হবিগঞ্জ : প্রভাবশালী দ্বারা বিনষ্ট কৃষকের খেত -সংবাদ
হবিগঞ্জের মাধবপুরের আদাঐ গ্রামের এক দরিদ্র কৃষকদের জমিতে রোপনকৃত আমন ধানের চারা বিনষ্ট করেছে প্রভাবশালীরা। এতে ওই কৃষক ক্ষতিগ্রস্ত হয়েছেন এবং তাদের মধ্যে চরম অসন্তোষ বিরাজ করছে। এলাকাবাসী ও পুলিশ সূত্র জানায়, আদাঐ গ্রামের মরহুম আহম্মদ আলীর ছেলে ছায়েদ মিয়া আদাঐ মৌজা, আর,এস, জে, এল নং- ৭৫, আরএস খতিয়ান নং-২৬১, আর,এস দাগ নং-১১৯৬ এর ২৬ শতকের ভূমির পৈত্রিক সূত্রে মালিক। ওই ভূমিটি তিনি দীর্ঘদিন ধরে ধান চাষ করে আসছেন। সম্প্রতি ওই জমিতে ছায়েদ মিয়া আমন ধান রোপন করেন। শেষ হওয়ার পরই তুচ্ছ বিষয়ের জের ধরে এলাকার সাহেদ মিয়া গং রোপনকৃত ধানের চারাগুলো মই দিয়ে বিনষ্ট করে ফেলেন। পরবর্তীতে কৃষক ছায়েদ মিয়া আরো ৪বার ওই জমিতে ধানের রোপন করলে সাহেদ মিয়া গং তা বিনষ্ট করেন। এ নিয়ে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি মাধবপুর থানা পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি শান্ত করেন এবং কৃষকদের ১৪৪ ধারাজারী করেন। কৃষক ছায়েদ মিয়া ওই জমিটি পৈত্রিক সম্পত্তি এবং এটি তার একমাত্র সম্বল। সম্প্রতি সাহেদ মিয়া আমার জমিটি জোর পূর্বক দখলের চেষ্টা করছেন এবং তিনি জমিতে আমার রোপনকৃত ধানের চারা কয়েকবার বিনষ্ট করেছেন। আমি এর বিচার চাই। কৃষক ছায়েদ মিয়ার বড় ভাই দুলাল মিয়া জানান, আমাদের পৈত্রিক সম্পতির ৫২ শতক মধ্যে ২৬ শতক আমি ও ২৬ শতক আমার ছোট ভাই ছায়েদ পেয়েছেন। এখন আমাদের জায়গার মধ্যে কুনজর পড়েছে সাহেদ মিয়ার। সে আমার ছোট ভাইয়ের রোপনকৃত ধানের চারা জোরপূর্বক বিনষ্ট করেছে এবং ওই জায়গা দখলের পায়তারা করছে। মাধবপুর থানার আতিকুর রহমান জানান, অপ্রীতিকর পরিস্থিতি যাতে সৃষ্টি না হয় এ জন্য ওই জমিতে ১৪৪ ধারাজারি করা হয়েছে। বর্তমানে এলাকার পরিস্থিতি শান্ত রয়েছে
হবিগঞ্জ : প্রভাবশালী দ্বারা বিনষ্ট কৃষকের খেত -সংবাদ
শুক্রবার, ২২ আগস্ট ২০২৫
হবিগঞ্জের মাধবপুরের আদাঐ গ্রামের এক দরিদ্র কৃষকদের জমিতে রোপনকৃত আমন ধানের চারা বিনষ্ট করেছে প্রভাবশালীরা। এতে ওই কৃষক ক্ষতিগ্রস্ত হয়েছেন এবং তাদের মধ্যে চরম অসন্তোষ বিরাজ করছে। এলাকাবাসী ও পুলিশ সূত্র জানায়, আদাঐ গ্রামের মরহুম আহম্মদ আলীর ছেলে ছায়েদ মিয়া আদাঐ মৌজা, আর,এস, জে, এল নং- ৭৫, আরএস খতিয়ান নং-২৬১, আর,এস দাগ নং-১১৯৬ এর ২৬ শতকের ভূমির পৈত্রিক সূত্রে মালিক। ওই ভূমিটি তিনি দীর্ঘদিন ধরে ধান চাষ করে আসছেন। সম্প্রতি ওই জমিতে ছায়েদ মিয়া আমন ধান রোপন করেন। শেষ হওয়ার পরই তুচ্ছ বিষয়ের জের ধরে এলাকার সাহেদ মিয়া গং রোপনকৃত ধানের চারাগুলো মই দিয়ে বিনষ্ট করে ফেলেন। পরবর্তীতে কৃষক ছায়েদ মিয়া আরো ৪বার ওই জমিতে ধানের রোপন করলে সাহেদ মিয়া গং তা বিনষ্ট করেন। এ নিয়ে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি মাধবপুর থানা পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি শান্ত করেন এবং কৃষকদের ১৪৪ ধারাজারী করেন। কৃষক ছায়েদ মিয়া ওই জমিটি পৈত্রিক সম্পত্তি এবং এটি তার একমাত্র সম্বল। সম্প্রতি সাহেদ মিয়া আমার জমিটি জোর পূর্বক দখলের চেষ্টা করছেন এবং তিনি জমিতে আমার রোপনকৃত ধানের চারা কয়েকবার বিনষ্ট করেছেন। আমি এর বিচার চাই। কৃষক ছায়েদ মিয়ার বড় ভাই দুলাল মিয়া জানান, আমাদের পৈত্রিক সম্পতির ৫২ শতক মধ্যে ২৬ শতক আমি ও ২৬ শতক আমার ছোট ভাই ছায়েদ পেয়েছেন। এখন আমাদের জায়গার মধ্যে কুনজর পড়েছে সাহেদ মিয়ার। সে আমার ছোট ভাইয়ের রোপনকৃত ধানের চারা জোরপূর্বক বিনষ্ট করেছে এবং ওই জায়গা দখলের পায়তারা করছে। মাধবপুর থানার আতিকুর রহমান জানান, অপ্রীতিকর পরিস্থিতি যাতে সৃষ্টি না হয় এ জন্য ওই জমিতে ১৪৪ ধারাজারি করা হয়েছে। বর্তমানে এলাকার পরিস্থিতি শান্ত রয়েছে