প্রশাসক নিয়োগের এক মাসের মধ্যেই মোবাইলে আর্থিক সেবাদাতা কোম্পানি নগদ এ ‘ব্যবস্থাপনা পর্ষদ’ নিয়োগ দিল বাংলাদেশ ব্যাংক, যেটির চেয়ারম্যান হয়েছেন বিআইডিএসের সাবেক মহাপরিচালক কে এ এস মুরশিদ। মঙ্গলবার বর্তমান ব্যবস্থাপনাকে সহায়তা করতে ‘ম্যানেজমেন্ট বোর্ড’ নামের এ পর্ষদ গঠন করা হয়। এ সংক্রান্ত একটি চিঠি ডাক অধিদপ্তরের মহাপরিচালককেও পাঠিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।
বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানের (বিআইডিএস) সাবেক মহাপরিচালক কে এ এস মুরশিদের সঙ্গে পর্ষদে আছেন- ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের বিআইজিডির ভিজিটিং রিসার্চ ফেলো খন্দকার শাখাওয়াত আলী, গবেষণা প্রতিষ্ঠান পিআরআইয়ের গবেষণা পরিচালক বজলুল হক খন্দকার, বাংলাদেশ ব্যাংকের সাবেক নির্বাহী পরিচালক মোঃ আনোয়ার হোসেন, ডাক বিভাগের পোস্ট মাস্টার জেনারেল মোঃ ফরিদ আহমেদ।
বাংলাদেশ ব্যাংকের পাঠানো চিঠিতে বলা হয়েছে, ডাক বিভাগের ডিজিটাল ফিনান্সিয়াল সার্ভিস নগদের ভবিষৎ কর্মপরিকল্পনা ও কৌশলগত ব্যবস্থাপনা নির্ধারণ এবং বাংলাদেশ ব্যাংকের নিয়োগ করে দেওয়া প্রশাসক ও তার সহায়ক দলকে প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদানের লক্ষ্যে এ পর্ষদ গঠন করা হয়েছ।
এর আগে চলতি বছর ২১ অগাস্ট নগদের আগের পর্ষদ ভেঙে দিয়ে প্রশাসক নিয়োগ দিয়েছিল বাংলাদেশ ব্যাংক। প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয় বাংলাদেশ ব্যাংকের পরিচালক বদিউজ্জামান দিদারকে। তাকে সহায়তা করতে ছয় কর্মকর্তা নিয়োগ দেওয়া হয়।
বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪
প্রশাসক নিয়োগের এক মাসের মধ্যেই মোবাইলে আর্থিক সেবাদাতা কোম্পানি নগদ এ ‘ব্যবস্থাপনা পর্ষদ’ নিয়োগ দিল বাংলাদেশ ব্যাংক, যেটির চেয়ারম্যান হয়েছেন বিআইডিএসের সাবেক মহাপরিচালক কে এ এস মুরশিদ। মঙ্গলবার বর্তমান ব্যবস্থাপনাকে সহায়তা করতে ‘ম্যানেজমেন্ট বোর্ড’ নামের এ পর্ষদ গঠন করা হয়। এ সংক্রান্ত একটি চিঠি ডাক অধিদপ্তরের মহাপরিচালককেও পাঠিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।
বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানের (বিআইডিএস) সাবেক মহাপরিচালক কে এ এস মুরশিদের সঙ্গে পর্ষদে আছেন- ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের বিআইজিডির ভিজিটিং রিসার্চ ফেলো খন্দকার শাখাওয়াত আলী, গবেষণা প্রতিষ্ঠান পিআরআইয়ের গবেষণা পরিচালক বজলুল হক খন্দকার, বাংলাদেশ ব্যাংকের সাবেক নির্বাহী পরিচালক মোঃ আনোয়ার হোসেন, ডাক বিভাগের পোস্ট মাস্টার জেনারেল মোঃ ফরিদ আহমেদ।
বাংলাদেশ ব্যাংকের পাঠানো চিঠিতে বলা হয়েছে, ডাক বিভাগের ডিজিটাল ফিনান্সিয়াল সার্ভিস নগদের ভবিষৎ কর্মপরিকল্পনা ও কৌশলগত ব্যবস্থাপনা নির্ধারণ এবং বাংলাদেশ ব্যাংকের নিয়োগ করে দেওয়া প্রশাসক ও তার সহায়ক দলকে প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদানের লক্ষ্যে এ পর্ষদ গঠন করা হয়েছ।
এর আগে চলতি বছর ২১ অগাস্ট নগদের আগের পর্ষদ ভেঙে দিয়ে প্রশাসক নিয়োগ দিয়েছিল বাংলাদেশ ব্যাংক। প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয় বাংলাদেশ ব্যাংকের পরিচালক বদিউজ্জামান দিদারকে। তাকে সহায়তা করতে ছয় কর্মকর্তা নিয়োগ দেওয়া হয়।