alt

সারাদেশ

ভোটকেন্দ্রে গণমাধ্যমকর্মী প্রবেশ নিষেধ, সুষ্ঠুতা নিয়ে সংশয়ে দুই প্যানেল

নারায়ণগঞ্জ আইনজীবী সমিতির নির্বাচন কাল

সৌরভ হোসেন সিয়াম, নারায়ণগঞ্জ : সোমবার, ১৭ জানুয়ারী ২০২২

নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির (বার) নির্বাচন আজ (মঙ্গলবার)। পেশাজীবী এই সংগঠনের নির্বাচন প্রতিবছর শহরে বেশ আলোচিত হয়। তবে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনের কারণে এবারের নির্বাচন নিয়ে তেমন আলোচনা ছিল না। এই নির্বাচনে আওয়ামী লীগের দু’টি এবং বিএনপি সমর্থিত একটি প্যানেল অংশ নিয়েছে। এদিকে ভোটের দিন কেন্দ্রে গণমাধ্যমকর্মী প্রবেশে নিষেধাজ্ঞা জারি করেছে নির্বাচন কমিশন। এ নিয়ে সংশয়ে নির্বাচনে অংশ নেওয়া দুই প্যানেলের প্রার্থীরা। তারা বলছেন, এটি নির্বাচন কমিশনের হঠকারী সিদ্ধান্ত। ভোট চুরি যাতে বিনা বাধায় করতে পারে তারই অপপ্রয়াস।

সাধারণ আইনজীবী ও নির্বাচনে অংশ নেওয়া কয়েকজন প্রার্থীর সাথে কথা বলে জানা যায়, গত ৩ জানুয়ারি নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। ওই সভায় বিএনপিপন্থী আইনজীবীদের তীব্র বিরোধীতার পরও নির্বাচন কমিশন ও ভোটগ্রহণের তারিখ নির্ধারণ করা হয়। এরপর সাবেক সভাপতি হাসান ফেরদৌস জুয়েল এবং রবিউল আমীন রনীর নেতৃত্বে আওয়ামী লীগ এবং মনিরুল ইসলাম চৌধুরী ও আনোয়ার প্রধানের নেতৃত্বে বিএনপি সমর্থিত প্যানেল ঘোষণা করা হয়। অন্যদিকে আনোয়ার হোসেন ও জসিম উদ্দিনের নেতৃত্বে আরেকটি পৃথক প্যানেল ঘোষণা করে আওয়ামী লীগের একটি অংশ। এই প্যানেল থেকে ছয়টি পদের জন্য প্রার্থী ঘোষণা করা হয়। এই প্যানেলটিকে আওয়ামী লীগের বিদ্রোহী প্যানেল বলেই পরিচিত পেয়েছে সাধারণ আইনজীবীদের কাছে।

বিএনপিপন্থী আইনজীবীদের সংগঠন জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের জেলা সভাপতি সরকার হুমায়ূন কবির সংবাদকে বলেন, আইনজীবীদের তীব্র বিরোধীতার পরও আগের সদস্যদের নিয়ে নির্বাচন কমিশন গঠন করা হয়েছে। এই নির্বাচন কমিশনের প্রতি ন্যূনতম ভরসা নেই। পূর্বেও এই কমিশনের বিরুদ্ধে ব্যাপক অনিয়ম ও ক্ষমতাসীন দলের প্রার্থীদের সুবিধা দেওয়ার অভিযোগ রয়েছে। এই নির্বাচনেও তাদের দায়িত্ব দিয়ে পুনরায় কারচুপি করতে চায় ক্ষমতাসীন দলের প্রার্থীরা। যিনি এই নির্বাচন কমিশনের প্রধান তিনি নিজেই সরকারি দলের পদধারী নেতা।

উল্লেখ্য, গত আইনজীবী সমিতির নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থীরা পূর্ণ প্যানেলে বিজয়ী ঘোষিত হন। ওই নির্বাচনে কারচুপি ও অনিয়মের অভিযোগ তোলেন বিএনপিপন্থী প্যানেল। ভোটগ্রহণের শেষ মুহুর্তে কেন্দ্রে মারামারির ঘটনাও ঘটে। ওই সময় গণমাধ্যমকর্মীসহ সাধারণ আইনজীবীরাও আহত হয়।

জানা যায়, এইবারও নির্বাচন কমিশনের প্রধান অ্যাড. সামসুল ইসলাম ভূঁইয়া। তিনি সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান। কমিশনে আরও রয়েছেন আশরাফ হোসেন, জেলা আদালতের জিপি মেরিনা বেগম, আব্দুর রহিম, সুখচাঁদ সরকার। কমিশনের প্রধান সামসুল ইসলাম ভূঁইয়া স্বাক্ষরিত দু’টি জরুরি নোটিশ জেলা আইনজীবী সমিতির ভবনের সামনে দেখা যায়। সেখানে ভোটগ্রহণের দিনের কিছু বিধিনিষেধের কথা উল্লেখ রয়েছে। বিধিনিষেধে বলা হয়েছে, ভোটগ্রহণের দিন কেন্দ্রে সাংবাদিক, টিভি ও প্রিন্ট মিডিয়ার কর্মী, যেকোনো এজেন্সির লোকজন প্রবেশ সম্পূর্ণরূপে নিষিদ্ধ।

কেন্দ্রে গণমাধ্যমকর্মীদের প্রবেশে নিষেধাজ্ঞার নোটিশে নির্বাচনের সুষ্ঠুতা নিয়ে সংশয় প্রকাশ করেন বিএনপি ও আওয়ামী লীগের বিদ্রোহী প্যানেলের প্রার্থীরা। তারা বলছেন, প্রথমত নির্বাচনের কমিশনের উপর তাদের বিন্দুমাত্র বিশ্বাস নেই। কেন্দ্রে সাংবাদিকদের প্রবেশ নিষেধ করা মানে ‘ভোট চুরি’ করার পথ সহজ করা ছাড়া আর কিছু না।

বিএনপি সমর্থিত প্যানেলের সাধারণ সম্পাদক প্রার্থী আনোয়ার প্রধান সংবাদকে বলেন, ‘শুরু থেকেই একক সিদ্ধান্তে কমিশন গঠন ও ভোটগ্রহণের দিন নির্ধারণ করা হয়েছে। আমরা আইনজীবী, মারামারি-লাঠালাঠি তো করতে পারি না। সুষ্ঠু ভোট হলে পূর্ণ প্যানেলে বিজয়ী হবো। কিন্তু ভোটের সুষ্ঠুতা নিয়ে সংশয়ে আছি। কেননা গত নির্বাচনে বাইরে থেকে ব্যালটে বাক্স ভরে কেন্দ্রের ভেতর রাখা হয়েছে। এইবারও তো একই কমিশন।’

আওয়ামী লীগের বিদ্রোহী প্যানেলের সাধারণ সম্পাদক প্রার্থী জসিম উদ্দিন সংবাদকে বলেন, ‘এই কমিশনের প্রতি বিন্দুমাত্র বিশ্বাস নেই। তারা আবার সাংবাদিকদেরও কেন্দ্রে প্রবেশে নিষেধ করেছে। ভোট চুরি করার সব আয়োজনই তারা রেখেছে। এতকিছু পরও কেবলমাত্র সিলেকশন ঠেকাতে ইলেকশনে এসেছি।’

তবে নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ করার জন্য কমিশন আপোসহীন বলে দাবি করেছেন প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট সামসুল ইসলাম ভূঁইয়া। তিনি সংবাদকে বলেন, ‘কারও কোনো চাপ নেই। আমরা নিরপেক্ষ নির্বাচন দেবো। কমিশন কারও পক্ষপাতিত্ব আগেও করেনি এইবারও করবে না।’

কেন্দ্রে গণমাধ্যমকর্মীদের প্রবেশে নিষেধাজ্ঞার ব্যাপারে জানতে চাইলে তিনি বলেন, ‘সাংবাদিকরা কেন্দ্রে ঢুকতে ভোটগ্রহণে ডিস্টার্ব হয়। এই কারণে নিষেধ করেছি। কাউকে কোনো সুবিধা দিতে কোনো ধরনের নিষেধাজ্ঞা নয়।’

আজ সকাল ৯টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে চলবে আইনজীবী সমিতির নির্বাচনের ভোটগ্রহণ। এবার মোট ভোটার ১ হাজার ৩৮ জন। জেলা আইনজীবী সমিতির ডিজিটাল বার ভবনে ১০টা বুথ করা হয়েছে। এসব বুথে ভোটাধিকার প্রয়োগ করবেন সাধারণ ভোটাররা। নির্বাচনে অংশ নিয়েছেন ৪০ জন প্রার্থী। তাদের মধ্য থেকে একজন সভাপতি, দুইজন সহসভাপতি, একজন করে সাধারণ সম্পাদক, যুগ্ম সম্পাদক, কোষাধ্যক্ষ, আপ্যায়ন সম্পাদক, লাইব্রেরি সম্পাদক, ক্রীড়া সম্পাদক, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক, সমাজ সেবা সম্পাদক, আইন ও মানবাধিকার সম্পাদক এবং ৫ জন সাধারণ সদস্যকে নিয়ে ১৭ জনের একটি পরিষদ নির্বাচিত হবে।

##

ছবি

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, ট্রেজারার ও প্রক্টরের কার্যালয়ে তালা

ছবি

হরিরামপুরে পূর্ব শত্রতার জেরে ছুরিকাঘাতে যুবক খুন

ছবি

তাপপ্রবাহের সতর্কবার্তা, মেয়াদ আরও বাড়লো

হিটস্ট্রোকে ৪ জনের মৃত্যু

ছবি

ঈদযাত্রা : মোটরসাইকেলের দুর্ঘটনা ৫১ শতাংশ, সাড়ে ৪২ শতাংশ নিহত

ছবি

১৫ শ্রমিক নিয়ে সাজেকের খাদে ট্রাক, নিহত ৯

ছবি

রাজধানীতে প্রাইভেটকারের ধাক্কায় ভ্যানচালক নিহত

ছবি

থানচি, রুমা ও রোয়াংছড়ি উপজেলায় নির্বাচন স্থগিত

ছবি

বাসের ধাক্কায় চুয়েট শিক্ষার্থীর মৃত্যু নরসিংদীর বাড়িতে কান্নার রোল

ছবি

অপহরণ ও মারধরের শিকার দেলোয়ার বিনা প্রতিদ্বন্দ্বিতায় সিংড়া উপজেলার চেয়ারম্যান

ছবি

রাজশাহীতে বৃষ্টি নামাতে বিয়ের পিঁড়িতে দুই ব্যঙ

ছবি

রংপুরে সাজাপ্রাপ্ত দুই যুবদল নেতাকে কারাগাওে পাঠানোর নির্দেশে বিক্ষোভ

ছবি

আনসার সদস্যের ‘আত্মহত্যা’র কারণ অনুসন্ধানে পুলিশ

ছবি

পরিবার পাবে ১০ লাখ টাকা চুয়েটের দুই শিক্ষার্থীর মৃত্যুর ঘটনায় সড়ক অবরোধ করে বিক্ষোভ, আল্টিমেটাম

তিস্তাসহ ৫৪ অভিন্ন নদীর ন্যায্য হিস্যা দাবিতে বাসদের লং মার্চ

ছবি

লালমনিরহাটে বৃষ্টির জন্য কাঁদলেন হাজার হাজার মুসল্লি

ছবি

অসহায় পরিবারের নিরুপায় নির্মমতা! চুরি ঠেকাতে ৩ বছর শেকল বন্দি কিশোর

ছবি

ছাত্র হত্যায় যুবকের ১০ বছর সশ্রম কারাদণ্ড

হোটেলে আটকে রেখে কিশোর ধর্ষণ যাবজ্জীবন কারাদণ্ড

ছবি

ক্যাসিনোকাণ্ডের সেই সেলিম প্রধানের মনোনয়নপত্র বাতিল

ভৌতিক বিলের খপ্পর চট্টগ্রামে মিটার-সংযোগবিহীন গ্রাহকের বিদ্যুৎ বিল প্রায় ৭ লাখ টাকা

ছবি

এবারের ঈদযাত্রায় সড়কে ঝরেছে ৩৬৭ জনের প্রাণ

ছবি

চুয়েটের ২ শিক্ষার্থীকে চাপা দেওয়া বাসের চালক গ্রেপ্তার

ছবি

মাদারীপুরে এক্সপ্রেসওয়েতে বাস উল্টে নিহত ১, আহত ১০

ছবি

মায়ানমার নৌবাহিনীর জাহাজে দেশে ফিরছেন ১৫৩ বাংলাদেশি

ছবি

কক্সবাজারে স্পেশাল ট্রেনের ইঞ্জিন লাইনচ্যুত

ছবি

ট্রেন লাইনচ্যুত, কক্সবাজার-চট্টগ্রাম রেল যোগাযোগ বিচ্ছিন্ন

ছবি

উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে যুবককে কুপিয়ে হত্যা

ছবি

নড়াইলে মাদক মামলায় ২ জনের যাবতজ্জীবন

আনসার সদস্যের ‘আত্মহত্যা’র কারণ খুঁজছে পুলিশ

ছবি

বাগেরহাটে যাত্রীবাহি বাস নিয়ন্ত্রন হারিয়ে খাদে, নিহত ১

ছবি

৫ জুন চতুর্থ ধাপে ৫৫ উপজেলায় ভোট

ছবি

ফরিদপুরে দুই ভাইকে হত্যার প্রতিবাদে মহাসড়ক অবরোধ

ছবি

নন্দীগ্রামে মসজিদের মিটিংয়ে হুমকি, নামাজ শেষে হামলা

ছবি

কক্সবাজারের তিন উপজেলায় কে কোন প্রতীক পেলেন

ছবি

গাজীপুরে মহাসড়কের পাশ থেকে হাতী মরদেহ উদ্ধার

tab

সারাদেশ

ভোটকেন্দ্রে গণমাধ্যমকর্মী প্রবেশ নিষেধ, সুষ্ঠুতা নিয়ে সংশয়ে দুই প্যানেল

নারায়ণগঞ্জ আইনজীবী সমিতির নির্বাচন কাল

সৌরভ হোসেন সিয়াম, নারায়ণগঞ্জ

সোমবার, ১৭ জানুয়ারী ২০২২

নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির (বার) নির্বাচন আজ (মঙ্গলবার)। পেশাজীবী এই সংগঠনের নির্বাচন প্রতিবছর শহরে বেশ আলোচিত হয়। তবে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনের কারণে এবারের নির্বাচন নিয়ে তেমন আলোচনা ছিল না। এই নির্বাচনে আওয়ামী লীগের দু’টি এবং বিএনপি সমর্থিত একটি প্যানেল অংশ নিয়েছে। এদিকে ভোটের দিন কেন্দ্রে গণমাধ্যমকর্মী প্রবেশে নিষেধাজ্ঞা জারি করেছে নির্বাচন কমিশন। এ নিয়ে সংশয়ে নির্বাচনে অংশ নেওয়া দুই প্যানেলের প্রার্থীরা। তারা বলছেন, এটি নির্বাচন কমিশনের হঠকারী সিদ্ধান্ত। ভোট চুরি যাতে বিনা বাধায় করতে পারে তারই অপপ্রয়াস।

সাধারণ আইনজীবী ও নির্বাচনে অংশ নেওয়া কয়েকজন প্রার্থীর সাথে কথা বলে জানা যায়, গত ৩ জানুয়ারি নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। ওই সভায় বিএনপিপন্থী আইনজীবীদের তীব্র বিরোধীতার পরও নির্বাচন কমিশন ও ভোটগ্রহণের তারিখ নির্ধারণ করা হয়। এরপর সাবেক সভাপতি হাসান ফেরদৌস জুয়েল এবং রবিউল আমীন রনীর নেতৃত্বে আওয়ামী লীগ এবং মনিরুল ইসলাম চৌধুরী ও আনোয়ার প্রধানের নেতৃত্বে বিএনপি সমর্থিত প্যানেল ঘোষণা করা হয়। অন্যদিকে আনোয়ার হোসেন ও জসিম উদ্দিনের নেতৃত্বে আরেকটি পৃথক প্যানেল ঘোষণা করে আওয়ামী লীগের একটি অংশ। এই প্যানেল থেকে ছয়টি পদের জন্য প্রার্থী ঘোষণা করা হয়। এই প্যানেলটিকে আওয়ামী লীগের বিদ্রোহী প্যানেল বলেই পরিচিত পেয়েছে সাধারণ আইনজীবীদের কাছে।

বিএনপিপন্থী আইনজীবীদের সংগঠন জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের জেলা সভাপতি সরকার হুমায়ূন কবির সংবাদকে বলেন, আইনজীবীদের তীব্র বিরোধীতার পরও আগের সদস্যদের নিয়ে নির্বাচন কমিশন গঠন করা হয়েছে। এই নির্বাচন কমিশনের প্রতি ন্যূনতম ভরসা নেই। পূর্বেও এই কমিশনের বিরুদ্ধে ব্যাপক অনিয়ম ও ক্ষমতাসীন দলের প্রার্থীদের সুবিধা দেওয়ার অভিযোগ রয়েছে। এই নির্বাচনেও তাদের দায়িত্ব দিয়ে পুনরায় কারচুপি করতে চায় ক্ষমতাসীন দলের প্রার্থীরা। যিনি এই নির্বাচন কমিশনের প্রধান তিনি নিজেই সরকারি দলের পদধারী নেতা।

উল্লেখ্য, গত আইনজীবী সমিতির নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থীরা পূর্ণ প্যানেলে বিজয়ী ঘোষিত হন। ওই নির্বাচনে কারচুপি ও অনিয়মের অভিযোগ তোলেন বিএনপিপন্থী প্যানেল। ভোটগ্রহণের শেষ মুহুর্তে কেন্দ্রে মারামারির ঘটনাও ঘটে। ওই সময় গণমাধ্যমকর্মীসহ সাধারণ আইনজীবীরাও আহত হয়।

জানা যায়, এইবারও নির্বাচন কমিশনের প্রধান অ্যাড. সামসুল ইসলাম ভূঁইয়া। তিনি সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান। কমিশনে আরও রয়েছেন আশরাফ হোসেন, জেলা আদালতের জিপি মেরিনা বেগম, আব্দুর রহিম, সুখচাঁদ সরকার। কমিশনের প্রধান সামসুল ইসলাম ভূঁইয়া স্বাক্ষরিত দু’টি জরুরি নোটিশ জেলা আইনজীবী সমিতির ভবনের সামনে দেখা যায়। সেখানে ভোটগ্রহণের দিনের কিছু বিধিনিষেধের কথা উল্লেখ রয়েছে। বিধিনিষেধে বলা হয়েছে, ভোটগ্রহণের দিন কেন্দ্রে সাংবাদিক, টিভি ও প্রিন্ট মিডিয়ার কর্মী, যেকোনো এজেন্সির লোকজন প্রবেশ সম্পূর্ণরূপে নিষিদ্ধ।

কেন্দ্রে গণমাধ্যমকর্মীদের প্রবেশে নিষেধাজ্ঞার নোটিশে নির্বাচনের সুষ্ঠুতা নিয়ে সংশয় প্রকাশ করেন বিএনপি ও আওয়ামী লীগের বিদ্রোহী প্যানেলের প্রার্থীরা। তারা বলছেন, প্রথমত নির্বাচনের কমিশনের উপর তাদের বিন্দুমাত্র বিশ্বাস নেই। কেন্দ্রে সাংবাদিকদের প্রবেশ নিষেধ করা মানে ‘ভোট চুরি’ করার পথ সহজ করা ছাড়া আর কিছু না।

বিএনপি সমর্থিত প্যানেলের সাধারণ সম্পাদক প্রার্থী আনোয়ার প্রধান সংবাদকে বলেন, ‘শুরু থেকেই একক সিদ্ধান্তে কমিশন গঠন ও ভোটগ্রহণের দিন নির্ধারণ করা হয়েছে। আমরা আইনজীবী, মারামারি-লাঠালাঠি তো করতে পারি না। সুষ্ঠু ভোট হলে পূর্ণ প্যানেলে বিজয়ী হবো। কিন্তু ভোটের সুষ্ঠুতা নিয়ে সংশয়ে আছি। কেননা গত নির্বাচনে বাইরে থেকে ব্যালটে বাক্স ভরে কেন্দ্রের ভেতর রাখা হয়েছে। এইবারও তো একই কমিশন।’

আওয়ামী লীগের বিদ্রোহী প্যানেলের সাধারণ সম্পাদক প্রার্থী জসিম উদ্দিন সংবাদকে বলেন, ‘এই কমিশনের প্রতি বিন্দুমাত্র বিশ্বাস নেই। তারা আবার সাংবাদিকদেরও কেন্দ্রে প্রবেশে নিষেধ করেছে। ভোট চুরি করার সব আয়োজনই তারা রেখেছে। এতকিছু পরও কেবলমাত্র সিলেকশন ঠেকাতে ইলেকশনে এসেছি।’

তবে নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ করার জন্য কমিশন আপোসহীন বলে দাবি করেছেন প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট সামসুল ইসলাম ভূঁইয়া। তিনি সংবাদকে বলেন, ‘কারও কোনো চাপ নেই। আমরা নিরপেক্ষ নির্বাচন দেবো। কমিশন কারও পক্ষপাতিত্ব আগেও করেনি এইবারও করবে না।’

কেন্দ্রে গণমাধ্যমকর্মীদের প্রবেশে নিষেধাজ্ঞার ব্যাপারে জানতে চাইলে তিনি বলেন, ‘সাংবাদিকরা কেন্দ্রে ঢুকতে ভোটগ্রহণে ডিস্টার্ব হয়। এই কারণে নিষেধ করেছি। কাউকে কোনো সুবিধা দিতে কোনো ধরনের নিষেধাজ্ঞা নয়।’

আজ সকাল ৯টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে চলবে আইনজীবী সমিতির নির্বাচনের ভোটগ্রহণ। এবার মোট ভোটার ১ হাজার ৩৮ জন। জেলা আইনজীবী সমিতির ডিজিটাল বার ভবনে ১০টা বুথ করা হয়েছে। এসব বুথে ভোটাধিকার প্রয়োগ করবেন সাধারণ ভোটাররা। নির্বাচনে অংশ নিয়েছেন ৪০ জন প্রার্থী। তাদের মধ্য থেকে একজন সভাপতি, দুইজন সহসভাপতি, একজন করে সাধারণ সম্পাদক, যুগ্ম সম্পাদক, কোষাধ্যক্ষ, আপ্যায়ন সম্পাদক, লাইব্রেরি সম্পাদক, ক্রীড়া সম্পাদক, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক, সমাজ সেবা সম্পাদক, আইন ও মানবাধিকার সম্পাদক এবং ৫ জন সাধারণ সদস্যকে নিয়ে ১৭ জনের একটি পরিষদ নির্বাচিত হবে।

##

back to top