ঝিনাইদহে স্কুল ফাঁকি দিয়ে পার্কে আড্ডা দেয়ার সময় ৬০ শিক্ষার্থীকে আটক করে পুলিশ। জেলা শহরে কিশোর গ্যাং প্রতিরোধে নেয়া উদ্যোগের অংশ হিসেবে স্কুল চলাকালীন সময়ে কঠোরভাবে মনিটরিং করছে পুলিশ।
গত বৃহস্পতিবার দুপুরে ঝিনাইদহের বিভিন্ন পার্কে আড্ডা দেয়া অবস্থায় ৬০ স্কুল শিক্ষার্থীকে আটক করে পুলিশ।
জানা গেছে, স্কুল ফাঁকি দিয়ে শিক্ষার্থীরা আড্ডা দিচ্ছে- এমন খবর পেয়ে শহরের বিভিন্ন পার্কে অভিযান চালিয়ে তাদের আটক করে থানায় নিয়ে যায় পুলিশ। পরে সতর্ক করে অভিভাবকদের জিম্মায় তাদেরকে ছেড়ে দেয়া হয়।
এ প্রসঙ্গে ঝিনাইদহ সদর থানার ওসি শেখ মোহাম্মদ সোহেল রানা জানান, কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে কঠোর অবস্থান গ্রহণের অংশ হিসেবে পুলিশের এমন অভিযান অব্যাহত থাকবে।
শুক্রবার, ০২ জুন ২০২৩
ঝিনাইদহে স্কুল ফাঁকি দিয়ে পার্কে আড্ডা দেয়ার সময় ৬০ শিক্ষার্থীকে আটক করে পুলিশ। জেলা শহরে কিশোর গ্যাং প্রতিরোধে নেয়া উদ্যোগের অংশ হিসেবে স্কুল চলাকালীন সময়ে কঠোরভাবে মনিটরিং করছে পুলিশ।
গত বৃহস্পতিবার দুপুরে ঝিনাইদহের বিভিন্ন পার্কে আড্ডা দেয়া অবস্থায় ৬০ স্কুল শিক্ষার্থীকে আটক করে পুলিশ।
জানা গেছে, স্কুল ফাঁকি দিয়ে শিক্ষার্থীরা আড্ডা দিচ্ছে- এমন খবর পেয়ে শহরের বিভিন্ন পার্কে অভিযান চালিয়ে তাদের আটক করে থানায় নিয়ে যায় পুলিশ। পরে সতর্ক করে অভিভাবকদের জিম্মায় তাদেরকে ছেড়ে দেয়া হয়।
এ প্রসঙ্গে ঝিনাইদহ সদর থানার ওসি শেখ মোহাম্মদ সোহেল রানা জানান, কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে কঠোর অবস্থান গ্রহণের অংশ হিসেবে পুলিশের এমন অভিযান অব্যাহত থাকবে।