ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে সদ্য সমাপ্ত ফেব্রুয়ারিতে ২৫৩ কোটি ডলার রেমিটেন্স এসেছে, যা গত বছরের একই সময়ের তুলনায় ১৭ শতাংশ বেশি।
বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, চলতি ২০২৪-২৫ অর্থবছরের অগাস্ট থেকে টানা সাত মাস দুই বিলিয়নের বেশি রেমিটেন্স এসেছে। জানুয়ারিতে এই পরিমাণ ছিল ২১৮ কোটি ডলার, যা ফেব্রুয়ারির তুলনায় ১৬.০৫ শতাংশ কম।
চলতি অর্থবছরের প্রথম আট মাসে রেমিটেন্স প্রবাহ বেড়েছে ২৩.৮৫ শতাংশ, যেখানে এসেছে ১৮.৪৯ বিলিয়ন ডলার। গত অর্থবছরের একই সময়ে এই পরিমাণ ছিল ১৪.৯৩ বিলিয়ন ডলার।
২০২৩ সালের ডিসেম্বরে ২৬৪ কোটি ডলার রেমিটেন্স এসেছিল, যা সাড়ে তিন বছরে সর্বোচ্চ। ২০২০ সালের জুলাইয়ের পর এক মাসে এত রেমিটেন্স আর আসেনি।
মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের এমডি সৈয়দ মাহবুবুর রহমান জানান, "আগে ব্যাংক থেকে নেওয়া ঋণের টাকা ফেরত না আসায় বিদেশে অর্থ পাচার বেড়েছিল। তবে এখন হুন্ডি কমেছে, তাই ব্যাংকিং চ্যানেলে রেমিটেন্স বাড়ছে।"
একটি বেসরকারি ব্যাংকের ট্রেজারি প্রধান জানান, "রমজান ও আসন্ন ঈদকে কেন্দ্র করে রেমিটেন্স প্রবাহ আরও বাড়বে। এখন থেকে প্রতি মাসে আড়াই বিলিয়ন ডলার রেমিটেন্সের লক্ষ্য নির্ধারণ করা উচিত।"
রোববার, ০২ মার্চ ২০২৫
ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে সদ্য সমাপ্ত ফেব্রুয়ারিতে ২৫৩ কোটি ডলার রেমিটেন্স এসেছে, যা গত বছরের একই সময়ের তুলনায় ১৭ শতাংশ বেশি।
বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, চলতি ২০২৪-২৫ অর্থবছরের অগাস্ট থেকে টানা সাত মাস দুই বিলিয়নের বেশি রেমিটেন্স এসেছে। জানুয়ারিতে এই পরিমাণ ছিল ২১৮ কোটি ডলার, যা ফেব্রুয়ারির তুলনায় ১৬.০৫ শতাংশ কম।
চলতি অর্থবছরের প্রথম আট মাসে রেমিটেন্স প্রবাহ বেড়েছে ২৩.৮৫ শতাংশ, যেখানে এসেছে ১৮.৪৯ বিলিয়ন ডলার। গত অর্থবছরের একই সময়ে এই পরিমাণ ছিল ১৪.৯৩ বিলিয়ন ডলার।
২০২৩ সালের ডিসেম্বরে ২৬৪ কোটি ডলার রেমিটেন্স এসেছিল, যা সাড়ে তিন বছরে সর্বোচ্চ। ২০২০ সালের জুলাইয়ের পর এক মাসে এত রেমিটেন্স আর আসেনি।
মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের এমডি সৈয়দ মাহবুবুর রহমান জানান, "আগে ব্যাংক থেকে নেওয়া ঋণের টাকা ফেরত না আসায় বিদেশে অর্থ পাচার বেড়েছিল। তবে এখন হুন্ডি কমেছে, তাই ব্যাংকিং চ্যানেলে রেমিটেন্স বাড়ছে।"
একটি বেসরকারি ব্যাংকের ট্রেজারি প্রধান জানান, "রমজান ও আসন্ন ঈদকে কেন্দ্র করে রেমিটেন্স প্রবাহ আরও বাড়বে। এখন থেকে প্রতি মাসে আড়াই বিলিয়ন ডলার রেমিটেন্সের লক্ষ্য নির্ধারণ করা উচিত।"