alt

অর্থ-বাণিজ্য

সিলেটের ভোলাগঞ্জে স্থলবন্দর চায় না চুনাপাথর আমদানিকারক গ্রুপ

নিজস্ব বার্তা পরিবেশক সিলেট : শনিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৫

সিলেটের ভোলাগঞ্জকে দেশের ২৪তম স্থলবন্দর ঘোষণা করে গেজেট প্রকাশ করা হয় ২০১৯ সালে। এরপর বিভিন্ন প্রক্রিয়া শেষে গত বছরের জানুয়ারি থেকে শুরু হয়েছে স্থলবন্দর নির্মাণ প্রকল্পের কাজ। ভোলাগঞ্জ শুল্ক স্টেশনটি স্থলবন্দরে রূপ নিলে সিলেটের অর্থনীতির জন্য লাভজনক বলে বিভিন্ন সময় ব্যবসায়ীরা বলে আসলেও এবার চুনাপাথর আমদানিকারক গ্রুপ বলছে- এখানে স্থলবন্দর অযৌক্তিক এবং অর্থের অপচয় ছাড়া কিছু নয়। বরং শুল্ক স্টেশন থাকলেই ভালো।সিলেট জেলা ভ্রমণ প্যাকেজ

শনিবার (২২ ফেব্রুয়ারি) দুপুরে সিলেট মহানরগরের পূর্ব জিন্দাবাজারস্থ একটি অভিজাত রেস্টুরেন্টে সংবাদ সম্মেলন করে এ দাবি করেন ভোলাগঞ্জ চুনাপাথর আমদানিকাক গ্রুপের সভাপতি মো. সাহাব উদ্দিন।

লিখিত বক্তব্যে তিনি বলেন- দীর্ঘ ২০ বছর ধরে তারা ভোলাগঞ্জ শুল্ক স্টেশন দিয়ে ভারত থেকে চুনাপথর আমদানি করছেন। ২০১৯ সালে সেসময়ের আওয়ামী লীগ সরকার এ স্টেশনকে দেশের ২৪ নম্বর শুল্কবন্দর হিসেবে ঘোষণা করে এবং গত বছরের জানুয়ারি থেকে ১৭৫ কোটি টাকা ব্যয়ে সেখানে বন্দর অবকাঠামো নির্মাণ প্রকল্পের কাজ শুরু হয়। কিন্তু পার্শ্ববর্তী দেশ ভারতে ভোলাগঞ্জ স্টেশনটির উল্টোদিকে স্থলবন্দর তৈরির কোনো উদ্যোগ নেই। ফলে শুধু এপারে স্থলবন্দর করা হলে এখানের ব্যবসায়ীদের উপর চাপ পড়বে। তামাবিল স্থলবন্দরের মতো ওপারে ডাউকি স্থলবন্দর রয়েছে এখানেও তেমন হলে ব্যবসায়ীদের সমস্যা হতো না।

সংবাদ সম্মেলনে সাহাব উদ্দিন আরো বলেন- ভোলাগঞ্জে স্থলবন্দর নির্মাণের লক্ষ্যে ৫২ একর জায়গায় কাজ চলছে। এর ফলে ব্যবসায়ীদের সুবিধাজনক ডাম্পিং স্টেশন ও কার্যলয় থাকছে না। এ বিষয়ে তাদের আপত্তি। এক বছর আগে তাদের উচ্ছেদের সময় ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী ও শ্রমিকদের ক্ষতিপুরণ দেওয়ার কথা থাকলেও এখনো দেওয়া হয়নি।

এসব জায়গা ব্যবসায়ীদের ফিরিয়ে দেওয়ার দাবি জানান চুনাপাথর আমদানিকাক গ্রুপের সভাপতির।

তিনি অভিযোগ করে বলেন- বন্দর কর্তৃপক্ষ পানির প্রেশার দিয়ে ডাম্পিংয়ে রাখা প্রায় ৫-৬ কোটি টাকার পাথর নষ্ট করে দিয়েছেন। তারা এসময় প্রতিবাদ করলে স্থলবন্দর কর্তৃপক্ষের তৎকালীন চেয়ারম্যান জিল্লুর রহমান হুমকি প্রদান করেন। বর্তমানে এই স্থলবন্দরে শুধু ব্যবসায়ীরা নন, সংশ্লিষ্ট কয়েক হাজার শ্রমিকও বেকার হয়ে পড়েছেন।

সাহাব উদ্দিন এই প্রকল্পে দুর্নীতি হচ্ছে উল্লেখ করে বলেন- প্রকল্পটির অর্ধেক টাকাই লুটপাট করা হবে। স্থলবন্দরের সাবেক চেয়ারম্যান জিল্লুর রহমান এই প্রকল্পে বড় অঙ্কের টাকা দুর্নীতি করেছেন। এই দুর্নীতিকে হালাল করতে এখনো স্থলবন্দরের নির্মাণ কাজ অব্যাহত রেখেছেন। সবচেয়ে বেশি দুর্নীতি হয়েছে প্রকল্পের মাটি ভরাটে। ভোলাগঞ্জের সবচেয়ে উঁচু এলাকায় বন্দরের অবকাঠামো নির্মাণ করা হচ্ছে। কিন্তু সেখানে মাটি ভরাটের জন্য বড় অংকের টাকা বরাদ্ধ নিয়ে আসা হয়েছে। সব টাকাই লুটপাট করেছেন প্রকল্প সংশ্লিষ্টরা। ইতোমধ্যে এ ব্যাপারে নৌ-পরিবহন মন্ত্রনালয়ের উপদেষ্টা বরাবরে স্মারকলিপি দেওয়া হয়েছে।

চুনাপাথর আমদানিকাক গ্রুপের দাবি না মান হলে তারা আন্দোলনে যাবেন বলে হুশিয়ারি দেন সভাপতি সাহাব উদ্দিন। তিনি বলেন- অবিলম্বে এই স্থলবন্দর নির্মাণ কাজ বন্ধ করা হোক। অন্যথায় সাধারণ ব্যবসায়ী ও শ্রমিকরা আন্দোলনের মাধ্যমে তাদের দাবি আদায়ে বাধ্য হবেন। আমরা আন্দোলন চাই না। শান্তি চাই। সরকারের তরফ থেকে বন্দরের অবকাঠামো নির্মাণ কাজ বন্ধ করে ব্যবসায়ী ও শ্রমিকরা তাদের ব্যবসা করার স্থান ফিরিয়ে দেওয়া হোক।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন- ভোলাগঞ্জ চুনাপাথর আমদানীকারক গ্রুপের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, কোষাধ্যক্ষ আব্দুস সালাম বাবুল, সদস্য নোমান আহমদ ও ফখরুল হক।

উল্লেখ্য, ২০০৫ সালে যাত্রা শুরু সিলেটের ভোলাগঞ্জ বন্দরের। ২০১৯ সালে এটি দেশের ২৪তম স্থলবন্দর হিসাবে গেজেটভুক্ত হয়। এর আগ পর্যন্ত সেটি শুল্ক স্টেশন হিসেবে ব্যবহৃত হতো। এ বন্দর দিয়ে শুধু চুনাপাথর আমদানি করা হচ্ছে বর্তমানে। রপ্তানি হচ্ছে না কোনো পণ্য।সিলেট জেলা ভ্রমণ প্যাকেজ

গত সরকারের সংশ্লিষ্টরা ও ব্যবসায়ীরা বলেছিলেন- পুরোদমে চালু হলে এ স্থলবন্দর দিয়ে বেড়ে যাবে আমদানি-রপ্তানি। ফলে সিলেট অঞ্চল উপকৃত হওয়ার পাশপাশি দেশের অর্থনীতিতে বড় অবদান রাখবে এ স্থলবন্দর।

তার বলেন- ভোলাগঞ্জ স্থলবন্দর দিয়ে এখনো চালু হয়নি ইমিগ্রেশন সেবা। ফলে বাংলাদেশ ও ভারতের ব্যবসায়ীদের যোগাযোগ রক্ষায় দীর্ঘ পথ পাড়ি দিতে হয়। সময় লাগে দুদিন। অথচ এই সেবা থাকলে যা সম্ভব হতো মাত্র ২০ মিনিটে। তাছাড়া স্থলবন্দরটিতে ইমিগ্রেশন সেবা না থায় নানা সম্ভাবনা থাকা সত্ত্বেও ভারতীয় পর্যটকরা ঢুকতে পারছেন না ভোলাগঞ্জের সাদাপাথরসহ পার্শ্ববর্তী পর্যটন কেন্দ্রগুলোতে।

ওই সময় ভোলাগঞ্জ স্থলবন্দর দিয়ে চুনাপাথর আমদানিকারী ব্যবসায়ীরা জানান, ভারতীয় ব্যবসায়ীরা বসেন ভারতের ভোলাগঞ্জ বাজারে। যা স্থল বন্দরের বাংলাদেশ অংশ থেকে মাত্র দুই কিলোমিটার দূরে। ভোলাগঞ্জ স্থলবন্দরের দুই দেশের ব্যবসায়ীরা দুই কিলোমিটার দূরত্বে ব্যবসায়ীদের সঙ্গে যোগাযোগ রক্ষায় উভয় দেশের আমদানি-রপ্তানিকারকরা ব্যবহার করছেন সিলেটের তামাবিল স্থলবন্দরের ইমিগ্রেশন পোস্ট। যার ফলে উভয় দেশের ব্যবসায়ীদের পাড়ি দিতে হয় ১৬০ কিলোমিটার পথ।

অন্যদিকে সম্ভাবনাময় কোম্পানীগঞ্জের সাদাপাথরসহ অন্য পর্যটনকেন্দ্রে আসতে হলে ভারতের উত্তর-পূর্ব রাজ্য মেঘালয়ের পর্যটকদের পাড়ি দিতে হয় ১৫০ কিলোমিটার পথ। একইভাবে বাংলাদেশের পর্যটকরা ভারতের চেরাপুঞ্জিতে যেতে হলে তামাবিল ইমিগ্রেশন চেকপোস্ট ব্যবহার করছেন। সেখানেও প্রায় ১৪০ কিলোমিটার পথ পাড়ি দিতে হয়। ভোলাগঞ্জে ইমিগ্রেশন চালু হলে ২০ কিলোমিটার পাড়ি দিয়েই চেরাপুঞ্জিতে আসা বিদেশি পর্যটকরা একদিনেই ঘুরে যেতে পারবেন সাদাপাথর পর্যটন কেন্দ্র। একইভাবে একদিনেই চেরাপুঞ্জি ঘুরে আসতে পারবেন বাংলাদেশের পর্যটকরা।

সিটিসি গ্রান্ট প্রোগ্রামের বিজয়ীদের নাম ঘোষণা করল ব্রিটিশ কাউন্সিল

ছবি

বাংলাদেশে ব্যবসা পরিচালনার প্রধান সমস্যা মূলধনের অভাব: বিবিএস এর জরিপ

প্রথম ছয় মাসে সব বাজারেই বেড়েছে তৈরি পোশাক রপ্তানি

দক্ষিণ এশিয়ার দেশগুলোতে অভ্যন্তরীণ রাজনীতির কারণে সংস্কার হয় না: সানেম

বাজার মূলধন সাড়ে ৫ হাজার কোটি টাকা বাড়লো শেয়ারবাজারে

ছবি

বেসরকারিখাতে ঋণ প্রবাহ বৃদ্ধিতে উদ্যোগ গ্রহণের আহ্বান ঢাকা চেম্বারের

সার সংরক্ষণে চার জেলায় গোডাউন নির্মাণের সিদ্ধান্ত

ছবি

জাপানি ব্যবসায়ীদের সঙ্গে বাংলাদেশ প্রতিনিধিদলের বৈঠক

চাহিদা মেটাতে স্পট মার্কেট থেকে এলএনজি কিনতে চুক্তির অনুমোদন

এনবিআরের আইভাসে নতুন ১৭২৩ প্রতিষ্ঠানের নিবন্ধন

রমজানের আগে ৯ ভোগ্যপণ্যের আমদানি বেড়েছে

ছবি

পাচার হওয়া অর্থ ফেরানো যেন রাজনৈতিক কারণে থেমে না যায়: গভর্নর

ছবি

পাঁচ বছরে সবনিম্ন অবস্থায় দেশের বিনিয়োগ

ছবি

অর্থনীতির এত সমস্যা একসঙ্গে অন্য কোথাও হয়নি: গভর্নর আহসান এইচ মনসুর

ছবি

শনিবার ঢাকায় জাকাত মেলা শুরু

ছবি

সূচক-লেনদেন দুটোই বেড়েছে শেয়ারবাজারে

৬ মাসে রপ্তানি করা যাবে ২৫ হাজার টন সুগন্ধি চাল

জ্বালানি চাহিদা মেটানো কঠিন তবে চেষ্টা করছে সরকার: বাণিজ্য উপদেষ্টা

এস আলমের ব্যাংক হিসাবে ২ লাখ ৪২ হাজার কোটি টাকা জমার তথ্য

সুপারশপে প্রত্যাহার, বিস্কুটে বাড়তি ভ্যাট কমাতে পারে সরকার

চলতি বছর শীর্ষ তুলা আমদানিকারক দেশ হতে পারে বাংলাদেশ

ছবি

২ লাখ ৪২ হাজার কোটি টাকার লেনদেনের তথ্য পেয়েছে এনবিআর

ছবি

সিন্ডিকেট ঠেকাতে অনুসন্ধানে স্বরাষ্ট্র মন্ত্রণালয়

ছবি

বড়পুকুরিয়া তাপবিদ্যুৎকেন্দ্রে উৎপাদন বন্ধ

সাড়ে সাত মাসে রিটার্ন দিল মাত্র ১৩ হাজার কোম্পানি

পতনে শেয়ারবাজার, কমেছে লেনদেন

এডিবির অর্থায়ন বেড়ে হবে ৩৬ বিলিয়ন, পাবে বাংলাদেশও

‘শক্তিশালী অর্থনীতির জন্য বন্ড মার্কেটের ভূমিকা অনস্বীকার্য’

ছবি

৭ মাসে ভারতে রপ্তানি ১৫ শতাংশ বেড়ে বিলিয়ন ডলার ছাড়ালো

আমদানি-রপ্তানি সহজ করতে সিঙ্গেল উইন্ডো সিস্টেমে ব্যাপক সাড়া

ছবি

হুয়াওয়ে সিডস ফর দ্য ফিউচার ২০২৫ বাংলাদেশের ক্যাম্পাস রোডশো শুরু

ছবি

সর্বজনীন পেনশনে আগ্রহী নয় ৯৯ শতাংশ পোশাকশ্রমিক: জরিপ

গ্যাসের দাম বাড়লে একটার পর একটা কারখানা বন্ধ হবে: বিটিএমএ

উপজেলার ব্যবসায়ীদের করজালে আনার সুপারিশ

২০ ফেব্রুয়ারির মধ্যে বাজেট প্রস্তাবনা চেয়েছে এনবিআর

ছবি

আমানত-ঋণ বিতরণ বেড়েছে এজেন্ট ব্যাংকিংয়ে

tab

অর্থ-বাণিজ্য

সিলেটের ভোলাগঞ্জে স্থলবন্দর চায় না চুনাপাথর আমদানিকারক গ্রুপ

নিজস্ব বার্তা পরিবেশক সিলেট

শনিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৫

সিলেটের ভোলাগঞ্জকে দেশের ২৪তম স্থলবন্দর ঘোষণা করে গেজেট প্রকাশ করা হয় ২০১৯ সালে। এরপর বিভিন্ন প্রক্রিয়া শেষে গত বছরের জানুয়ারি থেকে শুরু হয়েছে স্থলবন্দর নির্মাণ প্রকল্পের কাজ। ভোলাগঞ্জ শুল্ক স্টেশনটি স্থলবন্দরে রূপ নিলে সিলেটের অর্থনীতির জন্য লাভজনক বলে বিভিন্ন সময় ব্যবসায়ীরা বলে আসলেও এবার চুনাপাথর আমদানিকারক গ্রুপ বলছে- এখানে স্থলবন্দর অযৌক্তিক এবং অর্থের অপচয় ছাড়া কিছু নয়। বরং শুল্ক স্টেশন থাকলেই ভালো।সিলেট জেলা ভ্রমণ প্যাকেজ

শনিবার (২২ ফেব্রুয়ারি) দুপুরে সিলেট মহানরগরের পূর্ব জিন্দাবাজারস্থ একটি অভিজাত রেস্টুরেন্টে সংবাদ সম্মেলন করে এ দাবি করেন ভোলাগঞ্জ চুনাপাথর আমদানিকাক গ্রুপের সভাপতি মো. সাহাব উদ্দিন।

লিখিত বক্তব্যে তিনি বলেন- দীর্ঘ ২০ বছর ধরে তারা ভোলাগঞ্জ শুল্ক স্টেশন দিয়ে ভারত থেকে চুনাপথর আমদানি করছেন। ২০১৯ সালে সেসময়ের আওয়ামী লীগ সরকার এ স্টেশনকে দেশের ২৪ নম্বর শুল্কবন্দর হিসেবে ঘোষণা করে এবং গত বছরের জানুয়ারি থেকে ১৭৫ কোটি টাকা ব্যয়ে সেখানে বন্দর অবকাঠামো নির্মাণ প্রকল্পের কাজ শুরু হয়। কিন্তু পার্শ্ববর্তী দেশ ভারতে ভোলাগঞ্জ স্টেশনটির উল্টোদিকে স্থলবন্দর তৈরির কোনো উদ্যোগ নেই। ফলে শুধু এপারে স্থলবন্দর করা হলে এখানের ব্যবসায়ীদের উপর চাপ পড়বে। তামাবিল স্থলবন্দরের মতো ওপারে ডাউকি স্থলবন্দর রয়েছে এখানেও তেমন হলে ব্যবসায়ীদের সমস্যা হতো না।

সংবাদ সম্মেলনে সাহাব উদ্দিন আরো বলেন- ভোলাগঞ্জে স্থলবন্দর নির্মাণের লক্ষ্যে ৫২ একর জায়গায় কাজ চলছে। এর ফলে ব্যবসায়ীদের সুবিধাজনক ডাম্পিং স্টেশন ও কার্যলয় থাকছে না। এ বিষয়ে তাদের আপত্তি। এক বছর আগে তাদের উচ্ছেদের সময় ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী ও শ্রমিকদের ক্ষতিপুরণ দেওয়ার কথা থাকলেও এখনো দেওয়া হয়নি।

এসব জায়গা ব্যবসায়ীদের ফিরিয়ে দেওয়ার দাবি জানান চুনাপাথর আমদানিকাক গ্রুপের সভাপতির।

তিনি অভিযোগ করে বলেন- বন্দর কর্তৃপক্ষ পানির প্রেশার দিয়ে ডাম্পিংয়ে রাখা প্রায় ৫-৬ কোটি টাকার পাথর নষ্ট করে দিয়েছেন। তারা এসময় প্রতিবাদ করলে স্থলবন্দর কর্তৃপক্ষের তৎকালীন চেয়ারম্যান জিল্লুর রহমান হুমকি প্রদান করেন। বর্তমানে এই স্থলবন্দরে শুধু ব্যবসায়ীরা নন, সংশ্লিষ্ট কয়েক হাজার শ্রমিকও বেকার হয়ে পড়েছেন।

সাহাব উদ্দিন এই প্রকল্পে দুর্নীতি হচ্ছে উল্লেখ করে বলেন- প্রকল্পটির অর্ধেক টাকাই লুটপাট করা হবে। স্থলবন্দরের সাবেক চেয়ারম্যান জিল্লুর রহমান এই প্রকল্পে বড় অঙ্কের টাকা দুর্নীতি করেছেন। এই দুর্নীতিকে হালাল করতে এখনো স্থলবন্দরের নির্মাণ কাজ অব্যাহত রেখেছেন। সবচেয়ে বেশি দুর্নীতি হয়েছে প্রকল্পের মাটি ভরাটে। ভোলাগঞ্জের সবচেয়ে উঁচু এলাকায় বন্দরের অবকাঠামো নির্মাণ করা হচ্ছে। কিন্তু সেখানে মাটি ভরাটের জন্য বড় অংকের টাকা বরাদ্ধ নিয়ে আসা হয়েছে। সব টাকাই লুটপাট করেছেন প্রকল্প সংশ্লিষ্টরা। ইতোমধ্যে এ ব্যাপারে নৌ-পরিবহন মন্ত্রনালয়ের উপদেষ্টা বরাবরে স্মারকলিপি দেওয়া হয়েছে।

চুনাপাথর আমদানিকাক গ্রুপের দাবি না মান হলে তারা আন্দোলনে যাবেন বলে হুশিয়ারি দেন সভাপতি সাহাব উদ্দিন। তিনি বলেন- অবিলম্বে এই স্থলবন্দর নির্মাণ কাজ বন্ধ করা হোক। অন্যথায় সাধারণ ব্যবসায়ী ও শ্রমিকরা আন্দোলনের মাধ্যমে তাদের দাবি আদায়ে বাধ্য হবেন। আমরা আন্দোলন চাই না। শান্তি চাই। সরকারের তরফ থেকে বন্দরের অবকাঠামো নির্মাণ কাজ বন্ধ করে ব্যবসায়ী ও শ্রমিকরা তাদের ব্যবসা করার স্থান ফিরিয়ে দেওয়া হোক।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন- ভোলাগঞ্জ চুনাপাথর আমদানীকারক গ্রুপের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, কোষাধ্যক্ষ আব্দুস সালাম বাবুল, সদস্য নোমান আহমদ ও ফখরুল হক।

উল্লেখ্য, ২০০৫ সালে যাত্রা শুরু সিলেটের ভোলাগঞ্জ বন্দরের। ২০১৯ সালে এটি দেশের ২৪তম স্থলবন্দর হিসাবে গেজেটভুক্ত হয়। এর আগ পর্যন্ত সেটি শুল্ক স্টেশন হিসেবে ব্যবহৃত হতো। এ বন্দর দিয়ে শুধু চুনাপাথর আমদানি করা হচ্ছে বর্তমানে। রপ্তানি হচ্ছে না কোনো পণ্য।সিলেট জেলা ভ্রমণ প্যাকেজ

গত সরকারের সংশ্লিষ্টরা ও ব্যবসায়ীরা বলেছিলেন- পুরোদমে চালু হলে এ স্থলবন্দর দিয়ে বেড়ে যাবে আমদানি-রপ্তানি। ফলে সিলেট অঞ্চল উপকৃত হওয়ার পাশপাশি দেশের অর্থনীতিতে বড় অবদান রাখবে এ স্থলবন্দর।

তার বলেন- ভোলাগঞ্জ স্থলবন্দর দিয়ে এখনো চালু হয়নি ইমিগ্রেশন সেবা। ফলে বাংলাদেশ ও ভারতের ব্যবসায়ীদের যোগাযোগ রক্ষায় দীর্ঘ পথ পাড়ি দিতে হয়। সময় লাগে দুদিন। অথচ এই সেবা থাকলে যা সম্ভব হতো মাত্র ২০ মিনিটে। তাছাড়া স্থলবন্দরটিতে ইমিগ্রেশন সেবা না থায় নানা সম্ভাবনা থাকা সত্ত্বেও ভারতীয় পর্যটকরা ঢুকতে পারছেন না ভোলাগঞ্জের সাদাপাথরসহ পার্শ্ববর্তী পর্যটন কেন্দ্রগুলোতে।

ওই সময় ভোলাগঞ্জ স্থলবন্দর দিয়ে চুনাপাথর আমদানিকারী ব্যবসায়ীরা জানান, ভারতীয় ব্যবসায়ীরা বসেন ভারতের ভোলাগঞ্জ বাজারে। যা স্থল বন্দরের বাংলাদেশ অংশ থেকে মাত্র দুই কিলোমিটার দূরে। ভোলাগঞ্জ স্থলবন্দরের দুই দেশের ব্যবসায়ীরা দুই কিলোমিটার দূরত্বে ব্যবসায়ীদের সঙ্গে যোগাযোগ রক্ষায় উভয় দেশের আমদানি-রপ্তানিকারকরা ব্যবহার করছেন সিলেটের তামাবিল স্থলবন্দরের ইমিগ্রেশন পোস্ট। যার ফলে উভয় দেশের ব্যবসায়ীদের পাড়ি দিতে হয় ১৬০ কিলোমিটার পথ।

অন্যদিকে সম্ভাবনাময় কোম্পানীগঞ্জের সাদাপাথরসহ অন্য পর্যটনকেন্দ্রে আসতে হলে ভারতের উত্তর-পূর্ব রাজ্য মেঘালয়ের পর্যটকদের পাড়ি দিতে হয় ১৫০ কিলোমিটার পথ। একইভাবে বাংলাদেশের পর্যটকরা ভারতের চেরাপুঞ্জিতে যেতে হলে তামাবিল ইমিগ্রেশন চেকপোস্ট ব্যবহার করছেন। সেখানেও প্রায় ১৪০ কিলোমিটার পথ পাড়ি দিতে হয়। ভোলাগঞ্জে ইমিগ্রেশন চালু হলে ২০ কিলোমিটার পাড়ি দিয়েই চেরাপুঞ্জিতে আসা বিদেশি পর্যটকরা একদিনেই ঘুরে যেতে পারবেন সাদাপাথর পর্যটন কেন্দ্র। একইভাবে একদিনেই চেরাপুঞ্জি ঘুরে আসতে পারবেন বাংলাদেশের পর্যটকরা।

back to top