মৃত্যু অর্ধশত
এডিশ মশার উপদ্রব বেড়েই চলছে। এ মশার কামড়ে ডেঙ্গুজ্বরে আক্রান্তের সংখ্যা ১৪ হাজার ছুঁই ছুঁই। আর মৃত্যু অর্ধশত। প্রতিদিন এই ভাবে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা বাড়ছে। বর্তমান আবহাওয়া ও থেমে থেমে বৃষ্টির কারণে এ বছর ডেঙ্গুজ্বরের বাহক এডিশ মশার প্রজনন ও বংশ বিস্তার ঘটেছে।
মহাখালী স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ্ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের দায়িত্ব প্রাপ্ত কর্মকর্তা ডা. জাহিদুল ইসলাম জানান, ২৪ ঘণ্টায় ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ৪৪০ জন। এরমধ্যে ঢাকায় ৩০৯ জন ও ঢাকার বাহিরে ১৩১ জন। এ নিয়ে দেশের বিভিন্ন হাসপাতাল ও স্বাস্থ্য কেন্দ্রে এখনও ভর্তি আছে ১৬৫০ জন।
হাসপাতাল থেকে প্রাপ্ত তথ্য মতে, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ১৭ জন, মিটফোর্ড হাসপাতালে ২০ জন, বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটে ১৪ জন, মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে ২৪ জন, সম্মিলিত সামরিক হাসপাতালে ২৩ জন, কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ২৫ জন, ইবনে সিনা হাসপাতালে ১৪ জন, স্কয়ার হাসপাতালে ১৪জনসহ বিভিন্ন হাসপাতালের অন্যরা ভর্তি হয়েছে।
ঢাকার বাহিরে জেলা পর্যায়ে সবচেয়ে বেশি কক্সবাজারে। সেখানে রোববার (২৫ সেপ্টেম্বর) ২২ জন হাসপাতালে ভর্তি হয়েছে। চট্রগ্রামে ১৫ জন, যশোরে ১৬ জন, বরগুনায় ১২ জন ভর্তি হয়েছে। এই ভাবে দেশের বিভিন্ন এলাকায় আক্রান্তরা হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
স্বাস্থ্য অধিদপ্তরের মাসিক তথ্যে জানা গেছে, ডেঙ্গুতে চলতি মাসের গত ২৫ দিনে মোট আক্রান্ত ৭ হাজার ৬শ’ ৯৯ জন। আর চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে ২৯ জন। যা এই বছরের হিসেবে সর্বোচ্চ। এর আগে গত আগস্ট মাসে মোট আক্রান্ত হয়েছে ৩ হাজার ৫২১ জন। আর চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে জন। এর আগে এই সংখ্যা আরও কম ছিল। চলতি মাস ডেঙ্গু আক্রান্তের সংখ্যা শুধু বাড়ছে।
কীটতত্ব বিশেষজ্ঞদের মতে, থেমে থেমে বৃষ্টির কারণে ডেঙ্গুজ্বরের বাহক এডিশ মশার উপদ্রব বাড়ছে। আর নির্মাণাধীন বিভিন্ন ভবনের ছাদে জমে থাকা পানিতে ও বাসা বাড়ির আঙ্গিনায় ফুলের টবে, বাসার ভিতরে বালতিতেসহ বিভিন্ন স্থানে জমে থাকা পানিতে মশার প্রজনন ও বংশ বিস্তার হচ্ছে।
মৃত্যু অর্ধশত
রোববার, ২৫ সেপ্টেম্বর ২০২২
এডিশ মশার উপদ্রব বেড়েই চলছে। এ মশার কামড়ে ডেঙ্গুজ্বরে আক্রান্তের সংখ্যা ১৪ হাজার ছুঁই ছুঁই। আর মৃত্যু অর্ধশত। প্রতিদিন এই ভাবে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা বাড়ছে। বর্তমান আবহাওয়া ও থেমে থেমে বৃষ্টির কারণে এ বছর ডেঙ্গুজ্বরের বাহক এডিশ মশার প্রজনন ও বংশ বিস্তার ঘটেছে।
মহাখালী স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ্ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের দায়িত্ব প্রাপ্ত কর্মকর্তা ডা. জাহিদুল ইসলাম জানান, ২৪ ঘণ্টায় ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ৪৪০ জন। এরমধ্যে ঢাকায় ৩০৯ জন ও ঢাকার বাহিরে ১৩১ জন। এ নিয়ে দেশের বিভিন্ন হাসপাতাল ও স্বাস্থ্য কেন্দ্রে এখনও ভর্তি আছে ১৬৫০ জন।
হাসপাতাল থেকে প্রাপ্ত তথ্য মতে, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ১৭ জন, মিটফোর্ড হাসপাতালে ২০ জন, বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটে ১৪ জন, মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে ২৪ জন, সম্মিলিত সামরিক হাসপাতালে ২৩ জন, কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ২৫ জন, ইবনে সিনা হাসপাতালে ১৪ জন, স্কয়ার হাসপাতালে ১৪জনসহ বিভিন্ন হাসপাতালের অন্যরা ভর্তি হয়েছে।
ঢাকার বাহিরে জেলা পর্যায়ে সবচেয়ে বেশি কক্সবাজারে। সেখানে রোববার (২৫ সেপ্টেম্বর) ২২ জন হাসপাতালে ভর্তি হয়েছে। চট্রগ্রামে ১৫ জন, যশোরে ১৬ জন, বরগুনায় ১২ জন ভর্তি হয়েছে। এই ভাবে দেশের বিভিন্ন এলাকায় আক্রান্তরা হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
স্বাস্থ্য অধিদপ্তরের মাসিক তথ্যে জানা গেছে, ডেঙ্গুতে চলতি মাসের গত ২৫ দিনে মোট আক্রান্ত ৭ হাজার ৬শ’ ৯৯ জন। আর চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে ২৯ জন। যা এই বছরের হিসেবে সর্বোচ্চ। এর আগে গত আগস্ট মাসে মোট আক্রান্ত হয়েছে ৩ হাজার ৫২১ জন। আর চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে জন। এর আগে এই সংখ্যা আরও কম ছিল। চলতি মাস ডেঙ্গু আক্রান্তের সংখ্যা শুধু বাড়ছে।
কীটতত্ব বিশেষজ্ঞদের মতে, থেমে থেমে বৃষ্টির কারণে ডেঙ্গুজ্বরের বাহক এডিশ মশার উপদ্রব বাড়ছে। আর নির্মাণাধীন বিভিন্ন ভবনের ছাদে জমে থাকা পানিতে ও বাসা বাড়ির আঙ্গিনায় ফুলের টবে, বাসার ভিতরে বালতিতেসহ বিভিন্ন স্থানে জমে থাকা পানিতে মশার প্রজনন ও বংশ বিস্তার হচ্ছে।