ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত
কচুর লতি তুলতে গিয়ে বিদ্যুৎপৃষ্ট হয়ে মারা গেল বাবুল মিয়া (৪০) নামে একজন। জানা যায়, ঘোড়াশাল চরপাড়ার বাবুল মিয়া গতকাল বৃহস্পতিবার সকাল ৯ টার দিকে বাড়ি হতে বের হয়। বাড়ি হতে সামান্য দুরে শীতলক্ষ্যা নদীর চরে তুলতে যায় কচুর লতি। কিন্তু বিধিবাম কচুর লতির পাশেই ছিড়ে পড়ে ছিল বিদ্যুতের তার। কাঁদাপানিতে বিদ্যুতের শক খেয়ে একসময় মারা যায়। এরই মধ্যে এক মহিলা ছাগল চড়াতে গেলে ছাগল ও মহিলাকে বিদ্যুৎ শক করে। তার চিৎকারে লোকজন পল্লীবিদ্যুৎ অফিসে কল করে। সঙ্গে সঙ্গে তারা এসে বিদ্যুতের সংযোগ কেঁটে দেয়, প্রাণে বাঁচে মহিলা ও ছাগলটি। ইতোমধ্যে ঘোড়াশাল পুলিশ ফারির ইনচার্জ মো: ইউসুফ আলী খবর পেয়ে বাবুলের লাশ উদ্ধার করে। তিনি জানান হয়তো ঝড়ে বা বাতাসে বিদ্যুতের তার ছিড়ে মাটি পড়ে ছিল। তবে এ বিষয়ে আইনানুগ প্রক্রিয়া চলছে। তবে কেউই প্রকৃত সময়টা বলতে পারছেনা।
ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত
শুক্রবার, ২২ আগস্ট ২০২৫
কচুর লতি তুলতে গিয়ে বিদ্যুৎপৃষ্ট হয়ে মারা গেল বাবুল মিয়া (৪০) নামে একজন। জানা যায়, ঘোড়াশাল চরপাড়ার বাবুল মিয়া গতকাল বৃহস্পতিবার সকাল ৯ টার দিকে বাড়ি হতে বের হয়। বাড়ি হতে সামান্য দুরে শীতলক্ষ্যা নদীর চরে তুলতে যায় কচুর লতি। কিন্তু বিধিবাম কচুর লতির পাশেই ছিড়ে পড়ে ছিল বিদ্যুতের তার। কাঁদাপানিতে বিদ্যুতের শক খেয়ে একসময় মারা যায়। এরই মধ্যে এক মহিলা ছাগল চড়াতে গেলে ছাগল ও মহিলাকে বিদ্যুৎ শক করে। তার চিৎকারে লোকজন পল্লীবিদ্যুৎ অফিসে কল করে। সঙ্গে সঙ্গে তারা এসে বিদ্যুতের সংযোগ কেঁটে দেয়, প্রাণে বাঁচে মহিলা ও ছাগলটি। ইতোমধ্যে ঘোড়াশাল পুলিশ ফারির ইনচার্জ মো: ইউসুফ আলী খবর পেয়ে বাবুলের লাশ উদ্ধার করে। তিনি জানান হয়তো ঝড়ে বা বাতাসে বিদ্যুতের তার ছিড়ে মাটি পড়ে ছিল। তবে এ বিষয়ে আইনানুগ প্রক্রিয়া চলছে। তবে কেউই প্রকৃত সময়টা বলতে পারছেনা।