বিএসএমএমইউতে বিশ্ব হাইপার টেনশন দিবস পালিত
ছবি: সংগৃহীত
সঠিক ভাবে রক্তচাপ মাপুন, নিয়ন্ত্রণে রাখুন ও দীর্ঘজীবী হোন, এ প্রতিপাদ্য নিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) বিশ্বহাইপারটেনশন দিবস পালিত হয়েছে।
সোমবার (২৩ মে) সকাল সাড়ে ৯টার দিকে বিশ্ববিদ্যালয়ে এ উপলক্ষে হৃদরোগ বিদ্যা বিভাগ শোভাযাত্রা ও বেলা সাড়ে ১২টার দিকে শহীদ ডাঃ মিল্টন হলে একটি সেমিনারের আয়োজন করে।
হাইপারটেনশন দিবসের অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ডাঃ শারফুদ্দিন আহমেদ বলেন,উচ্চ রক্তচাপ হলো একটি ঘাতক ব্যাধি। এটি আস্তে আস্তে মৃত্যুমুখে পতিত হয়। এটি কিডনীতে আক্রান্ত করে। হার্ট অ্যাটাক করে ও স্ট্রোক হয়। এ উচ্চ রক্তচাপ ঠেকাতে কাচা লবন খাবো না। চায়ে চিনি খাবো না। তেল কম কম খাবো। তেল খেলে উচ্চ রক্তচাপ হয়।
তেল ছাড়া যে সব খাবার আছে সেই সব খাবার গ্রহণ করার অভ্যাস করতে হবে। আর চিকিৎসকদের উদ্দেশ্যে ভিসি বলেন, যে সব রোগী চিকিৎসার জন্য যাবে তাদের শরীর চর্চা ও খাবার লবন যাতে না খায় সে বিষয়ে জোর দেবেন। সেমিনারে প্রো-ভিসি প্রফেসর ডাঃ একেএম মোশাররফ হোসেন,প্রো-ভিসি ডাঃ জাহিদ হোসেনসহ অনেকেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
বিএসএমএমইউতে বিশ্ব হাইপার টেনশন দিবস পালিত
ছবি: সংগৃহীত
সোমবার, ২৩ মে ২০২২
সঠিক ভাবে রক্তচাপ মাপুন, নিয়ন্ত্রণে রাখুন ও দীর্ঘজীবী হোন, এ প্রতিপাদ্য নিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) বিশ্বহাইপারটেনশন দিবস পালিত হয়েছে।
সোমবার (২৩ মে) সকাল সাড়ে ৯টার দিকে বিশ্ববিদ্যালয়ে এ উপলক্ষে হৃদরোগ বিদ্যা বিভাগ শোভাযাত্রা ও বেলা সাড়ে ১২টার দিকে শহীদ ডাঃ মিল্টন হলে একটি সেমিনারের আয়োজন করে।
হাইপারটেনশন দিবসের অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ডাঃ শারফুদ্দিন আহমেদ বলেন,উচ্চ রক্তচাপ হলো একটি ঘাতক ব্যাধি। এটি আস্তে আস্তে মৃত্যুমুখে পতিত হয়। এটি কিডনীতে আক্রান্ত করে। হার্ট অ্যাটাক করে ও স্ট্রোক হয়। এ উচ্চ রক্তচাপ ঠেকাতে কাচা লবন খাবো না। চায়ে চিনি খাবো না। তেল কম কম খাবো। তেল খেলে উচ্চ রক্তচাপ হয়।
তেল ছাড়া যে সব খাবার আছে সেই সব খাবার গ্রহণ করার অভ্যাস করতে হবে। আর চিকিৎসকদের উদ্দেশ্যে ভিসি বলেন, যে সব রোগী চিকিৎসার জন্য যাবে তাদের শরীর চর্চা ও খাবার লবন যাতে না খায় সে বিষয়ে জোর দেবেন। সেমিনারে প্রো-ভিসি প্রফেসর ডাঃ একেএম মোশাররফ হোসেন,প্রো-ভিসি ডাঃ জাহিদ হোসেনসহ অনেকেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।