শিশু হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন করে হত্যাকারীকে গ্রেপ্তার করেছে গাজীপুর মহানগরের বাসন থানা পুলিশ।
বৃহস্পতিবার (২৩ মার্চ) সকালে মহানগর গোয়েন্দা পুলিশ কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এই তথ্য জানিয়েছেন ডিসি ডিবি ও মিডিয়া মোহাম্মদ ইব্রাহিম খান।
তিনি বলেন, গত ১৩ মার্চ গাজীপুর মহানগরীর বাসন থানার পেয়ারা বাগান এলাকা থেকে ৬ বছরের শিশু শাখাওয়াতের লাশ উদ্ধার করে পুলিশ। হত্যাকাণ্ডের এক সপ্তাহ পর গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ থেকে নিহত শিশুর হত্যাকারী তাহারুলকে (৩৫) গ্রেপ্তার করা হয়।
নিহত শাখাওয়াত হোসেন বাবা-মায়ের সাথে গাজীপুরের পেয়ারা বাগান এলাকায় বসবাস করতো।
বৃহস্পতিবার, ২৩ মার্চ ২০২৩
শিশু হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন করে হত্যাকারীকে গ্রেপ্তার করেছে গাজীপুর মহানগরের বাসন থানা পুলিশ।
বৃহস্পতিবার (২৩ মার্চ) সকালে মহানগর গোয়েন্দা পুলিশ কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এই তথ্য জানিয়েছেন ডিসি ডিবি ও মিডিয়া মোহাম্মদ ইব্রাহিম খান।
তিনি বলেন, গত ১৩ মার্চ গাজীপুর মহানগরীর বাসন থানার পেয়ারা বাগান এলাকা থেকে ৬ বছরের শিশু শাখাওয়াতের লাশ উদ্ধার করে পুলিশ। হত্যাকাণ্ডের এক সপ্তাহ পর গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ থেকে নিহত শিশুর হত্যাকারী তাহারুলকে (৩৫) গ্রেপ্তার করা হয়।
নিহত শাখাওয়াত হোসেন বাবা-মায়ের সাথে গাজীপুরের পেয়ারা বাগান এলাকায় বসবাস করতো।