সেরা বার্ষিক প্রতিবেদন ২০২৩- এর জন্য যোগাযোগ ও তথ্যপ্রযুক্তি বিভাগে রবি আজিয়াটা পিএলসি’কে গোল্ড অ্যাওয়ার্ডে ভূষিত করেছে দি ইনস্টিটিউট অব চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশ (আইসিএবি)। টানা তৃতীয়বারের মতো এই মর্যাদাপূর্ণ পুরস্কার জিতল অপারেটরটি।
গত ১০ সেপ্টেম্বর রাজধানীর একটি হোটেলে আয়োজিত আইসিএবি ন্যাশনাল অ্যাওয়ার্ড অনুষ্ঠানে অর্থ ও বাণিজ্য উপদেষ্টা সালেহ উদ্দিন আহমেদ’র হাত থেকে এ পুরষ্কার গ্রহণ করেন রবি’র চিফ ফাইন্যান্সিয়াল অফিসার (সিএফও) এম. রিয়াজ রশিদ। অভ্যন্তরীণ সম্পদ বিভাগের সেক্রেটারি ও জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মো. আবদুর রহমান খান, অর্থ সচিব মো. খায়রুজ্জামান মজুমদার এবং বাণিজ্য সচিব মো. সেলিম উদ্দিন এ সময় উপস্থিত ছিলেন।
এছাড়া পুরষ্কার প্রদান অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন রবি’র ফাইন্যান্স ডিভিশনের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ আনোয়ার হোসেন এবং ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ মঈন উদ্দিন রিয়াদ।
বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর ২০২৪
সেরা বার্ষিক প্রতিবেদন ২০২৩- এর জন্য যোগাযোগ ও তথ্যপ্রযুক্তি বিভাগে রবি আজিয়াটা পিএলসি’কে গোল্ড অ্যাওয়ার্ডে ভূষিত করেছে দি ইনস্টিটিউট অব চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশ (আইসিএবি)। টানা তৃতীয়বারের মতো এই মর্যাদাপূর্ণ পুরস্কার জিতল অপারেটরটি।
গত ১০ সেপ্টেম্বর রাজধানীর একটি হোটেলে আয়োজিত আইসিএবি ন্যাশনাল অ্যাওয়ার্ড অনুষ্ঠানে অর্থ ও বাণিজ্য উপদেষ্টা সালেহ উদ্দিন আহমেদ’র হাত থেকে এ পুরষ্কার গ্রহণ করেন রবি’র চিফ ফাইন্যান্সিয়াল অফিসার (সিএফও) এম. রিয়াজ রশিদ। অভ্যন্তরীণ সম্পদ বিভাগের সেক্রেটারি ও জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মো. আবদুর রহমান খান, অর্থ সচিব মো. খায়রুজ্জামান মজুমদার এবং বাণিজ্য সচিব মো. সেলিম উদ্দিন এ সময় উপস্থিত ছিলেন।
এছাড়া পুরষ্কার প্রদান অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন রবি’র ফাইন্যান্স ডিভিশনের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ আনোয়ার হোসেন এবং ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ মঈন উদ্দিন রিয়াদ।