ঝালকাঠির সুগন্ধা নদী থেকে অজ্ঞাত পরিচয় এক ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার রাত ১১টার দিকে স্টিমারঘাট এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয় বলে ঝালকাঠি সদর থানার পরিদর্শক (তদন্ত) আব্দুল মালেক জানান।
মৃত ব্যক্তির নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানাতে পারেনি পুলিশ।
পরিদর্শক মালেক বলেন, স্থানীয়দের কাছে খবর পেয়ে সুগন্ধা নদী থেকে লাশটি উদ্ধার করেন তারা। পরে তা ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়।
লাশটি ১৫ দিনের বেশি সময় পানিতে ছিলো বলে ধারণা এ পুলিশ কর্মকর্তার।
তিনি বলেন, মৃত ব্যক্তির পরিচয় জানার চেষ্টা করা হচ্ছে এবং এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে।
মঙ্গলবার, ০৯ আগস্ট ২০২২
ঝালকাঠির সুগন্ধা নদী থেকে অজ্ঞাত পরিচয় এক ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার রাত ১১টার দিকে স্টিমারঘাট এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয় বলে ঝালকাঠি সদর থানার পরিদর্শক (তদন্ত) আব্দুল মালেক জানান।
মৃত ব্যক্তির নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানাতে পারেনি পুলিশ।
পরিদর্শক মালেক বলেন, স্থানীয়দের কাছে খবর পেয়ে সুগন্ধা নদী থেকে লাশটি উদ্ধার করেন তারা। পরে তা ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়।
লাশটি ১৫ দিনের বেশি সময় পানিতে ছিলো বলে ধারণা এ পুলিশ কর্মকর্তার।
তিনি বলেন, মৃত ব্যক্তির পরিচয় জানার চেষ্টা করা হচ্ছে এবং এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে।