পটুয়াখালীর মির্জাগঞ্জে পুকুরের পানিতে পড়ে সেতারা বেগম (৭৫) নামের এক বৃদ্ধা নারীর মৃত্যু হয়েছে। গত শুক্রবার সকালে উপজেলার মির্জাগঞ্জ ইউনিয়নের দক্ষিণ ঘটকের আন্দুয়া গ্রামে গ্রামে এ ঘটনা ঘটে। সেতারা বেগম ওই গ্রামের মৃত আব্দুল মান্নানের স্ত্রী।
নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, শুক্রবার ফজরের নামাজের জন্য অজু করতে গিয়ে সকলের অজান্তে বাড়ির পাশে পুকুরে পড়ে যান তিনি। দীর্ঘক্ষণ হলেও ঘরে না ফেরায় পরিবারের লোকজন তাকে খোঁজাখুঁজি করতে থাকে। একপর্যায়ে সকালে পুকুরের পানিতে তার মরদেহ ভাসতে দেখে উদ্ধার করে স্বজনরা। স্থানীয় ইউপি চেয়ারম্যান এ্যাডভোকেট আবুল বাসার (নাসির) এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
এ ব্যাপারে মির্জাগঞ্জ থানার ওসি আনোয়ার হোসেন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল গিয়ে লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করে। তবে প্রাথমিকভাবে অস্বাভাবিক কিছু মনে হয়নি। এবিষয় কোনো অভিযোগ না থাকায় মরদেহ দাফনের জন্য পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
শনিবার, ২৭ মে ২০২৩
পটুয়াখালীর মির্জাগঞ্জে পুকুরের পানিতে পড়ে সেতারা বেগম (৭৫) নামের এক বৃদ্ধা নারীর মৃত্যু হয়েছে। গত শুক্রবার সকালে উপজেলার মির্জাগঞ্জ ইউনিয়নের দক্ষিণ ঘটকের আন্দুয়া গ্রামে গ্রামে এ ঘটনা ঘটে। সেতারা বেগম ওই গ্রামের মৃত আব্দুল মান্নানের স্ত্রী।
নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, শুক্রবার ফজরের নামাজের জন্য অজু করতে গিয়ে সকলের অজান্তে বাড়ির পাশে পুকুরে পড়ে যান তিনি। দীর্ঘক্ষণ হলেও ঘরে না ফেরায় পরিবারের লোকজন তাকে খোঁজাখুঁজি করতে থাকে। একপর্যায়ে সকালে পুকুরের পানিতে তার মরদেহ ভাসতে দেখে উদ্ধার করে স্বজনরা। স্থানীয় ইউপি চেয়ারম্যান এ্যাডভোকেট আবুল বাসার (নাসির) এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
এ ব্যাপারে মির্জাগঞ্জ থানার ওসি আনোয়ার হোসেন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল গিয়ে লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করে। তবে প্রাথমিকভাবে অস্বাভাবিক কিছু মনে হয়নি। এবিষয় কোনো অভিযোগ না থাকায় মরদেহ দাফনের জন্য পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।