সীতাকুন্ড (চট্টগ্রাম) : ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুন্ড অংশে সংস্কার চলছে। এর ফলে সৃষ্টি হচ্ছে যানজট -সংবাদ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুন্ড অংশে চলছে সংস্কার কাজ। সংস্কারে সুবিধার্থে বন্ধ করে দেওয়া হয়েছে চট্টগ্রামমুখি লেইন। যার ফলে মহাসড়কে সৃষ্টি হয়েছে যানজটের। যানজটের কবলে পড়ে দুর্ভোগে পড়েছে হাজার হাজার যাত্রী। স্থানীয়দের মুখে শোনা যায়, আগামী ৪ঠা ডিসেম্বর চট্টগ্রামের পলোগ্রাউন্ড মাঠে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আগমন উপলক্ষ্যে সড়ক সংস্কারের কাজ চলছে। সড়ক ও জনপদ বিভাগ বলছেন নিয়মিত সড়ক সংস্কারের কাজ হিসেবে সড়ক সংস্কার করা হচ্ছে। সড়ক সংস্কার কাজ সকাল ১০টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত চলবে। কিন্তু সড়ক সংস্কারের কারণে সৃষ্ট যানজট রাত ১০ টা পযন্ত দেখা যায়। সরজমিনে দেখা যায়, বুধবার সকাল ১০ টা থেকে সড়ক সংস্কারের কাজ শুরু হয়। এতে বেলা বাড়ার সাথে সাথে যানজট বাড়তে থাকে। দুপুর ১টার দিকে সড়ক সংস্কারের কাজের সুবিধার্থে চট্টগ্রামমুখী লেইন বন্ধ করে দেওয়া হয়। তাতে চট্টগ্রামমুখি গাড়িগুলো ঢাকামুখি লেইনে উল্টো চলতে শুরু করে। যার কারণে যানজটের তীব্রতা বৃদ্ধি পাই। এতে ভোগান্তিতে পড়ে দূরপাল্লার বাসসহ বিভিন্ন যানবাহন। বিকাল সাড়ে চারটার দিকে দেখা যায় চট্টগ্রাম নগরীর সিটি গেইট থেকে কাশেম জুট মেইল এলাকা পর্যন্ত অন্তত ১৩ কিলোমিটার পর্যন্ত দীর্ঘ যানজট সৃষ্টি হয়েছে। বাপ্পি নামের এক কাভার্ডভ্যান চালক বলেন, সিটি গেইট থেকে দুই কিলোমিটারের পথ আসতে প্রায় দেড় ঘন্টার অধিক সময় লেগেছে। স্থানীয় সচেতন মহল বলছেন, সড়ক সংস্কারের কাজ যদি রাতে করা যায় তাহলে সাধারণ মানুষ এই দুর্ভোগে পড়তো না।
বারআউলিয়া হাইওয়ে থানার ওসি বেলাল হোসেন জাহাঙ্গীর বলেন, সড়ক সংস্কারের কারণে গাড়ি একটু ধীর গতিতে চলছে কিন্তু কোথাও যানজট সৃষ্টি হয়নি। এ ছাড়া বিভিন্ন শিল্প প্রতিষ্ঠানের গাড়ি ইউটার্ন করায়ও যানজট সৃষ্টি হয়। তিনি আরো বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা চট্টগ্রাম আগমন উপলক্ষ্যে মহাসড়কের সংস্কার ও সৌন্দর্য বর্ধনের কাজ চলছে। যানজট নিরসনে বারআউলিয়া হাইওয়ে থানার পুলিশের দুটি টিম কাজ করছে। সড়ক ও জনপদ বিভাগের সদর এলাকার উপবিভাগীয় প্রকৌশলী নিজাম উদ্দিন বলেন, সড়ক সংস্কারের নিয়মিত কাজ হিসেবে মহাসড়ক সংস্কার কাজ করা হচ্ছে। এছাড়াও প্রধানমন্ত্রী চট্টগ্রাম আগমন উপলক্ষে হয়তো এই সড়কটি ব্যবহার করতে পারে তাই সৌন্দর্য বর্ধনের কাজ করা হচ্ছে।
সীতাকুন্ড (চট্টগ্রাম) : ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুন্ড অংশে সংস্কার চলছে। এর ফলে সৃষ্টি হচ্ছে যানজট -সংবাদ
বৃহস্পতিবার, ০১ ডিসেম্বর ২০২২
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুন্ড অংশে চলছে সংস্কার কাজ। সংস্কারে সুবিধার্থে বন্ধ করে দেওয়া হয়েছে চট্টগ্রামমুখি লেইন। যার ফলে মহাসড়কে সৃষ্টি হয়েছে যানজটের। যানজটের কবলে পড়ে দুর্ভোগে পড়েছে হাজার হাজার যাত্রী। স্থানীয়দের মুখে শোনা যায়, আগামী ৪ঠা ডিসেম্বর চট্টগ্রামের পলোগ্রাউন্ড মাঠে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আগমন উপলক্ষ্যে সড়ক সংস্কারের কাজ চলছে। সড়ক ও জনপদ বিভাগ বলছেন নিয়মিত সড়ক সংস্কারের কাজ হিসেবে সড়ক সংস্কার করা হচ্ছে। সড়ক সংস্কার কাজ সকাল ১০টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত চলবে। কিন্তু সড়ক সংস্কারের কারণে সৃষ্ট যানজট রাত ১০ টা পযন্ত দেখা যায়। সরজমিনে দেখা যায়, বুধবার সকাল ১০ টা থেকে সড়ক সংস্কারের কাজ শুরু হয়। এতে বেলা বাড়ার সাথে সাথে যানজট বাড়তে থাকে। দুপুর ১টার দিকে সড়ক সংস্কারের কাজের সুবিধার্থে চট্টগ্রামমুখী লেইন বন্ধ করে দেওয়া হয়। তাতে চট্টগ্রামমুখি গাড়িগুলো ঢাকামুখি লেইনে উল্টো চলতে শুরু করে। যার কারণে যানজটের তীব্রতা বৃদ্ধি পাই। এতে ভোগান্তিতে পড়ে দূরপাল্লার বাসসহ বিভিন্ন যানবাহন। বিকাল সাড়ে চারটার দিকে দেখা যায় চট্টগ্রাম নগরীর সিটি গেইট থেকে কাশেম জুট মেইল এলাকা পর্যন্ত অন্তত ১৩ কিলোমিটার পর্যন্ত দীর্ঘ যানজট সৃষ্টি হয়েছে। বাপ্পি নামের এক কাভার্ডভ্যান চালক বলেন, সিটি গেইট থেকে দুই কিলোমিটারের পথ আসতে প্রায় দেড় ঘন্টার অধিক সময় লেগেছে। স্থানীয় সচেতন মহল বলছেন, সড়ক সংস্কারের কাজ যদি রাতে করা যায় তাহলে সাধারণ মানুষ এই দুর্ভোগে পড়তো না।
বারআউলিয়া হাইওয়ে থানার ওসি বেলাল হোসেন জাহাঙ্গীর বলেন, সড়ক সংস্কারের কারণে গাড়ি একটু ধীর গতিতে চলছে কিন্তু কোথাও যানজট সৃষ্টি হয়নি। এ ছাড়া বিভিন্ন শিল্প প্রতিষ্ঠানের গাড়ি ইউটার্ন করায়ও যানজট সৃষ্টি হয়। তিনি আরো বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা চট্টগ্রাম আগমন উপলক্ষ্যে মহাসড়কের সংস্কার ও সৌন্দর্য বর্ধনের কাজ চলছে। যানজট নিরসনে বারআউলিয়া হাইওয়ে থানার পুলিশের দুটি টিম কাজ করছে। সড়ক ও জনপদ বিভাগের সদর এলাকার উপবিভাগীয় প্রকৌশলী নিজাম উদ্দিন বলেন, সড়ক সংস্কারের নিয়মিত কাজ হিসেবে মহাসড়ক সংস্কার কাজ করা হচ্ছে। এছাড়াও প্রধানমন্ত্রী চট্টগ্রাম আগমন উপলক্ষে হয়তো এই সড়কটি ব্যবহার করতে পারে তাই সৌন্দর্য বর্ধনের কাজ করা হচ্ছে।