প্রচণ্ড গরমে কুমিল্লার দাউদকান্দি উপজেলার এক বিদ্যালয়ের দুই শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়ে। এর কিছুক্ষণ পার না হতেই আরও ২০ শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়ে। এদের মধ্যে দুই জনকে দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্রেক্সে ভর্তি করা হয়েছে। বাকি ২০ জন প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছে।
আজ বুধবার (০৭ জুন) বেলা ১১টা থেকে দুপুর ১টার মধ্যে গৌরীপুর সুবল আফতাব উচ্চ বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। অর্ধবার্ষিক পরীক্ষার প্রথমদিন এ ঘটনার পর সুবল আফতাব উচ্চ বিদ্যালয়ের বুধবার ও বৃহস্পতিবারের পরীক্ষা স্থগিত করা হয়েছে।
২২ শিক্ষার্থী অসুস্থ হওয়ার বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মহিনুল হাসান এবং উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. তৌহিদ আল হাসান।
তৌহিদ আল হাসান বলেন, ‘বুধবার সুবল আফতাব উচ্চ বিদ্যালয়ে পরীক্ষা চলছিল। এ সময় দুই শিক্ষার্থী হঠাৎ অসুস্থ হয়ে পড়ে। তাদের দেখে বাকি ২০ জন অসুস্থ হয়। দুই শিক্ষার্থী গরমে অসুস্থ হলেও অন্যরা ভয় ও আতঙ্কে অসুস্থ হয়েছে। তারা গরমে অসুস্থ হয়নি। দুই জন চিকিৎসাধীন আছে। বাকিদের যথাযথ চিকিৎসার মাধ্যমে সুস্থ করে তোলা হয়েছে। চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে গেছে তারা।’
এভাবে অসুস্থ হওয়ার কারণ হিসেবে এই স্বাস্থ্য কর্মকর্তা বলেন, ‘ভয় ও আতঙ্কে এভাবে শিক্ষার্থীদের অসুস্থ হওয়াকে গণমনস্তাত্ত্বিক রোগ বলে। আমরা তাদের যথাযথ চিকিৎসা দিয়েছি। তারা সবাই শঙ্কামুক্ত।’
একই কথা বলেছেন কুমিল্লার সিভিল সার্জন নাছিমা আক্তার। তিনি বলেন, ‘একজনকে দেখে অন্যদের অসুস্থ হওয়ার প্রবণতা মাঝেমধ্যে দেখা যায়। এটি ভয় এবং আতঙ্কে হয়।’
ইউএনও মহিনুল হাসান বলেন, ‘প্রচণ্ড গরমের কারণে গৌরীপুর সুবল আফতাব উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের আজ ও আগামীকালের অর্ধবার্ষিক পরীক্ষা স্থগিত রাখা হয়েছে। এ বিষয়ে পরে ব্যবস্থা নেওয়া হবে।’
সুবল আফতাব উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সেলিম বলেন, ‘ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে বিদ্যালয়ের সব শ্রেণির অর্ধবার্ষিক পরীক্ষা স্থগিত করা হয়েছে।’
এর আগে মঙ্গলবার একই বিদ্যালয়ের এক শিক্ষার্থী তালের শাঁস খেয়ে বমি করতে করতে মারা যায়। অনেকের ধারণা, ওই শিক্ষার্থী গরমে অসুস্থ হয়ে মারা গেছে। মারা যাওয়া শিশুটির নাম হাবিবা আক্তার (১২)। সে বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী এবং পাশের তিতাস উপজেলার চান্দনাগেরচর গ্রামের জিয়াউল হকের মেয়ে।
তবে প্রধান শিক্ষক মো. সেলিম বলেন, ‘হাবিবা নামের ওই শিক্ষার্থী সকালে নাশতা না খেয়েই স্কুলে চলে আসে। বেলা পৌনে ১১টার দিকে তার মা বিদ্যালয়ে নাশতার জন্য রুটি, ভাজি ও তালের শাঁস দিয়ে চলে যান। হাবিবা শুধু তালের শাঁস খেয়েই ক্লাসে প্রবেশ করে। কিছুক্ষণের মধ্যেই তার বমি শুরু হয়। বমি করতে করতে অজ্ঞান হয়ে যায়। শিক্ষক-শিক্ষার্থীরা মাথায় পানি ঢালেন এবং প্রাথমিক চিকিৎসা দেন। অবস্থার উন্নতি না দেখে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানকার চিকিৎসক তাকে ঢাকায় নিয়ে যেতে বলেন। কিন্তু পথেই মারা যায় হাবিবা।’
কুমিল্লার ডেপুটি সিভিল সার্জন নিসর্গ মেরাজ চৌধুরী বলেন, ‘ওই শিশুর মৃত্যু কীভাবে হয়েছে, তা ময়নাতদন্ত রিপোর্ট ছাড়া বলা যাচ্ছে না। তবে যাদের বয়স ১৫-এর নিচে তাদের খালি পেটে লিচু ও তালের শাঁস জাতীয় খাবার খাওয়ানো উচিত নয়। এতে মৃত্যু ঘটতে পারে। এর আগেও মৃত্যুর ঘটনা ঘটেছে। খালি পেটে তালের শাঁস ও লিচু জাতীয় খাবার এই বয়সের শিশু-কিশোরদের পেটে সহ্য হয় না।’
বুধবার, ০৭ জুন ২০২৩
প্রচণ্ড গরমে কুমিল্লার দাউদকান্দি উপজেলার এক বিদ্যালয়ের দুই শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়ে। এর কিছুক্ষণ পার না হতেই আরও ২০ শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়ে। এদের মধ্যে দুই জনকে দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্রেক্সে ভর্তি করা হয়েছে। বাকি ২০ জন প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছে।
আজ বুধবার (০৭ জুন) বেলা ১১টা থেকে দুপুর ১টার মধ্যে গৌরীপুর সুবল আফতাব উচ্চ বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। অর্ধবার্ষিক পরীক্ষার প্রথমদিন এ ঘটনার পর সুবল আফতাব উচ্চ বিদ্যালয়ের বুধবার ও বৃহস্পতিবারের পরীক্ষা স্থগিত করা হয়েছে।
২২ শিক্ষার্থী অসুস্থ হওয়ার বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মহিনুল হাসান এবং উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. তৌহিদ আল হাসান।
তৌহিদ আল হাসান বলেন, ‘বুধবার সুবল আফতাব উচ্চ বিদ্যালয়ে পরীক্ষা চলছিল। এ সময় দুই শিক্ষার্থী হঠাৎ অসুস্থ হয়ে পড়ে। তাদের দেখে বাকি ২০ জন অসুস্থ হয়। দুই শিক্ষার্থী গরমে অসুস্থ হলেও অন্যরা ভয় ও আতঙ্কে অসুস্থ হয়েছে। তারা গরমে অসুস্থ হয়নি। দুই জন চিকিৎসাধীন আছে। বাকিদের যথাযথ চিকিৎসার মাধ্যমে সুস্থ করে তোলা হয়েছে। চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে গেছে তারা।’
এভাবে অসুস্থ হওয়ার কারণ হিসেবে এই স্বাস্থ্য কর্মকর্তা বলেন, ‘ভয় ও আতঙ্কে এভাবে শিক্ষার্থীদের অসুস্থ হওয়াকে গণমনস্তাত্ত্বিক রোগ বলে। আমরা তাদের যথাযথ চিকিৎসা দিয়েছি। তারা সবাই শঙ্কামুক্ত।’
একই কথা বলেছেন কুমিল্লার সিভিল সার্জন নাছিমা আক্তার। তিনি বলেন, ‘একজনকে দেখে অন্যদের অসুস্থ হওয়ার প্রবণতা মাঝেমধ্যে দেখা যায়। এটি ভয় এবং আতঙ্কে হয়।’
ইউএনও মহিনুল হাসান বলেন, ‘প্রচণ্ড গরমের কারণে গৌরীপুর সুবল আফতাব উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের আজ ও আগামীকালের অর্ধবার্ষিক পরীক্ষা স্থগিত রাখা হয়েছে। এ বিষয়ে পরে ব্যবস্থা নেওয়া হবে।’
সুবল আফতাব উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সেলিম বলেন, ‘ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে বিদ্যালয়ের সব শ্রেণির অর্ধবার্ষিক পরীক্ষা স্থগিত করা হয়েছে।’
এর আগে মঙ্গলবার একই বিদ্যালয়ের এক শিক্ষার্থী তালের শাঁস খেয়ে বমি করতে করতে মারা যায়। অনেকের ধারণা, ওই শিক্ষার্থী গরমে অসুস্থ হয়ে মারা গেছে। মারা যাওয়া শিশুটির নাম হাবিবা আক্তার (১২)। সে বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী এবং পাশের তিতাস উপজেলার চান্দনাগেরচর গ্রামের জিয়াউল হকের মেয়ে।
তবে প্রধান শিক্ষক মো. সেলিম বলেন, ‘হাবিবা নামের ওই শিক্ষার্থী সকালে নাশতা না খেয়েই স্কুলে চলে আসে। বেলা পৌনে ১১টার দিকে তার মা বিদ্যালয়ে নাশতার জন্য রুটি, ভাজি ও তালের শাঁস দিয়ে চলে যান। হাবিবা শুধু তালের শাঁস খেয়েই ক্লাসে প্রবেশ করে। কিছুক্ষণের মধ্যেই তার বমি শুরু হয়। বমি করতে করতে অজ্ঞান হয়ে যায়। শিক্ষক-শিক্ষার্থীরা মাথায় পানি ঢালেন এবং প্রাথমিক চিকিৎসা দেন। অবস্থার উন্নতি না দেখে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানকার চিকিৎসক তাকে ঢাকায় নিয়ে যেতে বলেন। কিন্তু পথেই মারা যায় হাবিবা।’
কুমিল্লার ডেপুটি সিভিল সার্জন নিসর্গ মেরাজ চৌধুরী বলেন, ‘ওই শিশুর মৃত্যু কীভাবে হয়েছে, তা ময়নাতদন্ত রিপোর্ট ছাড়া বলা যাচ্ছে না। তবে যাদের বয়স ১৫-এর নিচে তাদের খালি পেটে লিচু ও তালের শাঁস জাতীয় খাবার খাওয়ানো উচিত নয়। এতে মৃত্যু ঘটতে পারে। এর আগেও মৃত্যুর ঘটনা ঘটেছে। খালি পেটে তালের শাঁস ও লিচু জাতীয় খাবার এই বয়সের শিশু-কিশোরদের পেটে সহ্য হয় না।’