অর্থনৈতিক বিষয়সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটি নীতিগতভাবে ২৩টি প্রতিষ্ঠানের মাধ্যমে স্পট মার্কেট থেকে ২০ কার্গো তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) আমদানির প্রস্তাব অনুমোদন করেছে। এই প্রস্তাবের আওতায় চলতি বছরের সেপ্টেম্বর থেকে ডিসেম্বর মাসের মধ্যে এলএনজি আমদানি করবে পেট্রোবাংলা। প্রতিটি কার্গোতে প্রায় ৩৩ লাখ ৬০ হাজার মিলিয়ন মেট্রিক ব্রিটিশ থার্মাল ইউনিট (এমএমবিটিইউ) এলএনজি থাকবে।
আজ বুধবার ঢাকায় সচিবালয়ে অনুষ্ঠিত অর্থ ও বাণিজ্য উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠকে এই সিদ্ধান্ত গৃহীত হয়। বৈঠক শেষে সালেহউদ্দিন আহমেদ জানান, গ্যাসের জরুরি চাহিদা মেটাতে এই আমদানি অনুমোদন দেওয়া হয়েছে।
উল্লেখ্য, এই প্রতিষ্ঠানের মাধ্যমে এলএনজি আমদানির প্রস্তাব আগের সরকারের অর্থনৈতিক বিষয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটিতে অনুমোদিত হয়েছিল। তবে নতুন সরকারের অধীনে বিষয়টি পুনরায় বিবেচনা করে অনুমোদন করা হয়েছে।
বৈঠকে এলএনজি আমদানির বিষয়ে আগে অনুমোদন পাওয়া প্রতিষ্ঠানগুলোর কিছু সীমাবদ্ধতা এবং সম্ভাব্য দুর্নীতির অভিযোগ নিয়ে আলোচনা হয়। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান জানান, এসব সীমাবদ্ধতা এবং আইনি প্রক্রিয়া পর্যালোচনা করে নতুন করে অনুমোদন দেওয়া হয়েছে।
এ ছাড়া, বৈঠকে ২০২৪-২৫ অর্থবছরের জন্য সংযুক্ত আরব আমিরাতের ফার্টিগ্লোব ডিস্ট্রিবিউশন থেকে ইউরিয়া সার আমদানির প্রস্তাবও নীতিগতভাবে অনুমোদিত হয়।
বুধবার, ০৪ সেপ্টেম্বর ২০২৪
অর্থনৈতিক বিষয়সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটি নীতিগতভাবে ২৩টি প্রতিষ্ঠানের মাধ্যমে স্পট মার্কেট থেকে ২০ কার্গো তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) আমদানির প্রস্তাব অনুমোদন করেছে। এই প্রস্তাবের আওতায় চলতি বছরের সেপ্টেম্বর থেকে ডিসেম্বর মাসের মধ্যে এলএনজি আমদানি করবে পেট্রোবাংলা। প্রতিটি কার্গোতে প্রায় ৩৩ লাখ ৬০ হাজার মিলিয়ন মেট্রিক ব্রিটিশ থার্মাল ইউনিট (এমএমবিটিইউ) এলএনজি থাকবে।
আজ বুধবার ঢাকায় সচিবালয়ে অনুষ্ঠিত অর্থ ও বাণিজ্য উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠকে এই সিদ্ধান্ত গৃহীত হয়। বৈঠক শেষে সালেহউদ্দিন আহমেদ জানান, গ্যাসের জরুরি চাহিদা মেটাতে এই আমদানি অনুমোদন দেওয়া হয়েছে।
উল্লেখ্য, এই প্রতিষ্ঠানের মাধ্যমে এলএনজি আমদানির প্রস্তাব আগের সরকারের অর্থনৈতিক বিষয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটিতে অনুমোদিত হয়েছিল। তবে নতুন সরকারের অধীনে বিষয়টি পুনরায় বিবেচনা করে অনুমোদন করা হয়েছে।
বৈঠকে এলএনজি আমদানির বিষয়ে আগে অনুমোদন পাওয়া প্রতিষ্ঠানগুলোর কিছু সীমাবদ্ধতা এবং সম্ভাব্য দুর্নীতির অভিযোগ নিয়ে আলোচনা হয়। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান জানান, এসব সীমাবদ্ধতা এবং আইনি প্রক্রিয়া পর্যালোচনা করে নতুন করে অনুমোদন দেওয়া হয়েছে।
এ ছাড়া, বৈঠকে ২০২৪-২৫ অর্থবছরের জন্য সংযুক্ত আরব আমিরাতের ফার্টিগ্লোব ডিস্ট্রিবিউশন থেকে ইউরিয়া সার আমদানির প্রস্তাবও নীতিগতভাবে অনুমোদিত হয়।