alt

সারাদেশ

কুমিল্লায় বিএনপির গণসমাবেশ ঘিরে ফের আলোচনায় বহিষ্কৃত সাক্কু-নিজাম

প্রতিনিধি, কুমিল্লা : বৃহস্পতিবার, ২৪ নভেম্বর ২০২২

বিএনপির কুমিল্লা বিভাগীয় গণসমাবেশ ঘিরে ফের আলোচনায় কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনে দলীয় সিদ্ধান্ত অমান্য করে স্বতন্ত্র প্রতীকে প্রার্থী হওয়া মনিরুল হক সাক্কু ও নিজাম উদ্দিন কায়সার। দল থেকে বহিষ্কৃত হলেও নিজ নিজ অনুসারীদের নিয়ে লিফলেট বিতরণসহ ব্যানার-ফেস্টুন টানিয়ে প্রচারণায় সক্রিয় হয়ে ওঠেছেন তারা।

উভয়েই বহিষ্কারাদেশ প্রত্যাহার চেয়ে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বরাবর আবেদন পাঠিয়েছেন বলে জানা গেছে। সমাবেশের আগে বা সমাবেশের দিন তাদের বহিষ্কারাদেশ প্রত্যাহার হতে পারে এমন গুঞ্জনও রয়েছে নগরজুড়ে। তবে দলের ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু জানান, তাদের বিষয়ে অবস্থান সুস্পষ্ট।

যেহেতু দল থেকে বহিষ্কার করা হয়েছে, তাই কোন অবস্থাতেই গণসমাবেশ মঞ্চে বা দলীয় প্ল্যাটফর্মে তারা আসতে পারবেন না। কোন মেসেজ আসলে আয়োজকরা জানবেন। মনিরুল হক সাক্কু কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও কুমিল্লা সিটির দুইবারের মেয়র। অন্যদিকে নিজাম উদ্দিন কায়সার স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক (কুমিল্লা বিভাগ) ও কুমিল্লা মহানগর স্বেচ্ছাসেবক দলের সভাপতি ছিলেন। এছাড়া নিজাম কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক ও সাবেক এমপি হাজী আমিন উর রশিদ ইয়াছিনের শ্যালক।

দলীয় সূত্রে জানা যায়, গত ১৫ জুন তৃতীয় দফায় অনুষ্ঠিত কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনে বিএনপি দলীয়ভাবে নির্বাচন থেকে বিরত থাকলেও সাবেক মেয়র মনিরুল হক সাক্কু টেবিল ঘড়ি এবং নিজাম উদ্দিন কায়সার ঘোড়া প্রতিকে অংশ নেন।

এতে উভয়কে কেন্দ্র থেকে বহিষ্কার করা হয়। ওই নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী আরফানুল হক রিফাত মেয়র নির্বাচিত হন। তবে দল থেকে বহিষ্কার হলেও সাক্কু ও নিজাম বিএনপির সঙ্গেই থাকার ঘোষণা দিয়ে দলীয় কর্মকা- চালিয়ে যেতে থাকেন। এদিকে আগামী ২৬ নভেম্বর বিএনপির কুমিল্লা বিভাগীয় সম্মেলন সফল করতে বিএনপি এরই মধ্যে বেশ কয়েকটি সাংগঠনিক সভা করেছে। এসব সভায় নিজাম উদ্দিন কায়সার তার কর্মী-সমর্থকদের নিয়ে অংশ নেন। তবে মনিরুল হক সাক্কু এসব প্রস্তুতি সভায় না আসলেও দলীয় সমর্থকদের নিয়ে আলাদাভাবে প্রচারণা শুরু করেছেন। নগরীর টাউন হল মাঠে সমাবেশস্থল ছাড়াও গুরুত্বপূর্ণ পয়েন্টে ছবিসহ ব্যানার-ফেস্টুন সাঁটানো হয়।

বহিষ্কার হওয়ার মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি নিজাম উদ্দিন কায়সার বলেন, ‘আমাদের বহিষ্কারাদেশ প্রত্যাহার হবে এমন কথা অনেকেই বলছেন, চূড়ান্ত বিষয়টি কেন্দ্রীয় নেতারা ভালো বলতে পারবেন, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বরাবর বহিষ্কারাদেশ প্রত্যাহার চেয়ে আবেদন করেছি। স্থানীয় জনগণের চাপে এবং ভালোবাসায় এ সিদ্ধান্ত নিয়েছি। তিনি আরও বলেন, দল আমাকে ছেড়ে দিলেও আমি তো দল ছেড়ে যাইনি, দল বহিষ্কারাদেশ প্রত্যাহার না করলেও বিএনপির নীতি আদর্শ থেকে বিচ্যুত হয়ে অন্য কোন দলে যাওয়ারও সম্ভাবনা নাই। কর্মী-সমর্থকদের নিয়ে মহাসমাবেশ সফল করতে মাঠে আছি, মাঠে থাকবো।’

কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক ও কুমিল্লা সিটি করপোরেশনের সাবেক মেয়র মনিরুল হক সাক্কু বলেন, ‘দশটি বছর এ সিটি করপোরেশনের মেয়রের দায়িত্ব ছিলাম। নগরবাসীর সুখে-দুঃখে তাদের পাশে দাঁড়িয়েছি। নির্বাচনের ৩ মাস আগে তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের সঙ্গে যোগাযোগ করেছি। দল নির্বাচন করুক বা না করুক জনগণের দিকে চেয়ে নির্বাচন অংশগ্রহণের জন্য তৃণমূল নেতারা অনুরোধ করেন। নগরবাসীর ভালোবাসার কারণে আমি নির্বাচন করেছি।

যে কারণে আমি বহিষ্কৃত হয়েছি। আমি কোন পদ বা স্টেজে লালায়িত না। আমি জিয়াউর রহমানের আদর্শের রাজনীতি করি। গণসমাবেশে কেন্দ্রীয় নেতা যারা আসবেন, আমি সাধারণ কর্মী হিসেবে মাঠে থেকে তাদের কথা শুনব। শেকল দিয়ে বেঁধেও আমাকে মঞ্চে নিতে পারবে না বা বললেও আমি যাব না। আমি বিএনপিতে ছিলাম, এখনও আছি, আমরণ থাকবো। কেন এবং কোন প্রেক্ষাপটে সিটি নির্বাচনে অংশ নিয়ে ছিলাম এর ব্যখা দিয়ে গত মাসে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বরাবর আবেদনে বিস্তারিত উল্লেখ করেছি। আশা করি বিষয়টি ইতিবাচক হিসেবেই তিনি দেখবেন।’

কুমিল্লা মহানগর বিএনপির সদস্য-সচিব ইউসুফ মোল্লা টিপু বলেন, ‘তারা দলীয় শৃঙ্খলা ভঙ্গ করেছেন, তাদের ফেরত নেয়া হয়েছে, এমনটি এখনও ঘটেনি। আমি যেটুকু জানি বহিষ্কারাদেশ প্রত্যাহারের বিষয়ে হাইকমান্ড এখনও কোন চিন্তা করছে না। প্রচারণার মাধ্যমে তারা মাঠে আছেন, এটা কৌশল হিসেবে তারা জানান দিচ্ছেন। তিনি বলেন, দল পরিচালনা করছেন আগামীর রাষ্ট্রনায়ক তারেক রহমান। কে কোথায় কি করছেন তিনি সবকিছু অবগত। সংগঠনের নিয়ম-শৃঙ্খলার ক্ষেত্রে তিনি কোন ছাড় দেন না। তিনি অনেক বিচক্ষণ। তিনি ভেবেচিন্তে তাদের বিষয়ে সাংগঠনিক সিদ্ধান্ত নিবেন।’

কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক ও সাবেক সংসদ সদস্য হাজী আমিন-উর রশীদ ইয়াছিন বলেন, ‘দল তাদের বৈধভাবে বহিষ্কার করেছে। দল নির্বাচনে অংশগ্রহণ করেনি এবং নির্বাচনে অংশগ্রহণ করার জন্য কাউকে অনুমতি দেয়নি। দলের কমান্ডের বাইরে গিয়ে তারা নিজেরা নিজেরা নির্বাচন করেছে। যেহেতু তারা দলের বাইরে গিয়েছে, দল তাদের বহিষ্কার করেছে। দল একশ’ পার্সেন্ট ঠিক।’

সাক্কু ও নিজামের দলে ফেরার বিষয়ে দলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (কুমিল্লা বিভাগ) মোস্তাক মিয়া বলেন, ‘বহিষ্কারাদেশ প্রত্যাহার করা না করার বিষয়টি দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেখছেন, এখানে আমার মন্তব্য করার এখনও সময় আসেনি। তিনি (তারেক রহমান) যা ভালো মনে করবেন তাই করবেন।’

বিএনপির ভাইস-চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু বলেন, ‘এটা নিয়ে আমার বক্তব্য সুস্পষ্ট। তারা আজীবনের জন্য বহিষ্কার। কিন্তু কেউ যদি দাঁড়িয়ে বলে আমি বেগম খালেদা জিয়ার জন্য বা বিএনপির জন্য কাজ করতে চাই। এতে আমার বাধা দেয়ার কোন সুযোগ নেই। তারা মঞ্চ বা প্ল্যাটফর্মে আসতে পারবে না। দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে যেহেতু তারা নির্বাচনে অংশ নিয়েছেন, দল এখনও তাদের গ্রহণ করেনি।’

ছবি

কক্সবাজারে সাগরে গোসলে নেমে চবি শিক্ষার্থীর মৃত্যু, নিখোঁজ ২

শাহজাহান খানের দোসরদের সাথে সাবেক মেয়র আরিফের গোপন বৈঠক, দাবি সড়ক পরিবহন মালিক সমিতি সভাপতির

ছবি

ধনবাড়ীতে সড়ক দুর্ঘটনায় দুই নারী ও এক কিশোর নিহত, আহত ২

মোহনগঞ্জ পৌর শহরে দুই সপ্তাহ ধরে পানিবন্দি শতাধিক পরিবার, দুর্ভোগ চরমে

ছবি

কুলাউড়ায় পৃথ্বিমপাশা নবাব বাড়িতে আশুরা পালিত

চুয়াডাঙ্গা গাছ থেকে পড়ে কৃষকের মৃত্যু

মোড়েলগঞ্জে বাগান থেকে যুবকের মৃতদেহ উদ্ধার

মোহনগঞ্জের পাটি শিল্প কদর আছে সারাদেশে

ছবি

শ্রীমঙ্গলের আতর আলী এখন কৃষি উদ্যোক্তা

ছবি

প্রবাস ফেরত আফজাল শেখের সাফল্যের গল্প

ছবি

মহাসড়কের পাশে ময়লার ভাগাড় সরালেন ইউএনও

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বহিষ্কৃত নেতা গ্রেপ্তার

ছবি

স্বেচ্ছাশ্রমে রাস্তা সংস্কার করলো স্কাউটস সদস্যরা

বাংলাদেশ থেকে চিরতরে দুর্নীতি দূর করতে হবে রাণীনগরে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম

ছবি

দামুড়হুদায় ছড়িয়ে পড়েছে গরুর লাম্পি স্কিন, দিশাহারা খামারিরা

যমুনেশ্বরী নদীতে দুই শিক্ষার্থীর মৃত্যু

ছবি

মৎস্য ভান্ডার খ্যাত সিরাজগঞ্জ থেকে হারিয়ে যেতে বসেছে বিল

সাভারে সংখ্যালঘু পরিবারের জমি দখলের চেষ্টার অভিযোগ

সাঘাটায় যৌথ বাহিনী অভিযানেগ্রেপ্তার ৬

ঝিকরগাছায় বিদেশি পিস্তলসহ আসামি গ্রেপ্তার

ছবি

প্রশাসনের তৎপরতায়ও বন্ধ হচ্ছে না ভূগর্ভস্থ পানি উত্তোলন

মহেশপুর সীমান্তে বিজিবির পৃথক অভিযানে মাদক উদ্ধার ১২ বাংলাদেশী আটক

কুষ্টিয়ায় অবৈধভাবে বালু উত্তোলন, জেল-জরিমানা

কেন্দুয়ায় ধর্ষণ ও আত্মহত্যার ঘটনায় মানববন্ধন-মামলা

নান্দাইলে বজ্রপাতে বাবা-ছেলের মৃত্যু

রাজশাহীতে বিদেশি পিস্তল গুলি উদ্ধার

ছবি

পদ্মায় মিলছে না প্রত্যাশিত ইলিশ খালি হাতে ফিরছেন জেলেরা

কুয়াকাটায় এক ইলিশ বিক্রি ৮ হাজারে

বিএনপির মনোনয়ন প্রত্যাশী জর্জের মতবিনিময়

ছবি

দেশের অন্যতম শিল্পাঞ্চল সীতাকুণ্ড

ছবি

পৌরবাসীর অভাবনীয় দুর্ভোগ মোরেলগঞ্জে ৬ দিনের টানা বর্ষণে ২ হাজার পরিবার জলাবদ্ধতায়

জুলাই শহীদ নারী যোদ্ধারা যেন হারিয়ে না যায় : উপদেষ্টা শারমিন

মোরেলগঞ্জে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার

ছবি

দোয়ারাবাজারে নদীভাঙনে বিলীন হচ্ছে জনপদ, আতঙ্কে শত শত পরিবার

জামলা আবাসন থেকে ডাকাতিয়া খাল পর্যন্ত রাস্তার বেহাল দশা

নিষিদ্ধ চায়না জালে ঘাটাইলে অস্তিত্ব সংকটে দেশীয় মাছ!

tab

সারাদেশ

কুমিল্লায় বিএনপির গণসমাবেশ ঘিরে ফের আলোচনায় বহিষ্কৃত সাক্কু-নিজাম

প্রতিনিধি, কুমিল্লা

বৃহস্পতিবার, ২৪ নভেম্বর ২০২২

বিএনপির কুমিল্লা বিভাগীয় গণসমাবেশ ঘিরে ফের আলোচনায় কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনে দলীয় সিদ্ধান্ত অমান্য করে স্বতন্ত্র প্রতীকে প্রার্থী হওয়া মনিরুল হক সাক্কু ও নিজাম উদ্দিন কায়সার। দল থেকে বহিষ্কৃত হলেও নিজ নিজ অনুসারীদের নিয়ে লিফলেট বিতরণসহ ব্যানার-ফেস্টুন টানিয়ে প্রচারণায় সক্রিয় হয়ে ওঠেছেন তারা।

উভয়েই বহিষ্কারাদেশ প্রত্যাহার চেয়ে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বরাবর আবেদন পাঠিয়েছেন বলে জানা গেছে। সমাবেশের আগে বা সমাবেশের দিন তাদের বহিষ্কারাদেশ প্রত্যাহার হতে পারে এমন গুঞ্জনও রয়েছে নগরজুড়ে। তবে দলের ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু জানান, তাদের বিষয়ে অবস্থান সুস্পষ্ট।

যেহেতু দল থেকে বহিষ্কার করা হয়েছে, তাই কোন অবস্থাতেই গণসমাবেশ মঞ্চে বা দলীয় প্ল্যাটফর্মে তারা আসতে পারবেন না। কোন মেসেজ আসলে আয়োজকরা জানবেন। মনিরুল হক সাক্কু কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও কুমিল্লা সিটির দুইবারের মেয়র। অন্যদিকে নিজাম উদ্দিন কায়সার স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক (কুমিল্লা বিভাগ) ও কুমিল্লা মহানগর স্বেচ্ছাসেবক দলের সভাপতি ছিলেন। এছাড়া নিজাম কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক ও সাবেক এমপি হাজী আমিন উর রশিদ ইয়াছিনের শ্যালক।

দলীয় সূত্রে জানা যায়, গত ১৫ জুন তৃতীয় দফায় অনুষ্ঠিত কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনে বিএনপি দলীয়ভাবে নির্বাচন থেকে বিরত থাকলেও সাবেক মেয়র মনিরুল হক সাক্কু টেবিল ঘড়ি এবং নিজাম উদ্দিন কায়সার ঘোড়া প্রতিকে অংশ নেন।

এতে উভয়কে কেন্দ্র থেকে বহিষ্কার করা হয়। ওই নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী আরফানুল হক রিফাত মেয়র নির্বাচিত হন। তবে দল থেকে বহিষ্কার হলেও সাক্কু ও নিজাম বিএনপির সঙ্গেই থাকার ঘোষণা দিয়ে দলীয় কর্মকা- চালিয়ে যেতে থাকেন। এদিকে আগামী ২৬ নভেম্বর বিএনপির কুমিল্লা বিভাগীয় সম্মেলন সফল করতে বিএনপি এরই মধ্যে বেশ কয়েকটি সাংগঠনিক সভা করেছে। এসব সভায় নিজাম উদ্দিন কায়সার তার কর্মী-সমর্থকদের নিয়ে অংশ নেন। তবে মনিরুল হক সাক্কু এসব প্রস্তুতি সভায় না আসলেও দলীয় সমর্থকদের নিয়ে আলাদাভাবে প্রচারণা শুরু করেছেন। নগরীর টাউন হল মাঠে সমাবেশস্থল ছাড়াও গুরুত্বপূর্ণ পয়েন্টে ছবিসহ ব্যানার-ফেস্টুন সাঁটানো হয়।

বহিষ্কার হওয়ার মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি নিজাম উদ্দিন কায়সার বলেন, ‘আমাদের বহিষ্কারাদেশ প্রত্যাহার হবে এমন কথা অনেকেই বলছেন, চূড়ান্ত বিষয়টি কেন্দ্রীয় নেতারা ভালো বলতে পারবেন, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বরাবর বহিষ্কারাদেশ প্রত্যাহার চেয়ে আবেদন করেছি। স্থানীয় জনগণের চাপে এবং ভালোবাসায় এ সিদ্ধান্ত নিয়েছি। তিনি আরও বলেন, দল আমাকে ছেড়ে দিলেও আমি তো দল ছেড়ে যাইনি, দল বহিষ্কারাদেশ প্রত্যাহার না করলেও বিএনপির নীতি আদর্শ থেকে বিচ্যুত হয়ে অন্য কোন দলে যাওয়ারও সম্ভাবনা নাই। কর্মী-সমর্থকদের নিয়ে মহাসমাবেশ সফল করতে মাঠে আছি, মাঠে থাকবো।’

কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক ও কুমিল্লা সিটি করপোরেশনের সাবেক মেয়র মনিরুল হক সাক্কু বলেন, ‘দশটি বছর এ সিটি করপোরেশনের মেয়রের দায়িত্ব ছিলাম। নগরবাসীর সুখে-দুঃখে তাদের পাশে দাঁড়িয়েছি। নির্বাচনের ৩ মাস আগে তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের সঙ্গে যোগাযোগ করেছি। দল নির্বাচন করুক বা না করুক জনগণের দিকে চেয়ে নির্বাচন অংশগ্রহণের জন্য তৃণমূল নেতারা অনুরোধ করেন। নগরবাসীর ভালোবাসার কারণে আমি নির্বাচন করেছি।

যে কারণে আমি বহিষ্কৃত হয়েছি। আমি কোন পদ বা স্টেজে লালায়িত না। আমি জিয়াউর রহমানের আদর্শের রাজনীতি করি। গণসমাবেশে কেন্দ্রীয় নেতা যারা আসবেন, আমি সাধারণ কর্মী হিসেবে মাঠে থেকে তাদের কথা শুনব। শেকল দিয়ে বেঁধেও আমাকে মঞ্চে নিতে পারবে না বা বললেও আমি যাব না। আমি বিএনপিতে ছিলাম, এখনও আছি, আমরণ থাকবো। কেন এবং কোন প্রেক্ষাপটে সিটি নির্বাচনে অংশ নিয়ে ছিলাম এর ব্যখা দিয়ে গত মাসে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বরাবর আবেদনে বিস্তারিত উল্লেখ করেছি। আশা করি বিষয়টি ইতিবাচক হিসেবেই তিনি দেখবেন।’

কুমিল্লা মহানগর বিএনপির সদস্য-সচিব ইউসুফ মোল্লা টিপু বলেন, ‘তারা দলীয় শৃঙ্খলা ভঙ্গ করেছেন, তাদের ফেরত নেয়া হয়েছে, এমনটি এখনও ঘটেনি। আমি যেটুকু জানি বহিষ্কারাদেশ প্রত্যাহারের বিষয়ে হাইকমান্ড এখনও কোন চিন্তা করছে না। প্রচারণার মাধ্যমে তারা মাঠে আছেন, এটা কৌশল হিসেবে তারা জানান দিচ্ছেন। তিনি বলেন, দল পরিচালনা করছেন আগামীর রাষ্ট্রনায়ক তারেক রহমান। কে কোথায় কি করছেন তিনি সবকিছু অবগত। সংগঠনের নিয়ম-শৃঙ্খলার ক্ষেত্রে তিনি কোন ছাড় দেন না। তিনি অনেক বিচক্ষণ। তিনি ভেবেচিন্তে তাদের বিষয়ে সাংগঠনিক সিদ্ধান্ত নিবেন।’

কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক ও সাবেক সংসদ সদস্য হাজী আমিন-উর রশীদ ইয়াছিন বলেন, ‘দল তাদের বৈধভাবে বহিষ্কার করেছে। দল নির্বাচনে অংশগ্রহণ করেনি এবং নির্বাচনে অংশগ্রহণ করার জন্য কাউকে অনুমতি দেয়নি। দলের কমান্ডের বাইরে গিয়ে তারা নিজেরা নিজেরা নির্বাচন করেছে। যেহেতু তারা দলের বাইরে গিয়েছে, দল তাদের বহিষ্কার করেছে। দল একশ’ পার্সেন্ট ঠিক।’

সাক্কু ও নিজামের দলে ফেরার বিষয়ে দলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (কুমিল্লা বিভাগ) মোস্তাক মিয়া বলেন, ‘বহিষ্কারাদেশ প্রত্যাহার করা না করার বিষয়টি দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেখছেন, এখানে আমার মন্তব্য করার এখনও সময় আসেনি। তিনি (তারেক রহমান) যা ভালো মনে করবেন তাই করবেন।’

বিএনপির ভাইস-চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু বলেন, ‘এটা নিয়ে আমার বক্তব্য সুস্পষ্ট। তারা আজীবনের জন্য বহিষ্কার। কিন্তু কেউ যদি দাঁড়িয়ে বলে আমি বেগম খালেদা জিয়ার জন্য বা বিএনপির জন্য কাজ করতে চাই। এতে আমার বাধা দেয়ার কোন সুযোগ নেই। তারা মঞ্চ বা প্ল্যাটফর্মে আসতে পারবে না। দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে যেহেতু তারা নির্বাচনে অংশ নিয়েছেন, দল এখনও তাদের গ্রহণ করেনি।’

back to top