‘শরীরের বিভিন্ন অংশে রশি দিয়ে পেচিয়ে বহন করা হতো ফেনসিডিল। আইনশৃংখলাবাহিনীর নজর এড়াতে সাথে রাখা হতো শিশু বাচ্চাও। এভাবেই কুমিল্লা থেকে ঢাকায় পাচার করতো ফেনসিডিলসহ বিভিন্ন মাদকদ্রব্য। নগরীর টমছমব্রীজ এলাকা থেকে ৩ নারীকে গ্রেফতারের পর বেরিয়ে এসেছে মাদক পাচারের এমন কৌশল। এসময় তাদের কাছ থেকে উদ্ধার করা হয় ১২৬ বোতল ফেনসিডিল। শনিবার (২৫ মার্চ) সকালে র্যাব-১১ কার্যালয় থেকে দেয়া প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
র্যাব জানায়, র্যাব-১১, সিপিসি-২ এর একটি দল গত শুক্রবার রাতে নগরীর টমছমব্রীজ এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে ১২৬ বোতল ফেন্সিডিলসহ আপন দুই বোন, একজন সহযোগীসহ ৩ জন নারীকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হচ্ছে- নারায়নগঞ্জ জেলার ফতুল্লা থানার পিলকুনি গ্রামের শিউলি বেগম ও সিমা বেগম এবং কুমিল্লার দেবিদ্বার থানার হোসেনপুর গ্রামের মোসাঃ নাছিমা আক্তার।
র্যাব-১১ এর কোম্পানী অধিনায়ক মেজর মোহাম্মদ সাকিব হোসেন জানান, গ্রেফতারকৃতরা দীর্ঘদিন যাবৎ নারায়নগঞ্জ, কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে ফেন্সিডিলসহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল। জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা জানায়, তারা স্বল্পদামে কুমিল্লা থেকে ফেন্সিডিল ক্রয় করে ঢাকাসহ আশেপাশের এলাকায় অধিক দামে বিক্রি করত।
শনিবার, ২৫ মার্চ ২০২৩
‘শরীরের বিভিন্ন অংশে রশি দিয়ে পেচিয়ে বহন করা হতো ফেনসিডিল। আইনশৃংখলাবাহিনীর নজর এড়াতে সাথে রাখা হতো শিশু বাচ্চাও। এভাবেই কুমিল্লা থেকে ঢাকায় পাচার করতো ফেনসিডিলসহ বিভিন্ন মাদকদ্রব্য। নগরীর টমছমব্রীজ এলাকা থেকে ৩ নারীকে গ্রেফতারের পর বেরিয়ে এসেছে মাদক পাচারের এমন কৌশল। এসময় তাদের কাছ থেকে উদ্ধার করা হয় ১২৬ বোতল ফেনসিডিল। শনিবার (২৫ মার্চ) সকালে র্যাব-১১ কার্যালয় থেকে দেয়া প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
র্যাব জানায়, র্যাব-১১, সিপিসি-২ এর একটি দল গত শুক্রবার রাতে নগরীর টমছমব্রীজ এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে ১২৬ বোতল ফেন্সিডিলসহ আপন দুই বোন, একজন সহযোগীসহ ৩ জন নারীকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হচ্ছে- নারায়নগঞ্জ জেলার ফতুল্লা থানার পিলকুনি গ্রামের শিউলি বেগম ও সিমা বেগম এবং কুমিল্লার দেবিদ্বার থানার হোসেনপুর গ্রামের মোসাঃ নাছিমা আক্তার।
র্যাব-১১ এর কোম্পানী অধিনায়ক মেজর মোহাম্মদ সাকিব হোসেন জানান, গ্রেফতারকৃতরা দীর্ঘদিন যাবৎ নারায়নগঞ্জ, কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে ফেন্সিডিলসহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল। জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা জানায়, তারা স্বল্পদামে কুমিল্লা থেকে ফেন্সিডিল ক্রয় করে ঢাকাসহ আশেপাশের এলাকায় অধিক দামে বিক্রি করত।