মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলার মুরইছড়া চা বাগানের গোপাল সাঁওতালের বহুমাত্রিক শারীরিক প্রতিবন্ধকতার খবর দেশের শীর্ষস্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় প্রকাশিত হওয়ার পর থেকে জেলা প্রশাসক মো. ইসরাইল হোসেন মানবিক সহানুভূতির নজির স্থাপন করেছেন। ২০২২ সালের ৪ জানুয়ারি গোপাল সাঁওতাল জন্মগ্রহণ করেন। তার পিতা-মাতা অনিল ম্ররং ও সঞ্চরি সাঁওতাল। জন্মের পর থেকেই গোপাল বহুমাত্রিক শারীরিক প্রতিবন্ধকতায় ভুগছে। আর্থিক অসচ্ছলতার কারণে পরিবার দীর্ঘদিন তার চিকিৎসার খরচ বহন করতে অক্ষম ছিল।
গত ২০ আগস্ট জেলা প্রশাসক সরাসরি গোপালকে ডেকে এনে তার চিকিৎসার দায়িত্ব গ্রহণ করেন। জেলা প্রশাসনের অর্থায়নে তাকে সেন্টার ফর দ্য রিহ্যাবিলিটেশন অব দ্য প্যারালাইজড (সিআরপি), মৌলভীবাজার শাখা-তে ভর্তি করা হয়েছে। এখানে গোপালকে চিকিৎসা, থাকার ব্যবস্থা, খাবার এবং প্রয়োজনীয় থেরাপি প্রদান করা হবে। সমস্ত ব্যয়ভার সম্পূর্ণভাবে জেলা প্রশাসন বহন করবে। জেলা প্রশাসনের এই মানবিক উদ্যোগ স্থানীয় জনগণের মধ্যে প্রশংসার ঝড় তুলেছে।
বৃহস্পতিবার, ২১ আগস্ট ২০২৫
মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলার মুরইছড়া চা বাগানের গোপাল সাঁওতালের বহুমাত্রিক শারীরিক প্রতিবন্ধকতার খবর দেশের শীর্ষস্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় প্রকাশিত হওয়ার পর থেকে জেলা প্রশাসক মো. ইসরাইল হোসেন মানবিক সহানুভূতির নজির স্থাপন করেছেন। ২০২২ সালের ৪ জানুয়ারি গোপাল সাঁওতাল জন্মগ্রহণ করেন। তার পিতা-মাতা অনিল ম্ররং ও সঞ্চরি সাঁওতাল। জন্মের পর থেকেই গোপাল বহুমাত্রিক শারীরিক প্রতিবন্ধকতায় ভুগছে। আর্থিক অসচ্ছলতার কারণে পরিবার দীর্ঘদিন তার চিকিৎসার খরচ বহন করতে অক্ষম ছিল।
গত ২০ আগস্ট জেলা প্রশাসক সরাসরি গোপালকে ডেকে এনে তার চিকিৎসার দায়িত্ব গ্রহণ করেন। জেলা প্রশাসনের অর্থায়নে তাকে সেন্টার ফর দ্য রিহ্যাবিলিটেশন অব দ্য প্যারালাইজড (সিআরপি), মৌলভীবাজার শাখা-তে ভর্তি করা হয়েছে। এখানে গোপালকে চিকিৎসা, থাকার ব্যবস্থা, খাবার এবং প্রয়োজনীয় থেরাপি প্রদান করা হবে। সমস্ত ব্যয়ভার সম্পূর্ণভাবে জেলা প্রশাসন বহন করবে। জেলা প্রশাসনের এই মানবিক উদ্যোগ স্থানীয় জনগণের মধ্যে প্রশংসার ঝড় তুলেছে।