alt

অর্থ-বাণিজ্য

দাম বেঁধে দিলেও প্রভাব পড়ছে না বাজারে, মানছে না ব্যবসায়ীরা

আমিরুল মোমিনিন সাগর : শুক্রবার, ১৫ সেপ্টেম্বর ২০২৩

সরকার ডিম, আলু ও পেঁয়াজের দাম বেঁধে দেয়ার পরে বাজারে তার একটুও প্রভাব পড়েনি। আগের দামেই বিক্রি হচ্ছে পণ্য তিনটি। হঠাৎ করে দুই সপ্তাহের ব্যবধানে সাদা এলাচের দাম অনেক বেড়ে গেছে। মাঝারি মানের যে সাদা এলাচ কেজি ১৮শ’ থেকে ১৯শ’ টাকা বিক্রি হতো তা এখন ২৪শ’ টাকায় বিক্রি হচ্ছে। শুক্রবার (১৫ সেপ্টেম্বর) রাজধানীর কয়েকটি বাজার, দোকান ও বাজারে আসা ক্রেতা-বিক্রেতাদের সঙ্গে কথা বলে এসব চিত্রই পাওয়া গেছে।

গত বৃহস্পতিবার বাণিজ্য মন্ত্রণালয় পেঁয়াজ, আলু ও ডিমের সর্বোচ্চ খুচরা মূল্য বেঁধে দেন। তাতে খুচরা পর্যায়ে প্রতিটি ডিমের দাম সর্বোচ্চ ১২ টাকা, প্রতি কেজি আলু ৩৫ থেকে ৩৬ টাকা এবং দেশি পেঁয়াজ ৬৪ থেকে ৬৫ টাকা নির্ধারণ করা হয়।

বাজার ঘুরে দেখা যায়, এক হালি ফার্মের মুরগির লাল ডিম বিক্রি হচ্ছে ৫০ থেকে ৫৫ টাকায়। আর ডজন বিক্রি হচ্ছে ১৫০ থেকে ১৫৫ টাকায়। আলু বিক্রি হচ্ছে ৫০ থেকে ৫২ টাকা কেজি দরে। বাজার ও মানভেদে দেশি পেঁয়াজ বিক্রি হচ্ছে কেজি ৭৫ থেকে ৯০ টাকায়। আর আমদানি করা পেঁয়াজ বিক্রি হচ্ছে ৬০ থেকে ৭০ টাকায়। পাশাপাশি মানভেদে দেশি রসুন বিক্রি হচ্ছে ২২০ থেকে ২৪০ টাকায়।

সরকারি সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) শুক্রবারের প্রতিবেদনে দেখা যায়, ফার্মের মুরগির ডিমের হালি ৫০ থেকে ৫৩ টাকা। দেশি পেঁয়াজ কেজি ৭০ থেকে ৮০ টাকা, আমদানি পেঁয়াজ ৬০ থেকে ৭০ টাকা। আর আলুর কেজি ৪৩ থেকে ৫০ টাকা দেখানো হয়েছে।

নিত্যপণ্যের দামের বিষয়ে কথা হয় বেসরকারি চাকরিজীবী মাসুদ মিয়ার সঙ্গে। তিনি বলেন, ‘বাজারে পাঁচশ’ টাকা নিয়ে গেলে কাঁচা বাজারই হয় না, মাছ-মাংস খাবেন ক্যামনে। মাছ-মাংসের যে দাম! জীবন চলা নিয়ে হিমশিম অবস্থা। মাসে বেতন পাই বারো হাজার টাকা। গত দেড় বছরে সব পণ্যের দাম বেড়েছে দুই-তিনগুণ। অথচ দেড় বছরে দেড় টাকাও বেতন বাড়েনি।’

তিনি আরও বলেন, ‘সরকার দাম বেধে দিলেও ব্যবসায়ীরা তো মানতেছে না। তাদের মনমতোই দাম বাড়াচ্ছে। শুক্রবার তিনটি পণ্যের দাম কমানোর ঘোষণা দিলেও আগের দামেই বিক্রি করছে। ঘটনা হলো বাজার মনিটরিং কম হচ্ছে।’

রাজধানীর কারওয়ান বাজারের কিচেন মার্কেটের গেটের সামনের রাস্তায় ফার্মের মুরগির ডিম বিক্রি করছেন মোহিন। তিনি বলেন, ‘হালি ৫০ আর ডজন ১৫০ টাকা। এক সপ্তাহ ধরে এই রেটেই আছে।’

ফার্মের মুরগির ডিমের দামের বিষয়ে জানতে চাইলে তেজগাঁও মা-বাবার দোয়া ডিমের আড়তের বিক্রেতা বেলায়েত হোসেন বলেন, ‘আমরা সমিতি থেকে একশো ডিম ১,১৬০ টাকা কিনে এনে ১,১৮০ টাকায় বিক্রি করছি। শুক্রবারও একই রেটে বিক্রি করেছি।’

মসলার বাজার ঘুরে দেখা গেছে, বাজারে নতুন করে দাম বেড়েছে সাদা এলাচের। পণ্যটির দাম কেজিতে বেড়েছে ৪০০ থেকে ৫০০ টাকা। মানভেদে বাজারে সাদা এলাচ বিক্রি হচ্ছে ২০০০ থেকে ২,৪০০ টাকা কেজি। যা এক সপ্তাহ আগেও বিক্রি হয়েছিল ১,৬০০ থেকে ২০০০ টাকা কেজি। এ ছাড়া জিরা মসলা বিক্রি হচ্ছে কেজি ১,১৫০ থেকে ১,২০০ টাকায়। মসলার দর-দামের বিষয়ে জানতে চাইলে রাজধানীর কারওয়ান বাজারের ইউসুফ জেনারেল স্টোরের ইউসুফ মিয়া জানান, ‘মাঝারি মানের সাদা এলাচ দুই সপ্তাহ আগেও কেজি ১,৮০০ থেকে ১,৯০০ টাকা ছিল, সেই এলাচ আজ ২,৪০০ টাকা।’

তিনি অভিযোগ করে বলেন, ‘পাবলিকের কোটি কোটি মারি লইয়া যাচ্ছে, ভোক্তা অধিকার মেডিকেলের দিকে যায় না। খালি পেসার মাপে মেডিকেলে ১০০ টাকা। ল্যাবএইডে সিদ্দিক সাহেব আগে ডাক্তার ভিজিট নিতো ১,৫০০ টাকা, এখন নেয় ২,৫০০ টাকা।’

সাদা এলাচের দাম বৃদ্ধির কারণ জানতে চাইলে একই বাজারের ওমর ফারুক বলেন, ‘আমরা যে পাইকারীর কাছ থেকে মাল (মসলা) নিয়ে আসি তাদেরকে আমদানি কারকরা বলেছে, সরকার কেজিতে ৬০০ টাকা ভ্যাট ধরেছে, তাই দাম বাড়ছে। আমরা তাই শুনে আসছি।’

নিত্যপণ্যের দামের বিষয়ে কয়েকদিন আগে বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সি বলেন, ‘বর্তমান সরকারের সময়োচিত ব্যবস্থা গ্রহণের ফলে দ্রব্যমূল্য স্থিতিশীল রাখা সম্ভব হয়েছে।’ এই বক্তব্যের ইমেজ কপি ফেইসবুকে সাবেক ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা কামরুল হাসান খোকনকে ট্যাগ করে সমীর ভৌমিক। তিনি লেখেন, ‘এসব মনগড়া অসত্য কথা না বলে সত্যি কথা বলুন। সত্য কথা বললে মান বাড়ে। দ্রব্যমূল্যের মাত্রাতিরিক্ত ঊর্ধ্বগতিতে মানুষ অবর্ণনীয় দুর্ভোগে রয়েছে। দেশে এমন কোন দ্রব্য, পণ্য নেই যেসবের দাম বৃদ্ধি পায়নি। বরং অধিকাংশ দ্রব্য-পণ্যের মূল্য দুই আড়াই গুণ পর্যন্ত বেড়েছে। এসব কথা বললে মানুষের সঙ্গে নির্মম রসিকতা করা হয়। মানুষের যন্ত্রণা হয়। আপনাদের প্রতি ভক্তি থাকে না। নির্বাচনের বাকি তিন মাসের কাছাকাছি। এ সময় ভ্রান্তি, ভুল কিছু হয়ে থাকলে সেসব নিয়ে জনগণের সঙ্গে কথা বলুন। করজোড়ে নিবেদন করুন।’

দ্রব্যমূল্যের দামের ঊর্দ্ধগতির প্রেক্ষাপটে শুক্রবার জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের বলেন, ‘এখন নানা অজুহাত দিয়ে দাম নিয়ন্ত্রণহীন করা হচ্ছে। সরকার সম্পূর্ণভাবে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে ব্যর্থ হয়েছে।’

কয়েকটি খাদ্য পণ্যের দাম বেঁধে দেয়ায় প্রেক্ষিতে কীভাবে বাজার পর্যবেক্ষণ হবে এসব বিষয়ে শুক্রবার রংপুরে টিপু মুনশি বলেন, ‘ভোক্তা অধিকারের যথেষ্ট পরিমাণ লোকের অভাব রয়েছে। এরপরেও প্রধানমন্ত্রীর নির্দেশে আমরা শক্ত অবস্থানে রয়েছি। মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের বেঁধে দেয়া দাম ঠিক করে দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়।’

তিনি বলেন, ‘আমরা সবাই মিলে বাজার নিয়ন্ত্রণের চেষ্টা করছি। আমাদের বিশাল বাজার। বাণিজ্য মন্ত্রণালয়ের কিছুটা ঘাটতি থাকতে পারে। সেটি কাভার করার চেষ্টা করা হচ্ছে। তবে পর্যাপ্ত জনবল না থাকায় কিছু অসাধু ব্যবসায়ী সুবিধা নিচ্ছেন। মুক্ত বাজার অর্থনীতিতে সব সময় ব্যবসায়ীদের যে চাপে রাখা যায়, তা কিন্তু নয়। আমরা বাজার নিয়ন্ত্রণে এক কোটি পরিবারকে সাশ্রয়ী মূল্যে খাবার দিচ্ছি।’

দেশে উৎপাদিত ডিম ও আলুর দাম নির্ধারণ নিয়ে তিনি বলেন, ‘যখন যে পণ্যের মজুদ কমে যায়, তখন সেই পণ্যের দাম নির্ধারণ করে সরকার। সেটা দেশি বা বিদেশি পণ্য হতে পারে।’

শুক্রবার নির্ধারিত দামে পণ্য বিক্রি হচ্ছে কিনা তা তদারকি করতে অভিযান চালায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। অভিযান শেষে আবদুল জব্বার বলেন, বাণিজ্যমন্ত্রীর নির্দেশে এবং ভোক্তা অধিকার অধিদপ্তরের মহাপরিচালকের সার্বিক তত্ত্বাবধানে সারাদেশে ডিম, সয়াবিন তেল, আলু, পেঁয়াজের যে দাম নির্ধারণ করে দিয়েছে সরকার, তা তদারকি করার জন্যই মূলত আজকের এই অভিযান।

তিনি বলেন, যেহেতু শুক্রবারই এই মূল্য তালিকা নির্ধারণ করা হয়েছে তাই ব্যবসায়ী মহল এখনও এই ব্যাপারে সিনসিয়ার না, তারা আগের মূল্য তালিকাই রেখে দিয়েছে। তিনটি প্রতিষ্ঠানে আমরা অনিয়ম পেয়েছি। ডিমের একটি প্রতিষ্ঠানে আমরা অতিরিক্ত দামে বিক্রি করার অনিয়ম পেয়ে তাকে আইনের আওতায় এনেছি। আর অন্য প্রতিষ্ঠানগুলো নির্ধারিত দামেই বিক্রি করছে।

এই কর্মকর্তা জানান, পেঁয়াজের ক্ষেত্রে সরকার যে মূল্য নির্ধারণ করে দিয়েছে তা দুটি প্রতিষ্ঠানে দেখিনি। ফলে তাদের আইনের আওতায় আনা হয়েছে। বাকি প্রতিষ্ঠানগুলো আমাদের উপস্থিতিতে মূল্য তালিকা ঠিক করেছে। আমরা আশা করছি, যেহেতু প্রথমদিন তাই একটু সময় লাগছে। বিকেল থেকে বা আগামীকাল থেকে এটি স্বাভাবিক হয়ে যাবে।

পাঁচ ব্যাংককে গ্যারান্টি দিতে সম্মত বাংলাদেশ ব্যাংক

ছবি

এনজিও’র সঞ্চয় ও ঋণের কিস্তি পরিশোধে বিকাশ

ছবি

আইএফএ ২০২৪ প্রদর্শনীতে অনারের চমক

ছবি

নগদে এবার ‘ব্যবস্থাপনা পর্ষদ’ দিল বাংলাদেশ ব্যাংক

ছবি

বর্তমান সরকারের উন্নয়ন পরিকল্পনার সঙ্গে মেলে এমন প্রকল্প হাতে নেয়া হবে : পরিকল্পনা উপদেষ্টা

ছবি

যৌথভাবে মাস্টারকার্ডের সঙ্গে কো-ব্র্যান্ডেড কার্ড চালু করেছে সাউথইস্ট ব্যাংক ও ইনস্টাশিওর

স্যামসাং উইন্ডফ্রি এসি এক্সপেরিয়েন্স জোন

ছবি

গতিশীল প্রবাসী আয় রিজার্ভের পতন ঠেকাচ্ছে : বাংলাদেশ ব্যাংক

ছবি

ব্যাংক খাতের সংকট নিরসনে বিশ্বব্যাংকের কাছে অর্থ সহায়তা চেয়েছে সরকার

ছবি

ঋণ দিতে চার শর্ত বিশ্বব্যাংকের

এসডিজি ব্র্যান্ড চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ড পেল বিকাশ

পাঠাও ফিনটেক ট্রান্সফরমেশনে ১২ মিলিয়ন ডলারের ফান্ড রেইজ

ছবি

ডিসেম্বরের মধ্যে এডিবি থেকে বাংলাদেশ পাবে ৪০ কোটি ডলার ঋণ

ছবি

মার্চের মধ্যে এডিবি ঋণ দিচ্ছে ৯০ কোটি ডলার, বাংলাদেশ চায় আরও ১০০ কোটি

ছবি

কো-ব্র্যান্ডেড ফোরজি স্মার্টফোন আনল গ্রামীণফোন ও সিম্ফনি

ছবি

সাভারে শ্রমিক বিক্ষোভের পর ২০টি কারখানা বন্ধ, পরিস্থিতি অনেকটাই শান্ত

ছবি

গাজায় ইসরায়েলি তাণ্ডব, নিহত আরও ২৬ ফিলিস্তিনি

ছবি

বাংলাদেশে লিথিয়াম ব্যাটারি উৎপাদনে হুয়াওয়ে ও ওয়ালটনের চুক্তি

ছবি

বিদেশি বিনিয়োগে ভরসা কম, রাজস্ব আদায়ে জোর দেওয়ার আহ্বান অর্থ উপদেষ্টার

ছবি

আশুলিয়ায় শ্রমিক অসন্তোষ কমছে, উৎপাদন ফিরছে কারখানায়

ছবি

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর ছেলে জ্যোতি গ্রেপ্তার

ছবি

বাজার মূলধন বাড়লেও কমেছে সূচক-লেনদেন

আমদানির পরও বেড়েছে ডিমের দাম, বাড়তি দামে বিক্রি হচ্ছে অন্যান্য পণ্য

ছবি

নগদের ফরেনসিক নিরীক্ষা হবে

ছবি

চার বেসিস সদস্য কোম্পানি পেল এশিয়া স্মার্ট অ্যাপ অ্যাওয়ার্ডস ২০২৪

ছবি

বাংলাদেশ ব্যাংকের নতুন মুখপাত্র হুসনে আরা শিখা

ছবি

ডিমের দাম আরও বেড়েছে, আগের মতোই মাছ-মাংস-সবজি

পোশাক শিল্পে অস্থিরতা চলছেই, গাজীপুর ও আশুলিয়ায় ২২৭ কারখানা বন্ধ

ছবি

সেরা বার্ষিক প্রতিবেদনের জন্য আইসিএবি গোল্ড অ্যাওয়ার্ড পেল রবি

ছবি

রিজার্ভ ২০ বিলিয়নের নিচে: আকু বিল পরিশোধের পর নতুন নিম্নমুখী স্তর

ছবি

নগর পরিবহনে শৃঙ্খলা ভঙ্গের চেষ্টা হলে কঠোর ব্যবস্থা: ডিএসসিসি প্রশাসক

ছবি

পাথরঘাটায় সিন্ডিকেট করে বরফ বিক্রি, জিম্মি জেলে ও মৎস্য ব্যবসায়ী ৫০ হাজার পরিবার

ছবি

আশুলিয়ায় শ্রমিকদের কাজে যোগ দেওয়ার আহ্বান বিজিএমইএ সভাপতির

ছবি

ঢাকায় সমাবেশ করবে বিএনপি

ছবি

এফবিসিসিআই সভাপতির পদত্যাগ

ছবি

সাবমেরিন ক্যাবলস কোম্পানীর স্বক্ষমতা বৃদ্ধির তাগিদ উপদেষ্টা নাহিদ ইসলামের

tab

অর্থ-বাণিজ্য

দাম বেঁধে দিলেও প্রভাব পড়ছে না বাজারে, মানছে না ব্যবসায়ীরা

আমিরুল মোমিনিন সাগর

শুক্রবার, ১৫ সেপ্টেম্বর ২০২৩

সরকার ডিম, আলু ও পেঁয়াজের দাম বেঁধে দেয়ার পরে বাজারে তার একটুও প্রভাব পড়েনি। আগের দামেই বিক্রি হচ্ছে পণ্য তিনটি। হঠাৎ করে দুই সপ্তাহের ব্যবধানে সাদা এলাচের দাম অনেক বেড়ে গেছে। মাঝারি মানের যে সাদা এলাচ কেজি ১৮শ’ থেকে ১৯শ’ টাকা বিক্রি হতো তা এখন ২৪শ’ টাকায় বিক্রি হচ্ছে। শুক্রবার (১৫ সেপ্টেম্বর) রাজধানীর কয়েকটি বাজার, দোকান ও বাজারে আসা ক্রেতা-বিক্রেতাদের সঙ্গে কথা বলে এসব চিত্রই পাওয়া গেছে।

গত বৃহস্পতিবার বাণিজ্য মন্ত্রণালয় পেঁয়াজ, আলু ও ডিমের সর্বোচ্চ খুচরা মূল্য বেঁধে দেন। তাতে খুচরা পর্যায়ে প্রতিটি ডিমের দাম সর্বোচ্চ ১২ টাকা, প্রতি কেজি আলু ৩৫ থেকে ৩৬ টাকা এবং দেশি পেঁয়াজ ৬৪ থেকে ৬৫ টাকা নির্ধারণ করা হয়।

বাজার ঘুরে দেখা যায়, এক হালি ফার্মের মুরগির লাল ডিম বিক্রি হচ্ছে ৫০ থেকে ৫৫ টাকায়। আর ডজন বিক্রি হচ্ছে ১৫০ থেকে ১৫৫ টাকায়। আলু বিক্রি হচ্ছে ৫০ থেকে ৫২ টাকা কেজি দরে। বাজার ও মানভেদে দেশি পেঁয়াজ বিক্রি হচ্ছে কেজি ৭৫ থেকে ৯০ টাকায়। আর আমদানি করা পেঁয়াজ বিক্রি হচ্ছে ৬০ থেকে ৭০ টাকায়। পাশাপাশি মানভেদে দেশি রসুন বিক্রি হচ্ছে ২২০ থেকে ২৪০ টাকায়।

সরকারি সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) শুক্রবারের প্রতিবেদনে দেখা যায়, ফার্মের মুরগির ডিমের হালি ৫০ থেকে ৫৩ টাকা। দেশি পেঁয়াজ কেজি ৭০ থেকে ৮০ টাকা, আমদানি পেঁয়াজ ৬০ থেকে ৭০ টাকা। আর আলুর কেজি ৪৩ থেকে ৫০ টাকা দেখানো হয়েছে।

নিত্যপণ্যের দামের বিষয়ে কথা হয় বেসরকারি চাকরিজীবী মাসুদ মিয়ার সঙ্গে। তিনি বলেন, ‘বাজারে পাঁচশ’ টাকা নিয়ে গেলে কাঁচা বাজারই হয় না, মাছ-মাংস খাবেন ক্যামনে। মাছ-মাংসের যে দাম! জীবন চলা নিয়ে হিমশিম অবস্থা। মাসে বেতন পাই বারো হাজার টাকা। গত দেড় বছরে সব পণ্যের দাম বেড়েছে দুই-তিনগুণ। অথচ দেড় বছরে দেড় টাকাও বেতন বাড়েনি।’

তিনি আরও বলেন, ‘সরকার দাম বেধে দিলেও ব্যবসায়ীরা তো মানতেছে না। তাদের মনমতোই দাম বাড়াচ্ছে। শুক্রবার তিনটি পণ্যের দাম কমানোর ঘোষণা দিলেও আগের দামেই বিক্রি করছে। ঘটনা হলো বাজার মনিটরিং কম হচ্ছে।’

রাজধানীর কারওয়ান বাজারের কিচেন মার্কেটের গেটের সামনের রাস্তায় ফার্মের মুরগির ডিম বিক্রি করছেন মোহিন। তিনি বলেন, ‘হালি ৫০ আর ডজন ১৫০ টাকা। এক সপ্তাহ ধরে এই রেটেই আছে।’

ফার্মের মুরগির ডিমের দামের বিষয়ে জানতে চাইলে তেজগাঁও মা-বাবার দোয়া ডিমের আড়তের বিক্রেতা বেলায়েত হোসেন বলেন, ‘আমরা সমিতি থেকে একশো ডিম ১,১৬০ টাকা কিনে এনে ১,১৮০ টাকায় বিক্রি করছি। শুক্রবারও একই রেটে বিক্রি করেছি।’

মসলার বাজার ঘুরে দেখা গেছে, বাজারে নতুন করে দাম বেড়েছে সাদা এলাচের। পণ্যটির দাম কেজিতে বেড়েছে ৪০০ থেকে ৫০০ টাকা। মানভেদে বাজারে সাদা এলাচ বিক্রি হচ্ছে ২০০০ থেকে ২,৪০০ টাকা কেজি। যা এক সপ্তাহ আগেও বিক্রি হয়েছিল ১,৬০০ থেকে ২০০০ টাকা কেজি। এ ছাড়া জিরা মসলা বিক্রি হচ্ছে কেজি ১,১৫০ থেকে ১,২০০ টাকায়। মসলার দর-দামের বিষয়ে জানতে চাইলে রাজধানীর কারওয়ান বাজারের ইউসুফ জেনারেল স্টোরের ইউসুফ মিয়া জানান, ‘মাঝারি মানের সাদা এলাচ দুই সপ্তাহ আগেও কেজি ১,৮০০ থেকে ১,৯০০ টাকা ছিল, সেই এলাচ আজ ২,৪০০ টাকা।’

তিনি অভিযোগ করে বলেন, ‘পাবলিকের কোটি কোটি মারি লইয়া যাচ্ছে, ভোক্তা অধিকার মেডিকেলের দিকে যায় না। খালি পেসার মাপে মেডিকেলে ১০০ টাকা। ল্যাবএইডে সিদ্দিক সাহেব আগে ডাক্তার ভিজিট নিতো ১,৫০০ টাকা, এখন নেয় ২,৫০০ টাকা।’

সাদা এলাচের দাম বৃদ্ধির কারণ জানতে চাইলে একই বাজারের ওমর ফারুক বলেন, ‘আমরা যে পাইকারীর কাছ থেকে মাল (মসলা) নিয়ে আসি তাদেরকে আমদানি কারকরা বলেছে, সরকার কেজিতে ৬০০ টাকা ভ্যাট ধরেছে, তাই দাম বাড়ছে। আমরা তাই শুনে আসছি।’

নিত্যপণ্যের দামের বিষয়ে কয়েকদিন আগে বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সি বলেন, ‘বর্তমান সরকারের সময়োচিত ব্যবস্থা গ্রহণের ফলে দ্রব্যমূল্য স্থিতিশীল রাখা সম্ভব হয়েছে।’ এই বক্তব্যের ইমেজ কপি ফেইসবুকে সাবেক ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা কামরুল হাসান খোকনকে ট্যাগ করে সমীর ভৌমিক। তিনি লেখেন, ‘এসব মনগড়া অসত্য কথা না বলে সত্যি কথা বলুন। সত্য কথা বললে মান বাড়ে। দ্রব্যমূল্যের মাত্রাতিরিক্ত ঊর্ধ্বগতিতে মানুষ অবর্ণনীয় দুর্ভোগে রয়েছে। দেশে এমন কোন দ্রব্য, পণ্য নেই যেসবের দাম বৃদ্ধি পায়নি। বরং অধিকাংশ দ্রব্য-পণ্যের মূল্য দুই আড়াই গুণ পর্যন্ত বেড়েছে। এসব কথা বললে মানুষের সঙ্গে নির্মম রসিকতা করা হয়। মানুষের যন্ত্রণা হয়। আপনাদের প্রতি ভক্তি থাকে না। নির্বাচনের বাকি তিন মাসের কাছাকাছি। এ সময় ভ্রান্তি, ভুল কিছু হয়ে থাকলে সেসব নিয়ে জনগণের সঙ্গে কথা বলুন। করজোড়ে নিবেদন করুন।’

দ্রব্যমূল্যের দামের ঊর্দ্ধগতির প্রেক্ষাপটে শুক্রবার জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের বলেন, ‘এখন নানা অজুহাত দিয়ে দাম নিয়ন্ত্রণহীন করা হচ্ছে। সরকার সম্পূর্ণভাবে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে ব্যর্থ হয়েছে।’

কয়েকটি খাদ্য পণ্যের দাম বেঁধে দেয়ায় প্রেক্ষিতে কীভাবে বাজার পর্যবেক্ষণ হবে এসব বিষয়ে শুক্রবার রংপুরে টিপু মুনশি বলেন, ‘ভোক্তা অধিকারের যথেষ্ট পরিমাণ লোকের অভাব রয়েছে। এরপরেও প্রধানমন্ত্রীর নির্দেশে আমরা শক্ত অবস্থানে রয়েছি। মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের বেঁধে দেয়া দাম ঠিক করে দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়।’

তিনি বলেন, ‘আমরা সবাই মিলে বাজার নিয়ন্ত্রণের চেষ্টা করছি। আমাদের বিশাল বাজার। বাণিজ্য মন্ত্রণালয়ের কিছুটা ঘাটতি থাকতে পারে। সেটি কাভার করার চেষ্টা করা হচ্ছে। তবে পর্যাপ্ত জনবল না থাকায় কিছু অসাধু ব্যবসায়ী সুবিধা নিচ্ছেন। মুক্ত বাজার অর্থনীতিতে সব সময় ব্যবসায়ীদের যে চাপে রাখা যায়, তা কিন্তু নয়। আমরা বাজার নিয়ন্ত্রণে এক কোটি পরিবারকে সাশ্রয়ী মূল্যে খাবার দিচ্ছি।’

দেশে উৎপাদিত ডিম ও আলুর দাম নির্ধারণ নিয়ে তিনি বলেন, ‘যখন যে পণ্যের মজুদ কমে যায়, তখন সেই পণ্যের দাম নির্ধারণ করে সরকার। সেটা দেশি বা বিদেশি পণ্য হতে পারে।’

শুক্রবার নির্ধারিত দামে পণ্য বিক্রি হচ্ছে কিনা তা তদারকি করতে অভিযান চালায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। অভিযান শেষে আবদুল জব্বার বলেন, বাণিজ্যমন্ত্রীর নির্দেশে এবং ভোক্তা অধিকার অধিদপ্তরের মহাপরিচালকের সার্বিক তত্ত্বাবধানে সারাদেশে ডিম, সয়াবিন তেল, আলু, পেঁয়াজের যে দাম নির্ধারণ করে দিয়েছে সরকার, তা তদারকি করার জন্যই মূলত আজকের এই অভিযান।

তিনি বলেন, যেহেতু শুক্রবারই এই মূল্য তালিকা নির্ধারণ করা হয়েছে তাই ব্যবসায়ী মহল এখনও এই ব্যাপারে সিনসিয়ার না, তারা আগের মূল্য তালিকাই রেখে দিয়েছে। তিনটি প্রতিষ্ঠানে আমরা অনিয়ম পেয়েছি। ডিমের একটি প্রতিষ্ঠানে আমরা অতিরিক্ত দামে বিক্রি করার অনিয়ম পেয়ে তাকে আইনের আওতায় এনেছি। আর অন্য প্রতিষ্ঠানগুলো নির্ধারিত দামেই বিক্রি করছে।

এই কর্মকর্তা জানান, পেঁয়াজের ক্ষেত্রে সরকার যে মূল্য নির্ধারণ করে দিয়েছে তা দুটি প্রতিষ্ঠানে দেখিনি। ফলে তাদের আইনের আওতায় আনা হয়েছে। বাকি প্রতিষ্ঠানগুলো আমাদের উপস্থিতিতে মূল্য তালিকা ঠিক করেছে। আমরা আশা করছি, যেহেতু প্রথমদিন তাই একটু সময় লাগছে। বিকেল থেকে বা আগামীকাল থেকে এটি স্বাভাবিক হয়ে যাবে।

back to top