বাগেরহাটের চারটি সংসদীয় আসনের সীমানা পুনর্বহালের দাবিতে সড়ক অবরোধ করেছে সর্বদলীয় সম্মিলিত কমিটি।
বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টা থেকে ফকিরহাট উপজেলার নওয়াপাড়া মোড়ে নেতাকর্মী ও সমর্থকরা এ কর্মসূচি পালন করেন। এতে বাগেরহাট-মাওয়া মহাসড়কে সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে যায় এবং সাধারণ মানুষ ভোগান্তিতে পড়েন। সাড়ে তিন ঘণ্টা পর অবরোধ তুলে নিলে যান চলাচল স্বাভাবিক হয়।
অবরোধ চলাকালে বাগেরহাট থেকে খুলনা, পিরোজপুর, বরিশাল ও ঢাকামুখী সড়কে দীর্ঘ যানজট সৃষ্টি হয়।
সর্বদলীয় সম্মিলিত কমিটির সদস্য বিএনপি নেতা মনিরুল ইসলাম খান এবং সদস্যসচিব জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি শেখ মুহাম্মদ ইউনুস জানান, বাগেরহাটের চারটি আসন থেকে একটি কমিয়ে দেওয়ার প্রস্তাব করেছে নির্বাচন কমিশন। এর প্রতিবাদে এই অবরোধ কর্মসূচি পালন করা হয়েছে।
ঘোষণা অনুযায়ী, রোববার সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত আবারও অবরোধ হবে। এদিন বাগেরহাট-মাওয়া মহাসড়কের ফকিরহাট-কাটাখালী-নওয়াপাড়া, মোল্লাহাট-চিতলমারী এবং বাগেরহাট-পিরোজপুর মহাসড়কের কচুয়া-সাইনবোর্ড সড়ক—এই তিনটি স্থানে অবরোধ কর্মসূচি থাকবে। পাশাপাশি জেলা প্রশাসক ও জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ও অবরোধ করা হবে।
এর আগে মঙ্গলবার বাগেরহাট প্রেস ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলন থেকে সর্বদলীয় সম্মিলিত কমিটি অবরোধসহ তিন দিনের কর্মসূচি ঘোষণা করে।
সম্প্রতি নির্বাচন কমিশন বাগেরহাটের চারটি আসনের মধ্যে রামপাল ও মোংলা উপজেলা নিয়ে গঠিত আসনটি ভেঙে বাগেরহাট-২ ও চার নম্বর আসনের সঙ্গে যুক্ত করার খসড়া অনুমোদন দেয়। ওই সিদ্ধান্তের পর থেকেই বিএনপি, জামায়াতে ইসলামীসহ বিভিন্ন রাজনৈতিক দল সীমানা পুনর্বহালের দাবিতে আন্দোলন করছে।
বৃহস্পতিবার, ২১ আগস্ট ২০২৫
বাগেরহাটের চারটি সংসদীয় আসনের সীমানা পুনর্বহালের দাবিতে সড়ক অবরোধ করেছে সর্বদলীয় সম্মিলিত কমিটি।
বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টা থেকে ফকিরহাট উপজেলার নওয়াপাড়া মোড়ে নেতাকর্মী ও সমর্থকরা এ কর্মসূচি পালন করেন। এতে বাগেরহাট-মাওয়া মহাসড়কে সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে যায় এবং সাধারণ মানুষ ভোগান্তিতে পড়েন। সাড়ে তিন ঘণ্টা পর অবরোধ তুলে নিলে যান চলাচল স্বাভাবিক হয়।
অবরোধ চলাকালে বাগেরহাট থেকে খুলনা, পিরোজপুর, বরিশাল ও ঢাকামুখী সড়কে দীর্ঘ যানজট সৃষ্টি হয়।
সর্বদলীয় সম্মিলিত কমিটির সদস্য বিএনপি নেতা মনিরুল ইসলাম খান এবং সদস্যসচিব জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি শেখ মুহাম্মদ ইউনুস জানান, বাগেরহাটের চারটি আসন থেকে একটি কমিয়ে দেওয়ার প্রস্তাব করেছে নির্বাচন কমিশন। এর প্রতিবাদে এই অবরোধ কর্মসূচি পালন করা হয়েছে।
ঘোষণা অনুযায়ী, রোববার সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত আবারও অবরোধ হবে। এদিন বাগেরহাট-মাওয়া মহাসড়কের ফকিরহাট-কাটাখালী-নওয়াপাড়া, মোল্লাহাট-চিতলমারী এবং বাগেরহাট-পিরোজপুর মহাসড়কের কচুয়া-সাইনবোর্ড সড়ক—এই তিনটি স্থানে অবরোধ কর্মসূচি থাকবে। পাশাপাশি জেলা প্রশাসক ও জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ও অবরোধ করা হবে।
এর আগে মঙ্গলবার বাগেরহাট প্রেস ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলন থেকে সর্বদলীয় সম্মিলিত কমিটি অবরোধসহ তিন দিনের কর্মসূচি ঘোষণা করে।
সম্প্রতি নির্বাচন কমিশন বাগেরহাটের চারটি আসনের মধ্যে রামপাল ও মোংলা উপজেলা নিয়ে গঠিত আসনটি ভেঙে বাগেরহাট-২ ও চার নম্বর আসনের সঙ্গে যুক্ত করার খসড়া অনুমোদন দেয়। ওই সিদ্ধান্তের পর থেকেই বিএনপি, জামায়াতে ইসলামীসহ বিভিন্ন রাজনৈতিক দল সীমানা পুনর্বহালের দাবিতে আন্দোলন করছে।