মাদারগঞ্জ (জামালপুর) : রাস্তা সংস্কারের অভাবে জনদুর্ভোগ -সংবাদ
জামালপুরের মাদারগঞ্জ উপজেলার দক্ষিণাঞ্চল কামারপাড়া -বাড়ইপাড়া কাচা রাস্তা জনসাধারণে যাতায়াতে ভোগান্তি শেষ নেই।
জামালপুরের মাদারগঞ্জ উপজেলার ৫ নং ইউনিয়নের কামারপাড়া থেজে বাড়ইপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় পর্যন্ত প্রায় ২ কিলোমিটার রাস্তা বছরের পর বছর ধরে বেহাল অবস্থায় পড়ে রয়েছে। অন্য দিকে বাড়ইপাড়া জনসাধারণের চলাচলের অনুপযোগী এই সড়কটি নিয়ে চরম দুর্ভোগে রয়েছেন স্থানীয়রা।
বৃহস্পতিবার,(২১ আগস্ট ২০২৫) সরেজমিনে গিয়ে দেখা যায়, পুরো রাস্তা বড় বড় গর্ত ও কর্দমাক্ত হয়ে আছে। বৃষ্টিতে পরিস্থিতি আরও দুর্বিষহ । প্রতিদিন এ রাস্তা দিয়ে ৫টি গ্রামের মানুষ চলাচল করেন। তবে রাস্তার বেহাল দশায় কৃষিপণ্য আনা নেওয়া, রোগীর চিকিৎসা, শিক্ষার্থীদের যাতায়াতে চরম ভোগান্তি পোহাতে হয় সকলের।
স্থানীয়রা জানান, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দেড় শতাধিক শিক্ষার্থী প্রতিদিন এই সড়ক ব্যবহার করে। এছাড়াও বিশ হাজারেরও বেশি মানুষ এই রাস্তায় চলাচলের নির্ভরশীল। ক্ষোভ প্রকাশ করে তারা বলেন, দীর্ঘদিন ধরে শুধু আশ্বাস দেওয়া হচ্ছে কিন্তু কোনো কার্যকর উদ্যোগ নেওয়া হচ্ছে না। দ্রুত রাস্তার সংস্কার কাজ শুরুর জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত হস্তক্ষেপ কামনা করেন সাধারণ জনগণ।
স্থানীয় বাসিন্দা ডা. সেলিম রেজা সংবাদকে বলেন, বৃষ্টি ও বর্ষা এলেই ভয় কাজ করে সবার মনে। গর্ভবতী নারী বা রোগীকে হাসপাতালে নিতে ভ্যান চলে না, অ্যাম্বুলেন্স তো কল্পনাতেও নেই। কাঁধে করে নিয়ে যেতে হয় রোগী। বহু বছর ধরে কোনো সংস্কার হয়নি এ রাস্তার। বৃষ্টির সময় রাস্তাটি একেবারে চলাচলের অযোগ্য হয়ে পড়ে।
এ বিষয়ে বাড়ইপাড়া বাজার এর ব্যবসায়ী মো.এরশাদ খাঁন বলেন, গত বছর উপজেলা প্রকৌশলী দপ্তরে রাস্তাটির ইট সলিংয়ের জন্য আবেদন করা হয়েছে। কিন্তু এখনও কোনো অনুমোদন মেলেনি।
এ বিষয়ে উপজেলা এলজিইডি প্রকৌশলী মো. গোলাম কিবরিয়া তমাল বলেন, রাস্তাটির বিষয়ে প্রতিবেদন ইউএনও’র কাছে পাঠানো হয়েছে। বরাদ্দ পাওয়া গেলে দ্রুত কাজ শুরু করা হবে। এ বিষয়ে মাদারগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার নাদির শাহ্ বলেন, বর্তমানে টিআর প্রকল্পে কোনো বরাদ্দ নেই। তবে ভবিষ্যতে নতুন বরাদ্দ এলে রাস্তাটিকে অগ্রাধিকার দেওয়া হবে।
মাদারগঞ্জ (জামালপুর) : রাস্তা সংস্কারের অভাবে জনদুর্ভোগ -সংবাদ
বৃহস্পতিবার, ২১ আগস্ট ২০২৫
জামালপুরের মাদারগঞ্জ উপজেলার দক্ষিণাঞ্চল কামারপাড়া -বাড়ইপাড়া কাচা রাস্তা জনসাধারণে যাতায়াতে ভোগান্তি শেষ নেই।
জামালপুরের মাদারগঞ্জ উপজেলার ৫ নং ইউনিয়নের কামারপাড়া থেজে বাড়ইপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় পর্যন্ত প্রায় ২ কিলোমিটার রাস্তা বছরের পর বছর ধরে বেহাল অবস্থায় পড়ে রয়েছে। অন্য দিকে বাড়ইপাড়া জনসাধারণের চলাচলের অনুপযোগী এই সড়কটি নিয়ে চরম দুর্ভোগে রয়েছেন স্থানীয়রা।
বৃহস্পতিবার,(২১ আগস্ট ২০২৫) সরেজমিনে গিয়ে দেখা যায়, পুরো রাস্তা বড় বড় গর্ত ও কর্দমাক্ত হয়ে আছে। বৃষ্টিতে পরিস্থিতি আরও দুর্বিষহ । প্রতিদিন এ রাস্তা দিয়ে ৫টি গ্রামের মানুষ চলাচল করেন। তবে রাস্তার বেহাল দশায় কৃষিপণ্য আনা নেওয়া, রোগীর চিকিৎসা, শিক্ষার্থীদের যাতায়াতে চরম ভোগান্তি পোহাতে হয় সকলের।
স্থানীয়রা জানান, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দেড় শতাধিক শিক্ষার্থী প্রতিদিন এই সড়ক ব্যবহার করে। এছাড়াও বিশ হাজারেরও বেশি মানুষ এই রাস্তায় চলাচলের নির্ভরশীল। ক্ষোভ প্রকাশ করে তারা বলেন, দীর্ঘদিন ধরে শুধু আশ্বাস দেওয়া হচ্ছে কিন্তু কোনো কার্যকর উদ্যোগ নেওয়া হচ্ছে না। দ্রুত রাস্তার সংস্কার কাজ শুরুর জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত হস্তক্ষেপ কামনা করেন সাধারণ জনগণ।
স্থানীয় বাসিন্দা ডা. সেলিম রেজা সংবাদকে বলেন, বৃষ্টি ও বর্ষা এলেই ভয় কাজ করে সবার মনে। গর্ভবতী নারী বা রোগীকে হাসপাতালে নিতে ভ্যান চলে না, অ্যাম্বুলেন্স তো কল্পনাতেও নেই। কাঁধে করে নিয়ে যেতে হয় রোগী। বহু বছর ধরে কোনো সংস্কার হয়নি এ রাস্তার। বৃষ্টির সময় রাস্তাটি একেবারে চলাচলের অযোগ্য হয়ে পড়ে।
এ বিষয়ে বাড়ইপাড়া বাজার এর ব্যবসায়ী মো.এরশাদ খাঁন বলেন, গত বছর উপজেলা প্রকৌশলী দপ্তরে রাস্তাটির ইট সলিংয়ের জন্য আবেদন করা হয়েছে। কিন্তু এখনও কোনো অনুমোদন মেলেনি।
এ বিষয়ে উপজেলা এলজিইডি প্রকৌশলী মো. গোলাম কিবরিয়া তমাল বলেন, রাস্তাটির বিষয়ে প্রতিবেদন ইউএনও’র কাছে পাঠানো হয়েছে। বরাদ্দ পাওয়া গেলে দ্রুত কাজ শুরু করা হবে। এ বিষয়ে মাদারগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার নাদির শাহ্ বলেন, বর্তমানে টিআর প্রকল্পে কোনো বরাদ্দ নেই। তবে ভবিষ্যতে নতুন বরাদ্দ এলে রাস্তাটিকে অগ্রাধিকার দেওয়া হবে।