সপ্তাহের প্রথম কর্মদিবস রোববার (২৬ নভেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। তবে রোববার ডিএসইতে টাকার অঙ্কে লেনদেন বেড়েছে। অন্য বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক ও লেনদেন দুটোই কমেছে।
রোববার ডিএসইতে ৫৪৯ কোটি ১০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। রোববার ডিএসইতে আগের দিন থেকে ১৭৮ কোটি ৭২ লাখ টাকা বেশি লেনদেন হয়েছে। রোববার ডিএসইতে ৩৭০ কোটি ৩৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল।
বাজার বিশ্লেষণে দেখা যায়, ডিএসই প্রধান বা ডিএসইএক্স সূচক ৪ পয়েন্ট কমে অবস্থান করছে ৬ হাজার ২২৯ পয়েন্টে। অন্য সূচকগুলোর মধ্যে ডিএসইএস বা শরিয়াহ সূচক ১ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৩৫১ পয়েন্টে এবং ডিএস-৩০ সূচক ১ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ২ হাজার ১০৫ পয়েন্টে। রোববার ডিএসইতে ৩২৭টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৫৩টির, কমেছে ৯৩টির এবং অপরিবর্তিত রয়েছে ১৮১টির।
অন্য বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। রোববার সিএসইতে ৮ কোটি ১০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
রোববার ডিএসইর ব্লক মার্কেটে মোট ৬৩টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। কোম্পানিগুলোর মোট ১ কোটি ৮৯ লাখ ১৮ হাজার ২৫৫টি শেয়ার লেনদেন হয়েছে। যার আর্থিক মূল্য ৮৬ কোটি ৬৫ লাখ টাকা। ব্লক মার্কেটে সবচেয়ে বেশি টাকার লেনদেন সানলাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের। কোম্পানিটি ৬৭ কোটি ১০ লাখ টাকার শেয়ার লেনদেন করেছে।
একমি পেস্টিসাইডস ৪ কোটি ৭৩ লাখ টাকার শেয়ার লেনদেন করে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে। আলিফ ইন্ডাস্ট্রিজ ২ কোটি ৩৪ লাখ টাকার শেয়ার লেনদেন করে তালিকার তৃতীয় স্থানে রয়েছে। ব্লক মার্কেটে লেনদেন করা অন্য কোম্পানিগুলোর মধ্যে সি পার্ল বিচ ১ কোটি ১১ লাখ, স্কয়ার ফার্মা ১ কোটি ২ লাখ, সি অ্যান্ড এ টেক্সটাইল ও বেক্সিমকো ফার্মা ৮২ লাখ, সিলভা ফার্মা ৫২ লাখ, সোনালী পেপার ৪৯ লাখ টাকার শেয়ার লেনদেন করেছে।
রোববার ডিএসইর টপটেন গেইনার বা দর বাড়ার শীর্ষে রয়েছে জিকিউ বলপেন ইন্ডাস্ট্রিজ লিমিটেড। রোববার শেয়ারটির দর ১ টাকা ৩০ পয়সা বা ৯.৯৭ শতাংশ বেড়েছে। এদিন শেয়ারটি সর্বশেষ ১৪৩ টাকা ৪০ পয়সা দরে লেনদেন হয়।
তথ্য অনুযায়ী, কোম্পানিটি ১ হাজার ৭৮৫ বারে ৪ লাখ ৯১ হাজার ৩৭৩টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৬ কোটি ৮৯ লাখ টাকা। তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে জেমিনি সি ফুড লিমিটেড। রোববার কোম্পানিটির দর বেড়েছে ১ টাকা ৬০ পয়সা বা ৯.৮৮ শতাংশ। শেয়ারটি সর্বশেষ ১৭ টাকা ৮০ পয়সা দরে লেনদেন হয়। তালিকার তৃতীয় স্থানে থাকা জেনারেশন নেক্সট ফ্যাশনের দর ৬০ পয়সা বা ৯.৬৮ শতাংশ বেড়েছে। গেইনার তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- সেন্ট্রাল ফার্মা, আফতাব অটো, জেমিনি সি, লিবরা ইনফিউশন, ইউনিয়ন ক্যাপিটাল, জাহিন স্পিনিং ও অলিম্পিক অ্যাক্সেসরিজ লিমিটেড।
রোববার, ২৬ নভেম্বর ২০২৩
সপ্তাহের প্রথম কর্মদিবস রোববার (২৬ নভেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। তবে রোববার ডিএসইতে টাকার অঙ্কে লেনদেন বেড়েছে। অন্য বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক ও লেনদেন দুটোই কমেছে।
রোববার ডিএসইতে ৫৪৯ কোটি ১০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। রোববার ডিএসইতে আগের দিন থেকে ১৭৮ কোটি ৭২ লাখ টাকা বেশি লেনদেন হয়েছে। রোববার ডিএসইতে ৩৭০ কোটি ৩৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল।
বাজার বিশ্লেষণে দেখা যায়, ডিএসই প্রধান বা ডিএসইএক্স সূচক ৪ পয়েন্ট কমে অবস্থান করছে ৬ হাজার ২২৯ পয়েন্টে। অন্য সূচকগুলোর মধ্যে ডিএসইএস বা শরিয়াহ সূচক ১ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৩৫১ পয়েন্টে এবং ডিএস-৩০ সূচক ১ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ২ হাজার ১০৫ পয়েন্টে। রোববার ডিএসইতে ৩২৭টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৫৩টির, কমেছে ৯৩টির এবং অপরিবর্তিত রয়েছে ১৮১টির।
অন্য বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। রোববার সিএসইতে ৮ কোটি ১০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
রোববার ডিএসইর ব্লক মার্কেটে মোট ৬৩টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। কোম্পানিগুলোর মোট ১ কোটি ৮৯ লাখ ১৮ হাজার ২৫৫টি শেয়ার লেনদেন হয়েছে। যার আর্থিক মূল্য ৮৬ কোটি ৬৫ লাখ টাকা। ব্লক মার্কেটে সবচেয়ে বেশি টাকার লেনদেন সানলাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের। কোম্পানিটি ৬৭ কোটি ১০ লাখ টাকার শেয়ার লেনদেন করেছে।
একমি পেস্টিসাইডস ৪ কোটি ৭৩ লাখ টাকার শেয়ার লেনদেন করে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে। আলিফ ইন্ডাস্ট্রিজ ২ কোটি ৩৪ লাখ টাকার শেয়ার লেনদেন করে তালিকার তৃতীয় স্থানে রয়েছে। ব্লক মার্কেটে লেনদেন করা অন্য কোম্পানিগুলোর মধ্যে সি পার্ল বিচ ১ কোটি ১১ লাখ, স্কয়ার ফার্মা ১ কোটি ২ লাখ, সি অ্যান্ড এ টেক্সটাইল ও বেক্সিমকো ফার্মা ৮২ লাখ, সিলভা ফার্মা ৫২ লাখ, সোনালী পেপার ৪৯ লাখ টাকার শেয়ার লেনদেন করেছে।
রোববার ডিএসইর টপটেন গেইনার বা দর বাড়ার শীর্ষে রয়েছে জিকিউ বলপেন ইন্ডাস্ট্রিজ লিমিটেড। রোববার শেয়ারটির দর ১ টাকা ৩০ পয়সা বা ৯.৯৭ শতাংশ বেড়েছে। এদিন শেয়ারটি সর্বশেষ ১৪৩ টাকা ৪০ পয়সা দরে লেনদেন হয়।
তথ্য অনুযায়ী, কোম্পানিটি ১ হাজার ৭৮৫ বারে ৪ লাখ ৯১ হাজার ৩৭৩টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৬ কোটি ৮৯ লাখ টাকা। তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে জেমিনি সি ফুড লিমিটেড। রোববার কোম্পানিটির দর বেড়েছে ১ টাকা ৬০ পয়সা বা ৯.৮৮ শতাংশ। শেয়ারটি সর্বশেষ ১৭ টাকা ৮০ পয়সা দরে লেনদেন হয়। তালিকার তৃতীয় স্থানে থাকা জেনারেশন নেক্সট ফ্যাশনের দর ৬০ পয়সা বা ৯.৬৮ শতাংশ বেড়েছে। গেইনার তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- সেন্ট্রাল ফার্মা, আফতাব অটো, জেমিনি সি, লিবরা ইনফিউশন, ইউনিয়ন ক্যাপিটাল, জাহিন স্পিনিং ও অলিম্পিক অ্যাক্সেসরিজ লিমিটেড।