শ্বেতপত্র প্রণয়ন কমিটির উদ্যোগে আগামী শনিবার ঢাকায় দিনব্যাপী ‘শ্বেতপত্র এবং অতঃপরঃ অর্থনৈতিক ব্যবস্থাপনা, সংস্কার ও জাতীয় বাজেট’ শীর্ষক একটি সিম্পোজিয়াম অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই সিম্পোজিয়ামের সার্বিক সহযোগিতায় রয়েছে এসডিজি বাস্তবায়নে নাগরিক প্ল্যাটফর্ম বাংলাদেশ। গতকাল এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
গত ডিসেম্বর ২০২৪ তপ্রকাশিত ‘বাংলাদেশের বিদ্যমান অর্থনৈতিক অবস্থার শ্বেতপত্র: একটি উন্নয়ন আখ্যানের ব্যবচ্ছেদ’ দেশে ও বিদেশে ব্যাপক সাড়া ফেলেছে ও আলোচিত হচ্ছে। এই শ্বেতপত্রের সুপারিশসমূহ কিভাবে আগামী দিনে কার্যকরভাবে বাস্তবায়ন করা যায় সে সম্পর্কে সমাজের বিভিন্ন অংশীজনের মধ্যে বিশেষ আগ্রহ রয়েছে।
এ প্রেক্ষাপটে শ্বেতপত্রের সুপারিশসমূহ বাস্তবায়নের অগ্রগতি ও বর্তমান অর্থনৈতিক পরিস্থিতি মোকাবেলা করার সম্ভাব্য কর্মপদ্ধতি নির্ধারণ নিয়ে উল্লেখিত সিম্পোজিয়ামে আলোচনা হবে। সিম্পোজিয়ামে আগামী জাতীয় বাজেটের বিভিন্ন দিক নিয়ে শ্বেতপত্র কমিটির সদস্যগণ ও বিশিষ্ট আলোচকবৃন্দ তাদের মতামত তুলে ধরবেন। এই আলোচনা তিনটি ভাগে অনুষ্ঠিত হবে। ভাগগুলো হলো, অর্থনৈতিক ব্যবস্থাপনা ও চ্যালেঞ্জসমূহ, অর্থনৈতিক সংস্কার ও প্রতিষ্ঠানসমূহ ও মধ্যমেয়াদী দৃষ্টিভঙ্গি ও পরিকল্পনা।
দিনব্যাপী এই আয়োজনে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা, সরকারি ঊর্ধ্বতন কর্মকর্তা, রাজনৈতিক, সামাজিক ও ব্যক্তিখাতের নেতৃবৃন্দ, উন্নয়ন সহযোগী প্রতিষ্ঠানের কর্মকর্তাসহ গবেষক ও নীতি বিশ্লেষকরা অংশগ্রহণ করবেন। এই অনুষ্ঠানের সমাপনী অধিবেশনে সেন্টার ফর পলিসি ডায়লগ-সিপিডি’র চেয়ারম্যান অধ্যাপক রেহমান সোবহান ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র মহাসচিব জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বক্তব্য রাখবেন।
অনুষ্ঠানটি শ্বেতপত্র প্রণয়ন কমিটি ২০২৪ এর ফেইসবুক ও লিংকডইন পেইজ থেকে সরাসরি সম্প্রচার করা হবে। এছাড়াও নাগরিক প্ল্যাটফর্ম-এর ফেইসবুক ও ইউটিউব পেইজেও এই অনুষ্ঠানটি সরাসরি দেখা যাবে।
মঙ্গলবার, ১৪ জানুয়ারী ২০২৫
শ্বেতপত্র প্রণয়ন কমিটির উদ্যোগে আগামী শনিবার ঢাকায় দিনব্যাপী ‘শ্বেতপত্র এবং অতঃপরঃ অর্থনৈতিক ব্যবস্থাপনা, সংস্কার ও জাতীয় বাজেট’ শীর্ষক একটি সিম্পোজিয়াম অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই সিম্পোজিয়ামের সার্বিক সহযোগিতায় রয়েছে এসডিজি বাস্তবায়নে নাগরিক প্ল্যাটফর্ম বাংলাদেশ। গতকাল এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
গত ডিসেম্বর ২০২৪ তপ্রকাশিত ‘বাংলাদেশের বিদ্যমান অর্থনৈতিক অবস্থার শ্বেতপত্র: একটি উন্নয়ন আখ্যানের ব্যবচ্ছেদ’ দেশে ও বিদেশে ব্যাপক সাড়া ফেলেছে ও আলোচিত হচ্ছে। এই শ্বেতপত্রের সুপারিশসমূহ কিভাবে আগামী দিনে কার্যকরভাবে বাস্তবায়ন করা যায় সে সম্পর্কে সমাজের বিভিন্ন অংশীজনের মধ্যে বিশেষ আগ্রহ রয়েছে।
এ প্রেক্ষাপটে শ্বেতপত্রের সুপারিশসমূহ বাস্তবায়নের অগ্রগতি ও বর্তমান অর্থনৈতিক পরিস্থিতি মোকাবেলা করার সম্ভাব্য কর্মপদ্ধতি নির্ধারণ নিয়ে উল্লেখিত সিম্পোজিয়ামে আলোচনা হবে। সিম্পোজিয়ামে আগামী জাতীয় বাজেটের বিভিন্ন দিক নিয়ে শ্বেতপত্র কমিটির সদস্যগণ ও বিশিষ্ট আলোচকবৃন্দ তাদের মতামত তুলে ধরবেন। এই আলোচনা তিনটি ভাগে অনুষ্ঠিত হবে। ভাগগুলো হলো, অর্থনৈতিক ব্যবস্থাপনা ও চ্যালেঞ্জসমূহ, অর্থনৈতিক সংস্কার ও প্রতিষ্ঠানসমূহ ও মধ্যমেয়াদী দৃষ্টিভঙ্গি ও পরিকল্পনা।
দিনব্যাপী এই আয়োজনে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা, সরকারি ঊর্ধ্বতন কর্মকর্তা, রাজনৈতিক, সামাজিক ও ব্যক্তিখাতের নেতৃবৃন্দ, উন্নয়ন সহযোগী প্রতিষ্ঠানের কর্মকর্তাসহ গবেষক ও নীতি বিশ্লেষকরা অংশগ্রহণ করবেন। এই অনুষ্ঠানের সমাপনী অধিবেশনে সেন্টার ফর পলিসি ডায়লগ-সিপিডি’র চেয়ারম্যান অধ্যাপক রেহমান সোবহান ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র মহাসচিব জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বক্তব্য রাখবেন।
অনুষ্ঠানটি শ্বেতপত্র প্রণয়ন কমিটি ২০২৪ এর ফেইসবুক ও লিংকডইন পেইজ থেকে সরাসরি সম্প্রচার করা হবে। এছাড়াও নাগরিক প্ল্যাটফর্ম-এর ফেইসবুক ও ইউটিউব পেইজেও এই অনুষ্ঠানটি সরাসরি দেখা যাবে।