পটুয়াখালীর মির্জাগঞ্জে বাড়ির আঙিনায় ডোবার পানিতে ডুবে আয়ান নামে তিন বছরের এক শিশুর মৃত্যুর খবর পাওয়া গেছে। গত বুধবার উপজেলার মির্জাগঞ্জ ইউনিয়নের মনোহরখালী মাধ্যমিক বিদ্যালয়ের পেছনে এ ঘটনা ঘটে। শিশু আয়ান ওই বাড়ির মো. রাসেল হাওলাদারের ছেলে। পারিবারিক সূত্রে জানা যায়, ঘটনার দিন বিকেলে শিশু আয়ানকে বাড়ির সামনে খেলতে দেখে তার মা বাড়ির পাশে মাঠে শাক তুলতে যায়। সন্ধ্যায় বাড়িতে ফিরে শিশু আয়ানকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজির একপর্যায়ে বাড়ির পাশে ডোবার পানিতে ভাসতে দেখে। পরে স্বজনরা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে সেখানে চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন। মির্জাগঞ্জ থানার ওসি আনোয়ার হোসেন বলেন, স্বজনদের কোন অভিযোগ না থাকায় লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
বৃহস্পতিবার, ০২ ফেব্রুয়ারী ২০২৩
পটুয়াখালীর মির্জাগঞ্জে বাড়ির আঙিনায় ডোবার পানিতে ডুবে আয়ান নামে তিন বছরের এক শিশুর মৃত্যুর খবর পাওয়া গেছে। গত বুধবার উপজেলার মির্জাগঞ্জ ইউনিয়নের মনোহরখালী মাধ্যমিক বিদ্যালয়ের পেছনে এ ঘটনা ঘটে। শিশু আয়ান ওই বাড়ির মো. রাসেল হাওলাদারের ছেলে। পারিবারিক সূত্রে জানা যায়, ঘটনার দিন বিকেলে শিশু আয়ানকে বাড়ির সামনে খেলতে দেখে তার মা বাড়ির পাশে মাঠে শাক তুলতে যায়। সন্ধ্যায় বাড়িতে ফিরে শিশু আয়ানকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজির একপর্যায়ে বাড়ির পাশে ডোবার পানিতে ভাসতে দেখে। পরে স্বজনরা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে সেখানে চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন। মির্জাগঞ্জ থানার ওসি আনোয়ার হোসেন বলেন, স্বজনদের কোন অভিযোগ না থাকায় লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।