ছবি: সংগৃহীত
সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার একটি বাড়ি থেকে মা ও তার দুই ছেলের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (১ অক্টোবর) বিকেল ৪টার দিকে খবর পেয়ে উপজেলার মৌপুর নতুনপাড়া গ্রামের একটি ফাঁকা বাড়ি থেকে মৃতদেহগুলো উদ্ধার করে পুলিশ। বেলকুচি থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) তাজমিলুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
ওসি বলেন, একটি ফাঁকা বাড়িতে শুধু মা আর তার দুই ছেলেই থাকতো বলে এখানে এসে জেনেছি। আজ বাড়ি থেকে দুর্গন্ধ বের হতে থাকলে এলাকাবাসী পুলিশে খবর দেয়। আমরা এসে দেখি ঘরের মধ্যে লাশগুলো পড়ে আছে। ধারণা করা হচ্ছে, অন্তত ৪-৫ দিন আগে এদের মৃত্যু হয়েছে।
তাৎক্ষণিকভাবে মৃত্যুর কারণ ও মৃতদের নাম-পরিচয় জানাতে পারেনি পুলিশ।
ছবি: সংগৃহীত
শনিবার, ০১ অক্টোবর ২০২২
সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার একটি বাড়ি থেকে মা ও তার দুই ছেলের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (১ অক্টোবর) বিকেল ৪টার দিকে খবর পেয়ে উপজেলার মৌপুর নতুনপাড়া গ্রামের একটি ফাঁকা বাড়ি থেকে মৃতদেহগুলো উদ্ধার করে পুলিশ। বেলকুচি থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) তাজমিলুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
ওসি বলেন, একটি ফাঁকা বাড়িতে শুধু মা আর তার দুই ছেলেই থাকতো বলে এখানে এসে জেনেছি। আজ বাড়ি থেকে দুর্গন্ধ বের হতে থাকলে এলাকাবাসী পুলিশে খবর দেয়। আমরা এসে দেখি ঘরের মধ্যে লাশগুলো পড়ে আছে। ধারণা করা হচ্ছে, অন্তত ৪-৫ দিন আগে এদের মৃত্যু হয়েছে।
তাৎক্ষণিকভাবে মৃত্যুর কারণ ও মৃতদের নাম-পরিচয় জানাতে পারেনি পুলিশ।