alt

সারাদেশ

রিকশাচালক আজিজুরে ‘আশা’ পলকের

সংবাদ অনলাইন রিপোর্ট : বুধবার, ২০ আগস্ট ২০২৫

ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত

জুলাই আন্দোলনের সময় রাজধানীর মোহাম্মদপুরে হোসেন নামে এক ট্রাকচালক নিহতের মামলায় বুধবার,(২০ আগস্ট ২০২৫) গ্রেপ্তার দেখানো হয় কারাবন্দী জুনাইদ আহমেদ পলককে। আদালত থেকে কারাগারে নেয়ার পথে সাংবাদিকদের সামনে তিনি জোরে জোরে বলছে থাকে ধানমন্ডি ৩২ নম্বরে শ্রদ্ধা জানাতে গিয়ে মারধরের শিকার রিকশাচালক আজিজুর রহমানের কথা। সাবেক আইসিটি প্রতিমন্ত্রী পলক বলেছেন, ‘এক মুজিব লোকান্তরে, লাখ মুজিব ঘরে ঘরে। যার প্রমাণ আজিজুর রহমান।’

হোসেন হত্যা মামলার তদন্ত কর্মকর্তা মোহাম্মদপুর থানার এসআই আক্তারুজ্জামান এ মামলায় পলককে গ্রেপ্তার দেখানোর আবেদন করলে আদালত বুধবার, শুনানির দিন রেখেছিল। সে অনুযায়ী এদিন তাকে ঢাকার হাকিম আদালতে হাজির করা হয়। মাথায় হেলমেট, হাতে হাতকড়া, বুলেট প্রুফ জ্যাকেট পরিয়ে সাবেক এই প্রতিমন্ত্রীকে এজলাসে তোলা হয়। কাঠগড়ায় নিয়ে বুলেট প্রুফ জ্যাকেট খুলে ফেললে তার কোমরে লাম্বার সাপোর্ট বেল্ট (কোমরের ব্যথা কমানোর বেল্ট) দেখা যায়। শুনানি শুরুর আগে এজলাসে দাঁড়িয়ে আইনজীবীদের সঙ্গে কথা বলেন পলক। অনেককে সালামও দেন।

ঢাকার মহানগর হাকিম এম মিজবাহ উর রহমান এজলাসে বসেন সকাল সাড়ে ১০টায়। এরপর শুনানি শুরু হয়। এ সময় কাঠগড়ার একেবারে সামনে গিয়ে দাঁড়ান পলক। শুনানির সময় তিনি বিচারকের কাছে জানতে চান, তিনি এ মামলার এজাহারভুক্ত আসামি কিনা? বিচারক তাকে বলেন, ‘সন্ধিগ্ধ’। পলক তখন বলেন,‘ওহ সন্ধিগ্ধ।’

পরে তিনি বিচারকের কাছে ঘটনার তারিখ ও সময় জানতে চান। তাকে জানানো হয়, ২০২৪ সালের ১৯ জুলাইয়ের ঘটনায় এ মামলা। তদন্ত কর্মকর্তা আদালতকে বলেন, ‘গতবছর ১৯ জুলাই মোহাম্মদপুরে ট্রাক ড্রাইভার হোসেন নিহত হন। আসামি জুনাইদ আহমেদ পলক জড়িত থাকার তথ্য-প্রমাণ পাওয়া গেছে। এজন্য তাকে গ্রেপ্তার দেখানোর আবেদন করছি।’

এ সময় পলক বলেন, ‘উনি (তদন্ত কর্মকর্তা) কি ৩ জুলাইয়ের কথা বললেন।’ তাকে জানানো হয়, ৩ জুলাই না, ঘটনা ১৯ জুলাইয়ের। পলক ঘটনার সময় জানতে চাইলে তাকে জানানো হয়। মামলার বিবরণী থেকে জানা যায়, জুলাই আন্দোলনের সময় ১৯ জুলাই মোহাম্মদপুর এলাকায় গুলিতে মারা যান ট্রাকচালক হোসেন। এ ঘটনায় তার মা রিনা বেগম গত ৩১ আগস্ট মামলা দায়ের করেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী মুহাম্মদ শামসুদ্দোহা সুমন শুনানিতে বলেন, ‘এটা একটা হত্যা মামলা। তদন্তে নাম আসায় তাকে (পলককে) গ্রেপ্তার দেখানোর আবেদন করা হয়েছে। আন্দোলন চলাকালে ইন্টারনেট বন্ধ করে আন্দোলনকারীদের ওপর ক্রাকডাউন চালানো হয়। অনেককে গুলি করে হত্যা করা হয়। তাদের গণকবরে সমাহিত করা হয়। হত্যার সঙ্গে পলক সরাসরি সম্পৃক্ত।’

পরে বিচারক এ মামলায় পলককে গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেন। ১০টা ৫০ মিনিটের দিকে পলককে আবার কারাগারে নিয়ে যাওয়া হয়। এ সময় তিনি বলেন, ‘এক মুজিব লোকান্তরে লাখ মুজিব ঘরে ঘরে। যার প্রমাণ আজিজুর রহমান।’

বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যার ৫০তম বার্ষিকীতে গত শুক্রবার ধানমন্ডির ৩২ নম্বর সড়কে তার বাড়ির সামনে শ্রদ্ধা জানাতে গিয়ে মারধর ও হেনস্তার শিকার হন কয়েকজন। তাদের মধ্যে রিকশাচালক আজিজুর রহমান বেলা ১১টার দিকে রিকশা চালিয়ে হাতে ফুলের তোড়া নিয়ে ৩২ নম্বরে যান। ফুলের তোড়ার ওপর কাগজে লেখা ছিল ‘১৫ই আগস্ট জাতীয় শোক দিবস’।

তাকে দেখার সঙ্গে সঙ্গে বিএনপিকর্মীরা রীতিমতো ঝাঁপিয়ে পড়েন। একজন লাফ দিয়ে গিয়ে তার হাত থেকে ফুলের তোড়াটি কেড়ে নেন। চলে মারধর, ভাঙচুর করা হয় তার রিকশাটিও। এ সময় কান্নায় ভেঙে পড়েন ওই রিকশাচালক। আজিজুর রহমান সেদিন সাংবাদিকদের বলেন, তিনি যাত্রাবাড়ী থেকে এসেছেন। চারশ’ টাকা দিয়ে ফুলের তোড়াটি কিনেছেন। ‘আমার অনেক কষ্টের টাকা, আমি দুই বছর ঢাকা শহরে রিকশা চালাই। শুধু বঙ্গবন্ধুকে ভালোবাসি জন্য এহানে আইছি।’ পরে আজিজুর রহমানকে পুলিশ আটক করে এবং এক বছর আগের একটি হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার দেখিয়ে গত শনিবার আদালতে তোলে। পরদিন তাকে জামিন দেয় আদালত।

নতুন মামলায় গ্রেপ্তার আতিক, রিমান্ডে কিরণ

জুলাই আন্দোলনের সময় ঢাকার উত্তরা পূর্ব থানার ব্যবসায়ী ইশতিয়াক মাহমুদ হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে ঢাকার উত্তর সিটি করপোরেশনের সাবেক মেয়র আতিকুল ইসলামকে। আর গাজীপুর সিটি করপোরেশনের সাবেক ভারপ্রাপ্ত মেয়র আসাদুর রহমান কিরণকে এ মামলায় তিন দিনের রিমান্ডে পাঠিয়েছে আদালত। ঢাকার মহানগর হাকিম এম মিজবাহ উর রহমান বুধবার, শুনানি নিয়ে এ আদেশ দেয়।

এদিন পলকের সঙ্গেই আদালতে হাজির করা হয় আতিক ও কিরণকে। প্রথমে পলককে গ্রেপ্তার দেখানোর আদেশ দেয় আদালত। এরপর আতিক ও কিরণের মামলায় শুনানি শুরু হয়। কিরণকে ৭ দিনের রিমান্ডে চেয়ে গত ৪ জুন আবেদন করেছিল পুলিশ। বুধবার, সে বিষয়ে শুনানি করেন রাষ্ট্রপক্ষের আইনজীবী মুহাম্মদ শামসুদ্দোহা সুমন।

মামলার বিবরণে জানা যায়, আন্দোলন চলাকালে গতবছর ১৮ জুলাই ইশতিয়াক মাহমুদ নামে এক ব্যবসায়ী শিক্ষার্থীদের কর্মসূচিতে যোগ দেন। আজমপুর নওয়াব হাবিবুল্লাহ হাই স্কুলের সামনে তার পেটে গুলি লাগে। পরে তিনি এভারকেয়ার হাসপাতালে চিকিৎসা নেন। সুস্থ হয়ে গতবছর ২৯ অক্টোবর এ মামলা করেন ইশতিয়াক মাহমুদ। মামলায় পুলিশের সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনসহ ১২৬ জনের নাম উল্লেখ করা হয়।

ছবি

লঘুচাপে উত্তাল বঙ্গোপসাগর, উপকুলে আশ্রয় নিয়েছে শত শত ট্রলার, বন্ধ ইলিশ আহরণ

ছবি

নরসিংদীতে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

ছবি

খুলনায় বেড়িবাঁধে ভাঙন, ঝুঁকিতে ১৩ গ্রামের মানুষ

ছবি

আসন পুনর্বিন্যাসের প্রতিবাদে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ

ছবি

পায়নি চাঁদা, তাই মোটরসাইকেলে এসে ব্যবসায়ীর বাড়িতে গুলি

ছবি

সাদা পাথর লুটপাট: জেলা প্রশাসনের তদন্ত প্রতিবেদনে ১০ সুপারিশ, জড়িতদের তালিকায় ১৩৭ নাম

ছবি

ঝিনাইদহ-যশোর ৬ লেন প্রকল্প: অগ্রগতি নেই, জমির মূল্য নির্ধারণে আপত্তি

ছবি

ডাকসু: মনোনয়ন জমা, এবার লড়াইয়ের পালা

ছবি

জাকসু নির্বাচনে প্যানেল দিতে দেরি: অভ্যন্তরীণ কোন্দল ও জোটের জটিলতা

ছবি

দোহারে হেরোইন ও ইয়াবাসহ গ্রেপ্তার ৩

ছবি

রবীন্দ্র বিশ্ববিদ্যালয় স্থাপন প্রকল্প অনুমোদন হওয়ায় আনন্দ মিছিল

ছবি

সিরাজগঞ্জে হত্যা মামলায় বাবা-ছেলের কারাদণ্ড

ছবি

কোম্পানীগঞ্জে ১১ বছর পর আলোচিত সাত খুন মামলার আসামি গ্রেপ্তার

ছবি

সিরাজগঞ্জের কাজিপুরে ভাসমান পাটের হাটে কেনাবেচা শুরু

ছবি

আন্তঃজেলা ডাকাত চক্রের ৫ সদস্য গ্রেপ্তার

ছবি

কুষ্টিয়ায় বৈষম্যবিরোধী সাবেক নেতার ওপর ছাত্রদলের হামলা

ছবি

পোরশায় পানিবন্দীদের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ

ছবি

পীরগাছার প্রভাবশালী থেকে কৃষকের জমি দখলমুক্ত করতে মানববন্ধন

ছবি

বগুড়ায় নিষিদ্ধ পলিথিনসহ আটক ১

ছবি

শিবগঞ্জে উচ্ছেদ হলো হাটের অবৈধ স্থাপনা

ছবি

রাকসু নির্বাচন ঘিরে সাংস্কৃতিক সংগঠনগুলোর ১০ দফা প্রস্তাবনা

ছবি

ভৈরবে মেঘনার ভাঙনে বিলীন বাড়িঘরসহ গুরুত্বপূর্ণ স্থাপনা শহররক্ষা বাঁধ নির্মাণের দাবি

ছবি

কুমির আতঙ্কে মাগুরার গড়াই মধুমতি নদী তীরের মানুষ

ছবি

কুয়াকাটা সৈকতে ভেসে এলো মৃত ইরাবতী ডলফিন

ছবি

চাঁদপুরে মেঘনার পাড় ঘেঁষে অবৈধভাবে ফের ড্রেজারে অবাধে চলছে বালু উত্তোলন

ছবি

বাংলাদেশি স্ত্রীর পরিবারের বিরুদ্ধে মার্কিন স্বামীকে ‘মারধর’র মামলায় পুনর্তদন্ত

ছবি

১৮তম নিবন্ধন : ৪১ হাজার শিক্ষক নিয়োগের সুপারিশ

ছবি

মোহাম্মদপুরে শাহ আলম হত্যায় গ্রেপ্তার ২৬

ছবি

কুড়িগ্রামে বৃষ্টি ও বন্যায় পটোল চাষিদের ব্যাপক ক্ষতি

ছবি

বনানীতে রাব্বি হত্যায় ৪ জন ৩ দিনের রিমান্ডে

ছবি

মুন্সীগঞ্জে ধলেশ্বরীতে পড়ে শিশুর মৃত্যু

ছবি

গোমস্তাপুরে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার

ছবি

বাগেরহাটের দুই মাদক বিক্রেতা গ্রেপ্তার

ছবি

অনুমোদনবিহীন বেকারিকে অর্থদণ্ড

ছবি

ভালুকা সড়ক দুর্ঘটনায় দুই ভাই নিহত

ছবি

মুক্তিযোদ্ধা সংসদের প্রতিবাদ

tab

সারাদেশ

রিকশাচালক আজিজুরে ‘আশা’ পলকের

সংবাদ অনলাইন রিপোর্ট

ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত

বুধবার, ২০ আগস্ট ২০২৫

জুলাই আন্দোলনের সময় রাজধানীর মোহাম্মদপুরে হোসেন নামে এক ট্রাকচালক নিহতের মামলায় বুধবার,(২০ আগস্ট ২০২৫) গ্রেপ্তার দেখানো হয় কারাবন্দী জুনাইদ আহমেদ পলককে। আদালত থেকে কারাগারে নেয়ার পথে সাংবাদিকদের সামনে তিনি জোরে জোরে বলছে থাকে ধানমন্ডি ৩২ নম্বরে শ্রদ্ধা জানাতে গিয়ে মারধরের শিকার রিকশাচালক আজিজুর রহমানের কথা। সাবেক আইসিটি প্রতিমন্ত্রী পলক বলেছেন, ‘এক মুজিব লোকান্তরে, লাখ মুজিব ঘরে ঘরে। যার প্রমাণ আজিজুর রহমান।’

হোসেন হত্যা মামলার তদন্ত কর্মকর্তা মোহাম্মদপুর থানার এসআই আক্তারুজ্জামান এ মামলায় পলককে গ্রেপ্তার দেখানোর আবেদন করলে আদালত বুধবার, শুনানির দিন রেখেছিল। সে অনুযায়ী এদিন তাকে ঢাকার হাকিম আদালতে হাজির করা হয়। মাথায় হেলমেট, হাতে হাতকড়া, বুলেট প্রুফ জ্যাকেট পরিয়ে সাবেক এই প্রতিমন্ত্রীকে এজলাসে তোলা হয়। কাঠগড়ায় নিয়ে বুলেট প্রুফ জ্যাকেট খুলে ফেললে তার কোমরে লাম্বার সাপোর্ট বেল্ট (কোমরের ব্যথা কমানোর বেল্ট) দেখা যায়। শুনানি শুরুর আগে এজলাসে দাঁড়িয়ে আইনজীবীদের সঙ্গে কথা বলেন পলক। অনেককে সালামও দেন।

ঢাকার মহানগর হাকিম এম মিজবাহ উর রহমান এজলাসে বসেন সকাল সাড়ে ১০টায়। এরপর শুনানি শুরু হয়। এ সময় কাঠগড়ার একেবারে সামনে গিয়ে দাঁড়ান পলক। শুনানির সময় তিনি বিচারকের কাছে জানতে চান, তিনি এ মামলার এজাহারভুক্ত আসামি কিনা? বিচারক তাকে বলেন, ‘সন্ধিগ্ধ’। পলক তখন বলেন,‘ওহ সন্ধিগ্ধ।’

পরে তিনি বিচারকের কাছে ঘটনার তারিখ ও সময় জানতে চান। তাকে জানানো হয়, ২০২৪ সালের ১৯ জুলাইয়ের ঘটনায় এ মামলা। তদন্ত কর্মকর্তা আদালতকে বলেন, ‘গতবছর ১৯ জুলাই মোহাম্মদপুরে ট্রাক ড্রাইভার হোসেন নিহত হন। আসামি জুনাইদ আহমেদ পলক জড়িত থাকার তথ্য-প্রমাণ পাওয়া গেছে। এজন্য তাকে গ্রেপ্তার দেখানোর আবেদন করছি।’

এ সময় পলক বলেন, ‘উনি (তদন্ত কর্মকর্তা) কি ৩ জুলাইয়ের কথা বললেন।’ তাকে জানানো হয়, ৩ জুলাই না, ঘটনা ১৯ জুলাইয়ের। পলক ঘটনার সময় জানতে চাইলে তাকে জানানো হয়। মামলার বিবরণী থেকে জানা যায়, জুলাই আন্দোলনের সময় ১৯ জুলাই মোহাম্মদপুর এলাকায় গুলিতে মারা যান ট্রাকচালক হোসেন। এ ঘটনায় তার মা রিনা বেগম গত ৩১ আগস্ট মামলা দায়ের করেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী মুহাম্মদ শামসুদ্দোহা সুমন শুনানিতে বলেন, ‘এটা একটা হত্যা মামলা। তদন্তে নাম আসায় তাকে (পলককে) গ্রেপ্তার দেখানোর আবেদন করা হয়েছে। আন্দোলন চলাকালে ইন্টারনেট বন্ধ করে আন্দোলনকারীদের ওপর ক্রাকডাউন চালানো হয়। অনেককে গুলি করে হত্যা করা হয়। তাদের গণকবরে সমাহিত করা হয়। হত্যার সঙ্গে পলক সরাসরি সম্পৃক্ত।’

পরে বিচারক এ মামলায় পলককে গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেন। ১০টা ৫০ মিনিটের দিকে পলককে আবার কারাগারে নিয়ে যাওয়া হয়। এ সময় তিনি বলেন, ‘এক মুজিব লোকান্তরে লাখ মুজিব ঘরে ঘরে। যার প্রমাণ আজিজুর রহমান।’

বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যার ৫০তম বার্ষিকীতে গত শুক্রবার ধানমন্ডির ৩২ নম্বর সড়কে তার বাড়ির সামনে শ্রদ্ধা জানাতে গিয়ে মারধর ও হেনস্তার শিকার হন কয়েকজন। তাদের মধ্যে রিকশাচালক আজিজুর রহমান বেলা ১১টার দিকে রিকশা চালিয়ে হাতে ফুলের তোড়া নিয়ে ৩২ নম্বরে যান। ফুলের তোড়ার ওপর কাগজে লেখা ছিল ‘১৫ই আগস্ট জাতীয় শোক দিবস’।

তাকে দেখার সঙ্গে সঙ্গে বিএনপিকর্মীরা রীতিমতো ঝাঁপিয়ে পড়েন। একজন লাফ দিয়ে গিয়ে তার হাত থেকে ফুলের তোড়াটি কেড়ে নেন। চলে মারধর, ভাঙচুর করা হয় তার রিকশাটিও। এ সময় কান্নায় ভেঙে পড়েন ওই রিকশাচালক। আজিজুর রহমান সেদিন সাংবাদিকদের বলেন, তিনি যাত্রাবাড়ী থেকে এসেছেন। চারশ’ টাকা দিয়ে ফুলের তোড়াটি কিনেছেন। ‘আমার অনেক কষ্টের টাকা, আমি দুই বছর ঢাকা শহরে রিকশা চালাই। শুধু বঙ্গবন্ধুকে ভালোবাসি জন্য এহানে আইছি।’ পরে আজিজুর রহমানকে পুলিশ আটক করে এবং এক বছর আগের একটি হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার দেখিয়ে গত শনিবার আদালতে তোলে। পরদিন তাকে জামিন দেয় আদালত।

নতুন মামলায় গ্রেপ্তার আতিক, রিমান্ডে কিরণ

জুলাই আন্দোলনের সময় ঢাকার উত্তরা পূর্ব থানার ব্যবসায়ী ইশতিয়াক মাহমুদ হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে ঢাকার উত্তর সিটি করপোরেশনের সাবেক মেয়র আতিকুল ইসলামকে। আর গাজীপুর সিটি করপোরেশনের সাবেক ভারপ্রাপ্ত মেয়র আসাদুর রহমান কিরণকে এ মামলায় তিন দিনের রিমান্ডে পাঠিয়েছে আদালত। ঢাকার মহানগর হাকিম এম মিজবাহ উর রহমান বুধবার, শুনানি নিয়ে এ আদেশ দেয়।

এদিন পলকের সঙ্গেই আদালতে হাজির করা হয় আতিক ও কিরণকে। প্রথমে পলককে গ্রেপ্তার দেখানোর আদেশ দেয় আদালত। এরপর আতিক ও কিরণের মামলায় শুনানি শুরু হয়। কিরণকে ৭ দিনের রিমান্ডে চেয়ে গত ৪ জুন আবেদন করেছিল পুলিশ। বুধবার, সে বিষয়ে শুনানি করেন রাষ্ট্রপক্ষের আইনজীবী মুহাম্মদ শামসুদ্দোহা সুমন।

মামলার বিবরণে জানা যায়, আন্দোলন চলাকালে গতবছর ১৮ জুলাই ইশতিয়াক মাহমুদ নামে এক ব্যবসায়ী শিক্ষার্থীদের কর্মসূচিতে যোগ দেন। আজমপুর নওয়াব হাবিবুল্লাহ হাই স্কুলের সামনে তার পেটে গুলি লাগে। পরে তিনি এভারকেয়ার হাসপাতালে চিকিৎসা নেন। সুস্থ হয়ে গতবছর ২৯ অক্টোবর এ মামলা করেন ইশতিয়াক মাহমুদ। মামলায় পুলিশের সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনসহ ১২৬ জনের নাম উল্লেখ করা হয়।

back to top