alt

সারাদেশ

ব্রাহ্মণবাড়িয়া রেল স্টেশন সংস্কার কাজ প্রাথমিক ভাবে শুরু

আল আমীন শাহীন, ভ্রাম্যমাণ প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়া : শুক্রবার, ১১ জুন ২০২১

ব্রাহ্মণবাড়িয়াবাসীর প্রত্যাশিত রেল স্টেশন সংস্কার কাজ গত সপ্তাহে প্রাথমিক ভাবে শুরু হয়েছে। পরিষ্কার পরিচ্ছন্নতা, প্রাথমিক অবকাঠামোগত উন্নয়নের জন্য নির্মাণ সামগ্রী আনা হয়েছে স্টেশনে । যান্ত্রিক সংস্কার কাজের নিরূপনের প্রস্তুতি নেয়া হয়েছে। হেফাজতের তান্ডবের পর দুই মাসেরও অধিক স্টেশন বন্ধ থাকার পর স্থানীয়দের দাবির মুখে স্টেশনটির কার্যক্রম চালুর উদ্যোগ নিয়েছে রেলওয়ে। তবে বিপুল ক্ষয়ক্ষতির কারণে পূর্বের বি-ক্লাস স্টেশনটি ডি-ক্লাস স্টেশন হিসেবে অপারেশনাল কার্যক্রম শুরু করবে রেলওয়ে। চলতি বছরের ২৬ মার্চ ব্রাহ্মণবাড়িয়া রেল স্টেশনে হামলা ভাংচুর অগ্নি সংযোগ হলে ১০ টি খাতে প্রায় ২ কোটি ৬২ লাখ টাকার ক্ষয়ক্ষতি নিরূপন করেছে রেলওয়ের সংশ্লিস্টরা। কবে নাগাদ স্টেশটিতে সকল ট্রেনের যাত্রাবিরতি হবে তা নিশ্চিত করে জানা যায় নি। তবে বাংলাদেশ রেলওয়ের ট্রেন ইনফরমেশন বিআরটিআই তথ্যে জানা গেছে আগামী ১৬ জুন থেকে এ স্টেশনে লোকাল ও কমিউটার ট্রেনের যাত্রা বিরতির সিদ্ধান্ত নেয়া হয়েছে। আন্তঃনগর ট্রেন কবে স্টপেজ দিবে এই বিষয়ে এখনো কোন সিন্ধান্ত নেয়া হয়নি ধারণা করা হচ্ছে সিগন্যালিং সিস্টেম মেরামত করার পর আন্তঃনগর ট্রেনগুলো থামার সম্ভাবনা রয়েছে।

দেশের পূর্বাঞ্চল রেল পথে আয়ের দিক থেকে অন্যতম প্রধান ছিল ব্রাহ্মণবাড়িয়া রেল স্টেশন। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশ সফরের বিরোধীতা করে ব্রাহ্মণবাড়িয়ায় গত ২৬ মার্চ ব্যাপক তান্ডব চালায় হেফাজতে ইসলামের নেতাকর্মীরা। ২৬ মার্চ বিকালে ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনে ভাঙচুর ও অগ্নিসংযোগ করে মোদি বিরোধী বিক্ষোভকারীরা। এই ঘটনার পর ২৭ মার্চ থেকে পূর্বাঞ্চল রুটে চলাচলকারী সকল আন্ত:নগর ট্রেনের ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনে নির্ধারিত যাত্রাবিরতি অনির্দিষ্টকালের জন্য স্থগিত করে দেওয়া হয়। নাশকতার হামলায় ট্রেন পরিচালনার ক্ষেত্রে প্রয়োজনীয় সিগন্যাল বোর্ড ও রেললাইনের মোটর আগুনে পুড়িয়ে দেওয়া হয়েছে। লেভেল ক্রসিং গেটের লকিং সিস্টেমও সম্পূর্ণরূপে ধ্বংস করে। এতে করে স্টেশনে ট্রেন যাত্রাবিরতি বন্ধ হয়ে যায়। প্রতিদিন অন্তত ২৮ জোড়া আন্ত:নগর, মেইল ও কমিউটার ট্রেন ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনে যাত্রাবিরতি করত। তবে যাত্রা বিরতী বাতিল করায় পার্শ¦বর্তী আখাউড়া, পাগাচং, তালশহর, আশুগঞ্জ, ও কিশোরগঞ্জ জেলার ভৈরব রেলওয়ে স্টেশন দিয়ে চলাচল করতে হচ্ছে এই রেলরুটে চলাচলকারীদের। ফলে বিপাকে পড়েছে স্টেশন নির্ভর ক্ষুদ্র ব্যবসায়ি ও এই রেল রুটে চলাচলকারীরা। আপাতত ট্রেনচালকদের ব্রাহ্মণবাড়িয়া অতিক্রমের ক্ষেত্রে ঘন ঘন হুইসেল বাজিয়ে অধিকতর সতর্কতা অবলম্বন করতে হচ্ছে। সে ক্ষেত্রে লেভেল ক্রসিংগুলো অতিক্রম করার জন্য ঘণ্টায় সর্বোচ্চ গতিসীমা ১৬ কিলোমিটার বেঁধে দেয়া হয়। এদিকে ব্রাহ্মণবাড়িয়া রেল স্টেশনটি দ্রুত সংস্কার ও ট্রেনের যাত্রাবিরতির সোচ্চার দাবী উঠে। এরিপ্রেক্ষিতে প্রাথমিক ভাবে স্টেশন সংস্কার কাজের জন্য বিভিন্ন নির্মাণ সামগ্রী স্টেশনে আনা হয়েছে।

ব্রাহ্মণবাড়িয়া স্টেশনের ভারপ্রাপ্ত স্টেশন মাস্টার শোয়েব আহমেদ বৃহস্পতিবার (১০ জুন) জানিয়েছেন, ক্ষতিগ্রস্থ স্থাপনার পরিস্কার পরিচ্ছন্নতার কাজ চলছে। প্রাথমিক ভাবে প্লার্টফর্মটি উচু করার জন্য নির্মাণ কাজের নির্দেশনা পাওয়া গেছে। যান্ত্রিক সংস্কারের জন্য রেলওয়ের টীম নিরূপন কাজ করছে।

রেলওয়ে সূত্র জানায়, ২৬ মার্চের নাশকতায় রেলের ১০টি খাতের সর্বমোট ক্ষয়ক্ষতি হয়েছে ২ কোটি ৬২ লাখ ৭১ হাজার ৪০৩ টাকা। এর মধ্যে বাণিজ্যিক বিভাগের ক্ষতি হয়েছে ৫৫ লাখ ৬৮ হাজার টাকা, কম্পিউটার নেটওয়ার্ক সিস্টেমের (সিএনএস) ২৫ লাখ, রেলওয়ে ট্র্যাক (পি ওয়ে) ৭৪ লাখ ৮৪ হাজার, সেতু ২৫ লাখ, সংকেত বিভাগের ৪৩ লাখ ৯৫ হাজার, টেলিকমের ৩ লাখ ৯৫ হাজার, রেডিও ২ লাখ ৮০ হাজার, ক্যারেজ (কোচ ও ওয়াগন) ২০ লাখ, লোকোমোটিভ (ইঞ্জিন) ২ লাখ এবং অন্যান্য বিভাগের ক্ষয়ক্ষতি হয়েছে ৯ লাখ ৫০ হাজার টাকা।

সূত্র আরও জানায়, রেলওয়েতে এ, বি, সি, ডি ও হল্ট স্টেশনের মাধ্যমে যাত্রী ওঠানামা ও অপারেশনাল কার্যক্রম পরিচালনা করা হয়। বাংলাদেশ রেলওয়েতে এখন এ-ক্লাস স্টেশন একটিও নেই। আধুনিক প্রযুক্তির ব্যবহার না থাকায় বাংলাদেশের প্রেক্ষাপটে এ-ক্লাস স্টেশন কার্যক্রম পরিচালনা করা কঠিন। দেশের অধিকাংশ গুরুত্বপূর্ণ স্টেশনে বি-ক্লাসের। বি-ক্লাস স্টেশনে ট্রেন পরিচালনার প্রায় সব ধরনের কার্যক্রম পরিচালিত হয়। কিন্তু নাশকতার কারণে ব্রাহ্মণবাড়িয়া স্টেশনে সংকেত ও সিগন্যালিং ব্যবস্থা সম্পূর্ণ নষ্ট হয়ে যাওয়ায় এখানে আপাতত বি-ক্লাস স্টেশন হিসেবে চালু করা সম্ভব নয়। এ কারণে শুধু ডি-ক্লাস স্টপেজ দিয়েই যাত্রী ওঠানামা এবং বুকিং সহকারীর মাধ্যমে টিকিট বিক্রি কার্যক্রম চালু করা হবে। অর্থাৎ নাশকতার কারণে রেলওয়ে স্টেশনের ব্যাপক ক্ষয়ক্ষতি হওয়ায় বি-ক্লাস স্টেশন থেকে ডি-ক্লাস স্টেশনে রূপান্তর হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশন।

রেলওয়ে পূর্বাঞ্চলের মহাব্যবস্থাপক মো. জাহাঙ্গীর হোসেন জানান, ২৬ মার্চ স্টেশনে ব্যাপক ভাংচুর অগ্নি সংযোগ করা হয়। নাশকতায় রেলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।ফলে আপাতত পূর্বের ন্যায় বি-ক্লাস স্টেশনে নিয়ে যাওয়া সম্ভব নয়। এ স্টেশনের ক্ষয়ক্ষতি স্থাপনা ও যন্ত্রপাতি বসানোর কাজ শুরু হয়েছে। আপাতত ডি-ক্লাস স্টেশন হিসেবে চালু করে শুধু যাত্রী ওঠানামার কার্যক্রম চালু করতে উদ্যোগ নেয়া হয়েছে। রেলভবনের অনুমোদন পেলে শিগগিরই বন্ধ থাকা ব্রাহ্মণবাড়িয়া স্টেশনের স্টপেজ চালু করা হবে। অপারেশনাল অবকাঠামো সম্পূর্ণ মেরামত না হলে স্টেশনটি বি-ক্লাস হিসেবে চালু করা সম্ভব নয় বলে তিনি মনে করছেন।

এদিকে ব্রাহ্মণবাড়িয়া স্টেশনে দুই মাসের অধিক সময় কোনো ট্রেনের স্টপেজ না থাকায় স্থানীয়রা বিক্ষোভ ও আন্দোলন শুরু করে। কিছুদিন ধরে চলতে থাকা আন্দোলন থেকে স্টপেজ না দেয়া হলে ব্রাহ্মণবাড়িয়া দিয়ে চলাচলরত ট্রেনে ফের ভাংচুরের হুমকি দেয়াও হয়। এ পরিপ্রেক্ষিতে সম্প্রতি সরকারের উচ্চ পর্যায় থেকে পূর্বাঞ্চলের গুরুত্বপূর্ণ স্টেশনে নতুন করে স্টপেজ দিতে প্রক্রিয়া শুরু করেছে। রেলপথ মন্ত্রণালয়ের সিদ্ধান্তে রেলওয়ে পূর্বাঞ্চলের পরিবহন বিভাগ থেকে ৯ জুন একটি প্রস্তাব রেলভবনে পাঠানো হয়।

আহসানউল্লাহ মাস্টারের ২০তম শাহদাৎ বার্ষিকীতে বশেমুরকৃবি’র শ্রদ্ধা

দুর্যোগে এক বছরে বাংলাদেশে ১৫ লাখেরও বেশি মানুষ বাস্তুচ্যুত

নিখোঁজের ৩ দিন পর খালে মিলল শ্রমিকের দেহ

প্রধান শিক্ষক-কমিটির দ্বন্দ্বে শিক্ষার্থীশূন্য বিদ্যালয়

ছবি

সিলেট নগরীতে আগাম বন্যা হওয়ার সম্ভাবনা কম : মেয়র আনোয়ারুজ্জামান

ছবি

আদালত অবমাননা ও বিচারককে হেয়, হাইকোর্টে ক্ষমা চাইলেন খুলনার পিপি

পীরগাছায় ভোটগ্রহণকারী কর্মকর্তা নিয়োগে অনিয়মের অভিযোগ

ছবি

নিভেছে সুন্দরবনের আগুন, আরও ২-৩ দিন থাকবে পর্যবেক্ষণে

ছবি

ভোটারদের মধ্যে টাকা বিতরণকালে উপজেলা চেয়ারম্যানসহ আটক ১১

ছবি

গাজীপুরে পল্লী বিদ্যুতের সাবস্টেশনে দুর্ধর্র্ষ ডাকাতি

ছবি

রামুতে পাহাড়ি ছড়ায় গোসলে নেমে দুই শিশুর মৃত্যু

শরীয়তপুরে বজ্রপাতের আঘাতে নারীসহ ৩ জনের মৃত্যু

ছবি

নারায়ণগঞ্জের বন্দরে চেয়ারম্যান প্রার্থীর প্রচারণায় ফের হামলার অভিযোগ

ছবি

সুন্দরবনের আগুন নিয়ন্ত্রণে

ছবি

ঝিনাইদহ-১ আসনের উপ-নির্বাচন স্থগিত

ছবি

১২ ঘন্টার ব্যবধানে রোহিঙ্গা ক্যাম্পে আবারও যুবক হত্যা

সিলেটে স্বাক্ষীদের বিরুদ্ধে ছিনতাই মামলা দায়ের করলেন হত্যা মামলার আসামি

ছবি

গণিতে কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জনে স্বর্ণপদক ও বৃত্তি পেল ১০ শিক্ষার্থী

ছবি

ব্রাহ্মণবাড়িয়ায় ভোটকেন্দ্রে অস্ত্র নিয়ে যেতে বললেন ইউপি মেম্বার

ছবি

বাবার বাড়ি যাওয়ার পথে সড়কে প্রাণ গেল গৃহবধূর, আহত ৩

ছবি

সুন্দরবনের ১০ একর জায়গাজুড়ে আগুন

ছবি

বরিশালে শ্রমিকদের সংঘর্ষের পর মামলা,বাস চলাচল শুরু

ছবি

খবর প্রকাশের জের, সংবাদের তারাগজ্ঞ প্রতিনিধির বাড়িতে পুলিশের তান্ডব

সাঁতার না জানার কারনে গোসল করতে নেমে আর ফিরেনি আলিফ

ছবি

সুন্দরবনে আগুন লাগার ২৪ ঘন্টা পর নিয়ন্ত্রনে এসেছে বলে দাবি বনবিভাগের

ভোলার চরফ্যাশনে অন্যের জমি দখল নিয়েছে সাবেক ইউপি চেয়ারম্যান

নওগাঁয় ওষুধ ব্যবসায়ীদের সকাল-সন্ধ্যা ধর্মঘট

বোয়ালমারীতে ট্রেনে কাটা পড়ে প্রতিবন্ধীর মৃত্যু

ছবি

নাইক্ষ্যংছড়ি সীমান্তে মাইন বিস্ফোরণে ৩ বাংলাদেশী আহত

ছবি

জয়পুরহাটে হত্যা মামলায় পাঁচ জনের যাবজ্জীবন

ছবি

সীমান্ত পেরিয়ে বাংলাদেশে এল আরও ৮৮ বিজিপি সদস্য

ছবি

সারা দেশে গাছ কাটা বন্ধের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট

ছবি

চেয়ারম্যান প্রার্থীর নির্বাচনী ক্যাম্পে হামলা-ভাঙচুর

ছবি

উখিয়ায় রোহিঙ্গা যুবককে জবাই করে হত্যা

ছবি

সুন্দরবনের আগুন নেভাতে যোগ দিয়েছে বিমানবাহিনী

ছবি

খাগড়াছড়িতে বজ্রপাতে বসতঘরে আগুন লেগে মা-ছেলের মৃত্যু

tab

সারাদেশ

ব্রাহ্মণবাড়িয়া রেল স্টেশন সংস্কার কাজ প্রাথমিক ভাবে শুরু

আল আমীন শাহীন, ভ্রাম্যমাণ প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়া

শুক্রবার, ১১ জুন ২০২১

ব্রাহ্মণবাড়িয়াবাসীর প্রত্যাশিত রেল স্টেশন সংস্কার কাজ গত সপ্তাহে প্রাথমিক ভাবে শুরু হয়েছে। পরিষ্কার পরিচ্ছন্নতা, প্রাথমিক অবকাঠামোগত উন্নয়নের জন্য নির্মাণ সামগ্রী আনা হয়েছে স্টেশনে । যান্ত্রিক সংস্কার কাজের নিরূপনের প্রস্তুতি নেয়া হয়েছে। হেফাজতের তান্ডবের পর দুই মাসেরও অধিক স্টেশন বন্ধ থাকার পর স্থানীয়দের দাবির মুখে স্টেশনটির কার্যক্রম চালুর উদ্যোগ নিয়েছে রেলওয়ে। তবে বিপুল ক্ষয়ক্ষতির কারণে পূর্বের বি-ক্লাস স্টেশনটি ডি-ক্লাস স্টেশন হিসেবে অপারেশনাল কার্যক্রম শুরু করবে রেলওয়ে। চলতি বছরের ২৬ মার্চ ব্রাহ্মণবাড়িয়া রেল স্টেশনে হামলা ভাংচুর অগ্নি সংযোগ হলে ১০ টি খাতে প্রায় ২ কোটি ৬২ লাখ টাকার ক্ষয়ক্ষতি নিরূপন করেছে রেলওয়ের সংশ্লিস্টরা। কবে নাগাদ স্টেশটিতে সকল ট্রেনের যাত্রাবিরতি হবে তা নিশ্চিত করে জানা যায় নি। তবে বাংলাদেশ রেলওয়ের ট্রেন ইনফরমেশন বিআরটিআই তথ্যে জানা গেছে আগামী ১৬ জুন থেকে এ স্টেশনে লোকাল ও কমিউটার ট্রেনের যাত্রা বিরতির সিদ্ধান্ত নেয়া হয়েছে। আন্তঃনগর ট্রেন কবে স্টপেজ দিবে এই বিষয়ে এখনো কোন সিন্ধান্ত নেয়া হয়নি ধারণা করা হচ্ছে সিগন্যালিং সিস্টেম মেরামত করার পর আন্তঃনগর ট্রেনগুলো থামার সম্ভাবনা রয়েছে।

দেশের পূর্বাঞ্চল রেল পথে আয়ের দিক থেকে অন্যতম প্রধান ছিল ব্রাহ্মণবাড়িয়া রেল স্টেশন। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশ সফরের বিরোধীতা করে ব্রাহ্মণবাড়িয়ায় গত ২৬ মার্চ ব্যাপক তান্ডব চালায় হেফাজতে ইসলামের নেতাকর্মীরা। ২৬ মার্চ বিকালে ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনে ভাঙচুর ও অগ্নিসংযোগ করে মোদি বিরোধী বিক্ষোভকারীরা। এই ঘটনার পর ২৭ মার্চ থেকে পূর্বাঞ্চল রুটে চলাচলকারী সকল আন্ত:নগর ট্রেনের ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনে নির্ধারিত যাত্রাবিরতি অনির্দিষ্টকালের জন্য স্থগিত করে দেওয়া হয়। নাশকতার হামলায় ট্রেন পরিচালনার ক্ষেত্রে প্রয়োজনীয় সিগন্যাল বোর্ড ও রেললাইনের মোটর আগুনে পুড়িয়ে দেওয়া হয়েছে। লেভেল ক্রসিং গেটের লকিং সিস্টেমও সম্পূর্ণরূপে ধ্বংস করে। এতে করে স্টেশনে ট্রেন যাত্রাবিরতি বন্ধ হয়ে যায়। প্রতিদিন অন্তত ২৮ জোড়া আন্ত:নগর, মেইল ও কমিউটার ট্রেন ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনে যাত্রাবিরতি করত। তবে যাত্রা বিরতী বাতিল করায় পার্শ¦বর্তী আখাউড়া, পাগাচং, তালশহর, আশুগঞ্জ, ও কিশোরগঞ্জ জেলার ভৈরব রেলওয়ে স্টেশন দিয়ে চলাচল করতে হচ্ছে এই রেলরুটে চলাচলকারীদের। ফলে বিপাকে পড়েছে স্টেশন নির্ভর ক্ষুদ্র ব্যবসায়ি ও এই রেল রুটে চলাচলকারীরা। আপাতত ট্রেনচালকদের ব্রাহ্মণবাড়িয়া অতিক্রমের ক্ষেত্রে ঘন ঘন হুইসেল বাজিয়ে অধিকতর সতর্কতা অবলম্বন করতে হচ্ছে। সে ক্ষেত্রে লেভেল ক্রসিংগুলো অতিক্রম করার জন্য ঘণ্টায় সর্বোচ্চ গতিসীমা ১৬ কিলোমিটার বেঁধে দেয়া হয়। এদিকে ব্রাহ্মণবাড়িয়া রেল স্টেশনটি দ্রুত সংস্কার ও ট্রেনের যাত্রাবিরতির সোচ্চার দাবী উঠে। এরিপ্রেক্ষিতে প্রাথমিক ভাবে স্টেশন সংস্কার কাজের জন্য বিভিন্ন নির্মাণ সামগ্রী স্টেশনে আনা হয়েছে।

ব্রাহ্মণবাড়িয়া স্টেশনের ভারপ্রাপ্ত স্টেশন মাস্টার শোয়েব আহমেদ বৃহস্পতিবার (১০ জুন) জানিয়েছেন, ক্ষতিগ্রস্থ স্থাপনার পরিস্কার পরিচ্ছন্নতার কাজ চলছে। প্রাথমিক ভাবে প্লার্টফর্মটি উচু করার জন্য নির্মাণ কাজের নির্দেশনা পাওয়া গেছে। যান্ত্রিক সংস্কারের জন্য রেলওয়ের টীম নিরূপন কাজ করছে।

রেলওয়ে সূত্র জানায়, ২৬ মার্চের নাশকতায় রেলের ১০টি খাতের সর্বমোট ক্ষয়ক্ষতি হয়েছে ২ কোটি ৬২ লাখ ৭১ হাজার ৪০৩ টাকা। এর মধ্যে বাণিজ্যিক বিভাগের ক্ষতি হয়েছে ৫৫ লাখ ৬৮ হাজার টাকা, কম্পিউটার নেটওয়ার্ক সিস্টেমের (সিএনএস) ২৫ লাখ, রেলওয়ে ট্র্যাক (পি ওয়ে) ৭৪ লাখ ৮৪ হাজার, সেতু ২৫ লাখ, সংকেত বিভাগের ৪৩ লাখ ৯৫ হাজার, টেলিকমের ৩ লাখ ৯৫ হাজার, রেডিও ২ লাখ ৮০ হাজার, ক্যারেজ (কোচ ও ওয়াগন) ২০ লাখ, লোকোমোটিভ (ইঞ্জিন) ২ লাখ এবং অন্যান্য বিভাগের ক্ষয়ক্ষতি হয়েছে ৯ লাখ ৫০ হাজার টাকা।

সূত্র আরও জানায়, রেলওয়েতে এ, বি, সি, ডি ও হল্ট স্টেশনের মাধ্যমে যাত্রী ওঠানামা ও অপারেশনাল কার্যক্রম পরিচালনা করা হয়। বাংলাদেশ রেলওয়েতে এখন এ-ক্লাস স্টেশন একটিও নেই। আধুনিক প্রযুক্তির ব্যবহার না থাকায় বাংলাদেশের প্রেক্ষাপটে এ-ক্লাস স্টেশন কার্যক্রম পরিচালনা করা কঠিন। দেশের অধিকাংশ গুরুত্বপূর্ণ স্টেশনে বি-ক্লাসের। বি-ক্লাস স্টেশনে ট্রেন পরিচালনার প্রায় সব ধরনের কার্যক্রম পরিচালিত হয়। কিন্তু নাশকতার কারণে ব্রাহ্মণবাড়িয়া স্টেশনে সংকেত ও সিগন্যালিং ব্যবস্থা সম্পূর্ণ নষ্ট হয়ে যাওয়ায় এখানে আপাতত বি-ক্লাস স্টেশন হিসেবে চালু করা সম্ভব নয়। এ কারণে শুধু ডি-ক্লাস স্টপেজ দিয়েই যাত্রী ওঠানামা এবং বুকিং সহকারীর মাধ্যমে টিকিট বিক্রি কার্যক্রম চালু করা হবে। অর্থাৎ নাশকতার কারণে রেলওয়ে স্টেশনের ব্যাপক ক্ষয়ক্ষতি হওয়ায় বি-ক্লাস স্টেশন থেকে ডি-ক্লাস স্টেশনে রূপান্তর হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশন।

রেলওয়ে পূর্বাঞ্চলের মহাব্যবস্থাপক মো. জাহাঙ্গীর হোসেন জানান, ২৬ মার্চ স্টেশনে ব্যাপক ভাংচুর অগ্নি সংযোগ করা হয়। নাশকতায় রেলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।ফলে আপাতত পূর্বের ন্যায় বি-ক্লাস স্টেশনে নিয়ে যাওয়া সম্ভব নয়। এ স্টেশনের ক্ষয়ক্ষতি স্থাপনা ও যন্ত্রপাতি বসানোর কাজ শুরু হয়েছে। আপাতত ডি-ক্লাস স্টেশন হিসেবে চালু করে শুধু যাত্রী ওঠানামার কার্যক্রম চালু করতে উদ্যোগ নেয়া হয়েছে। রেলভবনের অনুমোদন পেলে শিগগিরই বন্ধ থাকা ব্রাহ্মণবাড়িয়া স্টেশনের স্টপেজ চালু করা হবে। অপারেশনাল অবকাঠামো সম্পূর্ণ মেরামত না হলে স্টেশনটি বি-ক্লাস হিসেবে চালু করা সম্ভব নয় বলে তিনি মনে করছেন।

এদিকে ব্রাহ্মণবাড়িয়া স্টেশনে দুই মাসের অধিক সময় কোনো ট্রেনের স্টপেজ না থাকায় স্থানীয়রা বিক্ষোভ ও আন্দোলন শুরু করে। কিছুদিন ধরে চলতে থাকা আন্দোলন থেকে স্টপেজ না দেয়া হলে ব্রাহ্মণবাড়িয়া দিয়ে চলাচলরত ট্রেনে ফের ভাংচুরের হুমকি দেয়াও হয়। এ পরিপ্রেক্ষিতে সম্প্রতি সরকারের উচ্চ পর্যায় থেকে পূর্বাঞ্চলের গুরুত্বপূর্ণ স্টেশনে নতুন করে স্টপেজ দিতে প্রক্রিয়া শুরু করেছে। রেলপথ মন্ত্রণালয়ের সিদ্ধান্তে রেলওয়ে পূর্বাঞ্চলের পরিবহন বিভাগ থেকে ৯ জুন একটি প্রস্তাব রেলভবনে পাঠানো হয়।

back to top