alt

অর্থ-বাণিজ্য

দাম বেঁধে দিলেও প্রভাব পড়ছে না বাজারে, মানছে না ব্যবসায়ীরা

আমিরুল মোমিনিন সাগর : শুক্রবার, ১৫ সেপ্টেম্বর ২০২৩

সরকার ডিম, আলু ও পেঁয়াজের দাম বেঁধে দেয়ার পরে বাজারে তার একটুও প্রভাব পড়েনি। আগের দামেই বিক্রি হচ্ছে পণ্য তিনটি। হঠাৎ করে দুই সপ্তাহের ব্যবধানে সাদা এলাচের দাম অনেক বেড়ে গেছে। মাঝারি মানের যে সাদা এলাচ কেজি ১৮শ’ থেকে ১৯শ’ টাকা বিক্রি হতো তা এখন ২৪শ’ টাকায় বিক্রি হচ্ছে। শুক্রবার (১৫ সেপ্টেম্বর) রাজধানীর কয়েকটি বাজার, দোকান ও বাজারে আসা ক্রেতা-বিক্রেতাদের সঙ্গে কথা বলে এসব চিত্রই পাওয়া গেছে।

গত বৃহস্পতিবার বাণিজ্য মন্ত্রণালয় পেঁয়াজ, আলু ও ডিমের সর্বোচ্চ খুচরা মূল্য বেঁধে দেন। তাতে খুচরা পর্যায়ে প্রতিটি ডিমের দাম সর্বোচ্চ ১২ টাকা, প্রতি কেজি আলু ৩৫ থেকে ৩৬ টাকা এবং দেশি পেঁয়াজ ৬৪ থেকে ৬৫ টাকা নির্ধারণ করা হয়।

বাজার ঘুরে দেখা যায়, এক হালি ফার্মের মুরগির লাল ডিম বিক্রি হচ্ছে ৫০ থেকে ৫৫ টাকায়। আর ডজন বিক্রি হচ্ছে ১৫০ থেকে ১৫৫ টাকায়। আলু বিক্রি হচ্ছে ৫০ থেকে ৫২ টাকা কেজি দরে। বাজার ও মানভেদে দেশি পেঁয়াজ বিক্রি হচ্ছে কেজি ৭৫ থেকে ৯০ টাকায়। আর আমদানি করা পেঁয়াজ বিক্রি হচ্ছে ৬০ থেকে ৭০ টাকায়। পাশাপাশি মানভেদে দেশি রসুন বিক্রি হচ্ছে ২২০ থেকে ২৪০ টাকায়।

সরকারি সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) শুক্রবারের প্রতিবেদনে দেখা যায়, ফার্মের মুরগির ডিমের হালি ৫০ থেকে ৫৩ টাকা। দেশি পেঁয়াজ কেজি ৭০ থেকে ৮০ টাকা, আমদানি পেঁয়াজ ৬০ থেকে ৭০ টাকা। আর আলুর কেজি ৪৩ থেকে ৫০ টাকা দেখানো হয়েছে।

নিত্যপণ্যের দামের বিষয়ে কথা হয় বেসরকারি চাকরিজীবী মাসুদ মিয়ার সঙ্গে। তিনি বলেন, ‘বাজারে পাঁচশ’ টাকা নিয়ে গেলে কাঁচা বাজারই হয় না, মাছ-মাংস খাবেন ক্যামনে। মাছ-মাংসের যে দাম! জীবন চলা নিয়ে হিমশিম অবস্থা। মাসে বেতন পাই বারো হাজার টাকা। গত দেড় বছরে সব পণ্যের দাম বেড়েছে দুই-তিনগুণ। অথচ দেড় বছরে দেড় টাকাও বেতন বাড়েনি।’

তিনি আরও বলেন, ‘সরকার দাম বেধে দিলেও ব্যবসায়ীরা তো মানতেছে না। তাদের মনমতোই দাম বাড়াচ্ছে। শুক্রবার তিনটি পণ্যের দাম কমানোর ঘোষণা দিলেও আগের দামেই বিক্রি করছে। ঘটনা হলো বাজার মনিটরিং কম হচ্ছে।’

রাজধানীর কারওয়ান বাজারের কিচেন মার্কেটের গেটের সামনের রাস্তায় ফার্মের মুরগির ডিম বিক্রি করছেন মোহিন। তিনি বলেন, ‘হালি ৫০ আর ডজন ১৫০ টাকা। এক সপ্তাহ ধরে এই রেটেই আছে।’

ফার্মের মুরগির ডিমের দামের বিষয়ে জানতে চাইলে তেজগাঁও মা-বাবার দোয়া ডিমের আড়তের বিক্রেতা বেলায়েত হোসেন বলেন, ‘আমরা সমিতি থেকে একশো ডিম ১,১৬০ টাকা কিনে এনে ১,১৮০ টাকায় বিক্রি করছি। শুক্রবারও একই রেটে বিক্রি করেছি।’

মসলার বাজার ঘুরে দেখা গেছে, বাজারে নতুন করে দাম বেড়েছে সাদা এলাচের। পণ্যটির দাম কেজিতে বেড়েছে ৪০০ থেকে ৫০০ টাকা। মানভেদে বাজারে সাদা এলাচ বিক্রি হচ্ছে ২০০০ থেকে ২,৪০০ টাকা কেজি। যা এক সপ্তাহ আগেও বিক্রি হয়েছিল ১,৬০০ থেকে ২০০০ টাকা কেজি। এ ছাড়া জিরা মসলা বিক্রি হচ্ছে কেজি ১,১৫০ থেকে ১,২০০ টাকায়। মসলার দর-দামের বিষয়ে জানতে চাইলে রাজধানীর কারওয়ান বাজারের ইউসুফ জেনারেল স্টোরের ইউসুফ মিয়া জানান, ‘মাঝারি মানের সাদা এলাচ দুই সপ্তাহ আগেও কেজি ১,৮০০ থেকে ১,৯০০ টাকা ছিল, সেই এলাচ আজ ২,৪০০ টাকা।’

তিনি অভিযোগ করে বলেন, ‘পাবলিকের কোটি কোটি মারি লইয়া যাচ্ছে, ভোক্তা অধিকার মেডিকেলের দিকে যায় না। খালি পেসার মাপে মেডিকেলে ১০০ টাকা। ল্যাবএইডে সিদ্দিক সাহেব আগে ডাক্তার ভিজিট নিতো ১,৫০০ টাকা, এখন নেয় ২,৫০০ টাকা।’

সাদা এলাচের দাম বৃদ্ধির কারণ জানতে চাইলে একই বাজারের ওমর ফারুক বলেন, ‘আমরা যে পাইকারীর কাছ থেকে মাল (মসলা) নিয়ে আসি তাদেরকে আমদানি কারকরা বলেছে, সরকার কেজিতে ৬০০ টাকা ভ্যাট ধরেছে, তাই দাম বাড়ছে। আমরা তাই শুনে আসছি।’

নিত্যপণ্যের দামের বিষয়ে কয়েকদিন আগে বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সি বলেন, ‘বর্তমান সরকারের সময়োচিত ব্যবস্থা গ্রহণের ফলে দ্রব্যমূল্য স্থিতিশীল রাখা সম্ভব হয়েছে।’ এই বক্তব্যের ইমেজ কপি ফেইসবুকে সাবেক ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা কামরুল হাসান খোকনকে ট্যাগ করে সমীর ভৌমিক। তিনি লেখেন, ‘এসব মনগড়া অসত্য কথা না বলে সত্যি কথা বলুন। সত্য কথা বললে মান বাড়ে। দ্রব্যমূল্যের মাত্রাতিরিক্ত ঊর্ধ্বগতিতে মানুষ অবর্ণনীয় দুর্ভোগে রয়েছে। দেশে এমন কোন দ্রব্য, পণ্য নেই যেসবের দাম বৃদ্ধি পায়নি। বরং অধিকাংশ দ্রব্য-পণ্যের মূল্য দুই আড়াই গুণ পর্যন্ত বেড়েছে। এসব কথা বললে মানুষের সঙ্গে নির্মম রসিকতা করা হয়। মানুষের যন্ত্রণা হয়। আপনাদের প্রতি ভক্তি থাকে না। নির্বাচনের বাকি তিন মাসের কাছাকাছি। এ সময় ভ্রান্তি, ভুল কিছু হয়ে থাকলে সেসব নিয়ে জনগণের সঙ্গে কথা বলুন। করজোড়ে নিবেদন করুন।’

দ্রব্যমূল্যের দামের ঊর্দ্ধগতির প্রেক্ষাপটে শুক্রবার জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের বলেন, ‘এখন নানা অজুহাত দিয়ে দাম নিয়ন্ত্রণহীন করা হচ্ছে। সরকার সম্পূর্ণভাবে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে ব্যর্থ হয়েছে।’

কয়েকটি খাদ্য পণ্যের দাম বেঁধে দেয়ায় প্রেক্ষিতে কীভাবে বাজার পর্যবেক্ষণ হবে এসব বিষয়ে শুক্রবার রংপুরে টিপু মুনশি বলেন, ‘ভোক্তা অধিকারের যথেষ্ট পরিমাণ লোকের অভাব রয়েছে। এরপরেও প্রধানমন্ত্রীর নির্দেশে আমরা শক্ত অবস্থানে রয়েছি। মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের বেঁধে দেয়া দাম ঠিক করে দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়।’

তিনি বলেন, ‘আমরা সবাই মিলে বাজার নিয়ন্ত্রণের চেষ্টা করছি। আমাদের বিশাল বাজার। বাণিজ্য মন্ত্রণালয়ের কিছুটা ঘাটতি থাকতে পারে। সেটি কাভার করার চেষ্টা করা হচ্ছে। তবে পর্যাপ্ত জনবল না থাকায় কিছু অসাধু ব্যবসায়ী সুবিধা নিচ্ছেন। মুক্ত বাজার অর্থনীতিতে সব সময় ব্যবসায়ীদের যে চাপে রাখা যায়, তা কিন্তু নয়। আমরা বাজার নিয়ন্ত্রণে এক কোটি পরিবারকে সাশ্রয়ী মূল্যে খাবার দিচ্ছি।’

দেশে উৎপাদিত ডিম ও আলুর দাম নির্ধারণ নিয়ে তিনি বলেন, ‘যখন যে পণ্যের মজুদ কমে যায়, তখন সেই পণ্যের দাম নির্ধারণ করে সরকার। সেটা দেশি বা বিদেশি পণ্য হতে পারে।’

শুক্রবার নির্ধারিত দামে পণ্য বিক্রি হচ্ছে কিনা তা তদারকি করতে অভিযান চালায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। অভিযান শেষে আবদুল জব্বার বলেন, বাণিজ্যমন্ত্রীর নির্দেশে এবং ভোক্তা অধিকার অধিদপ্তরের মহাপরিচালকের সার্বিক তত্ত্বাবধানে সারাদেশে ডিম, সয়াবিন তেল, আলু, পেঁয়াজের যে দাম নির্ধারণ করে দিয়েছে সরকার, তা তদারকি করার জন্যই মূলত আজকের এই অভিযান।

তিনি বলেন, যেহেতু শুক্রবারই এই মূল্য তালিকা নির্ধারণ করা হয়েছে তাই ব্যবসায়ী মহল এখনও এই ব্যাপারে সিনসিয়ার না, তারা আগের মূল্য তালিকাই রেখে দিয়েছে। তিনটি প্রতিষ্ঠানে আমরা অনিয়ম পেয়েছি। ডিমের একটি প্রতিষ্ঠানে আমরা অতিরিক্ত দামে বিক্রি করার অনিয়ম পেয়ে তাকে আইনের আওতায় এনেছি। আর অন্য প্রতিষ্ঠানগুলো নির্ধারিত দামেই বিক্রি করছে।

এই কর্মকর্তা জানান, পেঁয়াজের ক্ষেত্রে সরকার যে মূল্য নির্ধারণ করে দিয়েছে তা দুটি প্রতিষ্ঠানে দেখিনি। ফলে তাদের আইনের আওতায় আনা হয়েছে। বাকি প্রতিষ্ঠানগুলো আমাদের উপস্থিতিতে মূল্য তালিকা ঠিক করেছে। আমরা আশা করছি, যেহেতু প্রথমদিন তাই একটু সময় লাগছে। বিকেল থেকে বা আগামীকাল থেকে এটি স্বাভাবিক হয়ে যাবে।

ছবি

প্রসাধনীতে শুল্ক বাড়ায় রাজস্ব নয়, বাড়বে অর্থপাচার-চোরাচালান: বিসিটিআইএ

ছবি

৪০ শতাংশ কৃষক যথাযথ মজুরি পান না: বিবিএসের জরিপ

বিশ্বব্যাংকের সহায়তায় ১১ ব্যাংকের সম্পদের মান যাচাইয়ের সিদ্ধান্ত

চট্টগ্রামে সমন্বিত তৈরি পোশাক শিল্পাঞ্চল গড়ার প্রস্তাব বিজিএমইএর

অনলাইনে রিটার্ন দাখিল করেছেন ১৭ লাখের বেশি করদাতা: এনবিআর

ছবি

বাক্কো ও আকিজ টেলিকমের মধ্যে সমঝোতা চুক্তি স্বাক্ষরিত

মানবতাবিরোধী অপরাধ: শেখ হাসিনাদের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি সোমবার

চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল ছয় মাসের জন্য নিজস্ব ব্যবস্থাপনায় পরিচালনার অনুমোদন

ছবি

সব সঞ্চয়পত্রের মুনাফা কমলো

ছবি

‘শাটডাউন’ এর মধ্যে কাস্টমস চাকরিকে অত্যাবশ্যক ঘোষণা করল সরকার

ছবি

স্বচ্ছতার সঙ্গে কাজ করলে তদন্তে ভয় নেই’— এনবিআর ইস্যুতে অর্থ উপদেষ্টার মন্তব্য

ছবি

বিমানবন্দরের ১৬ বাণিজ্যিক প্রতিষ্ঠানকে কার্যক্রম গুটাতে বলল কর্তৃপক্ষ

ছবি

অর্থবছরের শেষ দিন শেয়ারবাজারে পতন

ছবি

বাংলাদেশে বিশ্বব্যাংকের নতুন ডিভিশন ডিরেক্টর জ্যঁ পেম

ছবি

রাজস্ব আদায় গতবারের চেয়ে বেশি হবে এটা নিশ্চিত: এনবিআর চেয়ারম্যান

রাজস্ব আহরণ বৃদ্ধি ও ভর্তুকি কমানোর পরামর্শ আইএমএফের

মঙ্গলবার ব্যাংক হলিডে, লেনদেন বন্ধ থাকবে

পুঁজিবাজার ঘুরে দাঁড়াবে: ডিবিএ সভাপতি

ছবি

দাম কমেছে অপো এ৩এক্স স্মার্টফোনের

ছবি

দুদক পরিচয়ে চাঁদাবাজি, গ্রেপ্তার বেড়ে ৫

ছবি

রাজস্ব আদায়ে জোর, ভর্তুকি কমানোর পরামর্শ আইএমএফের

ছবি

বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩১.৩১ বিলিয়ন ডলার: বাংলাদেশ ব্যাংক

ছবি

রিজার্ভের নতুন হিসাব প্রকাশ: নিট রিজার্ভে উল্লেখযোগ্য উল্লম্ফন

স্টার্লিংয়ের এফডিআরের টাকা ফেরত দেয়নি ফারইস্ট ফাইন্যান্স, তদন্তে বিএসইসি

ট্রাম্পের পাল্টা শুল্কে পোশাকের দাম বাড়ছে: এইচঅ্যান্ডএম সিইও

ছবি

আলোচনার আশা ভেঙে সচিবালয় থেকে ফিরে গেলেন এনবিআর আন্দোলনকারীরা

লজিস্টিক পলিসির বাস্তবায়নে সমন্বিত মাস্টারপ্ল্যান অপরিহার্য: ঢাকা চেম্বার

পরপর পাঁচ কার্যদিবস উত্থানে শেয়ারবাজার

ছবি

জাপান ও ভারতে তৈরি পোশাক রপ্তানি বাড়ছে

ছবি

‘মার্চ টু এনবিআর’ কর্মসূচিতে কাস্টমস কার্যক্রমে অচলাবস্থা

ছবি

‘শর্ত ছাড়া আন্দোলন প্রত্যাহার করুন’—ব্যবসায়ী সংগঠনগুলোর অনুরোধ

ছবি

বিদেশিদের হস্তান্তরের আগপর্যন্ত এনসিটি পরিচালনায় আলোচনায় নৌবাহিনী

ব্যাংকিং খাত বর্তমানে সংকটময় অবস্থায় দাঁড়িয়ে আছে: ডিসিসিআই

বাংলাদেশের কাপড়-পাট-সুতার পণ্য আমদানিতে ভারতের নিষেধাজ্ঞা

বিনিয়োগকারীদের জন্য নতুন ওয়েবসাইট চালু করলো বিডা

ছবি

কৃষি যন্ত্রপাতি আমদানিতে হয়রানি দূর করার দাবি

tab

অর্থ-বাণিজ্য

দাম বেঁধে দিলেও প্রভাব পড়ছে না বাজারে, মানছে না ব্যবসায়ীরা

আমিরুল মোমিনিন সাগর

শুক্রবার, ১৫ সেপ্টেম্বর ২০২৩

সরকার ডিম, আলু ও পেঁয়াজের দাম বেঁধে দেয়ার পরে বাজারে তার একটুও প্রভাব পড়েনি। আগের দামেই বিক্রি হচ্ছে পণ্য তিনটি। হঠাৎ করে দুই সপ্তাহের ব্যবধানে সাদা এলাচের দাম অনেক বেড়ে গেছে। মাঝারি মানের যে সাদা এলাচ কেজি ১৮শ’ থেকে ১৯শ’ টাকা বিক্রি হতো তা এখন ২৪শ’ টাকায় বিক্রি হচ্ছে। শুক্রবার (১৫ সেপ্টেম্বর) রাজধানীর কয়েকটি বাজার, দোকান ও বাজারে আসা ক্রেতা-বিক্রেতাদের সঙ্গে কথা বলে এসব চিত্রই পাওয়া গেছে।

গত বৃহস্পতিবার বাণিজ্য মন্ত্রণালয় পেঁয়াজ, আলু ও ডিমের সর্বোচ্চ খুচরা মূল্য বেঁধে দেন। তাতে খুচরা পর্যায়ে প্রতিটি ডিমের দাম সর্বোচ্চ ১২ টাকা, প্রতি কেজি আলু ৩৫ থেকে ৩৬ টাকা এবং দেশি পেঁয়াজ ৬৪ থেকে ৬৫ টাকা নির্ধারণ করা হয়।

বাজার ঘুরে দেখা যায়, এক হালি ফার্মের মুরগির লাল ডিম বিক্রি হচ্ছে ৫০ থেকে ৫৫ টাকায়। আর ডজন বিক্রি হচ্ছে ১৫০ থেকে ১৫৫ টাকায়। আলু বিক্রি হচ্ছে ৫০ থেকে ৫২ টাকা কেজি দরে। বাজার ও মানভেদে দেশি পেঁয়াজ বিক্রি হচ্ছে কেজি ৭৫ থেকে ৯০ টাকায়। আর আমদানি করা পেঁয়াজ বিক্রি হচ্ছে ৬০ থেকে ৭০ টাকায়। পাশাপাশি মানভেদে দেশি রসুন বিক্রি হচ্ছে ২২০ থেকে ২৪০ টাকায়।

সরকারি সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) শুক্রবারের প্রতিবেদনে দেখা যায়, ফার্মের মুরগির ডিমের হালি ৫০ থেকে ৫৩ টাকা। দেশি পেঁয়াজ কেজি ৭০ থেকে ৮০ টাকা, আমদানি পেঁয়াজ ৬০ থেকে ৭০ টাকা। আর আলুর কেজি ৪৩ থেকে ৫০ টাকা দেখানো হয়েছে।

নিত্যপণ্যের দামের বিষয়ে কথা হয় বেসরকারি চাকরিজীবী মাসুদ মিয়ার সঙ্গে। তিনি বলেন, ‘বাজারে পাঁচশ’ টাকা নিয়ে গেলে কাঁচা বাজারই হয় না, মাছ-মাংস খাবেন ক্যামনে। মাছ-মাংসের যে দাম! জীবন চলা নিয়ে হিমশিম অবস্থা। মাসে বেতন পাই বারো হাজার টাকা। গত দেড় বছরে সব পণ্যের দাম বেড়েছে দুই-তিনগুণ। অথচ দেড় বছরে দেড় টাকাও বেতন বাড়েনি।’

তিনি আরও বলেন, ‘সরকার দাম বেধে দিলেও ব্যবসায়ীরা তো মানতেছে না। তাদের মনমতোই দাম বাড়াচ্ছে। শুক্রবার তিনটি পণ্যের দাম কমানোর ঘোষণা দিলেও আগের দামেই বিক্রি করছে। ঘটনা হলো বাজার মনিটরিং কম হচ্ছে।’

রাজধানীর কারওয়ান বাজারের কিচেন মার্কেটের গেটের সামনের রাস্তায় ফার্মের মুরগির ডিম বিক্রি করছেন মোহিন। তিনি বলেন, ‘হালি ৫০ আর ডজন ১৫০ টাকা। এক সপ্তাহ ধরে এই রেটেই আছে।’

ফার্মের মুরগির ডিমের দামের বিষয়ে জানতে চাইলে তেজগাঁও মা-বাবার দোয়া ডিমের আড়তের বিক্রেতা বেলায়েত হোসেন বলেন, ‘আমরা সমিতি থেকে একশো ডিম ১,১৬০ টাকা কিনে এনে ১,১৮০ টাকায় বিক্রি করছি। শুক্রবারও একই রেটে বিক্রি করেছি।’

মসলার বাজার ঘুরে দেখা গেছে, বাজারে নতুন করে দাম বেড়েছে সাদা এলাচের। পণ্যটির দাম কেজিতে বেড়েছে ৪০০ থেকে ৫০০ টাকা। মানভেদে বাজারে সাদা এলাচ বিক্রি হচ্ছে ২০০০ থেকে ২,৪০০ টাকা কেজি। যা এক সপ্তাহ আগেও বিক্রি হয়েছিল ১,৬০০ থেকে ২০০০ টাকা কেজি। এ ছাড়া জিরা মসলা বিক্রি হচ্ছে কেজি ১,১৫০ থেকে ১,২০০ টাকায়। মসলার দর-দামের বিষয়ে জানতে চাইলে রাজধানীর কারওয়ান বাজারের ইউসুফ জেনারেল স্টোরের ইউসুফ মিয়া জানান, ‘মাঝারি মানের সাদা এলাচ দুই সপ্তাহ আগেও কেজি ১,৮০০ থেকে ১,৯০০ টাকা ছিল, সেই এলাচ আজ ২,৪০০ টাকা।’

তিনি অভিযোগ করে বলেন, ‘পাবলিকের কোটি কোটি মারি লইয়া যাচ্ছে, ভোক্তা অধিকার মেডিকেলের দিকে যায় না। খালি পেসার মাপে মেডিকেলে ১০০ টাকা। ল্যাবএইডে সিদ্দিক সাহেব আগে ডাক্তার ভিজিট নিতো ১,৫০০ টাকা, এখন নেয় ২,৫০০ টাকা।’

সাদা এলাচের দাম বৃদ্ধির কারণ জানতে চাইলে একই বাজারের ওমর ফারুক বলেন, ‘আমরা যে পাইকারীর কাছ থেকে মাল (মসলা) নিয়ে আসি তাদেরকে আমদানি কারকরা বলেছে, সরকার কেজিতে ৬০০ টাকা ভ্যাট ধরেছে, তাই দাম বাড়ছে। আমরা তাই শুনে আসছি।’

নিত্যপণ্যের দামের বিষয়ে কয়েকদিন আগে বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সি বলেন, ‘বর্তমান সরকারের সময়োচিত ব্যবস্থা গ্রহণের ফলে দ্রব্যমূল্য স্থিতিশীল রাখা সম্ভব হয়েছে।’ এই বক্তব্যের ইমেজ কপি ফেইসবুকে সাবেক ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা কামরুল হাসান খোকনকে ট্যাগ করে সমীর ভৌমিক। তিনি লেখেন, ‘এসব মনগড়া অসত্য কথা না বলে সত্যি কথা বলুন। সত্য কথা বললে মান বাড়ে। দ্রব্যমূল্যের মাত্রাতিরিক্ত ঊর্ধ্বগতিতে মানুষ অবর্ণনীয় দুর্ভোগে রয়েছে। দেশে এমন কোন দ্রব্য, পণ্য নেই যেসবের দাম বৃদ্ধি পায়নি। বরং অধিকাংশ দ্রব্য-পণ্যের মূল্য দুই আড়াই গুণ পর্যন্ত বেড়েছে। এসব কথা বললে মানুষের সঙ্গে নির্মম রসিকতা করা হয়। মানুষের যন্ত্রণা হয়। আপনাদের প্রতি ভক্তি থাকে না। নির্বাচনের বাকি তিন মাসের কাছাকাছি। এ সময় ভ্রান্তি, ভুল কিছু হয়ে থাকলে সেসব নিয়ে জনগণের সঙ্গে কথা বলুন। করজোড়ে নিবেদন করুন।’

দ্রব্যমূল্যের দামের ঊর্দ্ধগতির প্রেক্ষাপটে শুক্রবার জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের বলেন, ‘এখন নানা অজুহাত দিয়ে দাম নিয়ন্ত্রণহীন করা হচ্ছে। সরকার সম্পূর্ণভাবে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে ব্যর্থ হয়েছে।’

কয়েকটি খাদ্য পণ্যের দাম বেঁধে দেয়ায় প্রেক্ষিতে কীভাবে বাজার পর্যবেক্ষণ হবে এসব বিষয়ে শুক্রবার রংপুরে টিপু মুনশি বলেন, ‘ভোক্তা অধিকারের যথেষ্ট পরিমাণ লোকের অভাব রয়েছে। এরপরেও প্রধানমন্ত্রীর নির্দেশে আমরা শক্ত অবস্থানে রয়েছি। মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের বেঁধে দেয়া দাম ঠিক করে দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়।’

তিনি বলেন, ‘আমরা সবাই মিলে বাজার নিয়ন্ত্রণের চেষ্টা করছি। আমাদের বিশাল বাজার। বাণিজ্য মন্ত্রণালয়ের কিছুটা ঘাটতি থাকতে পারে। সেটি কাভার করার চেষ্টা করা হচ্ছে। তবে পর্যাপ্ত জনবল না থাকায় কিছু অসাধু ব্যবসায়ী সুবিধা নিচ্ছেন। মুক্ত বাজার অর্থনীতিতে সব সময় ব্যবসায়ীদের যে চাপে রাখা যায়, তা কিন্তু নয়। আমরা বাজার নিয়ন্ত্রণে এক কোটি পরিবারকে সাশ্রয়ী মূল্যে খাবার দিচ্ছি।’

দেশে উৎপাদিত ডিম ও আলুর দাম নির্ধারণ নিয়ে তিনি বলেন, ‘যখন যে পণ্যের মজুদ কমে যায়, তখন সেই পণ্যের দাম নির্ধারণ করে সরকার। সেটা দেশি বা বিদেশি পণ্য হতে পারে।’

শুক্রবার নির্ধারিত দামে পণ্য বিক্রি হচ্ছে কিনা তা তদারকি করতে অভিযান চালায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। অভিযান শেষে আবদুল জব্বার বলেন, বাণিজ্যমন্ত্রীর নির্দেশে এবং ভোক্তা অধিকার অধিদপ্তরের মহাপরিচালকের সার্বিক তত্ত্বাবধানে সারাদেশে ডিম, সয়াবিন তেল, আলু, পেঁয়াজের যে দাম নির্ধারণ করে দিয়েছে সরকার, তা তদারকি করার জন্যই মূলত আজকের এই অভিযান।

তিনি বলেন, যেহেতু শুক্রবারই এই মূল্য তালিকা নির্ধারণ করা হয়েছে তাই ব্যবসায়ী মহল এখনও এই ব্যাপারে সিনসিয়ার না, তারা আগের মূল্য তালিকাই রেখে দিয়েছে। তিনটি প্রতিষ্ঠানে আমরা অনিয়ম পেয়েছি। ডিমের একটি প্রতিষ্ঠানে আমরা অতিরিক্ত দামে বিক্রি করার অনিয়ম পেয়ে তাকে আইনের আওতায় এনেছি। আর অন্য প্রতিষ্ঠানগুলো নির্ধারিত দামেই বিক্রি করছে।

এই কর্মকর্তা জানান, পেঁয়াজের ক্ষেত্রে সরকার যে মূল্য নির্ধারণ করে দিয়েছে তা দুটি প্রতিষ্ঠানে দেখিনি। ফলে তাদের আইনের আওতায় আনা হয়েছে। বাকি প্রতিষ্ঠানগুলো আমাদের উপস্থিতিতে মূল্য তালিকা ঠিক করেছে। আমরা আশা করছি, যেহেতু প্রথমদিন তাই একটু সময় লাগছে। বিকেল থেকে বা আগামীকাল থেকে এটি স্বাভাবিক হয়ে যাবে।

back to top