গাজীপুরের কালিয়াকৈর উপজেলার পূর্বচান্দরা বোর্ডমিল এলাকায় বুধবার সকাল সাড়ে ৮টার দিকে একটি বসত-বাড়িতে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায় আগুনে পুড়ে গেছে ওই বসত-বাড়ির ৬টি কক্ষ ও কক্ষের ভিতরে থাকা সমস্ত মালামাল। এলাকাবাসী ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, কালিয়াকৈর উপজেলার পূর্বচান্দরা বোর্ডমিল এলাকায় বুধবার (১ ফেব্রুয়ারি) সকালে মোঃ মাসুদ সিকদারের বসত-বাড়িতে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। প্রথমে ওই বসত-বাড়ির একটি কক্ষে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটে। মুহুর্তের মধ্যে আগুন অন্যান্য কক্ষে ছড়িয়ে পড়ে। এসময় প্রথমে এলাকাবাসী আগুন নিভাতে চেষ্টা করে পরে ফায়ার সার্ভিসে খবর দেয়। খবর পেয়ে কালিয়াকৈর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আধা ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে আগুনের লেলিহানে ওই বসত-বাড়ির ৬টি কক্ষ ও কক্ষের ভিতরে থাকা মালামাল পুড়ে যায়। এতে প্রায় ৪ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। কালিয়াকৈর ফায়ার সার্ভিসের ওয়্যারহাউজ ইন্সপেক্টর সাইফুল ইসলাম অগ্নিকান্ডের বিষয়টি নিশ্চিত করে বলেন, খবর পেয়ে কালিয়াকৈর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট সকাল পৌনে ৯টার দিকে ঘটনাস্থলে গিয়ে আধা ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট হতে এ অগ্নিকান্ডের সূত্রপাত হয়েছে। এছাড়া তাৎক্ষনিক ভাবে আগুনের পুড়ে যাওয়ার ক্ষয়ক্ষতির পরিমান ৪ লক্ষ টাকা হবে বলেও জানান তিনি।
বুধবার, ০১ ফেব্রুয়ারী ২০২৩
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার পূর্বচান্দরা বোর্ডমিল এলাকায় বুধবার সকাল সাড়ে ৮টার দিকে একটি বসত-বাড়িতে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায় আগুনে পুড়ে গেছে ওই বসত-বাড়ির ৬টি কক্ষ ও কক্ষের ভিতরে থাকা সমস্ত মালামাল। এলাকাবাসী ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, কালিয়াকৈর উপজেলার পূর্বচান্দরা বোর্ডমিল এলাকায় বুধবার (১ ফেব্রুয়ারি) সকালে মোঃ মাসুদ সিকদারের বসত-বাড়িতে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। প্রথমে ওই বসত-বাড়ির একটি কক্ষে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটে। মুহুর্তের মধ্যে আগুন অন্যান্য কক্ষে ছড়িয়ে পড়ে। এসময় প্রথমে এলাকাবাসী আগুন নিভাতে চেষ্টা করে পরে ফায়ার সার্ভিসে খবর দেয়। খবর পেয়ে কালিয়াকৈর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আধা ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে আগুনের লেলিহানে ওই বসত-বাড়ির ৬টি কক্ষ ও কক্ষের ভিতরে থাকা মালামাল পুড়ে যায়। এতে প্রায় ৪ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। কালিয়াকৈর ফায়ার সার্ভিসের ওয়্যারহাউজ ইন্সপেক্টর সাইফুল ইসলাম অগ্নিকান্ডের বিষয়টি নিশ্চিত করে বলেন, খবর পেয়ে কালিয়াকৈর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট সকাল পৌনে ৯টার দিকে ঘটনাস্থলে গিয়ে আধা ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট হতে এ অগ্নিকান্ডের সূত্রপাত হয়েছে। এছাড়া তাৎক্ষনিক ভাবে আগুনের পুড়ে যাওয়ার ক্ষয়ক্ষতির পরিমান ৪ লক্ষ টাকা হবে বলেও জানান তিনি।