ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত
র্যাব-১১ নোয়াখালী সিপিসি’র অভিযানে হত্যা ও ধর্ষণসহ পৃথক ৩ মামলায় ৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল বুধবার র্যাব-১১, সিপিসি-৩ নোয়াখালী ক্যাম্পের কোম্পানি কমান্ডার মিঠুন কুমারের স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, গ্রেপ্তারকৃতরা হলেন সোনাইমুড়ি থানার হত্যা মামলার আসামী মো. রুবেল (৪৪), সুধারাম থানার ধর্ষণ মামলার প্রধান আসামী সাজ্জাদ ইসলাম সিফাত (২৩) এবং বেগমগঞ্জ থানার হত্যা মামলার ওয়ারেন্টভুক্ত আসামী কামরুল হাসান তুহিন তুষার (১৯)।
র্যাবের তথ্যমতে, সোনাইমুড়িতে মাদ্রাসা ছাত্র হত্যা মামলার আসামী রুবেলকে কুমিল্লার লাকসাম থেকে, ধর্ষণ মামলার আসামী সিফাতকে চট্টগ্রামের জোরারগঞ্জ থেকে এবং ওয়ারেন্টভুক্ত আসামী তুহিন তুষারকে বেগমগঞ্জের মিরওয়ারিশপুর এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।
দীর্ঘদিন ধরে পলাতক থাকা এসব আসামীদের গোয়েন্দা নজরদারি ও সমন্বিত অভিযানের মাধ্যমে আইনের আওতায় আনা হয়েছে। গ্রেপ্তারকৃতদের গতকাল বুধবার রাতে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে সোনাইমুড়ী থানা, সুধারাম মডেল থানা ও বেগমগঞ্জ থানা অফিসার ইনচার্জদের মুঠোফোনে যোগাযোগ করলে তারা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গ্রেপ্তারকৃতদের আদালতে প্রেরণ করা হয়েছে।
ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত
বৃহস্পতিবার, ২১ আগস্ট ২০২৫
র্যাব-১১ নোয়াখালী সিপিসি’র অভিযানে হত্যা ও ধর্ষণসহ পৃথক ৩ মামলায় ৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল বুধবার র্যাব-১১, সিপিসি-৩ নোয়াখালী ক্যাম্পের কোম্পানি কমান্ডার মিঠুন কুমারের স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, গ্রেপ্তারকৃতরা হলেন সোনাইমুড়ি থানার হত্যা মামলার আসামী মো. রুবেল (৪৪), সুধারাম থানার ধর্ষণ মামলার প্রধান আসামী সাজ্জাদ ইসলাম সিফাত (২৩) এবং বেগমগঞ্জ থানার হত্যা মামলার ওয়ারেন্টভুক্ত আসামী কামরুল হাসান তুহিন তুষার (১৯)।
র্যাবের তথ্যমতে, সোনাইমুড়িতে মাদ্রাসা ছাত্র হত্যা মামলার আসামী রুবেলকে কুমিল্লার লাকসাম থেকে, ধর্ষণ মামলার আসামী সিফাতকে চট্টগ্রামের জোরারগঞ্জ থেকে এবং ওয়ারেন্টভুক্ত আসামী তুহিন তুষারকে বেগমগঞ্জের মিরওয়ারিশপুর এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।
দীর্ঘদিন ধরে পলাতক থাকা এসব আসামীদের গোয়েন্দা নজরদারি ও সমন্বিত অভিযানের মাধ্যমে আইনের আওতায় আনা হয়েছে। গ্রেপ্তারকৃতদের গতকাল বুধবার রাতে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে সোনাইমুড়ী থানা, সুধারাম মডেল থানা ও বেগমগঞ্জ থানা অফিসার ইনচার্জদের মুঠোফোনে যোগাযোগ করলে তারা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গ্রেপ্তারকৃতদের আদালতে প্রেরণ করা হয়েছে।