ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত
মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলায় প্রায় আড়াই কোটি টাকার সরকারি খাস জমি উদ্ধার করা হয়েছে। গত রোববার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ ইউসুফের নেতৃত্বে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে শ্রীমঙ্গল থানার সিন্দুরখান ইউনিয়নের জাম্বুরাছড়া মৌজার ১ নম্বর খাস খতিয়ানের ৫.৫৩ একর জমি এবং আশিদ্রোন ইউনিয়নের আশিদ্রোন মৌজার ১ নম্বর খাস খতিয়ানের পতিত শ্রেণির ০.৫২০০ একর জমি উদ্ধার করা হয়। উদ্ধারকৃত জমির আনুমানিক বাজারমূল্য দাঁড়িয়েছে প্রায় ২ কোটি ৪৬ লাখ টাকা।
দীর্ঘদিন ধরে কিছু অবৈধ দখলদার এসব জমিতে ফসল চাষ করে আসছিলেন। প্রশাসনের অভিযানে এসব দখলদারদের কবল থেকে জমি পুনরুদ্ধার করা হয়। উপজেলা ভূমি অফিস জানিয়েছে, সরকারি নিয়ম অনুযায়ী জমিগুলো ভবিষ্যতে বিভিন্ন উন্নয়ন প্রকল্পে ব্যবহার করা হবে। সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ ইউসুফ জানান, সরকারি সম্পদ রক্ষা ও সঠিক ব্যবস্থাপনা নিশ্চিত করতে এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালিত হচ্ছে।
ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত
বৃহস্পতিবার, ২১ আগস্ট ২০২৫
মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলায় প্রায় আড়াই কোটি টাকার সরকারি খাস জমি উদ্ধার করা হয়েছে। গত রোববার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ ইউসুফের নেতৃত্বে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে শ্রীমঙ্গল থানার সিন্দুরখান ইউনিয়নের জাম্বুরাছড়া মৌজার ১ নম্বর খাস খতিয়ানের ৫.৫৩ একর জমি এবং আশিদ্রোন ইউনিয়নের আশিদ্রোন মৌজার ১ নম্বর খাস খতিয়ানের পতিত শ্রেণির ০.৫২০০ একর জমি উদ্ধার করা হয়। উদ্ধারকৃত জমির আনুমানিক বাজারমূল্য দাঁড়িয়েছে প্রায় ২ কোটি ৪৬ লাখ টাকা।
দীর্ঘদিন ধরে কিছু অবৈধ দখলদার এসব জমিতে ফসল চাষ করে আসছিলেন। প্রশাসনের অভিযানে এসব দখলদারদের কবল থেকে জমি পুনরুদ্ধার করা হয়। উপজেলা ভূমি অফিস জানিয়েছে, সরকারি নিয়ম অনুযায়ী জমিগুলো ভবিষ্যতে বিভিন্ন উন্নয়ন প্রকল্পে ব্যবহার করা হবে। সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ ইউসুফ জানান, সরকারি সম্পদ রক্ষা ও সঠিক ব্যবস্থাপনা নিশ্চিত করতে এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালিত হচ্ছে।