চাঁপাইনবাবগঞ্জ : বন্যার্তদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করছেন ঢাকাস্থ চাঁপাইনবাবগঞ্জ সমিতি -সংবাদ
চাঁপাইনবাবগঞ্জ জেলার ঢাকাস্থ অধিবাসীদের প্রাণের সংগঠন ঢাকাস্থ চাঁপাইনবাবগঞ্জ জেলা সমিতি। এই সমিতি অরাজনৈতিক সামাজিক সংগঠন। সামাজিক কল্যাণের কথা বিবেচনায় নিয়ে সমিতি তার কার্যক্রম পরিচালনা করে আসছে। বিশেষ করে, চক্ষু রোগীদের বিনামূল্যে চোখের ছানি অপারেশন, দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি, দুঃস্থ অসহায় মানুষকে সহযোগিতা, দুরারোগ্য অসহায়দের চিকিৎসা সহায়তা, বন্যার্তদের ত্রাণ, শীতার্তদের শীতবস্ত্র প্রদান, চাঁপাইনবাবগঞ্জের গুণীজনদের সংবর্ধনাসহ নানান সামাজিক কার্যক্রম পরিচালনা করে আসছে এই সমিতি। বাংলাদেশের উত্তর-পশ্চিমাঞ্চলের গুরুত্বপূর্ণ জেলা চাঁপাইনবাবগঞ্জ। সম্প্রতি এই জেলায় ভয়াবহ বন্যা দেখা দেয় এবং বন্যার কারণে চাঁপাইনবাবগঞ্জ সদর ও শিবগঞ্জ উপজেলার কয়েকটি ইউনিয়নের মানুষ গৃহহীন ও অসহায় হয়ে পড়ে। এ অবস্থায় ঢাকাস্থ চাঁপাইনবাবগঞ্জ জেলা সমিতি এসব বানভাসী মানুষদের সহায়তায় এগিয়ে এসেছে। গতকাল শুক্রবার সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত শিবগঞ্জ উপজেলার উজিরপুর ইউনিয়ন, বগলাউড়ি, পাঁকা ইউনিয়নের পাঁকা কদমতলা, পাঁকা নিশি পাড়া, দুর্লভপুর ও মনাকষা ইউনিয়নের বন্যার্তদের মাঝে ১২’শ প্যাকেটের প্রতিটিতে ৫ কেজি চাল, ২ কেজি ডাল, ১ কেজি চিড়া, ১ লিটার তেল ও ১/২ কেজি গুড় বিতরণ করেন ঢাকাস্থ চাঁপাইনবাবগঞ্জ জেলা সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোঃ দেলওয়ার হোসেন এর নেতৃত্বে একটি প্রতিনিধি দল। এসময় উপস্থিত ছিলেন, সমিতির সহ-সভাপতি মেজর (অবঃ) আমিরুল ইসলাম, দপ্তর সম্পাদক সৈয়দ নাজমুল ইসলাম মানিক, প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ জহিরুল ইসলাম, সমাজসেবা সম্পাদক আনারুল ইসলাম, নির্বাহী সদস্য আমিরুল ইসলাম মাসুম। আজ শনিবার চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার নারায়ণপুর ইউনিয়নের এগারোরশিয়া ও শান্তিনগরহাটে একই খাদ্য সামগ্রী বিতরণ করা হবে। প্রসঙ্গত ২ দিনে ১২০০ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
চাঁপাইনবাবগঞ্জ : বন্যার্তদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করছেন ঢাকাস্থ চাঁপাইনবাবগঞ্জ সমিতি -সংবাদ
শুক্রবার, ২২ আগস্ট ২০২৫
চাঁপাইনবাবগঞ্জ জেলার ঢাকাস্থ অধিবাসীদের প্রাণের সংগঠন ঢাকাস্থ চাঁপাইনবাবগঞ্জ জেলা সমিতি। এই সমিতি অরাজনৈতিক সামাজিক সংগঠন। সামাজিক কল্যাণের কথা বিবেচনায় নিয়ে সমিতি তার কার্যক্রম পরিচালনা করে আসছে। বিশেষ করে, চক্ষু রোগীদের বিনামূল্যে চোখের ছানি অপারেশন, দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি, দুঃস্থ অসহায় মানুষকে সহযোগিতা, দুরারোগ্য অসহায়দের চিকিৎসা সহায়তা, বন্যার্তদের ত্রাণ, শীতার্তদের শীতবস্ত্র প্রদান, চাঁপাইনবাবগঞ্জের গুণীজনদের সংবর্ধনাসহ নানান সামাজিক কার্যক্রম পরিচালনা করে আসছে এই সমিতি। বাংলাদেশের উত্তর-পশ্চিমাঞ্চলের গুরুত্বপূর্ণ জেলা চাঁপাইনবাবগঞ্জ। সম্প্রতি এই জেলায় ভয়াবহ বন্যা দেখা দেয় এবং বন্যার কারণে চাঁপাইনবাবগঞ্জ সদর ও শিবগঞ্জ উপজেলার কয়েকটি ইউনিয়নের মানুষ গৃহহীন ও অসহায় হয়ে পড়ে। এ অবস্থায় ঢাকাস্থ চাঁপাইনবাবগঞ্জ জেলা সমিতি এসব বানভাসী মানুষদের সহায়তায় এগিয়ে এসেছে। গতকাল শুক্রবার সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত শিবগঞ্জ উপজেলার উজিরপুর ইউনিয়ন, বগলাউড়ি, পাঁকা ইউনিয়নের পাঁকা কদমতলা, পাঁকা নিশি পাড়া, দুর্লভপুর ও মনাকষা ইউনিয়নের বন্যার্তদের মাঝে ১২’শ প্যাকেটের প্রতিটিতে ৫ কেজি চাল, ২ কেজি ডাল, ১ কেজি চিড়া, ১ লিটার তেল ও ১/২ কেজি গুড় বিতরণ করেন ঢাকাস্থ চাঁপাইনবাবগঞ্জ জেলা সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোঃ দেলওয়ার হোসেন এর নেতৃত্বে একটি প্রতিনিধি দল। এসময় উপস্থিত ছিলেন, সমিতির সহ-সভাপতি মেজর (অবঃ) আমিরুল ইসলাম, দপ্তর সম্পাদক সৈয়দ নাজমুল ইসলাম মানিক, প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ জহিরুল ইসলাম, সমাজসেবা সম্পাদক আনারুল ইসলাম, নির্বাহী সদস্য আমিরুল ইসলাম মাসুম। আজ শনিবার চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার নারায়ণপুর ইউনিয়নের এগারোরশিয়া ও শান্তিনগরহাটে একই খাদ্য সামগ্রী বিতরণ করা হবে। প্রসঙ্গত ২ দিনে ১২০০ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।