alt

news » bangladesh

সাগরলতা সৈকতে সৌন্দর্যের সবুজ কার্পেট

প্রতিনিধি, কুয়াকাটা : শুক্রবার, ২২ আগস্ট ২০২৫

কুয়াকাটা : প্রকৃতির এক অসাধারণ উপহার সাগরলতা -সংবাদ

কুয়াকাটা সমুদ্র সৈকতের বালুকা ভূমিতে জন্ম নিয়েছে সাগরলতা। সারি সারি সাগরলতা কুয়াকাটা সৈকতের বালিয়াড়িতে ছড়িয়ে গেছে। এক কথায় সৈকতের বালিয়াড়ি দখলে নিয়েছে সবুজ কার্পেটের আদলে সাগরলতা। ঢেউয়ের ধারে ধীরে ধীরে জন্ম নেয়া এই সবুজ বিছানা শুধু চোখে আনন্দই দেয় না, প্রকৃতির জন্য এক অসাধারণ উপহার। এক সময় কুয়াকাটা সৈকতের চারদিকে এ সাগরলতা সবার চোখে পড়ত। কিন্তু পর্যটক বাড়ার সঙ্গে সঙ্গে প্রকৃতির সৌন্দর্যের সবুজ কার্পেট সাগরলতা হারিয়ে যেতে বসেছে। এখন সৈকতের সব জায়গায় দেখা যায় না। তবে সৈকতের পূর্ব দিকে গঙ্গামতি এলাকার নির্দিষ্ট অঞ্চলজুড়ে বিস্তৃত এই উদ্ভিদ দেখা যাচ্ছে। দ্রুত রক্ষার উদ্যোগ না নিলে উপকূলের বালু ধরে রাখার প্রাকৃতিক প্রহরী চিরতরে হারিয়ে যাবার আশঙ্কা করছেন পরিবেশবিদরা।

সাগরলতাকে স্থানীয়রা কেউ কেউ গোস্তলতা আবার কেউ কেউ ডাউঙ্গালতা কিংবা গঙ্গালতা নামে চেনেন। সাগরলতার বৈজ্ঞানিক নাম Ipomoea pes-caprea। এটি Convoluvlaceae গোত্রের উদ্ভিদ। সাগরলতা অতি খরা সহনশীল একটি উদ্ভিদ।

সরেজমিন ঘুরে দেখা গেছে, সৈকতের পূর্বদিকে গঙ্গামতি, চরগঙ্গামতি, কাউয়ারচর এবং পশ্চিমদিকে লেম্বুরবর ও তিন নদীর মোহনা এলাকার বেলাভূমির কোথাও কোথাও ফুটছে সাগরলতার ফুল। বালিয়াড়ির গহীনে ছড়িয়ে গেছে এর শেকড়। বালুর বুকে ঘটেছে সবুজের বিপ্লব। সাগরলতা বেড়ে ওঠে তপ্ত শুকনো বালুতে। দীর্ঘ ১৮ কিলোমিটার সৈকতের বিভিন্ন পয়েন্টে জন্ম নিয়েছে রেলরোড ভাইন নামের এ চমৎকার উদ্ভিদ। তবে সৈকতের জিরো পয়েন্ট এলাকায় চোখে পড়ে না এমন মনজুড়ানো দৃশ্য। কুয়াকাটায় আগত ভ্রমণপিপাসুদের আনাগোনার পদভারে হারিয়ে যায় এ লতাগুলো। যেখানে পর্যটকদের আনাগোনা কম সেখানে আছে সাগরলতা। সৈকতের বেলাভূমি আকড়ে ধরা লতাগুলো সামুদ্রিক জলোচ্ছ্বাস থেকে সমুদ্রতীর রক্ষা করে। ফলে কিছতা হলেও ভাঙন থেকে রক্ষা পায় উপকূলের বেলাভূমি। সৈকতে মাটির ক্ষয়রোধ এবং শুকনো উড়ন্ত বালুরাশিকে আটকে বালিয়াড়ি তৈরির প্রধান কারিগর এই সাগরলতা।

গঙ্গামতি এলাকার বাসিন্দা জয়নাল আবেদীন জানান, আগে পুরো সৈকতে সাগরলতা রাজত্ব করেছে। কুয়াকাটায় পর্যটক আসতে শুরু করায় আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে এ উদ্ভিদ। করোনাকালীন কিছু কিছু জায়গায় সাগরলতা জন্ম নিয়েছিল। পরে পর্যটকদের পদচারণা এবং বর্ষা মৌসুমের অস্বাভাবিক ঢেউয়ের ঝাপটায় হারিয়ে গেছে। তবে এখনও কিছু কিছু জায়গায় সাগরলতা আছে।

সাগরলতার বিস্ময়কর জীবনচক্র আছে। এ লতা এক ধরনের বালুকাময় উপকূলীয় উদ্ভিদ- যা শিকড় দিয়ে শক্তভাবে বালু আঁকড়ে ধরে। গ্রীষ্মের প্রখর রোদ, লোনা বাতাস আর ঢেউয়ের ঝাপটা সবকিছু সহ্য করেও এর সবুজ পাতাগুলোটিকে থাকে। এর বেগুনি ফুল সৈকতের রূপে যোগ করে আলাদা রঙের ছোঁয়া। বালুর ভিতরে শিকড় যতদূর যায়, ততাই মজবুত হয় বালিয়াড়ি। এই কারণে ঝড়-জলোচ্ছ্বাসের সময় সাগরলতা উপকূলকে ক্ষয় থেকে রক্ষা করে।

স্থানীয় শিক্ষিত যুবক মো. আল-আমিন হোসেন বলেন, আমি ছোটবেলা থেকে দেখছি এই সাগরলতা না থাকলে বালু উড়ে যেত, ঝড়ে সৈকত ভাঙত। এখন অনেক জায়গায় মোটরসাইকেল চালায়, লতা, পাতা, ফুল নষ্ট হয়। এগুলা বন্ধ করা খুবই জরুরি।

সাগরলতা সৈকতের ক্ষয় রোধে সবচেয়ে কার্যকর প্রাকৃতিক বাঁধ। ঢেউয়ের তীব্রতা বালিয়াড়িতে পৌঁছানোর আগে সাগরলতা তা কিছতা কমিয়ে দেয়। এ ছাড়া এই গাছটি পাখি, প্রজাপতি ও ছোট কীটপতঙ্গের জন্য আশ্রয়স্থল হিসেবে কাজ করে। কুয়াকাটা সৈকতের জীববৈচিত্র্য রক্ষায় সাগরলতার ভূমিকা অনস্বীকার্য।

দুঃখজনকভাবে কুয়াকাটার সাগরলতা এখন নানা হুমকির মুখে। উপকূলের জেলে ও পর্যটকদের অসচেতন পদচারণা, সৈকতে মোটরবাইক রেসিং, জলবাছু পরিবর্তনের প্রভাবসহ নানাকারণে সাগরলতার বিস্তৃতি ধীরে ধীরে কমছে। স্থানীয় পরিবেশবিদরা বলছেন, সাগরলতা একবার ধ্বংস হলে তা স্বাভাবিকভাবে ফিরতে কয়েক বছর সময় লাগে। অথচ প্রতিদিনই এর নতুন নতুন অংশ ক্ষতিগ্রস্ত হচ্ছে।

রাজধানী ঢাকার পর্যটক রিয়াদ ও মুন্নি। কথা হয় তাদের সঙ্গে। তারা বলেন, আমরা প্রথমবার কুয়াকাটায় এসে সবুজ গাছ দেখে মুগ্ধ হয়েছি। ছবি তোলার জন্য অসাধারন। কিন্তু দেখলাম অনেকেই হেঁটে নষ্ট করছে। এটা খুব খারাপ লাগল।

পরিবেশবিদ, স্থানীয় প্রশাসন এবং পর্যটন কর্তৃপক্ষের সমন্বিত উদ্যোগ ছাড়া সাগরলতাকে রক্ষা করা সম্ভব নয়। সৈকতের নির্দিষ্ট অংশে সাগরলতা সংরক্ষণ অঞ্চল ঘোষণা করা, পর্যটকদের সচেতনতা বৃদ্ধি এবং বালিয়াড়িতে যানবাহন চলাচল বন্ধ করা জরুরী। এখনই উদ্যোগ না নিলে আগামী কয়েক বছরের মধ্যে কুয়াকাটার সাগরলতা শুধু পুরনো ছবির গল্পে রয়ে যাবে।

কুয়াকাটা প্রেসক্লাবে সভাপতি ও পরিবেশকর্মী রুমান ইমতিয়াজ তুষার বলেন, সাগরলতা কুয়াকাটা প্রাকৃতিক প্রতিরক্ষা ব্যবস্থা। এটি হারালে সৈকত ক্ষয় দ্রুত বাড়বে। তাই নির্দিষ্ট এলাকাকে সংরক্ষিত ঘোষণা ও সচেতনতা বাড়ানো এখন সময়ের দাবি।

ধরিত্রী রক্ষায় আমরা-এর (ধরা) কলাপাড়া উপজেলা সমন্বয়কারী মেজবাহ উদ্দিন মাননু বলেন, অনিয়ন্ত্রিত পর্যটনের চাপে সাগরলতা বিলুপ্ত হচ্ছে। সমুদ্রসৈকত এলাকার জীববৈচিত্র্য রক্ষা করার জন্য আগত পর্যটকদের বাধাহীন বিচরণ বন্ধ করতে হবে। জেলা প্রশাসন, উপজেলা প্রশাসন, বিচ ম্যানেজমেন্ট কমিটি, পরিবেশবাদী সংগঠনসহ সবার সমন্বিত উদ্যোগে জীববৈচিত্র্য রক্ষায় সাগরলতার জন্য সংরক্ষিত জোন করতে হবে।

কুয়াকাটার সাগরলতা কেবল এক টুকরো সবুজ নয়, এটি উপকূলের প্রাকৃতিক ঢাল, সৌন্দর্যের অলংকার এবং জীববৈচিত্র্যের অভিভাবক। এটিকে রক্ষা করা মানে কুয়াকাটা সৈকতের ভবিষ্যৎকে রক্ষা করা।

ছবি

ফটিকছড়িতে চোর সন্দেহে গণপিটুনিতে কিশোর নিহত

ছবি

নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড এখনও অনুপস্থিত: জামায়াত

ছবি

ঢাকা-নারায়ণগঞ্জ রুটে বাসভাড়া বৃদ্ধি, ক্ষুব্ধ নারায়ণগঞ্জবাসী

ছবি

চকরিয়া থানার হাজতে যুবকের ঝুলন্ত লাশ

ছবি

চট্টগ্রামের পটিয়ায় প্রধান শিক্ষককে বেধড়ক পিটিয়েছে সন্ত্রাসীরা, শিক্ষার্থীদের বিক্ষোভ

ছবি

জাতিসংঘের জুলাই প্রতিবেদনকে ‘ঐতিহাসিক দলিল’ ঘোষণার নির্দেশ হাইকোর্টের

ছবি

রাজনীতিকে রাজনীতি দিয়েই মোকাবিলা করুন: তারেক রহমান

ছবি

চান্দিনায় শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগে মহাসড়ক অবরোধ, উপজেলা ও থানা কমপ্লেক্সে বিক্ষোভ

ছবি

মাদারগঞ্জে গ্রাহকের ৪০০ কোটি টাকা আত্মসাৎ, আল আকাবা সমবায় সমিতির বিরুদ্ধে মামলা

ছবি

হবিগঞ্জে কৃষকের রোপণ করা আমন চারা বিনষ্ট করেছে প্রভাবশালীরা

ছবি

নিকলীতে গাঁজাসহ তিন মাদক কারবারি আটক

ছবি

দোহারে আইনশৃঙ্খলা কমিটির মাসিক মতবিনিময় সভা অনুষ্ঠিত

ছবি

অভয়নগরে ভ্যানচালক লিমন হত্যার রহস্য উদ্ঘাটন

ছবি

রানীনগরে জমি বিবাদে নারীকে পেটানোর ভিডিও ভাইরাল

ছবি

মাদারগঞ্জে রাস্তায় ভয়াবহ ভাঙন, যান চলাচল বন্ধ

ছবি

আসামি ছিনিয়ে নেয়ার অভিযোগে বিএনপি নেতাসহ গ্রেপ্তার ৫

ছবি

ঘোড়াশালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একজনের মৃত্যু

ছবি

বরিশালের স্বাস্থ্য খাত সংস্কারের আন্দোলনের সুফল পাচ্ছেন রোগীরা

ছবি

কালীগঞ্জে ছাত্রীকে কুপ্রস্তাব শিক্ষকের বিচারের দাবিতে এলাকা উত্তাল

ছবি

বেগমগঞ্জে মাছের পোনা অবমুক্ত

ছবি

রাজবাড়ীতে পরিত্যক্ত ভবনে পাঠদান, আতঙ্কে তিন শতাধিক শিক্ষার্থী

ছবি

সিলেটের নাগা মরিচ ঝালের জন্য বিশ্বখ্যাত

ছবি

রাজবাড়ীতে তিন হোটেলকে জরিমানা

ছবি

যুব অধিকার পরিষদের নেতাকে কুপিয়ে হত্যাচেষ্টা

ছবি

চকরিয়ায় পুলিশের হেফাজতে যুবকের মৃত্যু

ছবি

বোয়ালখালীতে মাদক সেবনে ৩ জনের জেল-জরিমানা

ছবি

ঠাকুরগাঁওয়ে ইয়াবাসহ আটক ৪

ছবি

৮৩ বছর বয়সে ২২ কিমি. পায়ে হেঁটে পত্রিকা বিলি করে রবীন্দ্র মিত্র

ছবি

পুত্রবধূকে ধর্ষণের দায়ে শ্বশুরের জেল

ছবি

মোল্লাহাটে স্ত্রীর আত্মহত্যা

ছবি

স্কুলের অফিস সহকারীর আত্মহত্যা

ছবি

মাদারীপুরে পারিবারিক বিরোধে আহত ৪

ছবি

সরকারি অর্থ আত্মসাতের দায়ে সাবেক স্বাস্থ্য কর্মকর্তার বিরুদ্ধে মামলা

ছবি

বন্যাকবলিতদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ

ছবি

শ্রীমঙ্গল : বাংলাদেশের চা-রাজ্য ও প্রাকৃতিক স্বর্গ

ছবি

অগ্রণী ব্যাংক পিএলসির আর্থিক সাক্ষরতা কর্মসূচি

tab

news » bangladesh

সাগরলতা সৈকতে সৌন্দর্যের সবুজ কার্পেট

প্রতিনিধি, কুয়াকাটা

কুয়াকাটা : প্রকৃতির এক অসাধারণ উপহার সাগরলতা -সংবাদ

শুক্রবার, ২২ আগস্ট ২০২৫

কুয়াকাটা সমুদ্র সৈকতের বালুকা ভূমিতে জন্ম নিয়েছে সাগরলতা। সারি সারি সাগরলতা কুয়াকাটা সৈকতের বালিয়াড়িতে ছড়িয়ে গেছে। এক কথায় সৈকতের বালিয়াড়ি দখলে নিয়েছে সবুজ কার্পেটের আদলে সাগরলতা। ঢেউয়ের ধারে ধীরে ধীরে জন্ম নেয়া এই সবুজ বিছানা শুধু চোখে আনন্দই দেয় না, প্রকৃতির জন্য এক অসাধারণ উপহার। এক সময় কুয়াকাটা সৈকতের চারদিকে এ সাগরলতা সবার চোখে পড়ত। কিন্তু পর্যটক বাড়ার সঙ্গে সঙ্গে প্রকৃতির সৌন্দর্যের সবুজ কার্পেট সাগরলতা হারিয়ে যেতে বসেছে। এখন সৈকতের সব জায়গায় দেখা যায় না। তবে সৈকতের পূর্ব দিকে গঙ্গামতি এলাকার নির্দিষ্ট অঞ্চলজুড়ে বিস্তৃত এই উদ্ভিদ দেখা যাচ্ছে। দ্রুত রক্ষার উদ্যোগ না নিলে উপকূলের বালু ধরে রাখার প্রাকৃতিক প্রহরী চিরতরে হারিয়ে যাবার আশঙ্কা করছেন পরিবেশবিদরা।

সাগরলতাকে স্থানীয়রা কেউ কেউ গোস্তলতা আবার কেউ কেউ ডাউঙ্গালতা কিংবা গঙ্গালতা নামে চেনেন। সাগরলতার বৈজ্ঞানিক নাম Ipomoea pes-caprea। এটি Convoluvlaceae গোত্রের উদ্ভিদ। সাগরলতা অতি খরা সহনশীল একটি উদ্ভিদ।

সরেজমিন ঘুরে দেখা গেছে, সৈকতের পূর্বদিকে গঙ্গামতি, চরগঙ্গামতি, কাউয়ারচর এবং পশ্চিমদিকে লেম্বুরবর ও তিন নদীর মোহনা এলাকার বেলাভূমির কোথাও কোথাও ফুটছে সাগরলতার ফুল। বালিয়াড়ির গহীনে ছড়িয়ে গেছে এর শেকড়। বালুর বুকে ঘটেছে সবুজের বিপ্লব। সাগরলতা বেড়ে ওঠে তপ্ত শুকনো বালুতে। দীর্ঘ ১৮ কিলোমিটার সৈকতের বিভিন্ন পয়েন্টে জন্ম নিয়েছে রেলরোড ভাইন নামের এ চমৎকার উদ্ভিদ। তবে সৈকতের জিরো পয়েন্ট এলাকায় চোখে পড়ে না এমন মনজুড়ানো দৃশ্য। কুয়াকাটায় আগত ভ্রমণপিপাসুদের আনাগোনার পদভারে হারিয়ে যায় এ লতাগুলো। যেখানে পর্যটকদের আনাগোনা কম সেখানে আছে সাগরলতা। সৈকতের বেলাভূমি আকড়ে ধরা লতাগুলো সামুদ্রিক জলোচ্ছ্বাস থেকে সমুদ্রতীর রক্ষা করে। ফলে কিছতা হলেও ভাঙন থেকে রক্ষা পায় উপকূলের বেলাভূমি। সৈকতে মাটির ক্ষয়রোধ এবং শুকনো উড়ন্ত বালুরাশিকে আটকে বালিয়াড়ি তৈরির প্রধান কারিগর এই সাগরলতা।

গঙ্গামতি এলাকার বাসিন্দা জয়নাল আবেদীন জানান, আগে পুরো সৈকতে সাগরলতা রাজত্ব করেছে। কুয়াকাটায় পর্যটক আসতে শুরু করায় আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে এ উদ্ভিদ। করোনাকালীন কিছু কিছু জায়গায় সাগরলতা জন্ম নিয়েছিল। পরে পর্যটকদের পদচারণা এবং বর্ষা মৌসুমের অস্বাভাবিক ঢেউয়ের ঝাপটায় হারিয়ে গেছে। তবে এখনও কিছু কিছু জায়গায় সাগরলতা আছে।

সাগরলতার বিস্ময়কর জীবনচক্র আছে। এ লতা এক ধরনের বালুকাময় উপকূলীয় উদ্ভিদ- যা শিকড় দিয়ে শক্তভাবে বালু আঁকড়ে ধরে। গ্রীষ্মের প্রখর রোদ, লোনা বাতাস আর ঢেউয়ের ঝাপটা সবকিছু সহ্য করেও এর সবুজ পাতাগুলোটিকে থাকে। এর বেগুনি ফুল সৈকতের রূপে যোগ করে আলাদা রঙের ছোঁয়া। বালুর ভিতরে শিকড় যতদূর যায়, ততাই মজবুত হয় বালিয়াড়ি। এই কারণে ঝড়-জলোচ্ছ্বাসের সময় সাগরলতা উপকূলকে ক্ষয় থেকে রক্ষা করে।

স্থানীয় শিক্ষিত যুবক মো. আল-আমিন হোসেন বলেন, আমি ছোটবেলা থেকে দেখছি এই সাগরলতা না থাকলে বালু উড়ে যেত, ঝড়ে সৈকত ভাঙত। এখন অনেক জায়গায় মোটরসাইকেল চালায়, লতা, পাতা, ফুল নষ্ট হয়। এগুলা বন্ধ করা খুবই জরুরি।

সাগরলতা সৈকতের ক্ষয় রোধে সবচেয়ে কার্যকর প্রাকৃতিক বাঁধ। ঢেউয়ের তীব্রতা বালিয়াড়িতে পৌঁছানোর আগে সাগরলতা তা কিছতা কমিয়ে দেয়। এ ছাড়া এই গাছটি পাখি, প্রজাপতি ও ছোট কীটপতঙ্গের জন্য আশ্রয়স্থল হিসেবে কাজ করে। কুয়াকাটা সৈকতের জীববৈচিত্র্য রক্ষায় সাগরলতার ভূমিকা অনস্বীকার্য।

দুঃখজনকভাবে কুয়াকাটার সাগরলতা এখন নানা হুমকির মুখে। উপকূলের জেলে ও পর্যটকদের অসচেতন পদচারণা, সৈকতে মোটরবাইক রেসিং, জলবাছু পরিবর্তনের প্রভাবসহ নানাকারণে সাগরলতার বিস্তৃতি ধীরে ধীরে কমছে। স্থানীয় পরিবেশবিদরা বলছেন, সাগরলতা একবার ধ্বংস হলে তা স্বাভাবিকভাবে ফিরতে কয়েক বছর সময় লাগে। অথচ প্রতিদিনই এর নতুন নতুন অংশ ক্ষতিগ্রস্ত হচ্ছে।

রাজধানী ঢাকার পর্যটক রিয়াদ ও মুন্নি। কথা হয় তাদের সঙ্গে। তারা বলেন, আমরা প্রথমবার কুয়াকাটায় এসে সবুজ গাছ দেখে মুগ্ধ হয়েছি। ছবি তোলার জন্য অসাধারন। কিন্তু দেখলাম অনেকেই হেঁটে নষ্ট করছে। এটা খুব খারাপ লাগল।

পরিবেশবিদ, স্থানীয় প্রশাসন এবং পর্যটন কর্তৃপক্ষের সমন্বিত উদ্যোগ ছাড়া সাগরলতাকে রক্ষা করা সম্ভব নয়। সৈকতের নির্দিষ্ট অংশে সাগরলতা সংরক্ষণ অঞ্চল ঘোষণা করা, পর্যটকদের সচেতনতা বৃদ্ধি এবং বালিয়াড়িতে যানবাহন চলাচল বন্ধ করা জরুরী। এখনই উদ্যোগ না নিলে আগামী কয়েক বছরের মধ্যে কুয়াকাটার সাগরলতা শুধু পুরনো ছবির গল্পে রয়ে যাবে।

কুয়াকাটা প্রেসক্লাবে সভাপতি ও পরিবেশকর্মী রুমান ইমতিয়াজ তুষার বলেন, সাগরলতা কুয়াকাটা প্রাকৃতিক প্রতিরক্ষা ব্যবস্থা। এটি হারালে সৈকত ক্ষয় দ্রুত বাড়বে। তাই নির্দিষ্ট এলাকাকে সংরক্ষিত ঘোষণা ও সচেতনতা বাড়ানো এখন সময়ের দাবি।

ধরিত্রী রক্ষায় আমরা-এর (ধরা) কলাপাড়া উপজেলা সমন্বয়কারী মেজবাহ উদ্দিন মাননু বলেন, অনিয়ন্ত্রিত পর্যটনের চাপে সাগরলতা বিলুপ্ত হচ্ছে। সমুদ্রসৈকত এলাকার জীববৈচিত্র্য রক্ষা করার জন্য আগত পর্যটকদের বাধাহীন বিচরণ বন্ধ করতে হবে। জেলা প্রশাসন, উপজেলা প্রশাসন, বিচ ম্যানেজমেন্ট কমিটি, পরিবেশবাদী সংগঠনসহ সবার সমন্বিত উদ্যোগে জীববৈচিত্র্য রক্ষায় সাগরলতার জন্য সংরক্ষিত জোন করতে হবে।

কুয়াকাটার সাগরলতা কেবল এক টুকরো সবুজ নয়, এটি উপকূলের প্রাকৃতিক ঢাল, সৌন্দর্যের অলংকার এবং জীববৈচিত্র্যের অভিভাবক। এটিকে রক্ষা করা মানে কুয়াকাটা সৈকতের ভবিষ্যৎকে রক্ষা করা।

back to top