অর্থনীতির অন্যান্য সূচকের মতো রেমিটেন্সেও দেখা যাচ্ছে নিম্নমুখী ধারা। রোববার প্রকাশিত বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, ২০২৪ সালের জানুয়ারির প্রথম ১৮ দিনে প্রবাসীরা ১২০ কোটি ৬৯ লাখ (১.২ বিলিয়ন) ডলার পাঠিয়েছেন, যা আগের মাসের তুলনায় কম।
ডিসেম্বরের প্রথম ২১ দিনেই ২ বিলিয়ন ডলারের বেশি রেমিটেন্স এসেছিল, প্রতিদিন গড়ে ৯.৫৬ কোটি ডলার। অথচ জানুয়ারির প্রথম ১৮ দিনে গড় রেমিটেন্স এসেছে মাত্র ৬.৭০ কোটি ডলার।
২০২৩ সালের ডিসেম্বর মাসে রেমিটেন্সের পরিমাণ ছিল ২৬৪ কোটি (২.৬৪ বিলিয়ন) ডলার, যা দেশের ইতিহাসে একক মাসে সর্বোচ্চ। কিন্তু জানুয়ারির প্রবণতা অনুসারে, মাস শেষে রেমিটেন্স ২০৭.৮৫ কোটি (২.০৭ বিলিয়ন) ডলারের কাছাকাছি হতে পারে, যা গত ছয় মাসের মধ্যে সর্বনিম্ন।
বিশ্লেষকদের মতে, বিনিময় হারের অস্থিরতা, আনুষ্ঠানিক চ্যানেলে রেমিটেন্স পাঠানোর অনীহা, রাজনৈতিক ও অর্থনৈতিক অনিশ্চয়তা এবং প্রণোদনার জটিলতা এই নিম্নমুখী প্রবণতার কারণ হতে পারে।
এদিকে, বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভও চাপে রয়েছে। ৯ জানুয়ারি আকুর আমদানি বিল পরিশোধের পর রিজার্ভ ২০ বিলিয়ন ডলারে নেমে আসে। বর্তমানে তা কিছুটা বেড়ে ২০.১৩ বিলিয়ন ডলার হয়েছে।
রোববার, ১৯ জানুয়ারী ২০২৫
অর্থনীতির অন্যান্য সূচকের মতো রেমিটেন্সেও দেখা যাচ্ছে নিম্নমুখী ধারা। রোববার প্রকাশিত বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, ২০২৪ সালের জানুয়ারির প্রথম ১৮ দিনে প্রবাসীরা ১২০ কোটি ৬৯ লাখ (১.২ বিলিয়ন) ডলার পাঠিয়েছেন, যা আগের মাসের তুলনায় কম।
ডিসেম্বরের প্রথম ২১ দিনেই ২ বিলিয়ন ডলারের বেশি রেমিটেন্স এসেছিল, প্রতিদিন গড়ে ৯.৫৬ কোটি ডলার। অথচ জানুয়ারির প্রথম ১৮ দিনে গড় রেমিটেন্স এসেছে মাত্র ৬.৭০ কোটি ডলার।
২০২৩ সালের ডিসেম্বর মাসে রেমিটেন্সের পরিমাণ ছিল ২৬৪ কোটি (২.৬৪ বিলিয়ন) ডলার, যা দেশের ইতিহাসে একক মাসে সর্বোচ্চ। কিন্তু জানুয়ারির প্রবণতা অনুসারে, মাস শেষে রেমিটেন্স ২০৭.৮৫ কোটি (২.০৭ বিলিয়ন) ডলারের কাছাকাছি হতে পারে, যা গত ছয় মাসের মধ্যে সর্বনিম্ন।
বিশ্লেষকদের মতে, বিনিময় হারের অস্থিরতা, আনুষ্ঠানিক চ্যানেলে রেমিটেন্স পাঠানোর অনীহা, রাজনৈতিক ও অর্থনৈতিক অনিশ্চয়তা এবং প্রণোদনার জটিলতা এই নিম্নমুখী প্রবণতার কারণ হতে পারে।
এদিকে, বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভও চাপে রয়েছে। ৯ জানুয়ারি আকুর আমদানি বিল পরিশোধের পর রিজার্ভ ২০ বিলিয়ন ডলারে নেমে আসে। বর্তমানে তা কিছুটা বেড়ে ২০.১৩ বিলিয়ন ডলার হয়েছে।