সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর দিয়ে এখন থেকে গুঁড়া দুধ ছাড়া সব ধরনের পণ্য আমদানির অনুমতি দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। সোমবার এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।
এখন থেকে এই বন্দর দিয়ে গবাদি পশু, মাছের পোনা, তাজা ফলমূল, বীজ, গম, পাথর, রাসায়নিক সার, কাঠ, চুনাপাথর, পেঁয়াজ, মরিচ, রসুন, আদা, চাল, মসুর ডাল, তাজা ফুল, খৈল, ভুট্টা, সয়াবিন কেক, জিরা, মোটর পার্টস, স্টেইনলেস স্টিলওয়্যার, মার্বেল স্ল্যাবসহ আরও বহু পণ্য আমদানির সুযোগ থাকবে।
কলকাতার সঙ্গে ভোমরা বন্দরের দূরত্ব কম হওয়ায় এবং যোগাযোগ ব্যবস্থা ভালো হওয়ায় এই বন্দর দিয়ে আমদানির প্রতি ব্যবসায়ীদের আগ্রহ বেশি। এতদিন কেবল নির্দিষ্ট কিছু নিত্যপ্রয়োজনীয় পণ্য আমদানির সুযোগ থাকলেও এখন থেকে তা বিস্তৃত হচ্ছে। তবে, গুঁড়া দুধ আমদানির ক্ষেত্রে এখনও নিষেধাজ্ঞা বহাল রয়েছে।
প্রজ্ঞাপনে আরও জানানো হয় যে, ভোমরা বন্দর দিয়ে পূর্বের মতো সব ধরনের পণ্য রপ্তানির সুযোগও বহাল থাকবে।
মঙ্গলবার, ০৩ সেপ্টেম্বর ২০২৪
সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর দিয়ে এখন থেকে গুঁড়া দুধ ছাড়া সব ধরনের পণ্য আমদানির অনুমতি দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। সোমবার এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।
এখন থেকে এই বন্দর দিয়ে গবাদি পশু, মাছের পোনা, তাজা ফলমূল, বীজ, গম, পাথর, রাসায়নিক সার, কাঠ, চুনাপাথর, পেঁয়াজ, মরিচ, রসুন, আদা, চাল, মসুর ডাল, তাজা ফুল, খৈল, ভুট্টা, সয়াবিন কেক, জিরা, মোটর পার্টস, স্টেইনলেস স্টিলওয়্যার, মার্বেল স্ল্যাবসহ আরও বহু পণ্য আমদানির সুযোগ থাকবে।
কলকাতার সঙ্গে ভোমরা বন্দরের দূরত্ব কম হওয়ায় এবং যোগাযোগ ব্যবস্থা ভালো হওয়ায় এই বন্দর দিয়ে আমদানির প্রতি ব্যবসায়ীদের আগ্রহ বেশি। এতদিন কেবল নির্দিষ্ট কিছু নিত্যপ্রয়োজনীয় পণ্য আমদানির সুযোগ থাকলেও এখন থেকে তা বিস্তৃত হচ্ছে। তবে, গুঁড়া দুধ আমদানির ক্ষেত্রে এখনও নিষেধাজ্ঞা বহাল রয়েছে।
প্রজ্ঞাপনে আরও জানানো হয় যে, ভোমরা বন্দর দিয়ে পূর্বের মতো সব ধরনের পণ্য রপ্তানির সুযোগও বহাল থাকবে।