alt

সারাদেশ

উজানে ঢল, টানা বৃষ্টিতে প্লাবিত সিলেটের নিম্নাঞ্চল

সুনামগঞ্জে বন্যার পদধ্বনি

বিশেষ প্রতিনিধি, সিলেট : শনিবার, ১৪ মে ২০২২

সুনামগঞ্জ : বন্যায় প্লাবিত নিম্নাঞ্চল -সংবাদ

টানা বৃষ্টি ও ভারত থেকে নেমে আসা ঢলে সিলেটের নিম্মাঞ্চল প্লাবিত হচ্ছে। বিশেষ করে গোয়াইনঘাট, কোম্পানীগঞ্জ, কানাইঘাট ও জৈন্তাপুরে দ্রুত বাড়ছে পানি। এদিকে সিলেটের সুরমা ও কুশিয়ারাসহ অন্যান্য নদীগুলোর পানিও ক্রমেই বাড়ছে। কোন কোন পয়েন্টে পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। অন্যদিকে প্রবল বর্ষণে পাহাড় ধ্বসে গোলাপগঞ্জে একজনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও পাঁচজন।

আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে, ঘূর্ণিঝড় আসানির প্রভাব আর পশ্চিমা লঘুচাপের সঙ্গে বঙ্গোপসাগর থেকে আসা জলীয়বাষ্পের সংমিশ্রণে বাংলাদেশ অঞ্চলে গভীর সঞ্চরণশীল মেঘমালার কারণে গত কয়েকদিন ধরে সিলেটে বৃষ্টি হচ্ছে। কখনো মাঝারি, কখনো ভারী, আবার কখনো অতিভারী বৃষ্টি ঝরছে।

সিলেট পানি উন্নয়ন বোর্ড (পাউবো) সূত্র জানায়, সিলেট অঞ্চলে এই বৃষ্টির পানির সঙ্গে যোগ হচ্ছে উজানের ঢল। ভারতের মেঘালয়, ত্রিপুরা ও আসাম (বরাক অববাহিকা) প্রদেশের বিভিন্ন অঞ্চলে টানা বৃষ্টি হচ্ছে। এর ফলে দেশের উত্তর-পূর্বাঞ্চলের মেঘনা অববাহিকার প্রধান নদ-নদীগুলোর পানি বৃদ্ধি পাচ্ছে। সুরমা, কুশিয়ারা, ভোগাই-কংস, ধনু-বাউলাই, মনু ও খোয়াই নদীর পানি বেশ কিছুটা বেড়েছে। কয়েকটি পয়েন্টে পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

সংশ্লিষ্টরা বলছেন, সিলেটের সুরমা, কুশিয়ারা, সারি, পিয়াইনসহ সব নদীর পানি বাড়ছে। অব্যাহত বৃষ্টি আর উজানের ঢলে গোয়াইনঘাট, জৈন্তাপুর, কানাইঘাট ও কোম্পানীগঞ্জ উপজেলার হাজারো মানুষ পানিবন্দী হয়ে পড়েছেন। জৈন্তাপুর উপজেলার নিজপাট এবং জৈন্তাপুর ইউনিয়নের অর্ধশতাধিক গ্রামের মানুষ এখন পানিবন্দী। এসব গ্রামের সঙ্গে উপজেলা সদরের সড়ক যোগাযোগও বিচ্ছিন্ন। এ উপজেলায় ফসলি জমিও তলিয়ে গেছে। একই অবস্থা গোয়াইনঘাটেও।

এদিকে আপাতত বৃষ্টি থামার কোন পূর্বাভাস নেই সিলেটে। ফলে বন্যায় বিস্তীর্ণ অঞ্চল তলিয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।

সিলেট আবহাওয়া অফিসের জ্যেষ্ঠ আবহাওয়াবিদ সাঈদ আহমদ চৌধুরী জানান, সিলেটে ১৮ মে পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে। বিশেষ করে রাতে বৃষ্টি বেশি হবে।

সিলেট পাউবোর উপবিভাগীয় প্রকৌশলী একেএম নিলয় পাশা বলেন, উজানের ভারী বৃষ্টিপাতের কারণে সিলেটের নদ-নদীগুলোর পানি বাড়ে। এটাই মূল প্রভাবক। এর সঙ্গে সিলেটে বৃষ্টিও যোগ হয়েছে। নদীর পানি বাড়ার কারণে নিম্নাঞ্চল প্লাবিত হতে পারে।

এদিকে প্রবল বর্ষণে পাহাড় ধসে গোলাপগঞ্জ উপজেলার লক্ষ্মনাবন্দ ইউনিয়নের চক্রবর্তী পাড়ায় পা আপু রুদ্র পাল (২৮) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। তার ভাই পাপ্পু পালসহ আহত হয়েছ আরও পাঁচজন।

শুক্রবার (১৩ মে) রাত ৩টার দিকে পাহাড় ধসে ঘরের উপর পড়লে ঘুমন্ত অবস্থায় মাটিচাপায় আপু রুদ্র পাল নিহত হন। তাকে আহত অবস্থায় সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তারা লক্ষ্মনাবন্দ ইউনিয়নের চক্রবর্তীপাড়ার ডাক্তার নুকুল রুদ্র পালের ছেলে।

এদিকে ভারী বৃষ্টিপাতে উপজেলার ঢাকাদক্ষিণ ইউনিয়নের দক্ষিণ কানিশাইল এলাকায় পাহাড় ধসে ২০টি বাড়ির ঘর ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় ইউপি সদস্য রাজু আহমদ।

এ সময় গ্রামের রাস্তায় গাছপালাসহ মাটি ধসেপড়ায় মানুষের চলাচল বন্ধ রয়েছ। অন্যদিকে অমুড়া ইউনিয়নের ধারাবহর নালিবাড়ি গ্রামের আফসর আহমদের ঘর পাহাড় ধসে মাটির নিচে চাপা পড়েছে।

গোলাপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা গোলাম কবীর লক্ষ্মনাবন্দ ইউনিয়নের দুর্ঘটনাস্থল পরিদর্শন করে নিহতের পরিবারকে ২০ হাজার টাকা সহায়তা প্রদান করেছেন।

এদিকে প্রবল বর্ষণে ঢাকাদক্ষিণ বাজার প্লাবিত হয়েছে। বাজারের চতুর্দিকে থৈ থৈ করছে পানি। প্রায় ৯০ শতাংশ দোকান পানিতে তলিয়ে গেছে। শনিবার (১৪ মে) ভোর রাত পৌনে ৪টা থেকে জলাবদ্ধতায় পানি ২ থেকে ৩ ফুট আবার কোথাও কোথাও এর বেশি উচ্চতায় জলাবদ্ধতা দেখা দেয়। বাজারের মসজিদ থেকে বার বার ব্যবসায়ীদের নিজ নিজ প্রতিষ্ঠানকে ক্ষয়ক্ষতির হাত থেকে রক্ষার জন্য আহ্বান করা হয়। কিন্তু মুহূর্তের মধ্যে বাজার পানিতে তলিয়ে যাওয়ায় রক্ষা করা সম্ভব হয়নি।

এছাড়া কানাইঘাটের লোভা ও বরাক নদীতে আসা পাহাড়ি ঢলে কানাইঘাটে ৫ হাজার বসতবাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান, হাটবাজারসহ কানাইঘাট-শাহবাগ সড়ক তলিয়ে গেছে। সুরমা নদীর বন্যা নিয়ন্ত্রণ বাঁধ ভেঙে দ্রুত ডুবে যাচ্ছে নতুন নতুন এলাকা।

সুনামগঞ্জ

সীমান্তের ওপাড় থেকে নেমে আসা পাহাড়ি ঢলে সুনামগঞ্জের সুরমা এবং অভ্যন্তরীণ নদী যাদুকাটা, রক্তি, বৌলাই কুশিয়ারা পাটলাইসহ সব নদনদীর পানি বৃদ্ধি পেয়েছে। গত কয়েক দিনের অব্যাহত বৃষ্টিপাতের ফলে ভাটির উপজেলা তাহিরপুর, বিশ্বম্ভরপুর, জামালগঞ্জ, ধর্মপাশার পানি কয়েক গুণ বৃদ্ধি পেয়েছে। হাওর এলাকার নদনদীতে মেঘালয়ের পাহাড়ি ঢল প্রবল বেগে নেমে আসছে। তাহিরপুর উপজেলার রতনশ্রী, গোলাবাড়ি, মান্দিয়াতা, জয়পুরসহ টাংগুয়া ও মাটিয়ান হাওর তীরবর্তী বিভিন্ন গ্রাম ঘুরে দেখা যায়, পাহাড়ি ঢলের পানিতে গ্রামের ছোট ছোট খালগুলো টইটুম্বুর হয়ে আছে। ঢলের পানিতে ভেসে আসা পলি মাটিতে হাওরের পানির রঙ বদলে গেছে। পানিশূন্য হাওরগুলোরে বিভিন্ন স্লুইসগেট রেগুলেটর ও বাঁধের ফাঁক-ফোকর দিয়ে পানি প্রবেশ করছে। ইতোমধ্যে স্লুইসগেটগুলো খুলে দেয়া হয়েছে।

মান্দিয়াতা গ্রামের আবদুল জলিল বলেন, এখন হাওরে পানি ঢুকলে মাছের উৎপাদন বাড়বে। হাওরে কোন ফসল নেই তাই ক্ষয়ক্ষতির সম্ভাবনা নেই। তবে দীর্ঘদিন বৃষ্টিপাতের কারণে ধান চাল শুকাতে বেশ সমস্যা হচ্ছে। গোলাবাড়ি গ্রামের ইদ্রিস আলী বলেন, এতদিন পানি না হওয়ায় হেঁটে চলাচল করতে পারতাম এখন নৌকাছাড়া কোথাও যাওয়া যাবে না। তবে বালিজুড়ি গ্রামের কৃষকরা জানান, আকস্মিক পাহাড়ি ঢলে তাদের বাদাম খেত পানিতে তলিয়ে গেছে। তবে দ্রুত পানি সরে গেলে তেমন কোন ক্ষয়ক্ষতি হবে না।

এদিকে তাহিরপুর আনোয়ারপুর সড়কের রক্তি নদীর তীরের সড়ক পানিতে নিমজ্জিত হওয়ায় যানবাহন চলাচল আপাতত বন্ধ রয়েছে।

ছবি

কক্সবাজারে সাগরে গোসলে নেমে চবি শিক্ষার্থীর মৃত্যু, নিখোঁজ ২

শাহজাহান খানের দোসরদের সাথে সাবেক মেয়র আরিফের গোপন বৈঠক, দাবি সড়ক পরিবহন মালিক সমিতি সভাপতির

ছবি

ধনবাড়ীতে সড়ক দুর্ঘটনায় দুই নারী ও এক কিশোর নিহত, আহত ২

মোহনগঞ্জ পৌর শহরে দুই সপ্তাহ ধরে পানিবন্দি শতাধিক পরিবার, দুর্ভোগ চরমে

ছবি

কুলাউড়ায় পৃথ্বিমপাশা নবাব বাড়িতে আশুরা পালিত

চুয়াডাঙ্গা গাছ থেকে পড়ে কৃষকের মৃত্যু

মোড়েলগঞ্জে বাগান থেকে যুবকের মৃতদেহ উদ্ধার

মোহনগঞ্জের পাটি শিল্প কদর আছে সারাদেশে

ছবি

শ্রীমঙ্গলের আতর আলী এখন কৃষি উদ্যোক্তা

ছবি

প্রবাস ফেরত আফজাল শেখের সাফল্যের গল্প

ছবি

মহাসড়কের পাশে ময়লার ভাগাড় সরালেন ইউএনও

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বহিষ্কৃত নেতা গ্রেপ্তার

ছবি

স্বেচ্ছাশ্রমে রাস্তা সংস্কার করলো স্কাউটস সদস্যরা

বাংলাদেশ থেকে চিরতরে দুর্নীতি দূর করতে হবে রাণীনগরে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম

ছবি

দামুড়হুদায় ছড়িয়ে পড়েছে গরুর লাম্পি স্কিন, দিশাহারা খামারিরা

যমুনেশ্বরী নদীতে দুই শিক্ষার্থীর মৃত্যু

ছবি

মৎস্য ভান্ডার খ্যাত সিরাজগঞ্জ থেকে হারিয়ে যেতে বসেছে বিল

সাভারে সংখ্যালঘু পরিবারের জমি দখলের চেষ্টার অভিযোগ

সাঘাটায় যৌথ বাহিনী অভিযানেগ্রেপ্তার ৬

ঝিকরগাছায় বিদেশি পিস্তলসহ আসামি গ্রেপ্তার

ছবি

প্রশাসনের তৎপরতায়ও বন্ধ হচ্ছে না ভূগর্ভস্থ পানি উত্তোলন

মহেশপুর সীমান্তে বিজিবির পৃথক অভিযানে মাদক উদ্ধার ১২ বাংলাদেশী আটক

কুষ্টিয়ায় অবৈধভাবে বালু উত্তোলন, জেল-জরিমানা

কেন্দুয়ায় ধর্ষণ ও আত্মহত্যার ঘটনায় মানববন্ধন-মামলা

নান্দাইলে বজ্রপাতে বাবা-ছেলের মৃত্যু

রাজশাহীতে বিদেশি পিস্তল গুলি উদ্ধার

ছবি

পদ্মায় মিলছে না প্রত্যাশিত ইলিশ খালি হাতে ফিরছেন জেলেরা

কুয়াকাটায় এক ইলিশ বিক্রি ৮ হাজারে

বিএনপির মনোনয়ন প্রত্যাশী জর্জের মতবিনিময়

ছবি

দেশের অন্যতম শিল্পাঞ্চল সীতাকুণ্ড

ছবি

পৌরবাসীর অভাবনীয় দুর্ভোগ মোরেলগঞ্জে ৬ দিনের টানা বর্ষণে ২ হাজার পরিবার জলাবদ্ধতায়

জুলাই শহীদ নারী যোদ্ধারা যেন হারিয়ে না যায় : উপদেষ্টা শারমিন

মোরেলগঞ্জে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার

ছবি

দোয়ারাবাজারে নদীভাঙনে বিলীন হচ্ছে জনপদ, আতঙ্কে শত শত পরিবার

জামলা আবাসন থেকে ডাকাতিয়া খাল পর্যন্ত রাস্তার বেহাল দশা

নিষিদ্ধ চায়না জালে ঘাটাইলে অস্তিত্ব সংকটে দেশীয় মাছ!

tab

সারাদেশ

উজানে ঢল, টানা বৃষ্টিতে প্লাবিত সিলেটের নিম্নাঞ্চল

সুনামগঞ্জে বন্যার পদধ্বনি

বিশেষ প্রতিনিধি, সিলেট

সুনামগঞ্জ : বন্যায় প্লাবিত নিম্নাঞ্চল -সংবাদ

শনিবার, ১৪ মে ২০২২

টানা বৃষ্টি ও ভারত থেকে নেমে আসা ঢলে সিলেটের নিম্মাঞ্চল প্লাবিত হচ্ছে। বিশেষ করে গোয়াইনঘাট, কোম্পানীগঞ্জ, কানাইঘাট ও জৈন্তাপুরে দ্রুত বাড়ছে পানি। এদিকে সিলেটের সুরমা ও কুশিয়ারাসহ অন্যান্য নদীগুলোর পানিও ক্রমেই বাড়ছে। কোন কোন পয়েন্টে পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। অন্যদিকে প্রবল বর্ষণে পাহাড় ধ্বসে গোলাপগঞ্জে একজনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও পাঁচজন।

আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে, ঘূর্ণিঝড় আসানির প্রভাব আর পশ্চিমা লঘুচাপের সঙ্গে বঙ্গোপসাগর থেকে আসা জলীয়বাষ্পের সংমিশ্রণে বাংলাদেশ অঞ্চলে গভীর সঞ্চরণশীল মেঘমালার কারণে গত কয়েকদিন ধরে সিলেটে বৃষ্টি হচ্ছে। কখনো মাঝারি, কখনো ভারী, আবার কখনো অতিভারী বৃষ্টি ঝরছে।

সিলেট পানি উন্নয়ন বোর্ড (পাউবো) সূত্র জানায়, সিলেট অঞ্চলে এই বৃষ্টির পানির সঙ্গে যোগ হচ্ছে উজানের ঢল। ভারতের মেঘালয়, ত্রিপুরা ও আসাম (বরাক অববাহিকা) প্রদেশের বিভিন্ন অঞ্চলে টানা বৃষ্টি হচ্ছে। এর ফলে দেশের উত্তর-পূর্বাঞ্চলের মেঘনা অববাহিকার প্রধান নদ-নদীগুলোর পানি বৃদ্ধি পাচ্ছে। সুরমা, কুশিয়ারা, ভোগাই-কংস, ধনু-বাউলাই, মনু ও খোয়াই নদীর পানি বেশ কিছুটা বেড়েছে। কয়েকটি পয়েন্টে পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

সংশ্লিষ্টরা বলছেন, সিলেটের সুরমা, কুশিয়ারা, সারি, পিয়াইনসহ সব নদীর পানি বাড়ছে। অব্যাহত বৃষ্টি আর উজানের ঢলে গোয়াইনঘাট, জৈন্তাপুর, কানাইঘাট ও কোম্পানীগঞ্জ উপজেলার হাজারো মানুষ পানিবন্দী হয়ে পড়েছেন। জৈন্তাপুর উপজেলার নিজপাট এবং জৈন্তাপুর ইউনিয়নের অর্ধশতাধিক গ্রামের মানুষ এখন পানিবন্দী। এসব গ্রামের সঙ্গে উপজেলা সদরের সড়ক যোগাযোগও বিচ্ছিন্ন। এ উপজেলায় ফসলি জমিও তলিয়ে গেছে। একই অবস্থা গোয়াইনঘাটেও।

এদিকে আপাতত বৃষ্টি থামার কোন পূর্বাভাস নেই সিলেটে। ফলে বন্যায় বিস্তীর্ণ অঞ্চল তলিয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।

সিলেট আবহাওয়া অফিসের জ্যেষ্ঠ আবহাওয়াবিদ সাঈদ আহমদ চৌধুরী জানান, সিলেটে ১৮ মে পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে। বিশেষ করে রাতে বৃষ্টি বেশি হবে।

সিলেট পাউবোর উপবিভাগীয় প্রকৌশলী একেএম নিলয় পাশা বলেন, উজানের ভারী বৃষ্টিপাতের কারণে সিলেটের নদ-নদীগুলোর পানি বাড়ে। এটাই মূল প্রভাবক। এর সঙ্গে সিলেটে বৃষ্টিও যোগ হয়েছে। নদীর পানি বাড়ার কারণে নিম্নাঞ্চল প্লাবিত হতে পারে।

এদিকে প্রবল বর্ষণে পাহাড় ধসে গোলাপগঞ্জ উপজেলার লক্ষ্মনাবন্দ ইউনিয়নের চক্রবর্তী পাড়ায় পা আপু রুদ্র পাল (২৮) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। তার ভাই পাপ্পু পালসহ আহত হয়েছ আরও পাঁচজন।

শুক্রবার (১৩ মে) রাত ৩টার দিকে পাহাড় ধসে ঘরের উপর পড়লে ঘুমন্ত অবস্থায় মাটিচাপায় আপু রুদ্র পাল নিহত হন। তাকে আহত অবস্থায় সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তারা লক্ষ্মনাবন্দ ইউনিয়নের চক্রবর্তীপাড়ার ডাক্তার নুকুল রুদ্র পালের ছেলে।

এদিকে ভারী বৃষ্টিপাতে উপজেলার ঢাকাদক্ষিণ ইউনিয়নের দক্ষিণ কানিশাইল এলাকায় পাহাড় ধসে ২০টি বাড়ির ঘর ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় ইউপি সদস্য রাজু আহমদ।

এ সময় গ্রামের রাস্তায় গাছপালাসহ মাটি ধসেপড়ায় মানুষের চলাচল বন্ধ রয়েছ। অন্যদিকে অমুড়া ইউনিয়নের ধারাবহর নালিবাড়ি গ্রামের আফসর আহমদের ঘর পাহাড় ধসে মাটির নিচে চাপা পড়েছে।

গোলাপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা গোলাম কবীর লক্ষ্মনাবন্দ ইউনিয়নের দুর্ঘটনাস্থল পরিদর্শন করে নিহতের পরিবারকে ২০ হাজার টাকা সহায়তা প্রদান করেছেন।

এদিকে প্রবল বর্ষণে ঢাকাদক্ষিণ বাজার প্লাবিত হয়েছে। বাজারের চতুর্দিকে থৈ থৈ করছে পানি। প্রায় ৯০ শতাংশ দোকান পানিতে তলিয়ে গেছে। শনিবার (১৪ মে) ভোর রাত পৌনে ৪টা থেকে জলাবদ্ধতায় পানি ২ থেকে ৩ ফুট আবার কোথাও কোথাও এর বেশি উচ্চতায় জলাবদ্ধতা দেখা দেয়। বাজারের মসজিদ থেকে বার বার ব্যবসায়ীদের নিজ নিজ প্রতিষ্ঠানকে ক্ষয়ক্ষতির হাত থেকে রক্ষার জন্য আহ্বান করা হয়। কিন্তু মুহূর্তের মধ্যে বাজার পানিতে তলিয়ে যাওয়ায় রক্ষা করা সম্ভব হয়নি।

এছাড়া কানাইঘাটের লোভা ও বরাক নদীতে আসা পাহাড়ি ঢলে কানাইঘাটে ৫ হাজার বসতবাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান, হাটবাজারসহ কানাইঘাট-শাহবাগ সড়ক তলিয়ে গেছে। সুরমা নদীর বন্যা নিয়ন্ত্রণ বাঁধ ভেঙে দ্রুত ডুবে যাচ্ছে নতুন নতুন এলাকা।

সুনামগঞ্জ

সীমান্তের ওপাড় থেকে নেমে আসা পাহাড়ি ঢলে সুনামগঞ্জের সুরমা এবং অভ্যন্তরীণ নদী যাদুকাটা, রক্তি, বৌলাই কুশিয়ারা পাটলাইসহ সব নদনদীর পানি বৃদ্ধি পেয়েছে। গত কয়েক দিনের অব্যাহত বৃষ্টিপাতের ফলে ভাটির উপজেলা তাহিরপুর, বিশ্বম্ভরপুর, জামালগঞ্জ, ধর্মপাশার পানি কয়েক গুণ বৃদ্ধি পেয়েছে। হাওর এলাকার নদনদীতে মেঘালয়ের পাহাড়ি ঢল প্রবল বেগে নেমে আসছে। তাহিরপুর উপজেলার রতনশ্রী, গোলাবাড়ি, মান্দিয়াতা, জয়পুরসহ টাংগুয়া ও মাটিয়ান হাওর তীরবর্তী বিভিন্ন গ্রাম ঘুরে দেখা যায়, পাহাড়ি ঢলের পানিতে গ্রামের ছোট ছোট খালগুলো টইটুম্বুর হয়ে আছে। ঢলের পানিতে ভেসে আসা পলি মাটিতে হাওরের পানির রঙ বদলে গেছে। পানিশূন্য হাওরগুলোরে বিভিন্ন স্লুইসগেট রেগুলেটর ও বাঁধের ফাঁক-ফোকর দিয়ে পানি প্রবেশ করছে। ইতোমধ্যে স্লুইসগেটগুলো খুলে দেয়া হয়েছে।

মান্দিয়াতা গ্রামের আবদুল জলিল বলেন, এখন হাওরে পানি ঢুকলে মাছের উৎপাদন বাড়বে। হাওরে কোন ফসল নেই তাই ক্ষয়ক্ষতির সম্ভাবনা নেই। তবে দীর্ঘদিন বৃষ্টিপাতের কারণে ধান চাল শুকাতে বেশ সমস্যা হচ্ছে। গোলাবাড়ি গ্রামের ইদ্রিস আলী বলেন, এতদিন পানি না হওয়ায় হেঁটে চলাচল করতে পারতাম এখন নৌকাছাড়া কোথাও যাওয়া যাবে না। তবে বালিজুড়ি গ্রামের কৃষকরা জানান, আকস্মিক পাহাড়ি ঢলে তাদের বাদাম খেত পানিতে তলিয়ে গেছে। তবে দ্রুত পানি সরে গেলে তেমন কোন ক্ষয়ক্ষতি হবে না।

এদিকে তাহিরপুর আনোয়ারপুর সড়কের রক্তি নদীর তীরের সড়ক পানিতে নিমজ্জিত হওয়ায় যানবাহন চলাচল আপাতত বন্ধ রয়েছে।

back to top