টাঙ্গাইলের ধনবাড়ীতে কাভার্ড ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে একটি বসত ঘরে উল্টে পরায় ঘুমন্ত অবস্থায় মা ও মেয়ের মৃত্যু হয়েছে। এই ঘটনায় বাবা আহত হয়েছে। গুরুত্বর আহতবস্থায় তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
নিহতরা হলেন, ধনবাড়ী উপজেলার নলহরা এলাকার গনেশ চন্দ্র রবি দাসের স্ত্রী ফুল রানী রবি দাস (৩৯) ও মেয়ে রাধিকা রানী রবি দাস (১১)। মঙ্গলবার (৩০ মে) ভোর রাত সাড়ে ৩ টার দিকে টাঙ্গাইল-জামালপুর মহাসড়কের উপজেলার নলহরা বাজার এলাকায় এই ঘটনা ঘটে। এই ঘটনায় নিহতের বাড়ীতে চলছে স্বজদের আহাজারি। নিহতের স্বজন সজীব ও ভীম রবিদাস জানান, রাতে খাবার খেয়ে সকলেই ঘুমিয়ে পড়েছিলাম। এরমধ্যেই হঠাৎ করে বিকট শব্দ শুনতে পাই। ঘুম থেকে জেগে দেখি আমার ভাই গনেশের ঘরের উপর কাভার্ড ভ্যান উল্টে পড়ে আছে। এতে বিছানায় শুয়ে থাকা আমার ভাই তার স্ত্রী ও মেয়ে তিনজনই গুরুত্বর রক্তাক্ত অবস্থায় বের করে দেখি ভাই বাদে মা, মেয়ে দুজনেই মারা গেছেন। অদক্ষ চালকের কারণেই আজকে মহাসড়ক ছেড়ে বাড়ীর উপরে গাড়ী উঠিয়ে দিয়েছে। আমরা এঘটনার সঠিক বিচার দাবী করছি। ধনবাড়ী থানার অফিসার ইনচার্জ ওসি এইচ এম জসিম উদ্দিন জানান, ঢাকা থেকে ছেড়ে আসা একটি কাভার্ড ভ্যান জামালপুরের দিকে যাচ্ছিলো।
বুধবার, ৩১ মে ২০২৩
টাঙ্গাইলের ধনবাড়ীতে কাভার্ড ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে একটি বসত ঘরে উল্টে পরায় ঘুমন্ত অবস্থায় মা ও মেয়ের মৃত্যু হয়েছে। এই ঘটনায় বাবা আহত হয়েছে। গুরুত্বর আহতবস্থায় তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
নিহতরা হলেন, ধনবাড়ী উপজেলার নলহরা এলাকার গনেশ চন্দ্র রবি দাসের স্ত্রী ফুল রানী রবি দাস (৩৯) ও মেয়ে রাধিকা রানী রবি দাস (১১)। মঙ্গলবার (৩০ মে) ভোর রাত সাড়ে ৩ টার দিকে টাঙ্গাইল-জামালপুর মহাসড়কের উপজেলার নলহরা বাজার এলাকায় এই ঘটনা ঘটে। এই ঘটনায় নিহতের বাড়ীতে চলছে স্বজদের আহাজারি। নিহতের স্বজন সজীব ও ভীম রবিদাস জানান, রাতে খাবার খেয়ে সকলেই ঘুমিয়ে পড়েছিলাম। এরমধ্যেই হঠাৎ করে বিকট শব্দ শুনতে পাই। ঘুম থেকে জেগে দেখি আমার ভাই গনেশের ঘরের উপর কাভার্ড ভ্যান উল্টে পড়ে আছে। এতে বিছানায় শুয়ে থাকা আমার ভাই তার স্ত্রী ও মেয়ে তিনজনই গুরুত্বর রক্তাক্ত অবস্থায় বের করে দেখি ভাই বাদে মা, মেয়ে দুজনেই মারা গেছেন। অদক্ষ চালকের কারণেই আজকে মহাসড়ক ছেড়ে বাড়ীর উপরে গাড়ী উঠিয়ে দিয়েছে। আমরা এঘটনার সঠিক বিচার দাবী করছি। ধনবাড়ী থানার অফিসার ইনচার্জ ওসি এইচ এম জসিম উদ্দিন জানান, ঢাকা থেকে ছেড়ে আসা একটি কাভার্ড ভ্যান জামালপুরের দিকে যাচ্ছিলো।