সারাদেশের ব্যবসা প্রতিষ্ঠানে ১৮ হাজার ৫টি ইলেকট্রনিক ফিসক্যাল ডিভাইস বা (ইএফডি) যন্ত্র বসানো হয়েছে বলে জানিয়েছেন জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিম। বুধবার (৬ ডিসেম্বর) সকালে আগারগাঁওয়ের রাজস্ব ভবনে জাতীয় ভ্যাট দিবস ও ভ্যাট সপ্তাহ উদ্যাপন উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।
মো. রহমাতুল মুনিম বলেন, ‘পাবলিক প্রাইভেট পার্টনারশিপের ভিত্তিতে ইএফডি ও সেলস ডাটা কন্ট্রোলার (এসডিসি) স্থাপনে বেসরকারি প্রতিষ্ঠানকে নিয়োজিত করা হয়েছে। ২০২৩ সালের মধ্যে ৩০ হাজার ও পরবর্তী সময়ে ৬০ হাজার ইএফডি ও এসডিসি যন্ত্র বসানো লক্ষ্য নির্ধারণ করা হয়। আগামী ৫ বছরে ৩ লাখ ইএফডি ও এসডিসি যন্ত্র বসানোর লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।’
তিনি আরও বলেন, ‘পর্যায়ক্রমে সারাদেশেই ইএফডি যন্ত্র বসানো হবে। ভ্যাট দেয়ায় জনগণের সম্পৃক্ততা বেড়েছে। মোট রাজস্বের ৩৮ শতাংশ আসে ভ্যাট থেকে। এটা বাড়ানোর আরও সুযোগ আছে। ভ্যাটদাতা বেড়েছে। ১০ ডিসেম্বর সর্বোচ্চ ভ্যাটদাতাদের পুরষ্কার দেয়া হবে। রাজস্ব বোর্ড বিভিন্ন ডিজিটাল কার্যক্রম গ্রহণ করেছে। অনলাইন প্রকল্পের এরই মধ্যে অনেক অগ্রগতি হয়েছে।’
তিনি পণ্য কেনার ক্ষেত্রে গ্রাহকদের আরও সচেতন হওয়ার আহ্বান জানান। ইএফডির মাধ্যমে কেনাকাটায় চালান নেয়ার অনুরোধ জানান। ২০২০ সালের ২৫ আগস্ট ঢাকা ও চট্টগ্রাম শহরে ভ্যাটের মেশিন স্থাপনের কার্যক্রম শুরু করে।
চালান সংগ্রহে উৎসাহ দিতে এনবিআর ভ্যাট দিবস পালন করবে বলে জানিয়েছেন তিনি। তিনি বলেছেন, ‘ভ্যাট বিষয়ে সচেতনতা বৃদ্ধি ও চালান সংগ্রহে উৎসাহ দিতে আগামী রোববার জাতীয় ভ্যাট দিবস এবং জাতীয় ভ্যাট সপ্তাহ উদ্যাপন করবে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। এবারের প্রতিপাদ্য, আমার ভ্যাট আমি দেবো, কেনার সময় চালান নিবো।’ এনবিআর চেয়ারম্যান বলেন, ‘দেশের মোট আহরিত রাজস্বের ৮৬ শতাংশ আদায় হয় এনবিআরের মাধ্যমে। এই ৮৬ শতাংশ রাজস্বের মধ্যে সবচেয়ে বড় খাত ভ্যাট। কোভিড মহামারী পরবর্তী বিশ্ব পরিস্থিতিতে দেশের অভ্যন্তরীণ উৎস সমূহের মধ্যে মূসক বা ভ্যাট সর্বোচ্চ রাজস্ব আহরণকারী উৎস হিসেবে পরিগণিত হয়েছে।’
বুধবার, ০৬ ডিসেম্বর ২০২৩
সারাদেশের ব্যবসা প্রতিষ্ঠানে ১৮ হাজার ৫টি ইলেকট্রনিক ফিসক্যাল ডিভাইস বা (ইএফডি) যন্ত্র বসানো হয়েছে বলে জানিয়েছেন জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিম। বুধবার (৬ ডিসেম্বর) সকালে আগারগাঁওয়ের রাজস্ব ভবনে জাতীয় ভ্যাট দিবস ও ভ্যাট সপ্তাহ উদ্যাপন উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।
মো. রহমাতুল মুনিম বলেন, ‘পাবলিক প্রাইভেট পার্টনারশিপের ভিত্তিতে ইএফডি ও সেলস ডাটা কন্ট্রোলার (এসডিসি) স্থাপনে বেসরকারি প্রতিষ্ঠানকে নিয়োজিত করা হয়েছে। ২০২৩ সালের মধ্যে ৩০ হাজার ও পরবর্তী সময়ে ৬০ হাজার ইএফডি ও এসডিসি যন্ত্র বসানো লক্ষ্য নির্ধারণ করা হয়। আগামী ৫ বছরে ৩ লাখ ইএফডি ও এসডিসি যন্ত্র বসানোর লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।’
তিনি আরও বলেন, ‘পর্যায়ক্রমে সারাদেশেই ইএফডি যন্ত্র বসানো হবে। ভ্যাট দেয়ায় জনগণের সম্পৃক্ততা বেড়েছে। মোট রাজস্বের ৩৮ শতাংশ আসে ভ্যাট থেকে। এটা বাড়ানোর আরও সুযোগ আছে। ভ্যাটদাতা বেড়েছে। ১০ ডিসেম্বর সর্বোচ্চ ভ্যাটদাতাদের পুরষ্কার দেয়া হবে। রাজস্ব বোর্ড বিভিন্ন ডিজিটাল কার্যক্রম গ্রহণ করেছে। অনলাইন প্রকল্পের এরই মধ্যে অনেক অগ্রগতি হয়েছে।’
তিনি পণ্য কেনার ক্ষেত্রে গ্রাহকদের আরও সচেতন হওয়ার আহ্বান জানান। ইএফডির মাধ্যমে কেনাকাটায় চালান নেয়ার অনুরোধ জানান। ২০২০ সালের ২৫ আগস্ট ঢাকা ও চট্টগ্রাম শহরে ভ্যাটের মেশিন স্থাপনের কার্যক্রম শুরু করে।
চালান সংগ্রহে উৎসাহ দিতে এনবিআর ভ্যাট দিবস পালন করবে বলে জানিয়েছেন তিনি। তিনি বলেছেন, ‘ভ্যাট বিষয়ে সচেতনতা বৃদ্ধি ও চালান সংগ্রহে উৎসাহ দিতে আগামী রোববার জাতীয় ভ্যাট দিবস এবং জাতীয় ভ্যাট সপ্তাহ উদ্যাপন করবে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। এবারের প্রতিপাদ্য, আমার ভ্যাট আমি দেবো, কেনার সময় চালান নিবো।’ এনবিআর চেয়ারম্যান বলেন, ‘দেশের মোট আহরিত রাজস্বের ৮৬ শতাংশ আদায় হয় এনবিআরের মাধ্যমে। এই ৮৬ শতাংশ রাজস্বের মধ্যে সবচেয়ে বড় খাত ভ্যাট। কোভিড মহামারী পরবর্তী বিশ্ব পরিস্থিতিতে দেশের অভ্যন্তরীণ উৎস সমূহের মধ্যে মূসক বা ভ্যাট সর্বোচ্চ রাজস্ব আহরণকারী উৎস হিসেবে পরিগণিত হয়েছে।’