ব্যাংক খাতের সমস্যাগুলোর মধ্যে আমানতকারীদের স্বার্থ রক্ষা করতে বাংলাদেশ ব্যাংক কাজ করছে বলে জানিয়েছেন গভর্নর আহসান এইচ মনসুর। আজ বিভিন্ন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকের (এমডি) সঙ্গে বাংলাদেশ ব্যাংকের সভা শেষে গভর্নর সাংবাদিকদের এ কথা জানান।
গভর্নর জানান, ব্যাংক খাত থেকে বড় ধরনের অর্থ পাচার হয়েছে, যা সাত-আটটি ব্যাংককে তারল্যসংকটে ফেলেছে। এসব ব্যাংকের পরিচালনা পর্ষদে পরিবর্তন আনা হয়েছে এবং ব্যাংকগুলোর অবস্থার উন্নয়নে কাজ করা হচ্ছে। কেন্দ্রীয় ব্যাংক এর আগের মতো বড় পরিমাণ টাকা ছাপিয়ে এসব ব্যাংককে সাহায্য করবে না, কারণ এতে মূল্যস্ফীতি ও ডলারের দাম বেড়ে যাবে।
তিনি বলেন, "আমরা সীমিত আকারে টাকা দেওয়ার চেষ্টা করছি এবং ব্যাংকগুলোকে অন্যান্য ব্যাংক থেকে আমানত সংগ্রহ করার সুযোগ দিচ্ছি।" গভর্নর আরও বলেন, ব্যাংকগুলোর পুনর্গঠন, একীভূতকরণ, অথবা অবসায়ন নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।
এছাড়া, পাচার হওয়া অর্থ ফেরত আনতে বিশ্বব্যাংক, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশের সাথে আলোচনা চলছে। যুক্তরাজ্যে পাচার হওয়া সম্পদের তথ্য পাওয়া গেছে এবং এসব অর্থ ফেরাতে চেষ্টা চলছে।
বৃহস্পতিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৪
ব্যাংক খাতের সমস্যাগুলোর মধ্যে আমানতকারীদের স্বার্থ রক্ষা করতে বাংলাদেশ ব্যাংক কাজ করছে বলে জানিয়েছেন গভর্নর আহসান এইচ মনসুর। আজ বিভিন্ন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকের (এমডি) সঙ্গে বাংলাদেশ ব্যাংকের সভা শেষে গভর্নর সাংবাদিকদের এ কথা জানান।
গভর্নর জানান, ব্যাংক খাত থেকে বড় ধরনের অর্থ পাচার হয়েছে, যা সাত-আটটি ব্যাংককে তারল্যসংকটে ফেলেছে। এসব ব্যাংকের পরিচালনা পর্ষদে পরিবর্তন আনা হয়েছে এবং ব্যাংকগুলোর অবস্থার উন্নয়নে কাজ করা হচ্ছে। কেন্দ্রীয় ব্যাংক এর আগের মতো বড় পরিমাণ টাকা ছাপিয়ে এসব ব্যাংককে সাহায্য করবে না, কারণ এতে মূল্যস্ফীতি ও ডলারের দাম বেড়ে যাবে।
তিনি বলেন, "আমরা সীমিত আকারে টাকা দেওয়ার চেষ্টা করছি এবং ব্যাংকগুলোকে অন্যান্য ব্যাংক থেকে আমানত সংগ্রহ করার সুযোগ দিচ্ছি।" গভর্নর আরও বলেন, ব্যাংকগুলোর পুনর্গঠন, একীভূতকরণ, অথবা অবসায়ন নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।
এছাড়া, পাচার হওয়া অর্থ ফেরত আনতে বিশ্বব্যাংক, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশের সাথে আলোচনা চলছে। যুক্তরাজ্যে পাচার হওয়া সম্পদের তথ্য পাওয়া গেছে এবং এসব অর্থ ফেরাতে চেষ্টা চলছে।