দেশের শীর্ষস্থানীয় নিত্যব্যবহার্য ও ভোগ্যপণ্য (এফএমসিজি) উৎপাদন ও বিপণনকারী প্রতিষ্ঠান ইউনিলিভার বাংলাদেশ লিমিটেড (ইউবিএল) তাদের হিউম্যান রিসোর্স ডিরেক্টর হিসেবে সৈয়দা দুরদানা কবিরের নাম ঘোষণা করেছে। চলতি বছরের ১৭ সেপ্টেম্বর থেকে এ নিয়োগ কার্যকর করা হয়েছে। এর মাধ্যমে দুরদানা ইউনিলিভারের ব্যবস্থাপনা কমিটি এবং বাংলাদেশ ও দক্ষিণ এশিয়ার এইচআর লিডারশিপ টিমে যোগ দেবেন বলে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
ইউনিলিভার বিজ্ঞপ্তিতে হলছে, মানবসম্পদ ব্যবস্থাপনায় দক্ষতার পাশাপাশি ব্যবসায়িক অংশীদারিত্ব ও নেতৃত্বের ক্ষেত্রে সৈয়দা দুরদানা কবিরের ২৫ বছরের বেশি অভিজ্ঞতা রয়েছে। কর্মজীবনে বিভিন্ন বিভাগে তার পূর্ববর্তী পদগুলোতে দায়িত্ব পালনকালে কার্যকর মানবসম্পদ কৌশল গ্রহণের ক্ষেত্রে তিনি তাৎপর্যপূর্ণ ভূমিকা পালন করেছেন।
ইউবিএলে যোগদানের আগে, ২০১৫ সালে প্রথম নারী এইচআর ডিরেক্টর হিসেবে দুরদানা নেসলে-এর বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন। এছাড়াও তিনি নেসলে-এর মালয়েশিয়া ও সিঙ্গাপুর এবং পরবর্তীতে মধ্য ও পশ্চিম আফ্রিকা অঞ্চলের ট্যালেন্ট অ্যান্ড অর্গানাইজেশন বিভাগের আঞ্চলিক প্রধান হিসেবে কাজ করেছেন।
দুরদানা ব্রিটিশ এয়ারওয়েজে তার কর্মজীবন শুরু করেন। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি সাহিত্যে মাস্টার্স এবংনর্থ সাউথ বিশ্ববিদ্যালয় থেকে ইএমবিএ সম্পন্ন করেছেন সৈয়দা দুরদানা কবির।
সোমবার, ২৫ সেপ্টেম্বর ২০২৩
দেশের শীর্ষস্থানীয় নিত্যব্যবহার্য ও ভোগ্যপণ্য (এফএমসিজি) উৎপাদন ও বিপণনকারী প্রতিষ্ঠান ইউনিলিভার বাংলাদেশ লিমিটেড (ইউবিএল) তাদের হিউম্যান রিসোর্স ডিরেক্টর হিসেবে সৈয়দা দুরদানা কবিরের নাম ঘোষণা করেছে। চলতি বছরের ১৭ সেপ্টেম্বর থেকে এ নিয়োগ কার্যকর করা হয়েছে। এর মাধ্যমে দুরদানা ইউনিলিভারের ব্যবস্থাপনা কমিটি এবং বাংলাদেশ ও দক্ষিণ এশিয়ার এইচআর লিডারশিপ টিমে যোগ দেবেন বলে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
ইউনিলিভার বিজ্ঞপ্তিতে হলছে, মানবসম্পদ ব্যবস্থাপনায় দক্ষতার পাশাপাশি ব্যবসায়িক অংশীদারিত্ব ও নেতৃত্বের ক্ষেত্রে সৈয়দা দুরদানা কবিরের ২৫ বছরের বেশি অভিজ্ঞতা রয়েছে। কর্মজীবনে বিভিন্ন বিভাগে তার পূর্ববর্তী পদগুলোতে দায়িত্ব পালনকালে কার্যকর মানবসম্পদ কৌশল গ্রহণের ক্ষেত্রে তিনি তাৎপর্যপূর্ণ ভূমিকা পালন করেছেন।
ইউবিএলে যোগদানের আগে, ২০১৫ সালে প্রথম নারী এইচআর ডিরেক্টর হিসেবে দুরদানা নেসলে-এর বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন। এছাড়াও তিনি নেসলে-এর মালয়েশিয়া ও সিঙ্গাপুর এবং পরবর্তীতে মধ্য ও পশ্চিম আফ্রিকা অঞ্চলের ট্যালেন্ট অ্যান্ড অর্গানাইজেশন বিভাগের আঞ্চলিক প্রধান হিসেবে কাজ করেছেন।
দুরদানা ব্রিটিশ এয়ারওয়েজে তার কর্মজীবন শুরু করেন। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি সাহিত্যে মাস্টার্স এবংনর্থ সাউথ বিশ্ববিদ্যালয় থেকে ইএমবিএ সম্পন্ন করেছেন সৈয়দা দুরদানা কবির।