয়েছে ভূমি অধিগ্রহণ শাখা।

কালীগঞ্জের আড়পাড়ার বাসিন্দা ও শহরের ঝরনা প্রিন্টিং প্রেসের মালিক আবু জাফর বলেন, আড়পাড়া মৌজার ১৮৫নং খতিয়ানের ১১.১৫ শতক জমির মধ্যে ৩.১৫ শতক জমি অধিগ্রহণ করা হচ্ছে। এ পুরো জমিতে তাদের একটি দ্বিতল ভবন রয়েছে। নিচে প্রিন্টিং প্রেস, দোকান ও ওপরে একটি ডিজিটাল ফটোল্যাব রয়েছে। তার দাবি, তাদের জমি ও ভবন কালীগঞ্জ শহরের টপ পজিশনে অবস্থিত। কিন্তু সার্ভেয়াররা জরাজীর্ণ ভবন ও নিম্ন শ্রেণীতে অন্তর্ভুক্ত করে আমাদের ঠকিয়েছে। আপত্তি দাখিল করতে গেলেও তারা বিভিন্ন অজুহাতে নেননি। উপায় না পেয়ে চলতি বছরের ২৬ মে হাইকোর্টে একটি রিট পিটিশন দায়ের করেন। হাইকোর্ট ঝিনাইদহ জেলা প্রশাসককে আপত্তি গ্রহণের নির্দেশ দিলেও তারা গ্রহণ করেননি।

গত রোববার সকালেও ঝিনাইদহ জেলা প্রশাসকের কার্যালয়ের ভূমি অধিগ্রহণ শাখার সামনে ২০-৩০ জন অভিযোগকারীর সঙ্গে প্রতিবেদকের কথা হয়।

কালীগঞ্জের বাদেদীহী গ্রামের আব্দুল মালেক বিশ্বাসের ছেলে জিনাত বলেন, আমার জমির রেট দিচ্ছে মাত্র ৪৫ হাজার টাকা শতক। এ জমি বর্তমানে ২০ লাখের ওপরে শতক বিক্রি হচ্ছে।

একই গ্রামের গোলাম নবীর ছেলে রোকনুজ্জামান বলেন, ২০০৫ সালে বিদেশ থাকা অবস্থায় আমি বারোবাজারে ৩ লাখ টাকা শতক যে জমি কিনেছি সেই জমি সরকার এখন ৪৫ হাজার টাকা করে শতক দিতে চাচ্ছে। এই জমির বাজার মূল্য এখন ২০ লাখের ওপরে। সরকার আমাকে পথে বসিয়ে দিচ্ছে।

বাবুল আক্তার নামে একজন জানান, তাদের ২.৯৬ শতক জমি অধিগ্রহণ হচ্ছে। এর মধ্যে ০.৯০ শতক জমি ডাঙ্গা শ্রেণী দেখানো হয়েছে। আমি ঝিনাইদহ ভূমি অধিগ্রহণ শাখায় আপত্তি দাখিল করলে সরজমিনে তদন্তে আসেন কর্মকর্তারা। তারা ভুল স্বীকার করে সংশোধন করে দিবেন বলে জানালেও তা আর করেননি।

খোঁজ নিয়ে জানা গেছে, ২০২৩ সালের ২৬ জুন থেকে ভূমি অধিগ্রহণ আইনের ৪ এর ১ ধারার নোটিশ দেয়া শুরু হয়। নোটিশ দেয়ার সময় গ্রহণকারীদের তারিখবিহীন স্বাক্ষর নেয়া হয়। কয়েক মাস ধরে এই নোটিশ বিতরণ করা হয়েছে এক এনজিওর মাধ্যমে। আইনানুযায়ী নোটিশ পাওয়ার ১৫ দিনের মধ্যে আপত্তি দাখিলের নির্দেশ রয়েছে। তারিখবিহীন স্বাক্ষরের ফঁাঁদে পড়ে অনেকেই আপত্তি দাখিল করতে গিয়ে জানতে পারেন আপত্তি দাখিলের মেয়াদ নেই।

সার্ভেয়ার রিয়াজুল ইসলামকে যারা অনৈতিক সুবিধা দিয়েছেন তাদের জমি সঠিকভাবে শ্রেণীবদ্ধ হয়েছে এমন অভিযোগও রয়েছে। ঝিনাইদহ ভূমি অধিগ্রহণ শাখার কয়েকজন নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছেন, আওয়ামী লীগ সরকারের সাবেক ভারতে খুন হওয়া এমপি আনোয়ারুল আজীম আনারের সঙ্গে সখ্য থাকায় বেজায় দাপুটে ছিলেন সার্ভেয়ার রিয়াজুল ইসলাম।

খোঁজ নিয়ে জানা গেছে, রিয়াজুল ইসলাম সাতক্ষীরার নীল ডুমুর এলাকায় বিজিবির একটি প্রকল্পে ১৫ লাখ টাকার ঘুষ কেলেংকারিতে ঝিনাইদহে শাস্তিমূলক বদলি হয়ে আসেন। ঝিনাইদহে এসে সাবেক এমপি আনারের দাপটে কালীগঞ্জ এলাকার ভূমি অধিগ্রহণে বিপুল পরিমাণ অবৈধ উপার্জন করেছেন।

অভিযোগের বিষয়ে রিয়াজুল ইসলাম বলেন, এ ধরনের কথা যারা বলছেন তাদের দাবি সম্পূর্ণ ভিত্তিহীন। বর্তমান সময়ে জমি অধিগ্রহণে শ্রেণী পরিবর্তনের কোনো সুযোগ নেই। সার্ভে করার সময় ম্যাজিস্ট্রেট ছিল। তিনি যেভাবে বলেছেন সেইভাবে লিখেছি।

ঝিনাইদহ ভূমি অধিগ্রহণ কর্মকর্তা আহমেদ সাদাত বলেন, এসব বিষয়ে আমাকে কেউ এখনও জানায়নি বা আমি কোনো লিখিত অভিযোগ পায়নি।

উইকেয়ার ফেজ-১ প্রকল্পের ডেপুটি প্রজেক্ট ম্যানেজার মো. নিলন আলী বলেন, জমি অধিগ্রহণ শেষ করতে না পারায় আমরা কাজ করতে পারছি না। লট-১ অঞ্চলে ৭.২৫ শতাংশ অগ্রগতি হয়েছে। তবে অন্যান্য লটে ২ শতাংশের নিচে। এখনও বিদ্যুতের পোল সরানো হয়নি। এ কারণে আমরা সড়ক বিভাগের জমিতেও কাজ করতে পারছি না। অধিগ্রহণ শেষ হলেই আমরা দ্রুত কাজ করতে পারবো বলে যোগ করেন।

ছবি

লঘুচাপে উত্তাল বঙ্গোপসাগর, উপকুলে আশ্রয় নিয়েছে শত শত ট্রলার, বন্ধ ইলিশ আহরণ

ছবি

রিকশাচালক আজিজুরে ‘আশা’ পলকের

ছবি

নরসিংদীতে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

ছবি

খুলনায় বেড়িবাঁধে ভাঙন, ঝুঁকিতে ১৩ গ্রামের মানুষ

ছবি

আসন পুনর্বিন্যাসের প্রতিবাদে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ

ছবি

পায়নি চাঁদা, তাই মোটরসাইকেলে এসে ব্যবসায়ীর বাড়িতে গুলি

ছবি

সাদা পাথর লুটপাট: জেলা প্রশাসনের তদন্ত প্রতিবেদনে ১০ সুপারিশ, জড়িতদের তালিকায় ১৩৭ নাম

ছবি

ডাকসু: মনোনয়ন জমা, এবার লড়াইয়ের পালা

ছবি

জাকসু নির্বাচনে প্যানেল দিতে দেরি: অভ্যন্তরীণ কোন্দল ও জোটের জটিলতা

ছবি

দোহারে হেরোইন ও ইয়াবাসহ গ্রেপ্তার ৩

ছবি

রবীন্দ্র বিশ্ববিদ্যালয় স্থাপন প্রকল্প অনুমোদন হওয়ায় আনন্দ মিছিল

ছবি

সিরাজগঞ্জে হত্যা মামলায় বাবা-ছেলের কারাদণ্ড

ছবি

কোম্পানীগঞ্জে ১১ বছর পর আলোচিত সাত খুন মামলার আসামি গ্রেপ্তার

ছবি

সিরাজগঞ্জের কাজিপুরে ভাসমান পাটের হাটে কেনাবেচা শুরু

ছবি

আন্তঃজেলা ডাকাত চক্রের ৫ সদস্য গ্রেপ্তার

ছবি

কুষ্টিয়ায় বৈষম্যবিরোধী সাবেক নেতার ওপর ছাত্রদলের হামলা

ছবি

পোরশায় পানিবন্দীদের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ

ছবি

পীরগাছার প্রভাবশালী থেকে কৃষকের জমি দখলমুক্ত করতে মানববন্ধন

ছবি

বগুড়ায় নিষিদ্ধ পলিথিনসহ আটক ১

ছবি

শিবগঞ্জে উচ্ছেদ হলো হাটের অবৈধ স্থাপনা

ছবি

রাকসু নির্বাচন ঘিরে সাংস্কৃতিক সংগঠনগুলোর ১০ দফা প্রস্তাবনা

ছবি

ভৈরবে মেঘনার ভাঙনে বিলীন বাড়িঘরসহ গুরুত্বপূর্ণ স্থাপনা শহররক্ষা বাঁধ নির্মাণের দাবি

ছবি

কুমির আতঙ্কে মাগুরার গড়াই মধুমতি নদী তীরের মানুষ

ছবি

কুয়াকাটা সৈকতে ভেসে এলো মৃত ইরাবতী ডলফিন

ছবি

চাঁদপুরে মেঘনার পাড় ঘেঁষে অবৈধভাবে ফের ড্রেজারে অবাধে চলছে বালু উত্তোলন

ছবি

বাংলাদেশি স্ত্রীর পরিবারের বিরুদ্ধে মার্কিন স্বামীকে ‘মারধর’র মামলায় পুনর্তদন্ত

ছবি

১৮তম নিবন্ধন : ৪১ হাজার শিক্ষক নিয়োগের সুপারিশ

ছবি

মোহাম্মদপুরে শাহ আলম হত্যায় গ্রেপ্তার ২৬

ছবি

কুড়িগ্রামে বৃষ্টি ও বন্যায় পটোল চাষিদের ব্যাপক ক্ষতি

ছবি

বনানীতে রাব্বি হত্যায় ৪ জন ৩ দিনের রিমান্ডে

ছবি

মুন্সীগঞ্জে ধলেশ্বরীতে পড়ে শিশুর মৃত্যু

ছবি

গোমস্তাপুরে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার

ছবি

বাগেরহাটের দুই মাদক বিক্রেতা গ্রেপ্তার

ছবি

অনুমোদনবিহীন বেকারিকে অর্থদণ্ড

ছবি

ভালুকা সড়ক দুর্ঘটনায় দুই ভাই নিহত

ছবি

মুক্তিযোদ্ধা সংসদের প্রতিবাদ

tab

সারাদেশ

ঝিনাইদহ-যশোর ৬ লেন প্রকল্প: অগ্রগতি নেই, জমির মূল্য নির্ধারণে আপত্তি

এস আই মল্লিক (ঝিনাইদহ)

ধীরগতিতে ও অগোছালো চলছে সড়কের নির্মাণকাজ, পাশেই চরে বেড়াচ্ছে ছাগল -সংবাদ

বুধবার, ২০ আগস্ট ২০২৫

মংলা নদীবন্দরের সঙ্গে দেশের উত্তরাঞ্চলের প্রবেশদ্বার যশোর-ঝিনাইদহ। বন্দরের সঙ্গে উত্তরাঞ্চলসহ সারাদেশের যোগাযোগ ব্যবস্থা উন্নয়নের লক্ষ্যে বিশ্বব্যাংকের অর্থয়ানে ২০২০ সালের ২৪ নভেম্বরে একনেক সভায় ঝিনাইদহ কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকে যশোরের চাচড়া পর্যন্ত ৪৭.৪৮ কিলোমিটার সড়ক ৬ লেনে উন্নীতকরণের প্রকল্প পাস হয়। সে সময় উইকেয়ার ফেজ-১: ঝিনাইদহ-যশোর মহাসড়ক (এন-৭) উন্নয়ন প্রকল্পের প্রাক্কলিত ব্যয় মূল্য ধরা হয় ৪১৮৭.৭০১৭ কোটি টাকা। যার মেয়াদ নির্ধারিত হয় ২০২১ সালের পহেলা জানুয়ারি হতে ২০২৩ সালের ৩১ ডিসেম্বর। ভূমি অধিগ্রহণ ও পুনর্বাসন বাবদ ব্যয় ধরা হয় ৮৮৬.৮৯ কোটি টাকা।

৫ বছরে কাজের অগ্রগতি ৩.৫০%

সরানো হয়নি

বিদ্যুতের খুঁটি

সড়কে কোটি কোটি টাকার ক্ষুদ্র সংস্কার করছে সড়ক ও জনপথ

কিন্তু ভূমি অধিগ্রহণ জটিলতায় বাড়ানো হয়েছে প্রকল্পের মেয়াদ ও মূল্য। পরবর্তীতে প্রকল্পের মেয়াদ বৃদ্ধি করা হয়েছে ২০২৬ সালের ৩১ ডিসেম্বর। ব্যয় বৃদ্ধি করে ধরা হয় ৬৬২৬.৭৩ কোটি টাকা। যেখানে বর্ধিত ব্যয়ে ভূমি অধিগ্রহণ ও পুনর্বাসন বাবদ ধরা হয় ২৬৫০.২৭ কোটি টাকা।

সর্বশেষ চলতি বছরের ১১ আগস্ট পর্যন্ত কোনো জমি অধিগ্রহণ করতে পারেনি ঝিনাইদহ ও যশোর জেলা প্রশাসন। তবে, সর্বশেষ চলতি মাসের ৮ আগস্ট ভূমির দাম নির্ধারণ করে নোটিশ দেয়া হয়েছে। তবে জমির মালিকরা তা প্রত্যাখ্যান করে মানববন্ধন, সড়ক অবরোধ ও স্বারকলিপি দেয়ার মতো কর্মসূচি পালন করেছে। জমির সঠিক মূল্য দাবিসহ ঝিনাইদহ জেলা প্রশাসকের কার্যালয়ের ভূমি অধিগ্রহণ শাখার সার্ভেয়ার রিয়াজুল ইসলামের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ তোলা হয়। জমির মালিকরা বলছেন, জমির বাজারমূল্য বর্তমানে ২০-৩০ লাখ সেখানে তাদের ৭-৮ লাখ টাকা নির্ধারণ করা হয়েছে। জমিতে থাকা স্থাপত্যের সঠিক মূল্য নির্ধারণ করা হয়নি। সার্ভেয়ার রিয়াজুল ইসলাম যাদের কাছ থেকে অনৈতিক সুবিধা পেয়েছেন তাদের জমি ও ভবনের সঠিক শ্রেণীতে দাম নির্ধারণ করা হয়েছে বলে অভিযোগ করা হচ্ছে।

সব মিলিয়ে কাজের গতি ও ভূমি অধিগ্রহণসহ নানা জটিলতায় ২০২৬ সালের ডিসেম্বরেও ৬ লেনের এ সড়কটির কাজ শেষ না হওয়ার শঙ্কা দেখা দিয়েছে।

এদিকে এ সময়ে সড়কে খানাখন্দে ভরে গেছে। সড়ক ও জনপথ বিভাগ পিচের ওপর দায়সারা ইটের ফ্ল্যাট সলিং দিয়ে দুই বছরে প্রায় ৪ কোটি টাকার ক্ষুদ্র সংস্কার কাজ করেছে। কিন্তু তাতেও সড়কে চলাচল উপযোগী করা যাচ্ছে না। ফলে এ সড়কটি এখন চলাচলকারীদের জন্য গলার কাঁটা হয়ে দাঁড়িয়েছে।

এ প্রকল্পে মোট ভূমি অধিগ্রহণ করা হবে ৩৭৩.১৩ একর। প্রকল্পটি বাস্তবায়ন করছে সড়ক ও জনপথ বিভাগ ও ওয়েস্টার্ন ইকোনমিক করিডোর (উইকেয়ার)। ঝিনাইদহ কেন্দ্রীয় বাসটার্মিনাল থেকে যশোরের চাচড়া পর্যন্ত ৪৭.৪৮ কিলোমিটার সড়কটি ৩ লটে ভাগ করা হয়েছে। ঝিনাইদহ কেন্দ্রীয় বাসটার্মিনাল থেকে কালীগঞ্জ মাহতাব উদ্দিন সরকারি ডিগ্রি কলেজ গেইট পর্যন্ত লট-১ (১৫.৯ কিমি), কালীগঞ্জ মাহতাব উদ্দিন সরকারি কলেজ গেইট থেকে যশোরের মান্দারতলা পর্যন্ত লট-২ (১৫.৮ কিমি) এবং মান্দারতলা থেকে চাচড়া পর্যন্ত লট-৩ (১৫.৮ কিমি)।

নির্মিতব্য এ সড়কে থাকবে একটি ফ্লাইওভার, চারটি সেতু, ৫৫ কালভার্ট, পাঁচটি ভেহিকুলার ওভারপাস, আটটি পেডিস্ট্রিয়ান ওভারপাস ও একটি রেলওয়ে ওভারপাস।

এছাড়াও প্রকল্প করিডোরকে স্মার্ট হাইওয়েতে রূপান্তর করার লক্ষ্যে ইন্টেলিজেন্ট ট্রান্সপোর্টেশন সিস্টেম ও অপটিক্যাল ফাইবার ক্যাবল ডিজাইন করা হবে। পৌর এলাকার মধ্যে ৪ লেন ও পৌর এলাকার বাইরে ৬ লেনে উন্নীত করা হবে রাস্তাটি।

ঝিনাইদহ অংশে প্রায় ৩০ কিলোমিটার এলাকায় ভূমি মালিকদের শতশত অভিযোগ ও আপত্তি থাকলেও সেগুলো আমলে না নিয়ে নিজেদের খেয়াল খুশি মতো কাজ করছেন অভিযোগ রয়েছে।

লট-১ অঞ্চলে ব্যক্তি মালিকানা জমি রয়েছে ৯১.৮৬ একর, সরকারি সংস্থার ১.৫২ একর, লট-২ অঞ্চলে ব্যক্তি মালিকানা জমি রয়েছে ১৩২.২২ একর এবং লট-৩ অঞ্চলে ব্যক্তিমালিকানা জমি রয়েছে ৭১.৫৭ একর এবং সেনানিবাসের ৮.০৮ একর জমি রয়েছে। ঝিনাইদহ জেলার মধ্যে জেলা পরিষদের জমি রয়েছে ১৪৫.৪৬ একর। মোবারকগঞ্জ সুগার মিলের জমির মধ্যে মিল এলাকায় ১.৬৬ শতক, সদর উপজেলার বিষয়খালী মৌজায় ১৩ শতক, কালীগঞ্জের বারোবাজারে ৪৩ শতক, সাত মাইলে ৬৩ শতক জমি অধিগ্রহণ হচ্ছে। তবে ৩.১৫ শতক জমির মোট ১৬ লাখ ৭০ হাজার টাকা গ্রহণের জন্য গত শনিবার সুগার মিলে নোটিশ পাঠিয়েছে ভূমি অধিগ্রহণ শাখা।

কালীগঞ্জের আড়পাড়ার বাসিন্দা ও শহরের ঝরনা প্রিন্টিং প্রেসের মালিক আবু জাফর বলেন, আড়পাড়া মৌজার ১৮৫নং খতিয়ানের ১১.১৫ শতক জমির মধ্যে ৩.১৫ শতক জমি অধিগ্রহণ করা হচ্ছে। এ পুরো জমিতে তাদের একটি দ্বিতল ভবন রয়েছে। নিচে প্রিন্টিং প্রেস, দোকান ও ওপরে একটি ডিজিটাল ফটোল্যাব রয়েছে। তার দাবি, তাদের জমি ও ভবন কালীগঞ্জ শহরের টপ পজিশনে অবস্থিত। কিন্তু সার্ভেয়াররা জরাজীর্ণ ভবন ও নিম্ন শ্রেণীতে অন্তর্ভুক্ত করে আমাদের ঠকিয়েছে। আপত্তি দাখিল করতে গেলেও তারা বিভিন্ন অজুহাতে নেননি। উপায় না পেয়ে চলতি বছরের ২৬ মে হাইকোর্টে একটি রিট পিটিশন দায়ের করেন। হাইকোর্ট ঝিনাইদহ জেলা প্রশাসককে আপত্তি গ্রহণের নির্দেশ দিলেও তারা গ্রহণ করেননি।

গত রোববার সকালেও ঝিনাইদহ জেলা প্রশাসকের কার্যালয়ের ভূমি অধিগ্রহণ শাখার সামনে ২০-৩০ জন অভিযোগকারীর সঙ্গে প্রতিবেদকের কথা হয়।

কালীগঞ্জের বাদেদীহী গ্রামের আব্দুল মালেক বিশ্বাসের ছেলে জিনাত বলেন, আমার জমির রেট দিচ্ছে মাত্র ৪৫ হাজার টাকা শতক। এ জমি বর্তমানে ২০ লাখের ওপরে শতক বিক্রি হচ্ছে।

একই গ্রামের গোলাম নবীর ছেলে রোকনুজ্জামান বলেন, ২০০৫ সালে বিদেশ থাকা অবস্থায় আমি বারোবাজারে ৩ লাখ টাকা শতক যে জমি কিনেছি সেই জমি সরকার এখন ৪৫ হাজার টাকা করে শতক দিতে চাচ্ছে। এই জমির বাজার মূল্য এখন ২০ লাখের ওপরে। সরকার আমাকে পথে বসিয়ে দিচ্ছে।

বাবুল আক্তার নামে একজন জানান, তাদের ২.৯৬ শতক জমি অধিগ্রহণ হচ্ছে। এর মধ্যে ০.৯০ শতক জমি ডাঙ্গা শ্রেণী দেখানো হয়েছে। আমি ঝিনাইদহ ভূমি অধিগ্রহণ শাখায় আপত্তি দাখিল করলে সরজমিনে তদন্তে আসেন কর্মকর্তারা। তারা ভুল স্বীকার করে সংশোধন করে দিবেন বলে জানালেও তা আর করেননি।

খোঁজ নিয়ে জানা গেছে, ২০২৩ সালের ২৬ জুন থেকে ভূমি অধিগ্রহণ আইনের ৪ এর ১ ধারার নোটিশ দেয়া শুরু হয়। নোটিশ দেয়ার সময় গ্রহণকারীদের তারিখবিহীন স্বাক্ষর নেয়া হয়। কয়েক মাস ধরে এই নোটিশ বিতরণ করা হয়েছে এক এনজিওর মাধ্যমে। আইনানুযায়ী নোটিশ পাওয়ার ১৫ দিনের মধ্যে আপত্তি দাখিলের নির্দেশ রয়েছে। তারিখবিহীন স্বাক্ষরের ফঁাঁদে পড়ে অনেকেই আপত্তি দাখিল করতে গিয়ে জানতে পারেন আপত্তি দাখিলের মেয়াদ নেই।

সার্ভেয়ার রিয়াজুল ইসলামকে যারা অনৈতিক সুবিধা দিয়েছেন তাদের জমি সঠিকভাবে শ্রেণীবদ্ধ হয়েছে এমন অভিযোগও রয়েছে। ঝিনাইদহ ভূমি অধিগ্রহণ শাখার কয়েকজন নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছেন, আওয়ামী লীগ সরকারের সাবেক ভারতে খুন হওয়া এমপি আনোয়ারুল আজীম আনারের সঙ্গে সখ্য থাকায় বেজায় দাপুটে ছিলেন সার্ভেয়ার রিয়াজুল ইসলাম।

খোঁজ নিয়ে জানা গেছে, রিয়াজুল ইসলাম সাতক্ষীরার নীল ডুমুর এলাকায় বিজিবির একটি প্রকল্পে ১৫ লাখ টাকার ঘুষ কেলেংকারিতে ঝিনাইদহে শাস্তিমূলক বদলি হয়ে আসেন। ঝিনাইদহে এসে সাবেক এমপি আনারের দাপটে কালীগঞ্জ এলাকার ভূমি অধিগ্রহণে বিপুল পরিমাণ অবৈধ উপার্জন করেছেন।

অভিযোগের বিষয়ে রিয়াজুল ইসলাম বলেন, এ ধরনের কথা যারা বলছেন তাদের দাবি সম্পূর্ণ ভিত্তিহীন। বর্তমান সময়ে জমি অধিগ্রহণে শ্রেণী পরিবর্তনের কোনো সুযোগ নেই। সার্ভে করার সময় ম্যাজিস্ট্রেট ছিল। তিনি যেভাবে বলেছেন সেইভাবে লিখেছি।

ঝিনাইদহ ভূমি অধিগ্রহণ কর্মকর্তা আহমেদ সাদাত বলেন, এসব বিষয়ে আমাকে কেউ এখনও জানায়নি বা আমি কোনো লিখিত অভিযোগ পায়নি।

উইকেয়ার ফেজ-১ প্রকল্পের ডেপুটি প্রজেক্ট ম্যানেজার মো. নিলন আলী বলেন, জমি অধিগ্রহণ শেষ করতে না পারায় আমরা কাজ করতে পারছি না। লট-১ অঞ্চলে ৭.২৫ শতাংশ অগ্রগতি হয়েছে। তবে অন্যান্য লটে ২ শতাংশের নিচে। এখনও বিদ্যুতের পোল সরানো হয়নি। এ কারণে আমরা সড়ক বিভাগের জমিতেও কাজ করতে পারছি না। অধিগ্রহণ শেষ হলেই আমরা দ্রুত কাজ করতে পারবো বলে যোগ করেন।

back to top