ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত
কিশোরগঞ্জের হাওর উপজেলা নিকলীতে পুলিশ অভিযান চালিয়ে ৩৬ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারিকে আটক করেছে। গতকাল বৃহস্পতিবার বিকেলে সিংপুর ইউনিয়নের টেঙ্গুরিয়া হাওরে অভিযান চালিয়ে তাদের মাদকসহ আটক করা হয়। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, জেলার হাওরের নিকলী উপজেলার সিংপুর এলাকা দিয়ে মাদক পরিবহন করা হচ্ছে- এমন খবরে পুলিশের একটি দল সিংপুরের টেঙ্গুরিয়া হাওরে অভিযান চালিয়ে একটি নৌকাকে আটক করে। পরে নৌকায় তল্লাশি চালিয়ে ৩৬ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারিকে আটক করা হয়। আটককৃতরা হলেন, ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলার আলিমচরমনি গ্রামের মৃত শুক্কুর মিয়ার ছেলে আরিফ (৩২), আতকাপাড়া মনিপুর পত্তর গ্রামের মৃত দুলাল মিয়ার ছেলে ইউসুফ (৩৮) ও একই গ্রামের হারুন অর রশিদের ছেলে হিরণ এলাইচ পরাণ (৩৫)।
উদ্ধারকৃত গাঁজার আনুমানিক মূল্য ৭ লাখ ২০ হাজার টাকার হবে বলে জানা গেছে। নিকলী থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী আরিফ উদ্দিন জানান, আটককৃতদের নামে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে বলে তিনি জানান।
ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত
শুক্রবার, ২২ আগস্ট ২০২৫
কিশোরগঞ্জের হাওর উপজেলা নিকলীতে পুলিশ অভিযান চালিয়ে ৩৬ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারিকে আটক করেছে। গতকাল বৃহস্পতিবার বিকেলে সিংপুর ইউনিয়নের টেঙ্গুরিয়া হাওরে অভিযান চালিয়ে তাদের মাদকসহ আটক করা হয়। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, জেলার হাওরের নিকলী উপজেলার সিংপুর এলাকা দিয়ে মাদক পরিবহন করা হচ্ছে- এমন খবরে পুলিশের একটি দল সিংপুরের টেঙ্গুরিয়া হাওরে অভিযান চালিয়ে একটি নৌকাকে আটক করে। পরে নৌকায় তল্লাশি চালিয়ে ৩৬ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারিকে আটক করা হয়। আটককৃতরা হলেন, ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলার আলিমচরমনি গ্রামের মৃত শুক্কুর মিয়ার ছেলে আরিফ (৩২), আতকাপাড়া মনিপুর পত্তর গ্রামের মৃত দুলাল মিয়ার ছেলে ইউসুফ (৩৮) ও একই গ্রামের হারুন অর রশিদের ছেলে হিরণ এলাইচ পরাণ (৩৫)।
উদ্ধারকৃত গাঁজার আনুমানিক মূল্য ৭ লাখ ২০ হাজার টাকার হবে বলে জানা গেছে। নিকলী থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী আরিফ উদ্দিন জানান, আটককৃতদের নামে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে বলে তিনি জানান।