ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত
যশোরের ঝিকরগাছা উপজেলায় বিদ্যুতের খুঁটি থেকে সেচের চারটি ট্রান্সফরমার চুরি করে নিয়ে গেছে দুর্বৃত্তরা। সরজমিনে জানা যায়, আব্দুস সামাদ নামে একজন কৃষক কাজ করতে গেলে বিদ্যুতের ট্রান্সফরমার চুরির বিষয়টি দেখতে পেয়ে মালিককে ফোন করে বিষয়টি অবহিত করেন। ভুক্তভোগী চার কৃষক হলেন- উপজেলার টাওরা গ্রামের মৃত সুর্যত আলির ছেলে মো. আব্দুল কাদের, বর্ণি গ্রামের সাত্তার সরদারের ছেলে কামাল হোসেনে এবং একই গ্রামের মজিদ সরদারের ছেলে দুই ছেলে জোনাব আলী সরদার ও কাওসার আলী সরদার। জহিরুল ইসলাম বলেন, ধার-দেনা করে আড়াই লাখ টাকা খরচ করে গত বছর নিজের এবং আশপাশের কৃষকদের জন্য নতুন সেচ পাম্প চালু করেছিলেন। এখনও দেনা পরিশোধ করতে পারেননি, এর মধ্যেই সেচের ট্রান্সফরমার চুরি হওয়ায় তিনি বড় ধরনের ক্ষতির মুখে পড়েছেন। ট্রান্সফরমার চুরি হওয়ায় সংশ্লিষ্ট এলাকার আরও অনেক কৃষক ক্ষতিগ্রস্ত হবেন বলে জানিয়েছেন স্থানীয়রা।
তবে দ্রুত নতুন ট্রান্সফরমার বসানো হলে কৃষকদের ক্ষতির আশঙ্কা কেটে যাবে। গত দুই মাসে আরও চল্লিশটি ট্রান্সফরমার চুরি হয়েছে।
এ ঘটনায় শুক্রবার,(২২ আগস্ট ২০২৫) ঝিকরগাছা থানায় লিখিত অভিযোগ করা হয়েছে। এ বিষয়ে ঝিকরগাছা থানার ওসি বলেন, ট্রান্সফরমার চুরির বিষয়ে একটি অভিযোগ পেয়েছি, বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
যশোর পল্লী বিদ্যুৎ সমিতি-১ জেনারেল ম্যানেজার বলেন, সবাইকে সচেতন হতে হবে এবং আইনশৃঙ্খলা বাহিনীর টহল বাড়ানোর পরামর্শ দিয়েছেন। এ অবস্থা চলতে থাকলে আগামী সেচ মৌসুমে ভয়াবহ আকার ধারণ করার আশঙ্কার কথা জানিয়েছেন।
ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত
শুক্রবার, ২২ আগস্ট ২০২৫
যশোরের ঝিকরগাছা উপজেলায় বিদ্যুতের খুঁটি থেকে সেচের চারটি ট্রান্সফরমার চুরি করে নিয়ে গেছে দুর্বৃত্তরা। সরজমিনে জানা যায়, আব্দুস সামাদ নামে একজন কৃষক কাজ করতে গেলে বিদ্যুতের ট্রান্সফরমার চুরির বিষয়টি দেখতে পেয়ে মালিককে ফোন করে বিষয়টি অবহিত করেন। ভুক্তভোগী চার কৃষক হলেন- উপজেলার টাওরা গ্রামের মৃত সুর্যত আলির ছেলে মো. আব্দুল কাদের, বর্ণি গ্রামের সাত্তার সরদারের ছেলে কামাল হোসেনে এবং একই গ্রামের মজিদ সরদারের ছেলে দুই ছেলে জোনাব আলী সরদার ও কাওসার আলী সরদার। জহিরুল ইসলাম বলেন, ধার-দেনা করে আড়াই লাখ টাকা খরচ করে গত বছর নিজের এবং আশপাশের কৃষকদের জন্য নতুন সেচ পাম্প চালু করেছিলেন। এখনও দেনা পরিশোধ করতে পারেননি, এর মধ্যেই সেচের ট্রান্সফরমার চুরি হওয়ায় তিনি বড় ধরনের ক্ষতির মুখে পড়েছেন। ট্রান্সফরমার চুরি হওয়ায় সংশ্লিষ্ট এলাকার আরও অনেক কৃষক ক্ষতিগ্রস্ত হবেন বলে জানিয়েছেন স্থানীয়রা।
তবে দ্রুত নতুন ট্রান্সফরমার বসানো হলে কৃষকদের ক্ষতির আশঙ্কা কেটে যাবে। গত দুই মাসে আরও চল্লিশটি ট্রান্সফরমার চুরি হয়েছে।
এ ঘটনায় শুক্রবার,(২২ আগস্ট ২০২৫) ঝিকরগাছা থানায় লিখিত অভিযোগ করা হয়েছে। এ বিষয়ে ঝিকরগাছা থানার ওসি বলেন, ট্রান্সফরমার চুরির বিষয়ে একটি অভিযোগ পেয়েছি, বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
যশোর পল্লী বিদ্যুৎ সমিতি-১ জেনারেল ম্যানেজার বলেন, সবাইকে সচেতন হতে হবে এবং আইনশৃঙ্খলা বাহিনীর টহল বাড়ানোর পরামর্শ দিয়েছেন। এ অবস্থা চলতে থাকলে আগামী সেচ মৌসুমে ভয়াবহ আকার ধারণ করার আশঙ্কার কথা জানিয়েছেন।